Hijama Care Chattogram "হিজামা কেয়ার চট্টগ্রাম"

Hijama Care Chattogram "হিজামা কেয়ার চট্টগ্রাম" Worked as a Hijama (cupping) therapist in a reputed clinic since 2018

আপনার ফেসবুক আইডি কি সুরক্ষিত? নিজেদের প্রোফাইল সুরক্ষিত আছে কিনা একবার যাচাই বাচাই করে দেখুনকমেন্টে লিখুন @ [4:0]তারপর ...
14/03/2024

আপনার ফেসবুক আইডি কি সুরক্ষিত?
নিজেদের প্রোফাইল সুরক্ষিত আছে কিনা একবার যাচাই বাচাই করে দেখুন
কমেন্টে লিখুন @ [4:0]
তারপর দেখুন Mark Zuckerberg লেখাটি আসছে কিনা।
যদি আসে তাহলে আপনার আইডিটি এখনো নিরাপদ বলে দাবী করছে নিচের তথ্যানুসারে।
আমিও ট্রাই করে দেখি কমেন্টে আপনি ও দেখুন ফলাফল কি আসছে।
বি:দ্র: টাইপ করার সময় স্পেস দেওয়া যাবে না!!

13/03/2024
06/03/2024

চার জন মানুষের প্রতিদান দেওয়ার সামর্থ্য আমার নেই:

(১) যে আমাকে আগে সালাম দিয়েছে,

(২) যে আমার জন্য মজলিসে জায়গা করে দিয়েছে,

(৩) আমার প্রয়োজন পূরণ করার জন্য হাঁটতে গিয়ে যার পা ধূলোমলিন হয়েছে,

আর চতুর্থ ব্যক্তির প্রতিদান আমার পক্ষ থেকে কেবল আল্লাহই দিবেন:

(৪) যে ব্যক্তির মনে রাতের বেলা একটা প্রয়োজনের কথা স্মরণে আসার পর সে রাত জেগে ভেবেছে কার কাছে যাওয়া যায়, তারপর তার কাছে মনে হয়েছে আমি তার প্রয়োজন পূরণ করার উপযুক্ত ব্যক্তি, তাই সে আমার কাছে এসেছে।

[ওয়াফায়াতুল আ'ইয়ান: ৩/৬৩৬]

01/03/2024

জীবনের এতো এতো অর্জন আমাদের অথচ কোন কিছুই আমার জন্য স্হায়ি না, বেঁচে আছি বলেই কত স্বপ্ন,কত প্ল্যান,কত ছুটোছুটি! অথচ এই বেঁচে থাকার পেছনে আমাদের নিজেদের কোনো ক্রেডিট নেই। কী গোলক ধাঁধাঁর জীবন মানুষের⁉️ মৃত্যু বারবার চোখে আঙ্গুল দিয়ে সে কথা স্মরণ করিয়ে দিতে চাইলেও আমরা না দেখার ভান করেই চলেছি..

সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে। তিনি দীর্ঘদিন ইতালিতে ব্যবসা করতেন। মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন তিনি।
ইতালিতে স্থায়ীভাবে (গ্রিন কার্ড) থাকার সুযোগ পেয়েছেন তিনি। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের। বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন মোবারক (পরিবারের ৫ সদস্যের মৃত্যু)।

কেউই জানে না আগামীকাল তার জন্য কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।
(সুরা লোকমান, আয়াত: ৩৪)

28/02/2024

আজ মাগরিবের পর থেকে শাবান মাসের হিজামার সুন্নাহ তারিখ শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ‼️

সবাই চান একটা Pro Active রমাদান পালন করতে। কিন্তু, ক্লান্ত শরীর নিয়ে কি তা সম্ভব?

আপনার প্রো এক্টিভিটি বাড়ানোর সেরা উপায় হচ্ছে শরীর থেকে টক্সিনগুলো বের করে শরীরকে দূষন মুক্ত করা। ফলে মাংসে ও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়বে। বাড়বে প্রো এক্টিভনেস। রমাদানের আগে এই ৩ দিনই শেষ সুন্নাহ তারিখ হিজামা করানোর।

সুন্নাহ তারিখ সমূহ - ২৮শে ফেব্রুয়ারি, ০১লা মার্চ, ও ৩রা মার্চ।

যারা সুন্নাহ তারিখে হিজামা করাতে চান তারা দ্রুত আপনাদের এপয়েন্টমেন্ট নিশ্চিত করুন

♦️কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন?

