Ummah Care- Chattogram Hijama & Ruqyah Center

Ummah Care- Chattogram Hijama & Ruqyah Center Sunnah & Unani Treatment

সংগৃহীত- জনস্বার্থেপ্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল ...
05/09/2024

সংগৃহীত- জনস্বার্থে

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখেছি। শুধু একটি কার্টুন ছবির মাধ্যমে তিনি যেন একজন অসহায় মায়ের সামনে তার সন্তানদের মোবাইলের চোরাবালিতে ডুবে যেতে দেখিয়েছেন। আমি নিজেও মনে করি আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সামনে মোবাইল, নেট... একটা সামাজিক সমস্যা।

লেখা পড়ার বাইরে যেটুকু সময় তারা পায় মোবাইলে ডুবে থাকে। এর ক্ষতিকর দিক বাবা মা'রা বোঝেন না এমন নয়। কিন্তু তারা যেন অসহায়। একজন শিক্ষক হিসাবে এমন অভিজ্ঞতাও হয়েছে অভিভাবক আমাদের অনুরোধ করছেন তার ছেলেমেয়ে যেন মোবাইল ব্যবহার না করে সেটা একটু বুঝিয়ে বলতে। তারা বাবা মা হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষকের শরণাপন্ন হচ্ছেন! এটা অসহয়তা নয়।

এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের ছ জন কৃতি ছাত্র আছেন৷ মিশনের মহারাজ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তাদের মিশনে যদি মোবাইল ব্যবহারের অনুমতি থাকত তাহলে হয়তো তার কৃতি ছাত্ররা তালিকায় থাকতে পারত না।

আমাদের ছোটবেলায় যখন মোবাইল স্বপ্নেও ছিল না, তখন পড়ার বাইরে আমাদের খেলা ছিল। আর ছিল গল্পের বই পড়া। আমি ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, পড়ার বই এর বাইরে কোন বই তারা পড়ে না। চাঁদের পাহাড়, সবুজ দ্বিপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই, শুধু মোবাইলকে সঙ্গী করে স্কুল জীবন পেরিয়ে কলেজে পৌঁছে গেল।

পৌঁছে গেল, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে গেল। সে ফাঁকটা সব থেকে বেশি বুঝতে পারছেন একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের কিন্তু তিনি যেন অসহায়।

এই অসহয়তা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। কিন্তু ভাবতে হবে সবাইকে।

28/08/2024

সংগৃহীত লেখা- জনস্বার্থে পোস্ট করলাম

ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলের মতো শর্ট-ফর্ম ভিডিও সামগ্রীতে দীর্ঘায়িত এক্সপোজার শরীর এবং মনের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে:

অ্যাটেনশন স্প্যান: এই প্ল্যাটফর্মগুলির ঘন ঘন ব্যবহার মস্তিষ্ককে সংক্ষিপ্ত মনোযোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়, কারণ ব্যবহারকারীরা দ্রুত সংক্ষিপ্ত, মনোযোগ আকর্ষণকারী সামগ্রী গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে। এটি দীর্ঘ আকারের বিষয়বস্তু বা টেকসই ঘনত্বের প্রয়োজন এমন কাজগুলিতে ফোকাস করা আরও কঠিন করে তুলতে পারে।
ডোপামিন নিয়ন্ত্রণ: দ্রুত প্রতিক্রিয়া লুপ এবং এই প্ল্যাটফর্মগুলিতে নতুন বিষয়বস্তুর ধ্রুবক প্রবাহ মস্তিষ্কের পুরষ্কার সিস্টেমকে অতিরিক্ত উদ্দীপিত করতে পারে, যার ফলে ডোপামাইন ডিসরেগুলেশন হয়। এটি অস্থিরতা, অধৈর্যতা এবং ধীর গতির বা কম উদ্দীপক কার্যকলাপে সন্তুষ্টি খুঁজে পাওয়ার ক্ষমতা হ্রাসের অনুভূতিতে অবদান রাখতে পারে।

ঘুমের ব্যাঘাত: ডিজিটাল স্ক্রিন দ্বারা নির্গত নীল আলো এবং বিষয়বস্তুর উদ্দীপক প্রকৃতি শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণ চক্রে হস্তক্ষেপ করতে পারে, ঘুমিয়ে পড়া কঠিন করে তোলে এবং ঘুমের মান হ্রাস করে।
আসীন আচরণ: এই প্ল্যাটফর্মগুলির দীর্ঘায়িত ব্যবহারে প্রায়শই দীর্ঘ সময় ধরে বসে থাকা বা শুয়ে থাকার সাথে জড়িত থাকে, যা আরও বেশি বসে থাকা জীবনযাত্রার দিকে নিয়ে যেতে পারে এবং এর সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি, যেমন স্থূলতা, কার্ডিওভাসকুলার রোগ এবং পেশীবহুল সমস্যাগুলির ঝুঁকি বাড়াতে পারে।

সামাজিক তুলনা এবং আত্ম-সম্মান: এই প্ল্যাটফর্মগুলিতে ক্রমাগত কিউরেটেড, আদর্শিক বিষয়বস্তুর সংস্পর্শে আসা অপ্রতুলতা এবং সামাজিক তুলনার অনুভূতি জাগিয়ে তুলতে পারে, যা আত্ম-সম্মান এবং মানসিক সুস্থতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

হ্রাসকৃত উত্পাদনশীলতা: এই প্ল্যাটফর্মগুলির আসক্তিমূলক প্রকৃতি এবং নতুন বিষয়বস্তু পরীক্ষা করার ধ্রুবক প্রলোভন উত্পাদনশীলতা হ্রাস করতে পারে, কারণ ব্যবহারকারীরা অন্যান্য কাজ বা ক্রিয়াকলাপে ফোকাস করতে লড়াই করে।

সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলি প্রশমিত করার জন্য, শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মের ব্যবহারে যুক্তিসঙ্গত সীমা নির্ধারণ করার, নিয়মিত বিরতি নেওয়া, শারীরিক কার্যকলাপে নিযুক্ত হওয়া এবং ডিজিটাল এবং নন-ডিজিটাল কার্যকলাপের মধ্যে একটি ভারসাম্য গড়ে তোলার সুপারিশ করা হয়।

14/07/2024

আমাদের সম্মানিত কিছু রোগীর রিভিউ।।

শীতে শরীর ব্যথা সহ নানা জটিলতাঃশীতকালে জোড়া বা বাতের ব্যথা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে যারা  আর্থ্রাইটিস, রি...
16/12/2023

শীতে শরীর ব্যথা সহ নানা জটিলতাঃ

শীতকালে জোড়া বা বাতের ব্যথা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে যারা আর্থ্রাইটিস, রিওমাটয়েড আর্থ্রাইটিস ও অস্ট্রিওআর্থ্রাইটিসের মতো হাড়ক্ষয় রোগে ভুগছেন, তাঁদের কষ্ট বহুলাংশে বেড়ে যায়। অনেকের কোমর ও ঘাড়ে ব্যথায় আক্রান্ত হয়। ঘাড় থেকে ব্যথা আস্তে আস্তে কাঁধ, বাহু, হাত ও আঙুল পর্যন্ত বিস্তৃত হতে থাকে। এছাড়া পেশি, লিগামেন্ট, হাড় ও স্নায়ুর ব্যথা তীব্র হয়। তাই এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

শীতে শারীরিক ব্যথার প্রকপ এবং অন্যান্য সমস্যা কেন বাড়ে?

বিশেষজ্ঞদের মতে-
১। শীতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে শরীরে রক্তসঞ্চালন কমে যায়। অঙ্গপ্রত্যঙ্গ গুলো ঠিকমতো কাজ করতে পারে না। ফলে জয়েন্টসমূহের প্রদাহ বৃদ্ধি পেয়ে ব্যথা, ধীরে ধীরে জয়েন্ট ও মাংসপেশি শক্ত হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

২। শীতকালে অনেক সময় শরীরে ভিটামিন ডি কমে যায়। কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরে ক্যালসিয়াম ঘাটতিও হয় কিছুটা। ঠিক এ সময় হাড় ও জয়েন্টে ব্যথা বাড়ে। বংশগতভাবে শীতকালে বিভিন্ন জয়েন্টে ব্যথা বা ফোলা দেখা দিতে পারে।

৩। বাতাসের চাপের সঙ্গে শীতকালে অক্সিজেনের পরিমাণও কমে যায়। ফলে অক্সিজেন সল্পতায় শরীরে সহজেই ক্লান্তি নিয়ে আসে এবং আলস্যতা বাড়ে। এছাড়া শীতকালে আমাদের মুভমেন্ট কম হয় এতে জয়েন্টে আরো বেশি ব্যথা হয়।

৪। কারও কারও বেশি ঠান্ডায় মাইগ্রেনের কারণে মাথাব্যথা বেড়ে যায়। আবার কারও সাধারণ সর্দি-কাশি থেকে সাইনোসাইটিস হয়ে মাথাব্যথা হতে পারে।

৫। শীতকালে স্ট্রোক বেশি হওয়ারও ঝুঁকি রয়েছে। অন্য সময়ের চেয়ে শীতকালে স্ট্রোক বেশি হয়। ব্লাড মাসল স্বাভাবিক থাকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন শীতকালে তা থাকে না।

৬। শীতের এই সময়টায় ঠাণ্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকে অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়।

উপর্যুক্ত সকল বিষয় মূলত স্বাভাবিক রক্ত সঞ্চালন এর সাথে সম্পর্কিত। হিজামার মূল বা প্রধান কাজ হলো শরীরে রক্ত সঞ্চালন ত্বরান্বিত করা। আলহামদুলিল্লাহ, হিজামা থেরাপির মাধ্যমে প্রাকৃতিক উপায়ে খুব সহজে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পূর্বক রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন করে শীত জনিত নানান জটিল সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। হিজামার অন্যতম বৈশিষ্ট্য হলো এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

যেকোনো রোগ নিয়ন্ত্রন ও নিরাময়যোগ্য রোগ হতে আরগ্য লাভ করতে এ নববী চিকিৎসা অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখে।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630-142434
সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।

ctg

সামনে পবিত্র ঈদ-ঊল-আযহা । কোরবানির আগে ডায়াবেটিস এবং কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রন করা অত্যন্ত জরুরি। এ সময় ডায়াবেটিস স...
22/06/2023

সামনে পবিত্র ঈদ-ঊল-আযহা ।

কোরবানির আগে ডায়াবেটিস এবং কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রন করা অত্যন্ত জরুরি। এ সময় ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। কারণ বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে মাংস/চর্বি নানা জাতের খাবার একটু বেশিই খাওয়া হয়।

আলহামদুলিল্লাহ, হিজামা থেরাপির মাধ্যমে প্রাকৃতিক উপায়ে খুব সহজে ডায়াবেটিস এবং কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রন করা নিয়ন্ত্রন করা যায়। হিজামার মূল বৈশিষ্ট্য হলো এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

যেকোনো রোগ নিয়ন্ত্রন ও নিরাময়যোগ্য রোগ হতে আরগ্য লাভ করতে এ নববী চিকিৎসা অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখে।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630-142434
সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।



ইউরিক এসিড কী?আমাদের শরীরে দুই ধরনের এমাইনো এসিডের প্রয়োজন পড়ে। একটি আবশ্যক (এসেনশিয়াল) এমাইনো এসিড। আরেকটি অনাবশ্যক (নন...
11/06/2023

ইউরিক এসিড কী?
আমাদের শরীরে দুই ধরনের এমাইনো এসিডের প্রয়োজন পড়ে। একটি আবশ্যক (এসেনশিয়াল) এমাইনো এসিড। আরেকটি অনাবশ্যক (নন এসেনসিয়াল) এমাইনো এসিড। এই নন এসেনসিয়াল এমাইনো এসিডের মধ্যে একটি হলো পিউরিন। এই পিউরিন স্বাভাবিকভাবেই আমাদের শরীরের প্রতিটি কোষে পাওয়া যায়। কারণ শরীরে পিউরিন তৈরি হয়।

এ ছাড়া কিছু কিছু খাবার থেকেও আমরা পিউরিন নামক এমাইনো এসিড পেয়ে থাকি। কোষে থাকা এই পিউরিনের ভাঙনের ফলে ইউরিক এসিড তৈরি হয়। এই ইউরিক এসিড রক্তে চলে যায়। নারীর ক্ষেত্রে রক্তে ইউরিক এসিডের স্বাভাবিক মাত্রা হলো ২ দশমিক ৪ থেকে ৬ দশমিক ০ মিলিগ্রাম পার ডিএল এবং পুরুষের ক্ষেত্রে ৩ দশমিক ৪ থেকে ৭ দশমিক ০ মিলিগ্রাম পার ডিএল।

কেন হয়?
আমরা যদি দেহের চাহিদার থেকে বেশি পরিমাণে প্রোটিন খেয়ে থাকি বা খাবারে যদি এলকোহল জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে, তা থেকে দেহে পিউরিন নামক নন এসেনসিয়াল এমাইনো এসিড তৈরি হয়। এই পিউরিনের শেষ উৎপাদন (এনডপ্রডাক্ট) হিসেবে ইউরিক এসিড তৈরি হয়।

এই ইউরিক এসিড প্রথমে রক্তে চলে যায়। সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। রক্তে যদি ইউরিক এসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় এই অবস্থাকে বলা হয় হাইপারইউরিসেমিয়া। এই অতিরিক্ত ইউরিক এসিড সূক্ষ্ম স্ফটিক (ক্রিস্টাল) আকারে জয়েন্টের মধ্যে বিশেষ করে পায়ের আঙ্গুলে ব্যথা সৃষ্টি করে। এ ছাড়া আমাদের দেহের শ্বেত কণিকা এই ইউরিক এসিড স্ফটিককে ফরেন বডি মনে করে আক্রমণ করে। ফলে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় বা ফুলে যায়। এই অবস্থাকে টোফেস বলে।

প্রথম অবস্থায় শুধু পায়ে ব্যথা হয়। আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পা ফোলা, হাঁটু ও হাঁটুর জয়েন্টে ব্যথা হয়। ফলে ইউরিক এসিড আক্রান্ত ব্যক্তির হাঁটতেও সমস্যা হয়। হাইপারইউরিসেমিয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন : বাত, কিডনিতে পাথর, কিডনি অর্কাযকর হওয়া, উচ্চরক্তচাপসহ নানা ধরনের রোগ হতে পারে।

করণীয়-
রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে সঠিক ডায়েটের পাশাপাশি শরীরকে সরাসরি টক্সিন মুক্ত করার কোন বিশেষ পদ্ধতি গ্রহন করা উচিত। আর হিজামা হল সব চেয়ে কার্যকরী বিশেষ পদ্ধতি যা শরীর থেকে খুব সহজেই রক্তের ইউরিক এসিডের মাত্রা কমিয়ে ফেলে।

হিজামার মাধ্যমে মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা ইউরিক এসিডসহ, নানাবিদ টক্সিন, ফ্যাটি এসিড, পয়জন, কোলেস্টরোল বের করে নিজেকে ফ্রেশ করে নিন। টক্সিন এর জায়গায় রিপ্লেস হবে ফ্রেশ ব্লাড। ডিটক্সিফিকেশন করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মুক্ত হয়ে আপনিও ঝরঝরে প্রাণবন্ত দেহ মনের অধিকারী হয়ে উঠুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630-142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।...

আজ ১১/০৬/২০২৩ খ্রি. আরবি জিল কদ মাসের ৩য়/শেষ সুন্নাহ তারিখ। হিজামা নেয়ার জন্য সরাসরি কল করুন।মহিলাদের জন্য আলাদা সুব্যবস...
11/06/2023

আজ ১১/০৬/২০২৩ খ্রি. আরবি জিল কদ মাসের ৩য়/শেষ সুন্নাহ তারিখ। হিজামা নেয়ার জন্য সরাসরি কল করুন।

মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে-

প্রতিটি মানুষের জন্য বছরে ২-৩ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে, যেমন-

হিজামা (cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

১। উচ্চ রক্তচাপ
২। রক্তদূষণ
৩। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
৪। শরীর জ্বালা পোড়া
৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ঘাড়ে ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী / সাধারন মাথা ব্যাথা
১০। পায়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। ব্যাক পেইন
১৩। মাংসপেশীর ব্যাথা
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। স্মৃতিভ্রষ্টতা
১৬। ঘুমের ব্যাঘাত/ ইনসোমনিয়া
১৭। মেজাজ খিটখিটে
১৮। মানসিক চাপ/ সমস্যা
১৯। চোখের নানান সমস্যা
২০। সাইনোসাইটিস
২১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। হাঁপানি/এ্যাজমা
২৪। চুল পড়া/এন্ড্রেজেনিটিক এলোপেশিয়া
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া
২৮। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। মেদ বেড়ে যাওয়া/অবাসিটি
৩১। থাইরয়েড গ্রন্থির সমস্যা
৩২। হৃদরোগ
৩৩। টনসিল
৩৪। ভেরিকোজ ভেইন
৩৫। পারকিনসন
৩৬। মটর নিউরন
৩৭। পাইলস
৩৮। ফিস্টুলা
৩৯। আইবিএস/IBS
৪০। গ্যাস্ট্রিক
৪১। কালা জাদুসহ ইত্যাদি রোগের জন্য উপকারি।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630-142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।
...

আজ ১০/০৬/২৩ খ্রি. সূর্যাস্তের পর অর্থাৎ বাদ মাগরিব জিল কদ মাসের ৩য় সুন্নাহ তারিখ শুরু হবে, ইন শাা আল্লাহ।। আনাস বিন মালে...
10/06/2023

আজ ১০/০৬/২৩ খ্রি. সূর্যাস্তের পর অর্থাৎ বাদ মাগরিব জিল কদ মাসের ৩য় সুন্নাহ তারিখ শুরু হবে, ইন শাা আল্লাহ।।

আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফুলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের সতের (১৭), ঊনিশ (১৯) ও একুশ (২১) তারিখে হিজামা করাতেন।
(তিরমিযী হা/২০৫১, ২০৫৩; ছহীহ ইবনু মাজাহ হা/৩৪৮৩; আবুদাঊদ হা/৩৮৬১, সনদ ছহীহ।)

যদি অসুস্থতা বা ব্যথা অনুভূত হয় তবে উক্ত তারিখের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব হিজামা করানো যাবে।

হিজামার মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্যাটি এসিড, পয়জন, কোলেস্টরোল বের করে ব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথাব্যথা (মাইগ্রেইন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে পেইন, আর্থ্যাইটিজ, যাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অন্ডকোষ ফোলা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি থেকে নিজেকে ফ্রেশ করে নিন। টক্সিন এর জায়গায় রিপ্লেস হবে ফ্রেশ ব্লাড। ডিটক্সিফিকেশন করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মুক্ত হয়ে আপনিও ঝরঝরে প্রাণবন্ত দেহ মনের অধিকারী হয়ে উঠুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।
..

জিল কদ মাসের ২য় সুন্নাহ তারিখে হিজামা (মহিলা/ পুরুষ) চলছে, আলহামদুলিল্লাহ।। মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে-প্রতিটি ম...
09/06/2023

জিল কদ মাসের ২য় সুন্নাহ তারিখে হিজামা (মহিলা/ পুরুষ) চলছে, আলহামদুলিল্লাহ।।

মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে-

প্রতিটি মানুষের জন্য বছরে ২-৩ বার হিজামা করানো উত্তম। কারণ হিজামা মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সুস্থ মানুষ হিজামা করালে, হিজামা কাপিং এর উপকারিতা রয়েছে, যেমন-

♦ হিজামার সূক্ষ্ম আচর/স্ক্র্যাচের ফলে সাব এপিথেলিয়াল ক্যাপিলারি ইনজুরি হয়, ফলে এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এই নাইট্রিক অক্সাইডের কারণেই-
♦ "হিজামা সমস্ত রোগের জন্য উপকার করে"
♦সুস্থ মানুষের জন্যেও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
♦শরীরকে ডিটক্সিফাই করে।
♦রক্ত সঞ্চালন সক্রিয় করে।
♦হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে।
♦সৃতিশক্তি বৃদ্ধি করে।
♦দেহের জীবনীশক্তি ও যৌনশক্তি বৃদ্ধি করে।
♦রক্ত, ত্বক, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে।
♦দেহের সব ধরণের ব্যাথা দূর করে।
( হাড় মচকানো, কঠিন ব্যাথা, জয়েন্ট, মাথা, ঘার, পেট, পিঠ, কোমর, হাটু, বাত, স্পোর্টস ইনজুরি ও মাংসপেশীর ব্যাথা সহ অন্যান্য অঙ্গের ব্যাথা)
♦ ডায়বেটিস, মাইগ্রেন, টনসিল, ব্রন, গ্যাস্ট্রিক, অবস/ প্যারালাসিস মুটিয়ে যাওয়া, চর্মরোগ, চুলপড়া, উচ্চরক্তচাপ, ঘুমের ব্যাঘাত, ফোঁড়া-পাঁচড়া, চোখ-কানের সমস্যা ও মাদকাসক্তি সহ বিভিন্ন রোগ নিরাময়ে হিজামা একটি সফল চিকিৎসা ব্যবস্থা।

তাছাড়া হিজামা শরীরের বিবিধ অর্গান এর উন্নতি সাধন করে, যেমন-

👉 লিভারকে পরিস্কার করে ,
👉 শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
👉 ঘুমের উন্নতি করে,
👉 শারীরিক শক্তি বৃদ্ধি করে,
👉 রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
👉 পায়ের দুর্গন্ধ দূর করে,
👉 কিডনি পরিষ্কার করে,
👉 বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
👉 ত্বক পরিষ্কার করে।
👉 শারীরিক দুর্বলতা দূর করে।
👉 শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হিজামা নিন সুস্থ থাকুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630-142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।

08/06/2023

আজ ০৮/০৬/২৩ খ্রি. সূর্যাস্তের পর অর্থাৎ বাদ মাগরিব জিল কদ মাসের ২য় সুন্নাহ তারিখ শুরু হবে, ইন শাা আল্লাহ।।

আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফুলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের সতের (১৭), ঊনিশ (১৯) ও একুশ (২১) তারিখে হিজামা করাতেন।
(তিরমিযী হা/২০৫১, ২০৫৩; ছহীহ ইবনু মাজাহ হা/৩৪৮৩; আবুদাঊদ হা/৩৮৬১, সনদ ছহীহ।)

যদি অসুস্থতা বা ব্যথা অনুভূত হয় তবে উক্ত তারিখের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব হিজামা করানো যাবে।

হিজামার মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্যাটি এসিড, পয়জন, কোলেস্টরোল বের করে ব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথাব্যথা (মাইগ্রেইন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে পেইন, আর্থ্যাইটিজ, যাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অন্ডকোষ ফোলা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি থেকে নিজেকে ফ্রেশ করে নিন। টক্সিন এর জায়গায় রিপ্লেস হবে ফ্রেশ ব্লাড। ডিটক্সিফিকেশন করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মুক্ত হয়ে আপনিও ঝরঝরে প্রাণবন্ত দেহ মনের অধিকারী হয়ে উঠুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।

জিল কদ মাসের ১ম সুন্নাহ তারিখে হিজামা চলছে।কাপিং থেরাপির মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্...
07/06/2023

জিল কদ মাসের ১ম সুন্নাহ তারিখে হিজামা চলছে।

কাপিং থেরাপির মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্যাটি এসিড, পয়জন, কোলেস্টরোল বের করে নিজেকে ফ্রেশ করে নিন। টক্সিন এর জায়গায় রিপ্লেস হবে ফ্রেশ ব্লাড। ডিটক্সিফিকেশন করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মুক্ত হয়ে আপনিও ঝরঝরে প্রাণবন্ত দেহ মনের অধিকারী হয়ে উঠুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01630142434

সন্দ্বীপ হাউজ (২য় তলা), সবুজ বাগ মোড় (নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে একটু পশ্চিমে), হালিশহর, চট্টগ্রাম।

https://maps.app.goo.gl/hRThLvk7VqjCkiJx5

Address

Halishahar Road
Chittagong
4216

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801630142434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Care- Chattogram Hijama & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ummah Care- Chattogram Hijama & Ruqyah Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram