Health BD: হেলথ বিডি

Health BD: হেলথ বিডি Health-BD is a health care information center. You can find any kinds of information about Doctors &

বাংলাদেশের সবথেকে সহজ ডাক্তারদের তথ্য সম্বলীত ওয়েব পোর্টাল ও ডিরেক্টরি বই।

04/05/2025

আমাদের হেলথ কার্ডধারী গ্রাহক যারা আছেন আপনারা সবসময়ে ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার এর চার তলায় কর্পোরেট ব্রাঞ্চে চলে যাবেন।

কর্পোরেট শাখার গ্রাহকদের জন্যে ইবনে সিনা আলাদাভাবেই এই সিস্টেম করেছে যেখানে একেবারে রিল্যাক্সে আপনি আপনার ডাটা এন্ট্রী করতে পারবেন এবং ঝামেলামুক্ত ভাবেই এখানে প্যাথলজির স্যাম্পল দিতে পারবেন।

কর্পোরেট গ্রাহকদের জন্যে ইবনে সিনা আলাদা ওয়েটিং সিস্টেম ও করেছে।

হেলথ বিডির গ্রাহক হিসেবে প্যাথলজতে ৩৫% ডিস্কাউন্ট পাচ্ছেন পাশাপাশি রেডিও ও ইমেজিন, সিটি স্ক্যান ও MRI তে ৩০% ডিসকাউন্ট পাচ্ছেন।

ধন্যবাদ

ঈদ স্পেশাল অফারে হেলথ বিডির মেম্বারশীপ কার্ড গ্রহন করুন খুব সহজেই।অফার চলবে ২১ তারিখ পর্যন্ত।৬২০ টাকায় একটি কার্ড দিয়ে ফ...
16/03/2025

ঈদ স্পেশাল অফারে হেলথ বিডির মেম্বারশীপ কার্ড গ্রহন করুন খুব সহজেই।
অফার চলবে ২১ তারিখ পর্যন্ত।
৬২০ টাকায় একটি কার্ড দিয়ে ফ্যামিলির ৫ জনে উপভোগ করুন দু বছরের জন্যে চট্টগ্রামের সেরা সেরা ডায়াগনষ্টিক ল্যাব গুলোতে ডিসকাউন্ট।
কার্ডের সুবিধাঃ
১. হেলথ বিডির সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নিরিক্ষায় পাচ্ছেন সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট।
২. একই পড়িবারের বাবা মা, স্ত্রী সন্তান সহ সর্বমোট ৫ জনে দু বছরের জন্যে যতবার ইচ্ছে ততবার গ্রহন করতে পারবেন এই ডিসকাউন্ট।
৩. হাসপাতালের সার্ভিস চার্জে পাচ্ছেন ৭০% পর্যন্ত ডিসকাউন্ট
৪. ডেন্টাল সার্ভিসেও পাচ্ছেন ২০/৩০% পর্যন্ত ডিসকাউন্ট
৫. হসপাতালের কেবিনের উপরে ১০% ডিসকাউন্ট
কার্ডের মেয়াদঃ দু বছরের জন্যে। দু'বছর পরে আবার রিনিউ করতে হবে।
কার্ড ডেলিভারির তারিখঃ ১৫/৩০ শে এপ্রিল-২০২৫।
নিবন্ধন করতে নীচের লিংকে ক্লিক করে সকল তথ্য আপলোড করুন এবং বিকাশে পেমেন্ট করে দিন।
ধন্যবাদ
https://www.e-healthbd.com/health-card-add
নিবন্ধন করার সাথে সাথেই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনারা আপনাদের আইডি নাম্বার পেয়ে যাবেন।
পেমেন্ট ব্যাতিত নিবন্ধন কনফার্ম হবে না।
পুনশ্চঃ পেমেন্ট করলে সেটা অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে।

Health BD provides online health care service. Search for doctors based on differect categories. Find experts doctors near your location and book appointment right from your home within minutes. Health-BD's health card helps doctors to understand you more easily and effectively.

