Health BD: হেলথ বিডি

Health BD: হেলথ বিডি Health-BD is a health care information center. You can find any kinds of information about Doctors &

বাংলাদেশের সবথেকে সহজ ডাক্তারদের তথ্য সম্বলীত ওয়েব পোর্টাল ও ডিরেক্টরি বই।

ইতিমধ্যেই চট্টগ্রামে বেশ সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সাজিনাজ হসপিটাল লি. অল্প সময়ের যাত্রায় অনেক মানুষের আ...
14/09/2025

ইতিমধ্যেই চট্টগ্রামে বেশ সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সাজিনাজ হসপিটাল লি. অল্প সময়ের যাত্রায় অনেক মানুষের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এই সহযাত্রায় হেলথ বিডির গ্রাহকদের জন্যেও নিয়ে আসছে দারুন সব সুবিধা।

এখন থেকে হেলথ বিডির গ্রাহকরা সাজিনাস হাসপাতাল লি. এ প্যাথলজি, ইমেজিন, রেডিওলজি সহ হাসপাতালের বিলের উপরেও পাবেন দারুন ডিসকাউন্ট সুবিধা।

প্রতিষ্ঠানের ঠিকানা:
আরেফিন নগর বাজার, বায়জিদ লিংক রোড, বায়জিদ,চট্টগ্রাম।

আন্তরিক সহযোগীতা ও রোগীদের প্রতি আন্তরিক চিকিৎসায় সাজিনাজ হাসপাতাল লি. এর প্রতি আন্তরিক অভিবাদন জানাই।।

চাঁদগাও আবাসিক, চট্টগ্রাম এ অনেকেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এর তথ্য জানতে চান।আপনারা সাথে পরিচয় করিয়ে দিচ্ছি চমৎকার একজন শি...
14/09/2025

চাঁদগাও আবাসিক, চট্টগ্রাম এ অনেকেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এর তথ্য জানতে চান।

আপনারা সাথে পরিচয় করিয়ে দিচ্ছি চমৎকার একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে।

ডা এম এ মোরশেদ, বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন।

শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন রোগী দেখছেন চাদগাও আবাসিক এর বি ব্লকের ১৩ নাম্বার রোডের ৩০৩ নাম্বার বাসায়।

আপনার হাতের নাগালেই রয়েছেন আন্তরিক একজন শিশু চিকিৎসক।

বিস্তারিত দেখুন লিংকে।

Book appointment with Dr M A Morshed, expert Child specialist. MBBS, BCS (Health), DCH (Child). Available at House-303, Road-13, Block-B, Chadgaon R/A. Chattogram. Contact: 01833 087 770

হেলথ কার্ড স্বাস্থ্যসেবায় একটি ডিসকাউন্ট কার্ড।চট্টগ্রাম শহরের সেরা সেরা প্রতিষ্ঠানগুলোর সাথে হেলথ বিডি কর্পোরেট চুক্তির...
13/09/2025

হেলথ কার্ড স্বাস্থ্যসেবায় একটি ডিসকাউন্ট কার্ড।
চট্টগ্রাম শহরের সেরা সেরা প্রতিষ্ঠানগুলোর সাথে হেলথ বিডি কর্পোরেট চুক্তির মাধ্যমে তাদের গ্রাহকদের এই ডিসকাউন্ট দিয়ে থাকে।

এপিক হেলথ কেয়ার, শেভরন, পপুলার, ইবিনে সিনা, পার্কভিউ, ন্যাশনাল হাসপাতাল, কিউরেক্স ডায়াগনস্টিক সেন্টার, ইসলামী ব্যাংক হাসপাতালে এই কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাবেন পরীক্ষা নিরিক্ষা ও।হাসপাতাল বিলের উপরে।

Health Card দেখান ডিসকাউন্ট নিন✌️✅এই অফার কেবল মাত্র নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার এর জন্যে প্রযোজ্য।✅ আমাদের হেলথ কার্ড...
12/09/2025

Health Card দেখান ডিসকাউন্ট নিন✌️

✅এই অফার কেবল মাত্র নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার এর জন্যে প্রযোজ্য।

