Hijama Center Chittagong

Hijama Center Chittagong একে খান মোড়, কুটুম বাড়ী রেস্তোরাঁর ঠিক পিছনের বিল্ডিং,পাহাড়তলী,চট্টগ্রাম। 01815375435।

হিজামা কি?
-----*-----
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy বলা হয়।
কেন হিজামা করাবেন?
---------*----------
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।
★হিজামার উপকারিতা:★
* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
* লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।
* দেহের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।
* দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে-৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।
* চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।
* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।
হিজামা সংক্রান্ত হাদীসঃ
---------*----------
(১) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
(2) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
হিজামা (শিঙ্গা) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
-----------------*-------------------
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি
১৯। হৃদরোগ
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। চুল পড়া
৩১। মানসিক সমস্যা ...সহ আরও অনেক রোগ।
# কেন আমাদের ক্লিনিকে করাবেন?
কন্সাল্টেন্সি ফি নেওয়া হয়না।
মনোরম পরিবেশ।
অভিজ্ঞ ডাঃ দ্বারা হিজামা করানো হয়।
হোম সার্ভিস দেওয়া হয়,অতিরিক্ত কোন চার্জ ছাড়ায়।

হিজামা থেরাপী নেয়ার জন্য যোগাযোগ করুনঃ 01815-375435
হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার ০১৭৫২১৬৭৩৫২
বিঃ দ্রঃ আরবী মাসের ১৭, ১৯, ২১ তারিখ হলো হিজামার জন্য উত্তম সময়। আর দিন হিসেবে সোম, মঙ্গল আর বৃহঃবার উত্তম। তবে অন্য দিনেও হিজামা করানো যাবে।
হিজামা একটি ফরগটেন সুন্নাহ। নিশ্চয়ই এর মধ্যে উপকার রয়েছে। হিজামা করুন, একটা সুন্নাহকে রিভাইভ করুন।
চট্টগ্রামে আমরাই সবচেয়ে কম খরচে হিজামা করাই।

লোকেশন:

একে খান মোড়, কুটুম বাড়ি রেস্তোরাঁর পিছনের বিল্ডিং এর নিচ তলায়,মাহমুদ খান জামে মসজিদ রোড়, চট্টগ্রাম।

কক্সবাজার এবং কুমিল্লা আমাদের শাখা আছে।
** মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে মহিলা থেরাপিষ্ট রয়েছে ***
(বি:দ্র:হোম সার্ভিস দেওয়া হয়)

✪ যাদুকর বেশি ক্ষতিকর, নাকি হিংসুক?— ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন—🔥 হিংসুকের ক্ষতি — যাদুকরের চেয়েও বেশি ভয়াবহ!কারণ—➤১. হি...
08/12/2025

✪ যাদুকর বেশি ক্ষতিকর, নাকি হিংসুক?

— ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন—

🔥 হিংসুকের ক্ষতি — যাদুকরের চেয়েও বেশি ভয়াবহ!

কারণ—

➤১. হিংসা ভিতর থেকে জ্বলে

হিংসুক নিজের মনে বিদ্বেষ, ঘৃণা, ক্রোধের আগুন বহন করে। সেই আগুনই অন্যের ক্ষতির কারণ হয়।

➤ ২. হিংসুকের দৃষ্টি (العين) মুহূর্তেই লেগে যায়

যাদু করতে সময়, উপকরণ লাগে।
কিন্তু হিংসুকের দৃষ্টি—চাই বা না চাই—এক মুহূর্তেই ক্ষতি করে।

➤৩. হিংসা মানুষের স্বভাবের গভীরে

যাদু আলাদা কাজ।
কিন্তু হিংসা অন্তরে থাকলেই ক্ষতি স্বাভাবিকভাবে বের হয়ে আসে।

➤ ৪. যাদুকর ক্ষতি করে মাঝে মাঝে — হিংসুক সবসময়

যাদুকর যখন যাদু না করে, তখন ক্ষতি নেই।
কিন্তু হিংসুক তার হিংসা নিয়ে সবসময় বিপদের কারণ।