সন্দেহপ্রবণতা, অহেতুক ভয়, একা একা কথা বলা, গায়েবী আওয়াজ শোনা, অসংলগ্ন অতিরিক্ত কথা বলা বিষণ্ণতা, মন মরা থাকা, হতাশা, ...
23/02/2025

সন্দেহপ্রবণতা, অহেতুক ভয়, একা একা কথা বলা, গায়েবী আওয়াজ শোনা, অসংলগ্ন অতিরিক্ত কথা বলা বিষণ্ণতা, মন মরা থাকা, হতাশা, ভুলে যাওয়া, অস্থিরতা, মৃত্যু চিন্তা, সিদ্ধান্তহীনতা, আত্মবিশ্বাসের অভাব সমস্যায় দেখাতে পারেন -

মনরোগ, সেক্সুয়াল মেডিসিন ও নিউরো সাইকিয়াট্রিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার

ডা আরাফাত আজিম
এমবিবিএস, বিসিএস, এমডি (সাইকিয়াট্রি)
কনসালটেন্ট
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার-০১ঃ পার্কভিউ হাসপাতাল লিঃ
রুম-২০২, বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত

চেম্বার-০২ঃ ইবনে সিনা ডায়াগনষ্টিক ও কনসালটেশন সেন্টার লিঃ
বিকেল ৫ টা থেকে ৬.৩০ টা পর্যন্ত।

সিরিয়ালের জন্যে- ০১৭০৬- ৩৩৩ ৬৭৭

ঘুম না হওয়া, ঘুমের মধ্যে হাটা, ঘুমের মধ্যে কথা বলা, ভয় পাওয়া, বুক ধরপর করা, অস্থিরতা, শ্বাস বন্ধ হওয়া, মৃত্যুর ভয়, ...
21/02/2025

ঘুম না হওয়া, ঘুমের মধ্যে হাটা, ঘুমের মধ্যে কথা বলা, ভয় পাওয়া, বুক ধরপর করা, অস্থিরতা, শ্বাস বন্ধ হওয়া, মৃত্যুর ভয়, নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়, হাত পা ঝিমঝিম করা সমস্যায় দেখাতে পারেন-

ডা আরাফাত আজিম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)
কলসানটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

চেম্বার: পার্কভিউ হাসপাতাল লি: ৯৪/১০৩ কাতালগঞ্জ, চট্টগ্রাম
বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।

ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার লি: কাতালগঞ্জ, চট্টগ্রাম
বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত

সিরিয়ালের জন্যে
০১৭০৬- ৩৩৩৬৭৭

বাচ্চাদের মানসিক বিকাশ নিয়ে আমাদের অধিকাংশ অভিভাবক দুশ্চিন্তায় থাকেন। ঠিক কোথায় কোন বিশেষজ্ঞ দেখাবেন সে ব্যাপারে তারা নি...
17/02/2025

বাচ্চাদের মানসিক বিকাশ নিয়ে আমাদের অধিকাংশ অভিভাবক দুশ্চিন্তায় থাকেন। ঠিক কোথায় কোন বিশেষজ্ঞ দেখাবেন সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেন না।

বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতা, অমনোযোগ, বুদ্ধি স্বল্পতা, মোবাইলে আসক্তি, অতিরক্ত রাগ ও অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা থাকে চরমে।

আপনারা এই সমস্যায় একজন সাইকিয়াট্রিষ্ট এর পরামর্শ নিন।

ডা আরাফাত আজিম
এমবিবিএস, বিসিএস, এমডি( সাইকিয়াট্রি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

চেম্বার: পার্কভিউ হাসপাতাল লি:
বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত

চেম্বার-২: ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার লি:
বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত।

সিরিয়াল: ০১৭০৬-৩৩৩৬৭৭

শিশুদের বিভিন্ন সার্জারীর ক্ষেত্রে অনেকেই দ্বিধায় থাকেন কোন চিকিৎসক দিয়ে সেসব সার্জারী করাবেন।আপনারা চাইলে খুব সহজেই ডা ...
17/02/2025