✅ আমাদের হেলথ কার্ডের গ্রাহকরাই পাবেন এই সেবা।

✅ অফার থাকাকালীন পর্যন্ত আপনারা এই সুবিধা গ্রহন করতে পারবেন।

ধন্যবাদ

হেলথ কার্ড কি?হেলথ কার্ড মুলত 'ডিসকাউন্ট' কার্ড। চট্টগ্রামের টপ লেভেলের বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের সাথে হ...
08/09/2025

হেলথ কার্ড কি?
হেলথ কার্ড মুলত 'ডিসকাউন্ট' কার্ড। চট্টগ্রামের টপ লেভেলের বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের সাথে হেলথ বিডির কর্পোরেট চুক্তি রয়েছে। যার মাধ্যমে হেলথ কার্ডধারী গ্রাহকরা ডিসকাউন্ট পেয়ে থাকেন।

হেলথ কার্ডে ডিসকাউন্ট কত?
একেক প্রতিষ্ঠানে একেক রকমের ডিসকাউন্ট সুবিধা রয়েছে। কোন প্রতিষ্ঠানে প্যাথলজিতে ৪০%, কোন প্রতিষ্ঠানে ৩৫%, কোন প্রতিষ্ঠানে এটা ৩০%।
ইমেজিন ও রেডিওলজিতেও একেক প্রতিষ্ঠানে একেক রকমের ডিসকাউন্ট প্রযোজ্য।

city scan & MRI তেও প্রতিষ্ঠান ভেদে সর্বোচ্চ ৩০% ডিসকাউন্ট রয়েছে।

ডাক্তার যে ডিসকাউন্ট দেয় এর বাহিরে কি আপনাদের কার্ডে আলাদা ডিস্কাউন্ট দিবে?
উত্তর হচ্ছে না। এভাবে কোন প্রতিষ্ঠান ডিসকাউন্ট দিলে প্রতিষ্ঠান বন্ধ করে ফেলতে হবে। কেন সেটা আপনি হিসেব করলেই বুঝবেন।

এখানে আমাদের হেলথ কার্ডে সর্বোচ্চ ডিসকাউন্ট ই পাবেন। যে কোন একটা ডিসকাউন্ট ফলো করবে। আমাদের কার্ড দেখালে আমাদের সাথে চুক্তি অনুযায়ী ডিসকাউন্ট পাবেন।

তাহলে হেলথ কার্ডে লাভ কি?

হেলথ কার্ডে লাভ হচ্ছে আপনি কর্পোরেট ক্লায়েন্ট হিসেবে ভ্যালু পাবেন। ঝামেলা বিহীনভাবে পরীক্ষা নিরিক্ষা এন্ট্রি করতে পারবেন এবং রিপোর্ট ডেলিভারি নিতে পারবেন।

আমাদের রেফারকৃত চিকিৎসকদের থেকে আন্তরিক চিকিৎসা পাবেন।

কোন ল্যাবে রিপোর্ট নিয়ে সমস্যা হলে সেগুলো দ্রুত সমাধান করতে পারবেন।

স্বাস্থ্যসেবা পেতে কোন প্রতিষ্ঠানে কোন ধরনের সমস্যা হলে সেগুলোর ও দ্রুত সমাধান পাবেন।

এর বাহিরে যে এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন তার ভ্যালুও বছর শেষে অনেক।

একটা কার্ডে ফ্যামিলির ৪ জন সুবিধা নিতে পারছেন।

হাসপাতালের বিলের উপরেও ডিসকাউন্ট পাচ্ছেন।

চিকিৎসকরা এখন ম্যাক্সিমাম ডিসকাউন্ট উল্লেখ করে দেন। যার কারনে অনেক বেশি ডিসকাউন্ট পাবার সুবিধা নেই। আমাদের কার্ডে আছে।

অনেক প্রতিষ্ঠান ২৫% দিচ্ছে!
এটা তারা এখন দিচ্ছে যে কোন সময় বন্ধ করে দিতে পারে। কিন্তু আমাদের সাথে চুক্তির কারনে এটা সবসময় চলমান থাকবে।

আর হিসেব করলেও সেখানের চেয়ে আমাদের ডিসকাউন্ট অনেকটাই বেশি।

একটু ক্যালকুলেশন করলেই হয়ে যায়।

ধন্যবাদ

যারা এখনো করেন নি দ্রুত করে নিন। সময়ের পরে কার্ড করলে কার্ড পেতে দেরী হবে।

নিবন্ধনের লিংক-
https://www.e-healthbd.com/health-card-add?type=standard

অনলাইন এপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রথম কাজ শুরু করছিলাম ২০১৮ সালে। কিন্তু তখন অনলাইনের যুগ ছিল না যে মানুষ এখানে কেনাকাটা ব...
31/08/2025

অনলাইন এপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রথম কাজ শুরু করছিলাম ২০১৮ সালে। কিন্তু তখন অনলাইনের যুগ ছিল না যে মানুষ এখানে কেনাকাটা বা সুযোগ সুবিধা নিয়ে সচেতন হবে।

এরপরে করোনা আসল আর মানুষকে অনলাইনে সুবিধা নেবার ক্ষেত্রে অনেক বেশি ইনভলভ করে ফেলল।

আমাদের ওয়েবসাইটের সিস্টেমে এখন থেকে অনলাইনে সিরিয়াল নেবার সিস্টেমটা ভিন্নভাবে এগিয়ে নিচ্ছি।

সাইটে ঢুকবেন ডাক্তার সিলেক্ট করবেন। তার ভিজিট বিকাশে পেমেন্ট করবেন। ব্যাস হয়ে গেলো।

ম্যাসেজে সিরিয়াল নাম্বার ও সাক্ষাতের সময় পেয়ে যাবেন। চেম্বারে আর ভিজিট দেবার প্রয়োজন হবে না।

আপনার ভিজিট অটো চলে যাবে চিকিৎসকের কাছে।

অল্প কিছু চিকিৎসক নিয়েই আমাদের যাত্রা। আশা করছি শীঘ্রই অনেক চিকিৎসককে আমরা কানেক্ট করে ফেলব।

ধন্যবাস

লিংক:

https://www.e-healthbd.com/appointment

স্কীনের নানাবিধ সমস্যা নিয়ে আমাদের প্রচুর ভুগতে হয়, সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসাও আমরা গ্রহন করতে পারি না। সমস্যা অনু...
20/08/2025

স্কীনের নানাবিধ সমস্যা নিয়ে আমাদের প্রচুর ভুগতে হয়, সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসাও আমরা গ্রহন করতে পারি না। সমস্যা অনুযায়ী কোন চিকিৎসক দেখাবেন তা নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়।
আপনাদের জন্যে রয়েছে আমাদের সম্মানিত চিকিৎসক ডা কাজি আবু বকর। চট্টগ্রাম হালিশহরের বড়পোল মোড়ে কোয়েষ্ট এ যিনি নিয়মিত চেম্বার করছেন।

আপনারা চর্ম রোগের যেকোন সমস্যায় দেখাতে পারেন নিশ্চিন্ত মনে।

ডাঃ কাজি আবু বকর
কনসালটেন্ট, ডার্মাটোলজি
এমবিবিএস, ডিডি (থাইল্যান্ড),
লেজার সার্জারী ট্রেনিং(ব্যাংকক), এইচ আইভি/এইডস ট্রেনিং (ইউনিসেফ)
এক্স এইচএম ও ( BSMMU)

চেম্বারঃ কোয়াষ্ট ডায়াগনষ্টিক সেন্টার, মাওলানা টাওয়ার, বড়পোল মোড়,
সিরিয়ালঃ ০১৯৭৬-৭৮০০৪০
সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা, শুক্রবার বন্ধ

শিওরসেল চট্টগ্রামে ত্বকের সমস্যা নিরাময়ে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চট্টগ্রামের স্বনামধন্য স্কিন স্পেশালিস্টগণ। তা...
18/08/2025

শিওরসেল চট্টগ্রামে ত্বকের সমস্যা নিরাময়ে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চট্টগ্রামের স্বনামধন্য স্কিন স্পেশালিস্টগণ।
তাদের মধ্যে রয়েছেন দ্যা বেস্ট লেজার এক্সপার্ট ডাঃ নিশিথ রঞ্জন দে, ডাঃ শক্তি চৌধুরী স্পেশালিস্ট ইন ডার্মাটোলজিস্ট এন্ড কসমেটোলজি এবং ডাঃ চৌধুরী ফারহানা তিন্নি, স্পেশালিস্ট ইন ডার্মাটোলজি এন্ড ভেনারোলজি।

আপনার ত্বকের যেকোনো সমস্যার সঠিক ট্রিটমেন্ট নিন শিওরসেল চট্টগ্রাম এর অভিজ্ঞ ডাক্তার থেকে। সিরিয়াল নম্বর নিতে যোগাযোগ করুন নির্দিষ্ট নম্বরে।

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ ০১৭০১ ২৯৭২০৩, ০১৭০১ ৬৬৪৪৪০

ইনস্টাগ্রাম: @সুরেচেল্লছাত্তগ্রাম

আমাদের ঠিকানাঃ আল-নূর বদরুন সেন্টার, ১৪৮৬/১৬৭২, ও. আর. নিজাম রোড, প্রবর্তক মোড়, বদনা-শাহ মাজারের বিপরীতে, সিটি ব্যাংক ভবনের ৪র্থ তলা।

🩺 লিপিড প্রোফাইলঃ হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণরেগুলার চেক-আপে করা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হলো লিপিড প্রোফাইল। অনেক...
18/08/2025

🩺 লিপিড প্রোফাইলঃ হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণ

রেগুলার চেক-আপে করা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হলো লিপিড প্রোফাইল। অনেক সময় রোগীরা নিজেরাই লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল পরীক্ষা করে চিকিৎসকের চেম্বারে আসেন।

আজকের আলোচনায় জানব—এই রিপোর্টে আসলে কী বোঝানো হয়, কোন লিপিড ভালো, কোনটি খারাপ, কখন ওষুধ প্রয়োজন হয়, এবং কীভাবে লিপিড নিয়ন্ত্রণে রাখা যায়।

লিপিড প্রোফাইলের মাধ্যমে শরীরে থাকা চর্বির (যেমন কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড) মাত্রা নির্ণয় করা হয়। এগুলোর ভারসাম্য নষ্ট হলে ব্রেন, হার্টসহ শরীরের বিভিন্ন রক্তনালিতে মারাত্মক প্রভাব পড়ে। লিপিডের এই ভারসাম্যহীনতাকে মেডিকেল সায়েন্সে বলা হয় লিপিড ডিসঅর্ডার।

⚠️ লিপিড ডিসঅর্ডার কেন ঝুঁকিপূর্ণ?
লিপিড মূলত শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। শরীরের প্রতিটি কোষেই লিপিড থাকে। এছাড়া সেক্স হরমোনসহ বিভিন্ন হরমোন তৈরিতেও এটি অপরিহার্য।

কিন্তু কিছু লিপিড অতিরিক্ত হলে তা রক্তনালীতে জমে প্ল্যাক বা ব্লক তৈরি করে। পরবর্তীতে এটি ধমনী ব্লক করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে LDL এবং উচ্চমাত্রার ট্রাইগ্লিসারাইড এ ধরনের জটিলতার প্রধান কারণ।

🧪 লিপিড প্রোফাইল টেস্টে সাধারণত চার ধরনের ফলাফল পাওয়া যায়:

১️⃣ টোটাল কোলেস্টেরল
👉 রক্তে মোট কোলেস্টেরলের পরিমাণ বোঝায়।
👉 ২০০-এর উপরে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
👉 সর্বদা ২০০-এর নিচে রাখা উচিত।

২️⃣ HDL (হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন)
👉 “ভালো” কোলেস্টেরল হিসেবে পরিচিত।
👉 এটি রক্তনালী থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে যকৃতে পৌঁছে দেয়, যেখানে তা ভেঙে যায়।
👉 ন্যূনতম ৪০ থাকতে হবে, আর ৬০-এর উপরে থাকলে হৃদরোগ প্রতিরোধে বাড়তি সুরক্ষা দেয়।
👉 ব্যায়াম, সামুদ্রিক মাছ, বাদাম ইত্যাদি খাবার এটি বাড়াতে সাহায্য করে।

৩️⃣ LDL (লো-ডেনসিটি লাইপোপ্রোটিন)
👉 একে বলা হয় খারাপ কোলেস্টেরল।
👉 ধমনীর দেয়ালে জমে ব্লক তৈরি করে।
👉 সুস্থ মানুষের ক্ষেত্রে ১৩০-এর নিচে, ডায়াবেটিস থাকলে ১০০-এর নিচে, আর পূর্বে হার্ট অ্যাটাক/রিং/বাইপাস/স্ট্রোক থাকলে ৫৫-এর নিচে থাকতে হবে।
👉 মনে রাখতে হবে: LDL যত কম, তত ভালো।
👉 কোন রিস্ক ফ্যাক্টর ছাড়াও যদি LDL ১৬০-এর বেশি হয়, তাহলে ওষুধ প্রয়োজন। তবে লাইফস্টাইল পরিবর্তন, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার LDL কমাতে বড় ভূমিকা রাখে।

৪️⃣ ট্রাইগ্লিসারাইড
👉 শরীরের ক্যালোরি উৎপাদনে সাহায্য করে।
👉 অতিরিক্ত থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স, স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এমনকি প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি বাড়ায়।
👉 আমাদের অঞ্চলে কার্বোহাইড্রেট-নির্ভর খাদ্যের কারণে এটি বেশি থাকে।
👉 ৫০০-এর নিচে হলে চিকিৎসা প্রয়োজন হয় না। অথচ অনেকেই ৩০০–৪০০ দেখেই অপ্রয়োজনীয়ভাবে ফেনোফাইব্রেট গ্রুপের ওষুধ খেয়ে থাকেন।

🧬 লিপিড ডিসঅর্ডারের কারণ
✅ জেনেটিক প্রবণতা
✅ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট, পরিশোধিত কার্বোহাইড্রেট)
✅ স্থূলতা ও পেটের চর্বি
✅ অলস জীবনযাপন ও ব্যায়ামের অভাব
✅ ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, PCOS
✅ কিছু ওষুধের প্রভাব (যেমন স্টেরয়েড, ইস্ট্রোজেন, মানসিক রোগের ওষুধ)
✅ ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া নামক জেনেটিক রোগ, যা শিশু বয়স থেকেই অতিরিক্ত লিপিড বাড়িয়ে অকাল হৃদরোগের ঝুঁকি তৈরি করে।

🩻 লক্ষণ
প্রাথমিক অবস্থায় সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। রুটিন চেকআপেই বেশিরভাগ সময় ধরা পড়ে। তবে অত্যধিক কোলেস্টেরলের কারণে চোখের চারপাশে ব্যথাহীন সাদা গোটার মতো ফোলাভাব (জ্যান্থোমা) হতে পারে।

🧪 কোন পরীক্ষা দিয়ে জানা যাবে?
🔹 লিপিড প্রোফাইল (প্রাথমিক ধারণা দেয়)
🔹 লাইপোপ্রোটিন (LpA) টেস্ট (নিখুঁতভাবে ঝুঁকি নির্ধারণ)
🔹 করোনারি ক্যালসিয়াম স্কোর (CT স্ক্যান)
🔹 ক্যারোটিড ইনটিমা-মিডিয়া থিকনেস (CIMT) টেস্ট

🕒 কবে করবেন কোলেস্টেরল পরীক্ষা?
👦 ৯ বছর থেকে: প্রতি ৫ বছর অন্তর
👨 পুরুষ (৪৫+): প্রতি ১–২ বছর
👩 নারী (৫৫+): প্রতি ১–২ বছর
👴 ৬৫ বছরের পর: প্রতিবছর

🩺 লিপিড ডিসঅর্ডারের প্রতিকার ও প্রতিরোধ
✅ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
✅ পরিশোধিত চিনি ও স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলা
✅ নিয়মিত ব্যায়াম
✅ ধূমপান পরিহার
✅ ওজন নিয়ন্ত্রণ
✅ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ

👉 লিপিড ডিসঅর্ডার অনেক সময় নীরব ঘাতক হিসেবে কাজ করে, কারণ শুরুতে কোনো লক্ষণ থাকে না। তবে সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

❤️ হার্ট সুস্থ রাখতে হলে নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করা জরুরি।

টাইফয়েড টিকা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন :প্রঃ টাইফয়েড টিকা কাদের দেয়া হবে?  ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সীদের দেয়া হবে। এই...
14/08/2025

টাইফয়েড টিকা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন :

প্রঃ টাইফয়েড টিকা কাদের দেয়া হবে?
৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সীদের দেয়া হবে। এই বয়সী বাচ্চাদের রোগের জটিলতা ও হাসপাতালে ভর্তি বেশী হতে হয়। এজন্য এই গ্রুপটাকে টাইফয়েডের জটিলতা মুক্ত করার জন্য এই টিকা ক্যাম্পেইন চলবে শুরু সেপ্টেম্বর মাসে।
প্রঃ কোথায় দেয়া হবে?
প্রতিটা স্কুলের ৯ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের এই টিকা দেয়া হবে। বাদ যাবে না একটি শিশুও। এছাড়া সকল স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে এই টিকা দেয়া হবে। ১লা সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত ১ম ১০ দিন স্কুল পর্যায়ে ও পরবর্তী ১০ দিন ওয়ার্ড ও থানা পর্যায়ে এ টিকা সরবরাহ করা হবে।
প্রঃ এই টিকা পেতে কি রেজিষ্ট্রেশন করা লাগবে?
যাদের জন্ম নিবন্ধন করা আছে তারা অনলাইনে রেজিষ্ট্রেশন করে কার্ড পাবেন যা স্কুলে ও নির্দেশিত টিকাকেন্দ্রে দেখালে টিকা পেয়ে যাবেন।
তবে যাদের জন্ম নিবন্ধন নাই তারাও বাদ পরবে না। স্কুলে সব বাচ্চাকেই টিকা দেয়া হবে অথবা আশেপাশে টিকা কেন্দ্রে যোগাযোগ করলে টিকা দিয়ে আলাদা কার্ডের ব্যবস্থা করে দেয়া হবে।
প্রঃ বেসরকারি ভাবে টিকা নেয়া থাকলে কি এই টিকা দেয়ার দরকার আছে?
বেসরকারি ভাবে টিকা নেয়া থাকলেও এই টিকা নেয়া যাবে এবং এটা এক্সট্রা ডোজ হিসেবে কাউন্ট হবে।
প্রঃ এই টিকা কি নিরাপদ? বাচ্চার কোনো সমস্যা হতে পারে?
অন্যান্য সরকারি টিকারা মতই এই টিকা নিরাপদ। আগে কোনো টিকা দেয়ার জন্য মারাত্মক কোনো সমস্যা না হয়ে থাকলে এই টিকা তেও সামান্য ব্যথা, জ্বর, লাল হয়ে যাওয়া ছাড়া সমস্যা হওয়ার কথা না।
তবুও যেকোনো সমস্যা মোকাবিলা করার জন্য টিকা কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ দেয়া থাকবে ও টিকা কেন্দ্রের সাথে আশপাশের হাসপাতালের সমন্বয় থাকবে যেনো সাথে সাথেই ব্যবস্থা নেয়া যায়।

প্রঃ বাচ্চার ঐ একই সময় অন্য টিকার সিডিউল থাকলে কি টাইফয়েডের টিকা দেয়া যাবে?
জি, দেয়া যাবে। অন্যান্য সিডিউল টিকারা পাশাপাশি এই টিকা দিতে কোনো সমস্যা নাই।
প্রঃ বাচ্চার বয়স ৯ মাসের নিচে হলে এই টিকা কি বাচ্চা পাবে না?
পরবর্তীতে যখন বাচ্চার বয়স ৯ মাস হবে এই টিকা হামের টিকার সাথে (সরকারি টিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে) একসাথে পাবে।
প্রঃ এই টিকার ডোজ কয়টা? এটার জন্য টাকা লাগবে?
এই টিকার একটাই ডোজ। বেসরকারি টিকার মতো ৩ বছর পর পর দিতে হবে না। আশা করা যায় এটা পরবর্তীতে টাইফয়েড হওয়া রোধ করবে বা রোগের ভয়াবহতা কমিয়ে দিবে। এই টিকা অন্যান্য সরকারি টিকার মতো বিনামূল্যে দেয়া হবে।
বিঃদ্রঃ বছরের পর বছর যে সরকারি টিকা দিয়ে আসছেন, এর আগে এইচপিভি টিকা দেয়া হয়েছে, টাইফয়েড টিকাও একই ভাবে শুরু করা হচ্ছে। এর সাথে করোনা টিকা কোনো সম্পর্ক নাই।

ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
শ্যামলি, ঢাকা।

হাঁটু ব্যথা থেকে শুরু করে জয়েন্ট পেইন, শোল্ডার পেইন সহ যেকোনো ব্যথা নিরাময়ের জন্য শিওরসেল চট্টগ্রামে নিয়মিত রোগী দেখছেন ...
09/08/2025

হাঁটু ব্যথা থেকে শুরু করে জয়েন্ট পেইন, শোল্ডার পেইন সহ যেকোনো ব্যথা নিরাময়ের জন্য শিওরসেল চট্টগ্রামে নিয়মিত রোগী দেখছেন চট্টগ্রামের অভিজ্ঞ অর্থোপেডিক ডাঃ মোহাম্মদ সেলিম, ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন এবং ডাঃ তায়েফ মাহমুদ।
আপনার শরীরের যেকোনো ব্যথাজনিত সমস্যা নিয়ে কনসাল্ট করুন আমাদের অভিজ্ঞ অর্থোপেডিক ডাক্তারদের সাথে। সিরিয়াল নম্বর নিতে যোগাযোগ করুন নির্দিষ্ট নম্বরে।
কল করুন: ০১৭০১২৯৭২০৩, ০১৭০১৬৬৪৪৪০
ইনস্টাগ্রাম:
আমাদের ঠিকানাঃ আল-নূর বদরুন সেন্টার, ১৪৮৬/১৬৭২, ও. আর. নিজাম রোড, প্রবর্তক মোড়, বদনা-শাহ মাজারের বিপরীতে, সিটি ব্যাংক ভবনের ৪র্থ তলা।

ঈদ স্পেশাল অফারে হেলথ বিডির মেম্বারশীপ কার্ড গ্রহন করুন খুব সহজেই।অফার চলবে ২১ তারিখ পর্যন্ত।৬২০ টাকায় একটি কার্ড দিয়ে ফ...
16/03/2025

ঈদ স্পেশাল অফারে হেলথ বিডির মেম্বারশীপ কার্ড গ্রহন করুন খুব সহজেই।
অফার চলবে ২১ তারিখ পর্যন্ত।
৬২০ টাকায় একটি কার্ড দিয়ে ফ্যামিলির ৫ জনে উপভোগ করুন দু বছরের জন্যে চট্টগ্রামের সেরা সেরা ডায়াগনষ্টিক ল্যাব গুলোতে ডিসকাউন্ট।
কার্ডের সুবিধাঃ
১. হেলথ বিডির সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নিরিক্ষায় পাচ্ছেন সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট।
২. একই পড়িবারের বাবা মা, স্ত্রী সন্তান সহ সর্বমোট ৫ জনে দু বছরের জন্যে যতবার ইচ্ছে ততবার গ্রহন করতে পারবেন এই ডিসকাউন্ট।
৩. হাসপাতালের সার্ভিস চার্জে পাচ্ছেন ৭০% পর্যন্ত ডিসকাউন্ট
৪. ডেন্টাল সার্ভিসেও পাচ্ছেন ২০/৩০% পর্যন্ত ডিসকাউন্ট
৫. হসপাতালের কেবিনের উপরে ১০% ডিসকাউন্ট
কার্ডের মেয়াদঃ দু বছরের জন্যে। দু'বছর পরে আবার রিনিউ করতে হবে।
কার্ড ডেলিভারির তারিখঃ ১৫/৩০ শে এপ্রিল-২০২৫।
নিবন্ধন করতে নীচের লিংকে ক্লিক করে সকল তথ্য আপলোড করুন এবং বিকাশে পেমেন্ট করে দিন।
ধন্যবাদ
https://www.e-healthbd.com/health-card-add
নিবন্ধন করার সাথে সাথেই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনারা আপনাদের আইডি নাম্বার পেয়ে যাবেন।
পেমেন্ট ব্যাতিত নিবন্ধন কনফার্ম হবে না।
পুনশ্চঃ পেমেন্ট করলে সেটা অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে।

Health BD provides online health care service. Search for doctors based on differect categories. Find experts doctors near your location and book appointment right from your home within minutes. Health-BD's health card helps doctors to understand you more easily and effectively.

Address

Arefin Nagar Bazar, Bayzid Link Road, CTG
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Health BD: হেলথ বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health BD: হেলথ বিডি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category