➤ ৫. — হিংসা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র

আদম (আ.)–কে শয়তান হিংসার কারণেই আক্রমণ করেছিল।
তাই এর প্রভাব খুব ভয়াবহ।.
🟩 ফাইনাল সিদ্ধান্ত

ইবনুল কাইয়্যিম (রহ.)–এর মতে:
➡️ হিংসুক (الحاسد) — যাদুকরের চেয়েও বেশি ক্ষতিকর।

❄️ **শীতের ব্যথা কমাতে সুন্নাহ চিকিৎসা হিজামা** শীত এলেই অনেকের— ✔️ কোমর ব্যথা ✔️হাঁটু ব্যথা ✔️পায়ে রগ টেনে ধরা ✔️পায়ের ...
07/12/2025

❄️ **শীতের ব্যথা কমাতে সুন্নাহ চিকিৎসা হিজামা**

শীত এলেই অনেকের—
✔️ কোমর ব্যথা
✔️হাঁটু ব্যথা
✔️পায়ে রগ টেনে ধরা
✔️পায়ের পাতা ব্যথা
✔️ শরীর ভারী লাগা

এসব সমস্যা বেড়ে যায়। তাদের জন্য রয়েছে *রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহভিত্তিক চিকিৎসা — হিজামা (Cupping Therapy)*।

🌿 হিজামা রক্তসঞ্চালন বাড়ায় 🌿 জমাট ব্যথা দূর করে 🌿 স্নায়ুর চাপ কমায় 🌿 শরীরকে করে হালকা ও সক্রিয় 🌿 নিয়মিত করলে শীতকালীন ব্যথা অনেকটাই কমে যায়, ইনশাআল্লাহ

# # # 🎉 **শীতকালীন বিশেষ অফার চলছে!**

শুধু এই মাসে — **বিশেষ ছাড়ে হিজামা সেবা**

💐☘️ হিজামা সকল প্রকার ব্যথা, ব্রণ, দুর্বলতা,হাই ব্লাড-প্রেসার এলার্জি,শ্বাসকষ্ট ও কোলেস্টেরল নিরাময়ে হিজামা সর্বোত্তম।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

✅ যারা দীর্ঘদিন থেকে ঔষধ খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছেছেন যে ঔষধে আর কাজ হয়না। অথবা ব্যথা বেদনার জন্য ওষুধ খেতে খেতে কিডনি বিকল হওয়ার পথে, শুধুমাত্র আপনাকে বলছি হিজামা রাসূল (সা:) এর সুন্নতি চিকিৎসা, আপনি একবারের জন্য হলেও হিজামা করে দেখুন, এতে নেই কোন পার্শ প্রতিক্রিয়া নেই এবং দ্রুত রোগ থেকে নিরাময় পাবেন ইনশা'আল্লাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
✅ হিজামা হলো :

♦️হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক সহজ, নিরাপদ এবং অত্যান্ত কার্যকরী প্রাচীন চিকিৎসা পদ্ধতি । যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভূক্ত হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয় । যাকে ইংরেজীতে কাপিং বাংলাতে শিঙ্গা আরাবিতে হিজামা বলা হয় ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
✅ হিজামা সম্পর্কে হাদিস :

🌹 রাসুল (সাঃ) এরশাদ করেছেন জিব্রাইল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার মধ্যে যত সব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্বোত্তম। (আল হাকিম-৭৪৭০)

🌹 রাসুল(সা:) বলেছেন,"গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও,কারন গরমে কারো রক্তচাপ বেড়ে গেলে মৃত্যু হতে পারে(আল হাকিম-৭৪৮২)

🌹 রাসূল (সাঃ) এরশাদ করেছেন নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় (সহীহ বুখারী -৫২৯৪)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-

