24/02/2024
হিজামার বৈজ্ঞানিক ভিত্তি :
হিজামার কিছু ব্যাসিক সাইন্টিফিক থিওরী রয়েছে। যেসবের উপর ভিত্তি করে হিজামা মানব চিকিৎসায় বৈজ্ঞানিক মানদন্ডে উৎকৃষ্ট পদ্ধতি হিসেবে প্রতিয়মাণ হয়েছে।
থিওরীগুলো নিম্নরূপ-
1. Theories from hadith
2. Nitric Oxide theory
3. Pain Gate theory (PGT)
4. Diffuse Noxious Inhibitory Controls (DNICS)
5. Reflex Zone theory (RZT)
6. Muscle relaxation
7. Activation of Immune system theory (AIST)
8. Blood Detoxification theory (BDT)
9. Blood flow Diversion theory (BFDT)
বৈজ্ঞানিক থিওরীর শীর্ষেই রয়েছে হাদীস, কেননা নবী করিম (সঃ)-এর কোনো কথা বা কাজ এখ নপর্যন্ত বিজ্ঞানের বাহিরে পাওয়া যায়নি, তাঁকেই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবে আখ্যায়িত করা হয়। ২য় থিওরীটির ব্যখ্যা হলো- হিজামার জন্য যখন স্ক্যাচ করা হয় তখন স্কিনের নীচের ব্যাসমেন্ট মেমব্রেনে অবস্থিত ছোট ছোট রক্ত নালগুিলোতে ইনজুরী হয়। আর এ ইনজুরী থেকেই তৈরী হয় নাইট্রিক অক্সাইড (nitric oxide)।স্বাভাবিক ভাবেই হিজামার ফলে তৈরী হওয়া এ নাইট্রিক অক্সাইড শরীরকে একটি হাইপার বুস্ট দিতে পারে। এর দ্বারা দেহে স্থায়ীভাবে তৈরী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। পাশাপাশি এ নাইট্রিক-অক্সাইড কার্ডিওভাস্কুলার-এ ডায়োলেশন ক্রিয়া, ক্যান্সারে The Potential Role of Nitric Oxide in Halting Cancer Progression Through ChemopreventionGes কিডনী ডিজিজে There is increasing evidence that nitric oxide (NO) is one of the most important paracrine modulators and mediators in the control of renal functions, such as overall and regional renal blood flow (RBF), renal autoregulation, glomerular filtration, renin secretion and salt excretion. ইত্যাদি প্রকাশ করে।
৩, ৪, ৫, ৬ ও ৭ নং থিওরীগুলোর তাৎক্ষণিক কার্যকারিতাই প্রমাণ করে দেয় এর ভিত্তি ও গ্রহণযোগ্যতা। ৮ নং থিওরীটি সকলের কাছে স্পষ্ট এবং প্রসিদ্ধ। অনেকে শুধু এ থিওরীটিই হিজামার গ্রহণযোগ্যতার জন্য পেশ করে থাকেন। ৯নং বিষয়টিও ইউনানী চিকিৎসা বিজ্ঞানীগনের নিকট বেশ গুরুত্বপূর্ণ। যাকে এমালায়ে মাওয়াদ-এর একমাত্র উপায় হিসেবে গন্য করা হয়।
তথ্যসূত্র : 'হিজামাহ শিক্ষা by হাকিম মোঃ কামরুজ্জামান'
#চট্টগ্রামের যেকোন জায়গা থেকে হিজামা নিতে পারেন, কারণ আমাদের আছে হোম সার্ভিসের বিশেষ সুযোগ...
আপনাকে কষ্ট করে আর কোন জায়গায় গিয়ে হিজামা নিতে হচ্ছে না, আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায়...
#হিজামায়_বর্তমান_ডিসকাউন্ট : (সিমিত সময়ের জন্য)
প্যাকেজ ১: ১৫ কাপ ✅১০০০ টাকা ❎১৫০০ টাকা
( ডিসকাউন্ট ৫০০ টাকা )
প্যাকেজ ২: ২২ কাপ ✅১৫০০ টাকা❎২২০০টাকা
( ডিসকাউন্ট ৭০০ টাকা )
প্যাকেজ ৩: ৩০ কাপ ✅২০০০ টাকা ❎ ৩০০০ টাকা
( ডিসকাউন্ট ১০০০ টাকা )
প্যাকেজ ৪: ৩৮ কাপ ✅২৫০০ টাকা ❎ ৩৮০০ টাকা
( ডিসকাউন্ট ১৩০০ টাকা )
এপয়েন্টমেন্ট নিতে কল করুন☎01580-699510