শিশুদের বিভিন্ন সার্জারীর ক্ষেত্রে অনেকেই দ্বিধায় থাকেন কোন চিকিৎসক দিয়ে সেসব সার্জারী করাবেন।

আপনারা চাইলে খুব সহজেই ডা তাহমিনা আক্তার চৌধুরী কে দিয়ে শিশুর খতনা, এপেন্ডিক্স সমস্যা, পলিপ বা পাইলসের বিভিন্ন সমস্যা, অন্ডকোষ জনিত সমস্যায় চিকিৎসা নিতে পারবেন।

ধন্যবাদ

আপনি কি সাইকো সেক্সুয়াল সমস্যায় ভুগছেন? ইরেকটাইল ডিসফাংশনে কোথায় কোন চিকিৎসক দেখাবেন ভাবছেন?মানসিক চাপে দাম্পত্য জীবনে অ...
09/02/2025

আপনি কি সাইকো সেক্সুয়াল সমস্যায় ভুগছেন? ইরেকটাইল ডিসফাংশনে কোথায় কোন চিকিৎসক দেখাবেন ভাবছেন?

মানসিক চাপে দাম্পত্য জীবনে অসুবিধায় আছেন?

তাহলে আপনার জন্যে একজন সাইকিয়াট্রিষ্ট বা একজন মনরোগ বিশেষজ্ঞের স্মরনাপন্ন হওয়া অত্যান্ত জরুরী।

চট্টগ্রাম শহরে এই সমস্যার জন্যে নিশ্চিন্তে দেখাতে পারেন এমন একজন আন্তরিক ও বিশ্বস্ত চিকিৎসক হচ্ছেন-

ডা আরাফাত আজিম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি(সাইকিয়াট্রি)

কনসালটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

27/01/2025

নরমাল ডেলিভারির ক্ষেত্রে অভিজ্ঞ নার্সদের প্রয়োজন হয়, আর সিজারের জন্যে ডাক্তারদের।

নরমাল ডেলিভারির অধিকাংশই নির্ভর করে হাসপাতালের নার্সিং স্টাফদের উপরে।

চিকিৎসকরা নরমাল ডেলিভারির ক্ষেত্রে সরাসরি হাত একটু কম ই লাগান (দু একজন এক্সেপশনাল থাকতে পারে)

তারা দিকনির্দেশনা দেন, ফলোয়াপ করেন। অনেকক্ষেত্রে তারা হাসপাতালে পৌছানোর আগেই ডেলিভারি সম্পন্ন হয়ে যায়।

যে চিকিৎসকের নার্সিং স্টাফদের এই দক্ষতা বেশি সে চিকিৎসকের নরমাল ডেলিভারির হার ও বেশি।

নরমাল ডেলিভারির ক্ষেত্রে তাই চিকিৎসক ও নার্সিং স্টাফ উভয়ের গুরুত্ব এবং সমন্বয় সবথেকে বেশি।

তবে সামনের দিনগুলোতে নরমাল ডেলিভারি করতে রোগীদের খরচ হবে অনেক বেশি। সিজার যেখানে অনেকটাই নিরাপদ সেখানে নরমাল ডেলিভারি বেশিরভাগ ই অনিরাপদ ও ঝুকির।

তাই ঝুকি বিবেচনায় এবং এর ভবিষ্যত বানিজ্যে এর খরচাও হবে অনেক বেশি।।।

ধন্যবাদ

04/01/2025

এই শীতে বাসায় অনেকেই গরম পানি করে রাখেন।

শিশু ও বয়স্কদের থেকে গরম পানি দূরে রাখবেন।

কেননা শীতের এই সময়ে গরম পানি পড়ে অনেক শিশুর শরীর ঝলসে যায়।

তাই গরম পানি রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

ধন্যবাদ

Address

Arefin Nagar Bazar, Bayzid Link Road, CTG
Chittagong
4210

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801617900588

Alerts

Be the first to know and let us send you an email when Health BD: হেলথ বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health BD: হেলথ বিডি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category