🍀কোলেস্টেরল
☘️এলার্জি
☘️এজমা বা হাপানী
☘️ইউরিক এসিড
☘️হাই-পেসার
🍀চর্মরোগ
🍀মাইগ্রেন
☘️মাথা ব্যথা
☘️বাত ব্যথা
☘️কোমর ব্যথা
☘️পায়ে ব্যথা হাটু ব্যথা
☘️ঘাড়ে ব্যথা
☘️মাংস পেশির ব্যথা
☘️দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
☘️মেরুদন্ড ব্যথা
🍀গোড়ালি ব্যথা
🍀স্পোর্টস ইঞ্জুরি
🍀গেটে বাত
🍀চুল পড়া সমস্যা
🍀ফুসফুসের সমস্যা
🍀রিউমাটয়েড আর্থ্রাইটিস
🍀সায়েটিকা
🍀ঘুমের সমস্যা।
🍀মানসিক সমস্যা
🍀হতাশা
🍀স্মরন শক্তির দূর্বলতা
🍀প্যারালাইসি
🍀হাত পা অবশ
🍀পায়ের পাতা ব্যথা
🍀ইউরিক এসিড
🍀হরমোনাল সমস্যা
🍀সাইনোসাইটিস
🍀লিভারের সমস্যা
🍀হাড় ক্ষয়
☘️সেক্সুয়াল প্রবলেম
☘️শরীর দুর্বল
☘️মাসিকের সমস্যা
☘️মহিলাদের গোপনীয় সমস্যা
🍀বডি ডিটক্স ইত্যাদি ইত্যাদি

প্রায় সকল রোগের জন্য হিজামা করানো হয়।
👉তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
✅ হিজামার উপকারিতা হলো ✅

🌱 হিজামার মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
🌱 শরীরের যে সমস্ত কোষ আছে তাদের শক্তি ও পুষ্টি বাড়িয়ে দেয়।
🌱 শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
🌱 শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
🌱 নার্ভগুলো একটিভ হয়। যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
🌱 শরীর থেকে দূষিত টক্সিন বের করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

✅ প্রত্যেকের জন্য সম্পূর্ণ আলাদা নিউ কাপ ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

✅ মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমাদের সেবা সমুহ:

🍁 ওয়েট কাপিং (হিজামা)
🍂 ড্রাই কাপিং
🍁 ম্যাসেজ কাপিং
🌱 ফায়ার কাপিং
☘️ বেম্বু কাপিং

🌳🌳 রুকিয়াহ শরিয়াহ বা জ্বিন যাদুর চিকিৎসা।

🏨 চেম্বারের ঠিকানাঃ

একে খান মোড়, কুটুম বাড়ি রেস্তরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তালায় চট্টগ্রাম।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

☎️মোবাইলঃ 01617777005,01815375435

👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন ইনশাআল্লাহ।

#হিজামাথেরাপিষ্ট #হিজামা

05/12/2025
05/12/2025

যেই পরিমাণ মেয়েরা বিয়ে বন্ধের যাদুতে আক্রান্ত..
তার চেয়ে কয়েকগুণ বেশি ছেলেরা রিযিক বন্ধের যাদুতে আক্রান্ত।

05/12/2025

❝শরীরে ক্যান্সারের যত জীবাণু আছে সব শেষ হবে ইনশাআল্লাহ❞

🍀আদা, লেবুর রস এবং ১০ ফোঁটা মধু একসাথে খাবেন। এটা ক্যান্সার প্রতিরোধক।

কোন সমস্যা ছাড়াই হিজামা কেনো নিবেন,,,??আমাদের শরীরটা যদি একটা মেশিনের মত হয় সেক্ষেত্রে মেশিন যেমন দীর্ঘদিন ফাংশন করতে কর...
04/12/2025

কোন সমস্যা ছাড়াই হিজামা কেনো নিবেন,,,??

আমাদের শরীরটা যদি একটা মেশিনের মত হয় সেক্ষেত্রে মেশিন যেমন দীর্ঘদিন ফাংশন করতে করতে একটা সময় এটায় জং ধরে বা পার্টসগুলো অকেজো হতে শুরু করে আর তখন এটা মেরামতের দরকার হয় আমাদের শরীরও ঠিক তেমন। আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন টক্সিন তৈরি হচ্ছে,, পরিবেশ থেকে বিভিন্ন ডাস্ট বা কেমিক্যাল এক্সপোজারের মাধ্যমে,, খাবারে ভেজাল থেকে বা আমাদের অস্বাস্থ্যকর লাইফস্টাইল এর কারণে । এই টক্সিনগুলোই আস্তে আস্তে শরীরের একেকটা অঙ্গ বা অর্গানকে ধরতে শুরু করে আর তখনই দেখা দেয় জটিল জটিল সব রোগবালাই!

এসব রোগবালাই থেকে নিজেকে মুক্ত রাখার জন্য শরীরের মধ্যে তৈরী হওয়া এই টক্সিনকে অপসারণ করতে কাপিং নিঃসন্দেহে একটা ভালো মাধ্যম যেটা সরাসরি আমাদের ত্বক (skin) কে ছাকনির মত ব্যবহার করে রোগবালাই সৃষ্টিকারী এই টক্সিনকে শরীর থেকে বের করে দেয় তখন রক্তটা পরিশোধিত হয় যেটাকে আমরা বলে থাকি "detoxification" এবং একই সাথে এটা শরীরের রক্ত সঞ্চালনকে অনেক বেশি বাড়িয়ে দেয়।কোষ গুলোকে এক্টিভ করে।নতুন কোষ তৈরী করে।ক্যান্সার সেল ধ্বংস করে।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।প্রতিটা অর্গানকে ভালো রাখে।

তাই যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সচেতন, যারা জানেন রোগ হবার পর চিকিৎসা নেবার থেকে রোগটা প্রতিহত করার চেষ্টাটা বরং বেশি কার্যকর তাদের জন্য কাপিং হতে পারে এক ধরণের healthy choice for prevention

টেনশন মুক্ত,,সুস্থ সুন্দর জীবনের জন্য হিজামা হতে পারে আপনার বন্ধু। হিজামা নিন সুস্থ থাকুন।

📣যে সকল রোগের চিকিৎসা করা হয় :

☸️মাথা,ঘাড়, পিঠ, কোমর ও হাঁটু সহ শরীরের যে কোন স্থানের ব্যাথা ☸️ বাতের ব্যাথা ☸ ️ব্রণ ☸️মাংস পেশির ব্যাথা ☸️️ ডায়াবেটিস ☸️ উচ্চ রক্ত চাপ
☸️ লিভার ও কিডনি জনিত রোগ
️☸️️ মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথা ব্যাথা
☸️️ ঘুম জনিত সমস্যা ☸️️ সাইনোসাইটিস
☸️️ এ্যালার্জি ☸️️ হাঁপানি/ এজমা ☸️ থাইরয়েড
️☸️️ যৌন সমস্যা ☸️ বন্ধাত্ব ☸ কালো যাদুর সমস্যা
️☸ সায়াটিকা ️☸️ চোখের সমস্যা ☸️ রক্ত দূষন
☸️ শীরা শুকিয়ে যাওয়া ☸️ পুরাতন কাশি ও
ফুসফুসের ব্যাথা ☸️ প্যারালাইসিস ☸️ মোটা সমস্যা ☸️ স্মৃতিহীনতা ও মানুষিক দুশ্চিন্তা
☸️ গ্যাস্ট্রিক সহ প্রায় সকল রোগের চিকিৎসা।

একে খান মোড়, চট্টগ্রাম।

02/12/2025

বিবাহ হয়েছে মাত্র ২৩ দিন…
এর মধ্যেই নবদম্পতি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত 🥺

কোরআনে এসেছে—
“তারা এমন জাদু শিখত, যার দ্বারা স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়।”
— (সূরা বাকারা ২:১০২)

রাসুল ﷺ বলেছেন—
শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী–স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো।
— (সহীহ মুসলিম ২৮১৩)

পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়াম যেটা মেরুদন্ড ও কোমরের জেল পর্যন্ত তৈরি করে ,যাদের মেরুদন্ড ও কোমড়ে ব্যথা ,জোড় কম ,তারা নিয়মি...
30/11/2025

পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়াম যেটা মেরুদন্ড ও কোমরের জেল পর্যন্ত তৈরি করে ,
যাদের মেরুদন্ড ও কোমড়ে ব্যথা ,জোড় কম ,তারা নিয়মিত খেতে পারেন।

28/11/2025

পড়াশোনা নষ্টের জাদু: একজন ছাত্র কিভাবে মানসিক ও একাডেমিকভাবে ভেঙে পড়ে?

অনেক সময় দেখা যায়,
একজন মেধাবী ছাত্র হঠাৎ করে…

• পড়ায় মন বসে না
• সারাক্ষণ ঝিমুনি বা অলস ভাব
• বই খুললেই মাথা ধরা / ঘুম ঘুম লাগা
• আগে যেখানে ভালো করতো, সেখানে এখন একেবারে পিছিয়ে পড়ছে
• পরীক্ষার আগে অস্বাভাবিক ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা
• মনে হতাশা, নিজেকে অযোগ্য মনে হওয়া
• অল্পতেই রাগ, বিরক্তি বা মন খারাপ

এই লক্ষণগুলো শুধু সাধারণ মানসিক চাপ বা মোবাইল আসক্তি থেকেও হতে পারে,
তবে কিছু ক্ষেত্রে হাসাদ (হিংসা) বা কালা জাদুর কু-প্রভাব এর কারণেও এমন হতে পারে।

🕯️ জাদুর প্রভাবে ছাত্রের যে পরিবর্তনগুলো দেখা যেতে পারে:

1. পড়াশোনার প্রতি আগ্রহ হঠাৎ কমে যাওয়া

2. ব্রেইন ফগ (মাথা অবশ ভাব)

3. অকারণে ভয় বা নেতিবাচক চিন্তা বৃদ্ধি

4. সেলফ কনফিডেন্স ধ্বংস হয়ে যাওয়া

5. মনে পড়া জিনিস বারবার ভুলে যাওয়া

6. পরীক্ষার সময় হাত-পা কাঁপা, বুক ধড়ফড় করা

শয়তানের একটি বড় লক্ষ্য হচ্ছে
একজন মুসলিমের ভবিষ্যৎ ধ্বংস করা।
আর ছাত্রের ভবিষ্যৎ শুরু হয় তার পড়াশোনা দিয়ে।

ইসলামে সমাধান – রুকইয়াহ মাধ্যমে সুরক্ষা

যদি কারো ক্ষেত্রে সন্দেহ হয় যে, শুধু স্বাভাবিক সমস্যা না — বরং আধ্যাত্মিক আক্রমণও থাকতে পারে, তাহলে নিচের আমলগুলো করতে পারেন:

28/11/2025

🩺বন্ধ্যাত্ব চিকিৎসায় হিজামা💥

🔹 বন্ধ্যত্ব ও এর কারণ
বন্ধ্যত্ব (Infertility) হল এমন একটি অবস্থা যেখানে বিবাহিত দম্পতি এক বছর বা তার বেশি সময় চেষ্টা করার পরও সন্তান লাভে সক্ষম হন না।
নারীদের ক্ষেত্রে এটি হতে পারে হরমোনের অসামঞ্জস্যতা, ডিম্বাশয়ের সমস্যা (PCOS), ডিম্বাণু নষ্ট হয়ে যাওয়া, জরায়ুর সমস্যা, বা মাসিকের অনিয়মের কারণে।
পুরুষদের ক্ষেত্রে এটি হতে পারে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, মানহীন শুক্রাণু, বা হরমোন সমস্যার জন্য।
🔰হিজামা কীভাবে সাহায্য করতে পারে
হিজামা থেরাপি (Wet Cupping) হল একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাসূল ﷺ নিজে করেছেন এবং অন্যদেরকে উৎসাহিত করেছেন।
গবেষণা ও অভিজ্ঞতায় দেখা গেছে, হিজামা—
🔸রক্ত সঞ্চালন বৃদ্ধি করে – জরায়ু ও প্রজনন অঙ্গের রক্ত প্রবাহ উন্নত হয়।
🔸 হরমোনের ভারসাম্য আনে – মস্তিষ্ক থেকে নিঃসৃত প্রজনন-সম্পর্কিত হরমোনের কার্যকারিতা বাড়ায়।
🔸 টক্সিন ও দূষিত রক্ত অপসারণ করে – দেহের ডিটক্সিফিকেশন প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
🔸 স্ট্রেস কমায় – মানসিক চাপ কমে গেলে প্রজনন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়।
🔸 প্রদাহ কমায় – জরায়ু বা ডিম্বাশয়ে প্রদাহ থাকলে তা হ্রাস করে।
✅কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরিচালিত একটি পাইলট গবেষণায় দেখা গেছে যে ৫৯ জন বন্ধ্যা মহিলার মধ্যে ১২ জন (২০.৩%) মহিলা হিজামা থেরাপির পর গর্ভবতী হয়েছেন।
✅আরেকটি বর্ণনামূলক পর্যালোচনায় বলা হয়েছে যে কাপিং থেরাপি মহিলাদের প্রজনন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যার মধ্যে মাসিক চক্রের উন্নতি এবং প্রজনন হার বৃদ্ধি অন্তর্ভুক্ত।
✅পুরুষদের ক্ষেত্রে, হিজামা থেরাপি অণ্ডকোষে রক্ত প্রবাহ বৃদ্ধি করে শুক্রাণুর গুণগত মান, গতিশীলতা এবং সংখ্যা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়।
📌হিজামা থেরাপির আরো উপকারিতা :
🔸রক্ত পরিশোধন ও টক্সিন অপসারণ করে
🔸রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
🔹মাথাব্যথা ও মাইগ্রেন উপশম করে
🔸ঘাড় ও পিঠের ব্যথা কমায়
🔹মানসিক চাপ ও ঘুমের সমস্যা হ্রাস করে
🔸হরমোন ব্যালান্স ও প্রজনন সমস্যায় উপকারী
🔹ত্বক ও চেহারার উজ্জ্বলতা বাড়ায়
🔸অ্যাজমা ও অ্যালার্জি নিয়ন্ত্রণ করে
🔹দেহে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
🔸ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
🔹ইমিউন সিস্টেম শক্তিশালী করে
🔸কিডনি ও লিভারকে পরিস্কার করে
🔹হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
🔸বাত/ব্যথা দূর করে
🔹গ্যাস্ট্রিক দূর করে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🔰আল-রহমা হিজামা থেরাপি - চট্টগ্রামে অবস্থিত একটি সুন্নাহ ভিত্তিক হিজামা সেন্টার।
📞 হিজামা সংক্রান্ত ফ্রি পরামর্শের জন্য কল করুন (ফোন/হোয়াট'স এপ):
🥼 থেরাপিস্ট : হাফেজ বেলাল হোসাইন ভূইয়া -০১৬১৭৭৭৭০০৫, দশ বছরের অভিজ্ঞতা।

📍ঠিকানা: একে খান মোড় কুটুম বাড়ি রেস্তরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তালায়, চট্টগ্রাম।
✅আমাদের হিজামা চার্জ-
✒প্রতি পয়েন্ট (শরীর) -৮০৳
✒প্রতি পয়েন্ট (মাথা ) -১২০৳
★আহত জুলাই যোদ্ধা;ছাত্র;আলেম এবং অসচ্ছল রোগীর জন্য বিশেষ ছাড়

✅ কতগুলো কাপ/পয়েন্ট লাগে?
-কাপ/পয়েন্ট নির্ধারণ করা হয়, রোগের প্রকোপ এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। যত বেশি সমস্যা তত বেশি কাপ/পয়েন্ট লাগে। কারো কোমর ব্যাথ, কারো কোমরের সাথে পিঠ ব্যাথা, কারো কোমর+পিঠ+হাটু+পায়ের মাংসপেশিতে ব্যাথা। তো বুঝতেই পারছেন একেক জনের একেক পরিমাণ কাপ লাগে। তবে সাধারণ সুন্নাহ পয়েন্ট ৯টা।
✅হিজামার পূর্ব প্রস্তুতি:
১. সকালে খালি পেটে নেওয়া উত্তম।
২. বিকেল, সন্ধ্যা, রাতে নিতে চাইলে ৩ ঘন্টা আগে থেকে খাওয়া, দাওয়া বন্ধ রাখবেন।
৩.হাই পেসার ,মাইগ্রেন, মাথাব্যথা , চুল পড়া, খুসকির জন্য চুল ফেলে হিজামা নিলে ভালো, না ফেলেও হিজামা করানোর মেশিন আছে আমাদের।
৪. দুই ঘন্টা আগে গোসল করলে ভালো, না করলেও সমস্যা নেই।
৫. বিবাহিত হলে হিজামা নেয়ার আগের ও পরের দিন স্ত্রী সহবাস নিষেধ।
৬. হিজামা সেবা নিতে আসার এক দিন আগে অনুগ্রহ করে ফোনে বুকিং কন্ফার্ম করবেন
✅ আমাদের বৈশিষ্ট্য-
🔰 ৭ বছরের অভিজ্ঞ সার্টিফাইড থেরাপিস্ট
🔰 মা-বোনদের জন্য মহিলা থেরাপিস্ট এবং এটাচ্ড বাথ রুম যুক্ত আলাদা নিরাপদ রুম
🔰 সম্পূর্ণ স্বাস্থ্যবিধিসম্মত প্রক্রিয়া ও পরিবেশে হিজামা

28/11/2025

🕌 জুম‘আহ বারের গুরুত্বপূর্ণ আমলসমূহ

১) বেশি বেশি নবীজী ﷺ -এর ওপর দরুদ পাঠ করা।
২) সূরা কাহফ তেলাওয়াত করা।
৩) বাদ জুম‘আহ ৭০ বার রিজিক বৃদ্ধির নিয়তে নিম্নোক্ত দো‘আ পাঠ করা—

> اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك
আল্লাহুম্মাক্‌ফিনি বিহালালিকা আন হারামিকা, ও আগ্‌নিনি বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।
৪) বেশি বেশি ঝিকির করা

🌿 المعطي هو الله
“আল-মু-তি হুয়া আল্লাহ”

৫)বাদ আসর দরুদ ও দো‘আর আমলে বসা।
৬) যে কোন কাজে বরকত পাবার আমল--
"رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا"
বাংলা উচ্চারণ:
রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।
অনুবাদঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।
(সূরাঃ কাহফ, আয়াতঃ ১০)

৫)যে কোন দোয়া কবুলের জন্য আসর নামাজের পর ৭০ বার আয়াতুল কুরসি পড়বেন।

হাফেজ বেলাল হোসাইন
সিনিয়র কনসালটেন্ট
01617777005, 01815375435
হিজামা সেন্টার চট্টগ্রাম

Fire Cupping with bamboo and Glassএকে খান মোড় কুটুম বাড়ি রেস্তরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তালায়।
27/11/2025

Fire Cupping with bamboo and Glass

একে খান মোড় কুটুম বাড়ি রেস্তরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তালায়।

Address

Hijama Center Chittagong একে খান, কুটুম বাড়ি রেস্তোরাঁর পিছনে, মাহমুদ খান জামে মসজিদ রোড়। Chattogram
Chittagong

Opening Hours

Monday 08:30 - 22:30
Tuesday 08:30 - 22:30
Wednesday 08:30 - 22:30
Thursday 08:30 - 22:30
Friday 08:30 - 22:30
Saturday 08:30 - 20:30
Sunday 08:30 - 22:30

Telephone

+8801815375435

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Center Chittagong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

cupping therapy

হিজামা নিন সুস্থ থাকুন,

চট্টগ্রামে সবচেয়ে কম খরচে

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।