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
"রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।"
(জামে তিরমিযীঃ ২০৫১)

✅ হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
*মাইগ্রেন
*মাথা ব্যথা
*বাত ব্যথা
*পেট ব্যথা
*কোমর ব্যথা
*পায়ে ব্যথা
*হাটু ব্যথা
*ঘাড়ে ব্যথা
*মাংস পেশির ব্যথা
*দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
*মেরুদন্ড ব্যথা
*গোড়ালি ব্যথা
*স্পোর্টস ইঞ্জুরি
*হাই ব্লাড প্রেশার
*গেটে বাত
*চুল পড়া সমস্যা
*গ্যাস্টিক সমস্যা
*থাইরয়েড গ্রন্থির সমস্যা
*কাশি, কফ ও ফুসফুসের সমস্যা
*রিউমাটয়েড আর্থ্রাটিস
*সায়েটিকা
*ঘুমের সমস্যা
*মানসিক সমস্যা
*হতাশা/অবসাদ/দুঃশ্চিন্তা
*স্মরন শক্তির দূর্বলতা
*চর্মরোগ
*প্যারালাইসিস
*কোলস্টরল
*সাইনোসাইটিস
*লিভারের সমস্যা
*গ্যাষ্টিক
*আলসার
*বডি ডিটক্স
তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।

#চট্টগ্রামের যেকোন জায়গা থেকে হিজামা নিতে পারেন, কারণ আমাদের আছে হোম সার্ভিসের বিশেষ সুযোগ...

আপনাকে কষ্ট করে আর কোন জায়গায় গিয়ে হিজামা নিতে হচ্ছে না, আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায়...

#হিজামায়_বর্তমান_ডিসকাউন্ট : (সিমিত সময়ের জন্য)
প্যাকেজ ১: ১৫ কাপ ✅১০০০ টাকা ❎১৫০০ টাকা
( ডিসকাউন্ট ৫০০ টাকা )
প্যাকেজ ২: ২২ কাপ ✅১৫০০ টাকা❎২২০০টাকা
( ডিসকাউন্ট ৭০০ টাকা )
প্যাকেজ ৩: ৩০ কাপ ✅২০০০ টাকা ❎ ৩০০০ টাকা
( ডিসকাউন্ট ১০০০ টাকা )
প্যাকেজ ৪: ৩৮ কাপ ✅২৫০০ টাকা ❎ ৩৮০০ টাকা
( ডিসকাউন্ট ১৩০০ টাকা )

এপয়েন্টমেন্ট নিতে কল করুন☎01580-699510

#حجامة

27/02/2024
হিজামার বৈজ্ঞানিক ভিত্তি :হিজামার কিছু ব্যাসিক সাইন্টিফিক থিওরী রয়েছে। যেসবের উপর ভিত্তি করে হিজামা মানব চিকিৎসায় বৈজ্ঞা...
24/02/2024

হিজামার বৈজ্ঞানিক ভিত্তি :

হিজামার কিছু ব্যাসিক সাইন্টিফিক থিওরী রয়েছে। যেসবের উপর ভিত্তি করে হিজামা মানব চিকিৎসায় বৈজ্ঞানিক মানদন্ডে উৎকৃষ্ট পদ্ধতি হিসেবে প্রতিয়মাণ হয়েছে।

থিওরীগুলো নিম্নরূপ-

1. Theories from hadith

2. Nitric Oxide theory

3. Pain Gate theory (PGT)

4. Diffuse Noxious Inhibitory Controls (DNICS)

5. Reflex Zone theory (RZT)

6. Muscle relaxation

7. Activation of Immune system theory (AIST)

8. Blood Detoxification theory (BDT)

9. Blood flow Diversion theory (BFDT)

বৈজ্ঞানিক থিওরীর শীর্ষেই রয়েছে হাদীস, কেননা নবী করিম (সঃ)-এর কোনো কথা বা কাজ এখ নপর্যন্ত বিজ্ঞানের বাহিরে পাওয়া যায়নি, তাঁকেই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবে আখ্যায়িত করা হয়। ২য় থিওরীটির ব্যখ্যা হলো- হিজামার জন্য যখন স্ক্যাচ করা হয় তখন স্কিনের নীচের ব্যাসমেন্ট মেমব্রেনে অবস্থিত ছোট ছোট রক্ত নালগুিলোতে ইনজুরী হয়। আর এ ইনজুরী থেকেই তৈরী হয় নাইট্রিক অক্সাইড (nitric oxide)।স্বাভাবিক ভাবেই হিজামার ফলে তৈরী হওয়া এ নাইট্রিক অক্সাইড শরীরকে একটি হাইপার বুস্ট দিতে পারে। এর দ্বারা দেহে স্থায়ীভাবে তৈরী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। পাশাপাশি এ নাইট্রিক-অক্সাইড কার্ডিওভাস্কুলার-এ ডায়োলেশন ক্রিয়া, ক্যান্সারে The Potential Role of Nitric Oxide in Halting Cancer Progression Through ChemopreventionGes কিডনী ডিজিজে There is increasing evidence that nitric oxide (NO) is one of the most important paracrine modulators and mediators in the control of renal functions, such as overall and regional renal blood flow (RBF), renal autoregulation, glomerular filtration, renin secretion and salt excretion. ইত্যাদি প্রকাশ করে।

৩, ৪, ৫, ৬ ও ৭ নং থিওরীগুলোর তাৎক্ষণিক কার্যকারিতাই প্রমাণ করে দেয় এর ভিত্তি ও গ্রহণযোগ্যতা। ৮ নং থিওরীটি সকলের কাছে স্পষ্ট এবং প্রসিদ্ধ। অনেকে শুধু এ থিওরীটিই হিজামার গ্রহণযোগ্যতার জন্য পেশ করে থাকেন। ৯নং বিষয়টিও ইউনানী চিকিৎসা বিজ্ঞানীগনের নিকট বেশ গুরুত্বপূর্ণ। যাকে এমালায়ে মাওয়াদ-এর একমাত্র উপায় হিসেবে গন্য করা হয়।

তথ্যসূত্র : 'হিজামাহ শিক্ষা by হাকিম মোঃ কামরুজ্জামান'

#চট্টগ্রামের যেকোন জায়গা থেকে হিজামা নিতে পারেন, কারণ আমাদের আছে হোম সার্ভিসের বিশেষ সুযোগ...

আপনাকে কষ্ট করে আর কোন জায়গায় গিয়ে হিজামা নিতে হচ্ছে না, আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায়...

#হিজামায়_বর্তমান_ডিসকাউন্ট : (সিমিত সময়ের জন্য)
প্যাকেজ ১: ১৫ কাপ ✅১০০০ টাকা ❎১৫০০ টাকা
( ডিসকাউন্ট ৫০০ টাকা )
প্যাকেজ ২: ২২ কাপ ✅১৫০০ টাকা❎২২০০টাকা
( ডিসকাউন্ট ৭০০ টাকা )
প্যাকেজ ৩: ৩০ কাপ ✅২০০০ টাকা ❎ ৩০০০ টাকা
( ডিসকাউন্ট ১০০০ টাকা )
প্যাকেজ ৪: ৩৮ কাপ ✅২৫০০ টাকা ❎ ৩৮০০ টাকা
( ডিসকাউন্ট ১৩০০ টাকা )

এপয়েন্টমেন্ট নিতে কল করুন☎01580-699510

24/02/2024

জীবনের অর্থ কি????

22/02/2024

কারো শারীরিক সৌন্দর্য বা হাই-লেভেলের চাকরি কিংবা ধনীঘরে জন্ম দেখে আফসুস করবেন না। কারণ, কোনটা নিয়ামত আর কোনটা গজব- আপনি সেটা জানেন না।
কত লোক সৌন্দর্যের কারণে চরিত্র হারিয়েছে, উচ্চপদের চাকরি পেয়ে সততা গেছে, ধনাঢ্য পরিবারে জন্ম হওয়াতে জীবন ধ্বংস হয়েছে!

Address

Chittagong

Telephone

+8801580699510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Care Chattogram "হিজামা কেয়ার চট্টগ্রাম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Care Chattogram "হিজামা কেয়ার চট্টগ্রাম":

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram