Astrology : The Mirror Of Life

Astrology : The Mirror Of Life Astrology is the predictor of human life.By applying this science in life,one can overcome all the obstacles he is ought to face in life

বৃহস্পতিবার  ২৩ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ ব্যবসায়ীক জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে আজ প্রমাণ করতে হবে। সাংসারিক জীবনে জীব...
23/10/2025

বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ ব্যবসায়ীক জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে আজ প্রমাণ করতে হবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শও আজ সাহায্য করতে পারে। মতামতের গুরুত্ব দিতে চেষ্টা করুন।

বৃষ রাশি ঃ নিজের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন। কারো পেছনে লেগে না থাকাই ভালো। ব্যবসায়ীক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে।

মিথুন রাশি ঃ সৃজনশীল পেশায় নিজের মেধাই সবচেয়ে বড় অস্ত্র। ব্যবসা বাণিজ্যে সফল হতে সকলের সাহায্য প্রয়োজন। শিল্পী কলাকুশলীদের জন্য দিনটি সফলতার।

কর্কট রাশি ঃ পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য প্রয়োজন হবে। গৃহস্থালী কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির আশা।

সিংহ রাশি ঃ প্রযুক্তির এ যুুগে নিজেকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। ছোট ভাই বোনের মান অভিমান ভাঙ্গাতে চেষ্টা করুন। পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতির সময়।

কন্যা রাশি ঃ ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের অচলাবস্থা কাটিয়ে ওঠার সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে নতুন বিনিয়োগ করতে পারেন।

তুলা রাশি ঃ ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। কর্ম ও সামাজিক জীবনে সম্মান ও মর্যাদা বৃদ্ধি। নুতন কোন পদ পদবী বা দায়িত্ব পেতে পারেন। মানসিক অস্থিরতা কমাতে পারলে আজ দিন শেষে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি ঃ বিদেশ সংক্রান্ত কাজে উন্নতির দিন। সকল প্রকার ব্যবসায়ীক যোগাযোগে সফল হতে পারবেন। প্রবাসী কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে।

ধনু রাশি ঃ ঠিকাদারী কাজের সাথে জড়িতরা কিছুটা ঝামেলার মুখোমুখী হতে পারেন। ব্যবসায়ীক কাজে আজ বন্ধুর সাহায্য প্রয়োজন হতে পারে। বকেয়া টাকা আদায়ে সফল হতে উদ্যোগী হতে হবে।

মকর রাশি ঃ আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির। পদস্ত কর্মকর্তা আপনাকে নতুন কোন কাজের দায়িত্ব দিতে পারে। কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চেষ্টা করুন।

কুম্ভ রাশি ঃ আজকের দিনটি ভাগ্য উন্নতির। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের জন্য বিদেশ যাত্রা করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন।

মীন রাশি ঃ আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। গৃহস্থালী কোন বিষয়ে ঝামেলা দেখা দেবে। চিকিৎসকের সাহায্য প্রয়োজন হতে পারে। ঋণ বিষয়ে খুব সতর্ক হতে হবে।

বুধবার   ২২ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনার হাতে। আপনার সহ্য ও ধৈর্য্যশক্তি আপনাকে সুখী করতে পার...
22/10/2025

বুধবার ২২ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনার হাতে। আপনার সহ্য ও ধৈর্য্যশক্তি আপনাকে সুখী করতে পারে। ব্যবসায়ীক ভাবে সফল হতেও প্রয়োজন ধৈর্য্য । অংশিদারী কাজে স্বচ্ছতাই আপনাকে সফলতা এনে দেবে।

বৃষ রাশি ঃ কারো সমালোচনার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ভুল করে তাকে আরেকটি সুযোগ দেওয়া যেতে পারে। কারো প্রতি রাগ জেদ ও ক্ষোভ পালন করা ঠিক নয়।

মিথুন রাশি ঃ ব্যবসা বাণিজ্যে আজ নতুন আইডিয়ারই বিজয় হবে। আপনি যদি নতুন কিছু সৃষ্টি করতে পারেন তাহলে আজ দিনটি আপনার। প্রেম ভালোবাসায় আপনাকে উদার হতে হবে। সন্তানের সাথে বন্ধুত্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।

কর্কট রাশি ঃ নিজের কাজের উপর বিশ্বাস ও আস্থা থাকলেই আজ বিজয়ী হওয়ার দিন। পারিবারিক সম্পর্কগুলোকে মাঝে মধ্যে ঝালাই করতে চেষ্টা করুন। নিজের স্বপ্নকে বাস্তবায়নে নিরলস কাজ করে যেতে হবে।

সিংহ রাশি ঃ সাংসারিক কাজে ভাই বোনের সাহায্য প্রয়োজন। আজ বিজ্ঞাপণী সংস্থার ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মধ্যস্ততার কাজে লাভ করতে হলে আপনাকে হতে হবে ধৈর্য্যশালী।

কন্যা রাশি ঃ আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভের দিন। আয় রোজগারের ক্ষেত্রে মেধাকে কাজে লাগাতে হবে। ধারের টাকা আদায়ে সফল হতে পারবেন। গৃহস্থালী কাজে সকলের সাহায্য লাভ।

তুলা রাশি ঃ নিজের যোগ্যতাকে মূল্যায়ণ করতে হবে। কারো সাথে প্রতিযোগীতা করা ঠিক নয়। ব্যবসায়ীক কাজে আজ নতুন কৌশল কাজে লাগাতে হবে। কাজের সুষ্ঠ পরিকল্পনাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

বৃশ্চিক রাশি ঃ আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বৃদ্ধি। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। প্রবাসীদের দিনটি হতে পারে সফলতার। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা।

ধনু রাশি ঃ বন্ধুদের সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক কাজে সফল হওয়ার জন্য কাজ করতে হবে। নিজের চেষ্টায় সফল হওয়ার সুযোগ পাবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে।

মকর রাশি ঃ কর্ম ক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে সু সম্পর্ক গড়ে তুলতে হবে। পিতার সাহায্য পাওয়ার দিন। কাজে কর্মে একনিষ্ঠতাই আপনার মূল হাতিয়ার।

কুম্ভ রাশি ঃ ভাগ্য আপনার সহায় তখনই হবে যখন আপনিও নিজের ভাগ্য পরিবর্তনে সাহসী হবেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষায় সাফল্য লাভের যোগ। আধ্যাত্মীক কাজে সফল হবেন।

মীন রাশি ঃ সকল ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে হবে। ব্যাংকারদের দিনটি শুভ সম্ভাবনাময়। সাংসারিক কাজে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে সতর্ক থাকবেন।

মঙ্গলবার  ২১ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ ব্যবসায়ীক কাজে মনযোগী হতে পারলে সময় আপনাকে সাহায্য করবে। দাম্পত্য জীবনের প্রতিটি খু...
21/10/2025

মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ ব্যবসায়ীক কাজে মনযোগী হতে পারলে সময় আপনাকে সাহায্য করবে। দাম্পত্য জীবনের প্রতিটি খুনসুটি মানসিক ও শারীরিক প্রশান্তি এনে দেবে। অংশিদারকে কখনো প্রতারিত করার চিন্তা করতে যাবেন না।

বৃষ রাশি ঃ কাজে কর্মে সহকর্মীর সমালোচনা না করে তাকে উৎসাহিত করতে চেষ্টা করুন। ঋণাত্মক চিন্তা ভাবনা আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা। শরীর স্বাস্থ্যর যত্ন নিতে চেষ্টা করুন।

মিথুন রাশি ঃ আপনার সুপ্ত প্রতিভাকে খুঁজে কাজে লাগাতে হবে। বিদ্যার্থীদের পরীক্ষা বিষয়ে প্রস্তুতি নেওয়ার সময়। সাংসারিক কাজে সন্তানের সাহায্য পাবেন। প্রেম ভালোবাসায় আপনাকে আজ ধৈর্য্য ধারন করতে হবে।

কর্কট রাশি ঃ আজ পরিবারের সদস্যদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তাদের সাথে মতবিনিময় করতে চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।

সিংহ রাশি ঃ পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করার সুযোগ আসবে। মধ্যস্ততার কাজকেই আজ পেশা হিসেবে বেছে নেওয়ার সুবর্ণ সময়। ছোট ভাই বোনকে শাসন নয় স্নেহ করুন।

কন্যা রাশি ঃ বেকার বসে না থেকে কিছু করার চেষ্টা করুন। উচ্চ মূল্যের এ বাজারে সংসারের একজন বোঝা না হয়ে নিজেই কোন ব্যবসা বা কাজ করতে সফল হবেন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের চেষ্টা করতে হবে।

তুলা রাশি ঃ আজকের দিনটিকে মনে করুন আপনার জীবনের শেষ দিন। সকল অসমাপ্ত কাজগুলোকে তালিকা করে শেষ করার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন যে আপনি কেন পারবেন না?

বৃশ্চিক রাশি ঃ বিদেশ যাত্রার জন্য বা বিদেশী কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। ব্যবসায়ীক কাজে জন্য হঠাৎ করেই বিদেশ যেতে পারেন। অনৈতিক কাজ থেকে দূরে না থাকলে আইনগত জটিলতায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা।

ধনু রাশি ঃ চাকরিজীবী ও ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির জন্য নতুন নতুন পদক্ষেপ নিতে হবে। বন্ধুর সাথে বিরোধ দ্রুত মিটিয়ে নিতে চেষ্টা করতে হবে। কারন সবার উপর বন্ধুত্ব।

মকর রাশি ঃ নিজের জীবনে অন্যকে সম্মান দিলেই নিজে সম্মান পাবেন। পিতার কষ্ট বুঝতে পারলে কেউই বেকার বা ব্যার্থ থাকতে পারেন না। ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য পাবেন।

কুম্ভ রাশি ঃ ভাগ্যকে সেই চেলেঞ্জ করতে পারে যে অলস সময় না কাটিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখে। আপনার বিদ্যা শিক্ষার প্রতি আগ্রহ ও লেগে থাকাই আপনার ভাগ্য উন্নতির মূল চাবি।

মীন রাশি ঃ অভাব মানুষের স্বভাবের জন্য আসে। নিজেকে ধনি দেখানোর অসুস্থ প্রতিযোগীতা থেকে দূরে রাখুন। শুকরিয়া থাকলে অল্প ধনেও আপনি ধনী হতে পারবেন।

সোমবার   ২০  অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ ভুল দিয়ে দিনের শুরু করলে দ্রুত ভুল শুধ্রে নিতে চেষ্টা করুন। সহকর্মী ও অধিনস্ত কর্মচ...
20/10/2025

সোমবার ২০ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ ভুল দিয়ে দিনের শুরু করলে দ্রুত ভুল শুধ্রে নিতে চেষ্টা করুন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের মানসিক অবস্থার প্রভাব পড়বে কাজে। সকলকে নিয়েই এগিয়ে যাওয়ার মনমানসিকতাই সাফল্য এনে দেবে।

বৃষ রাশি ঃ প্রেম ভালোবাসাকে প্রধান্য দিতে হবে। রূঢ় আচরন দিয়ে কারো হৃদয় জয় করতে পারবেন না। সন্তানের ভুল গুলোকে প্রধাণ করে না দেখে তাকে তার ভুলের কারন খুঁজে বেড় করার পরামর্শ দিন।

মিথুন রাশি ঃ পারিবারিক জীবনে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে আপনাকে আরো বেশি সহানুভূতিপ্রবণ হতে হবে। আত্মীয় স্বজনের থেকে নিজেকে দূরে রেখে আপনি কখোনই বড় হতে পারবেন না।

কর্কট রাশি ঃ আপনার সৃজনশীল প্রতিভা ও মেধাকে প্রযুক্তিতে নিয়োগ করুন। মনে রাখতে হবে আপনি একটি বিশ্বায়নের যুগে বাস করছেন। কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে আপনার জীবিকার নতুন পথ।

সিংহ রাশি ঃ জীবনের জন্য টাকা প্রয়োজন, কিন্তু টাকার পেছনে ছুঁটে ছুঁটে নিজেকে শেষ করে দেওয়া জীবন নয়। ব্যয় সংকোচন, দূরদর্শীতা ও সঞ্চয়ই আপনার জীবনের ভবিষ্যতকে সুরক্ষিত করতে পারে।

কন্যা রাশি ঃ অস্থিরতা চঞ্চলতাকে দমন করতে হবে। মেধাকে কাজে লাগিয়েই কন্যার জাতক জাতিকাদের এগিয়ে যেতে হবে। জীবন যুদ্ধে জয়ী হতে প্রয়োজন ধৈর্য্য ও দূরদর্শিতা।

তুলা রাশি ঃ তুলা রাশির জাতক জাতিকা হওয়ার কারনে আপনি বৈচিত্র প্রিয়। বদ্ধ পরিবেশে কাজ করতে আপনি কখোনই স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই সম্ভব হলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।

বৃশ্চিক রাশি ঃ জীবনে একা একা চলা কঠিন। তাই তো বন্ধু প্রয়োজন। আজ নতুন বন্ধুত্ব গড়া ও পুরোন বন্ধুত্বকে নতুন করে ঝালাই করে নেওয়ার দিন।

ধনু রাশি ঃ আপনার কর্ম দক্ষতাকে পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজে লাগাতে না পারলে মূল্যায়িত হতে পারবেন না। ততোটুকুই কাজ করুন যতটুকু আপনি স্বাচ্ছন্দে করতে পারেন।

মকর রাশি ঃ ভাগ্য সাহসীদের সাহায্য করে। আপনি সাহসী ও পরিশ্রমী হলে আজ হয়তো দিনটি আপনার। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা করতে হবে।

কুম্ভ রাশি ঃ ঋণ নিয়ে ঘি খাওয়ার প্রবণতা কমাতে হবে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যয় কমাতে হবে। যে ব্যক্তি আপনার বিপদে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার বিশ্বাসকে ভাঙ্গতে যাবেন না।

মীন রাশি ঃ পারিবারিক জীবনে দাম্পত্য সুখকে প্রাধাণ্য দিতে হবে। কারো সাথেই ঝামেলায় জড়ানো ঠিক হবে না। ব্যবসা বাণিজ্যে আরো বেশি মনযোগী হতে হবে আপনার নিজের জন্যই।

রবিবার   ১৯  অক্টোবর ২০২৫মেষ রাশি ঃ আজ কর্মক্ষেত্রে উন্নতি হবে। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায় নিজের ভুল থেকে শিক্ষা ...
19/10/2025

রবিবার ১৯ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজ কর্মক্ষেত্রে উন্নতি হবে। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায় নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর রাখবেন।

বৃষ রাশি ঃ প্রেম ভালোবাসায় সাফল্য লাভের দিন। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। পরীক্ষা নিয়ে দুঃশ্চিন্তা না করাই ভালো। সন্তানের জন্য কিছু অর্থ ব্যয়।

মিথুন রাশি ঃ আজ পারিবারিক কাজে উন্নতির দিন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আত্মীয়দের সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে সফলতা।

কর্কট রাশি ঃ সকল প্রকার মধ্যস্ততার কাজে অগ্রগতির দিন। ছোট ভাই বোনের সাথে চলমান সম্পর্কের উন্নতি হবে। গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন।

সিংহ রাশি ঃ আয় রোজগার বৃদ্ধি পাবে। খুচরা পাইকারী খাদ্য ও পানিয়ের ব্যবসায় সফলতা। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। ধারের টাকা আদায়ের যোগ।

কন্যা রাশি ঃ কর্মক্ষেত্রে সফলতার দিন। নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে আজ কাজে উন্নতি। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে।

তুলা রাশি ঃ আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে লাভের আশা। রোজগারের জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আইনগত জটিলতার অবসান হবে।

বৃশ্চিক রাশি ঃ আজ চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ে অগ্রগতির আশা। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন। ব্যবসা বাণিজ্যে সফলতা।

ধনু রাশি ঃ প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে।

মকর রাশি ঃ আজকের দিনটি ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সফল হতে পারবেন। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রা।

কুম্ভ রাশি ঃ আর্থিক বিষয়ে ব্যয় সংকোচন নীতিই আজ রক্ষা করবে। ঝুঁকিপূর্ণ কোন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ না করাই ভালো। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন।

মীন রাশি ঃ আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফলতার আশা। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। নতুন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার যোগ।

শনিবার  ১৮ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ আজ মেধাবীদের সাফল্য লাভের দিন। নিজের বুদ্ধি দিয়েই সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে ...
18/10/2025

শনিবার ১৮ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজ মেধাবীদের সাফল্য লাভের দিন। নিজের বুদ্ধি দিয়েই সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রেমে সাফল্য আশা করা বৃথা। সন্তানের সাথে ভুল বুঝাবুঝি।

বৃষ রাশি ঃ আজ গৃহস্থালী কাজে আত্মীয় বিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণে বাধা। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ে প্রতারিত হতে পারেন।

মিথুন রাশি ঃ ব্যবসায়ীক যোগাযোগে রহস্যজনক বাধা। ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাথে বিরোধে জড়াতে পারেন। রহস্যজনক মধ্যস্ততার কাজে অর্থ লাভ।

কর্কট রাশি ঃ রহস্যজনক আয় রোজগার। আত্মীয় কুটম্ব বিরোধ হবে। খাদ্য পানিয়ের ব্যবসা বাণিজ্যে জটিলতা বৃদ্ধি। বয়স্কদের চক্ষু পীড়ার আশঙ্কা।

সিংহ রাশি ঃ কাজে কর্মে সতর্ক হতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিন। সংসারিক কাজে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। ভুলবুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

কন্যা রাশি ঃ রহস্যজনক ব্যয় বৃদ্ধি। দূরের যাত্রায় আপনাকে সতর্ক থাকতে হবে। প্রবাসীদের জীবনে অনাকাঙ্খীত কোন ঘটনা ঘটবে। ট্রান্সপোর্ট ব্যবসায় জটিলতা।

তুলা রাশি ঃ বড় ভাই বোনের সাথে মতানৈক্য দেখা দেবে। গৃহস্থালী কাজে ঝামেলা। ব্যবসায়ীক কাজে অনাকাঙ্খীত বাধা আসবে। বন্ধুর সাথে ঝামেলায় জড়াবেন।

বৃশ্চিক রাশি ঃ আজকের দিনটি কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনার। প্রধান কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। রাজণৈতিক ক্ষেত্রে ও সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রতারনার আশঙ্কা।

ধনু রাশি ঃ রহস্যজনক কারনে বিদেশ যাত্রায় বাধা আসবে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে অগ্রগতির আশা।

মকর রাশি ঃ পাওনাদারের সাথে ঝামেলায় জড়াতে পারেন। অকারনে ঋণ না করাই ভালো। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে। আর্থিক ক্ষেত্র ভালো যাবে না।

কুম্ভ রাশি ঃ আজকের দিনটি দাম্পত্য কলহের। জীবন সাথীর সাথে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে নানা ধরনের ঝামেলা দেখা দেবে।

মীন রাশি ঃ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। কাজের লোক বা কর্মচারী পরিবর্তনের প্রয়োজন হবে। কোন দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। দূর্ণাম বিষয়ে সাবধান।

শুক্রবার  ১৭ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতির। গোপন প্রেম ভালোবাসা বিষয়ে সতর্ক হতে হবে। সন্তানের...
17/10/2025

শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতির। গোপন প্রেম ভালোবাসা বিষয়ে সতর্ক হতে হবে। সন্তানের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। প্রেমে ভুল বুঝাবুঝি দেখা দেবে।

বৃষ রাশি ঃ আজ পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। গৃহে আত্মীয় বিরোধ দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। রহস্যজনক কাজে প্রত্যাশা পূরণ।

মিথুন রাশি ঃ আজ ছোট ভাই বোনের সাথে ঝামেলার আশঙ্কা। গৃহস্থালী কোন বিষয় নিয়ে ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়ীক কাজের জন্য দিনটি শুভ নয়। মধ্যস্ততার কাজে রহস্যজনক জটিলতা।

কর্কট রাশি ঃ আজ খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। রহস্যজনক উৎস থেকে অর্থ রোজগার। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। রেস্তোরা ব্যবসায়ীদের রহস্যজনক ঝামেলার সম্মূখীণ হতে হবে।

সিংহ রাশি ঃ আজ পারিবারিক জটিলতা এড়াতে হবে। ব্যক্তিজীবনে ভুল বুঝাবুঝির আশঙ্কা। শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। গৃহস্থালী জীবনে কলহের আশঙ্কা।

কন্যা রাশি ঃ আজ দূরের যাত্রায় সতর্ক হতে হবে। কোন চুরি বা ছিনতাই এর শিকার হতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসা বাণিজ্যে ঝামেলা। প্রবাসীদের সাথে আইনগত জটিলতায় ঝামেলা হবে।

তুলা রাশি ঃ আজকের দিনটি ব্যবসায়ীক কাজে রহস্যজনক জটিলতার। বড় ভাই বোনের সাথে ঝামেলা এড়াতে হবে। বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি এড়াতে চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি ঃ আজকের দিনটি ব্যক্তি ও সামাজিক জীবনে ভুল বুঝাবুঝির। পিতৃস্থানীয় কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

ধনু রাশি ঃ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ সফলতা। রহস্যজনক যে কোন পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। গৃহস্থালী কাজে গুরুজনদের সাথে মতানৈক্যে জড়িয়ে পড়তে পারেন।

মকর রাশি ঃ আজ গৃহে পাওনাদারের সাথে ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়ীক কাজে আশানুরুপ লাভ হবে না। আয় রোজগারের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে।

কুম্ভ রাশি ঃ আজ দাম্পত্য কলহের বিষয়ে সতর্ক হতে হবে। অংশিদারী ব্যবসা থেকে নিজেকে আলাদা করার চিন্তা করতে পারেন। ব্যবসায়ীক কাজে নতুন বিনিয়োগ না করাই ভালো।

মীন রাশি ঃ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। ব্যক্তি জীবনে রহস্যজনক ঝামেলা এড়াতে হবে। গৃহস্থালী কাজে কাজের লোকের সাহায্য পাবেন। আর্থিক ক্ষেত্রে ঝামেলা এড়াতে হবে।

মঙ্গলবার  ১৪  অক্টোবর ২০২৫মেষ রাশি ঃ আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতির যোগ। মধ্যস্ততার কাজে ভালো লাভ হবে। দুপুরের প...
14/10/2025

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতির যোগ। মধ্যস্ততার কাজে ভালো লাভ হবে। দুপুরের পর থেকে পারিবারিক প্রত্যাশা পূরণ। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। আত্মীয়দের সাহায্য লাভ।

বৃষ রাশি ঃ আয় রোজগারে সকাল সকাল উন্নতি হবে। বকেয়া বিল আদায়ে সফল হবেন। ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায় লাভের আশা। দুপুর থেকে সকল প্রকার যোগাযোগে উন্নতি। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে।

মিথুন রাশি ঃ সকাল সকালই ভালো কোন সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। সাংসারিক কাজে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। দুপুর থেকে আয় রোজগারে উন্নতি। হোটেল মোটেল ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা।

কর্কট রাশি ঃ সকাল সকালই বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। দুপুরের পর কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। প্রত্যাশা অনুযায়ী ব্যবসায় অগ্রগতি।

সিংহ রাশি ঃ আজ সকাল সকালই বকেয়া বিল বেতন আদায় করতে হবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে উন্নতি। দুপুরের পর বিদেশ সংক্রান্ত কাজে ভালো রোজগার।

কন্যা রাশি ঃ আজ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। দুপুর থেকে আয় রোজগারে উন্নতি। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পাবেন।

তুলা রাশি ঃ আজ বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে অগ্রগতি। দুপুর থেকে কাজে কর্মে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে উন্নতি।

বৃশ্চিক রাশি ঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগার হবে। ব্যবসায়ীক কাজে বাকি বকেয়া না দেওয়াই ভালো। দুপুর থেকে ভাগ্য উন্নতির যোগ। জীবিকার জন্য বিদেশ যাত্রা। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো রোজগার।

ধনু রাশি ঃ আজকের দিনটি অংশিদারী কাজে অগ্রগতির। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। দুপুর থেকে দূরের যাত্রায় ঝুঁকি বৃদ্ধি। ব্যাংক ও ব্যাক্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি।

মকর রাশি ঃ সকাল সকাল মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ব্যবসায়ীক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। দুপুর থেকে অংশিদারী ব্যবসা বাণিজ্যে জটিলতা কেটে যাবে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি।

কুম্ভ রাশি ঃ আজকের দিনটি প্রেম ভালোবাসায় সাফল্য লাভের। সন্তানের সাথে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। দুপুর থেকে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভ। আটকে থাকা কাজে অগ্রগতি।

মীন রাশি ঃ আজ সকাল থেকে প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে।

শুক্রবার  ১০ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ আজ খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। সামাজিক কোন নিমন্ত্রণ রক্ষা করতে পার...
10/10/2025

শুক্রবার ১০ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজ খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। সামাজিক কোন নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। হোটেল রেস্তোরা ব্যবসায় ভালো রোজগার।

বৃষ রাশি ঃ সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আজ সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে। গৃহস্থালী জীবনে ভালো কোন সিদ্ধান্ত নিতে পারেন।

মিথুন রাশি ঃ ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। দূরের যাত্রা যোগ প্রবল। প্রবাসী বন্ধুর সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক কোন সফরে যেতে হবে।

কর্কট রাশি ঃ আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ।

সিংহ রাশি ঃ রাজনৈতিক উচ্ছাভিলাষ পূরণ হতে চলেছে। পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরি সংক্রান্ত কোন পরীক্ষায় ভালো করতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে।

কন্যা রাশি ঃ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য কোথাও বেড়াতে যেতে হবে। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।

তুলা রাশি ঃ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। পুরোন পাওনাদারের সাথে দেখা হতে পারে। ব্যবসায়ীক কাজে অগ্রগতির জন্য কিছু টাকা ঋণ করতে হবে।

বৃশ্চিক রাশি ঃ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।

ধনু রাশি ঃ কাজের লোকের সাথে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। গৃহস্থালী জীবনে কিছু জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।

মকর রাশি ঃ প্রেমিক প্রেমিকার মিলনের দিন। প্রেম করে বিয়ে করার যোগ। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন। মেধাবী শিল্পীদের আজ ভালো রোজগারের সুযোগ আসবে।

কুম্ভ রাশি ঃ পারিবারিক কাজে উন্নতির আশা। ব্যবসায়ীক কাজে প্রত্যাশা পূরণ হবে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোন কাজে আজ মায়ের সাহায্য পাবেন।

মীন রাশি ঃ আজ ছোট ভাই বোনের বিয়ে শাদীর যোগ। ব্যবসায়ীক প্রচার প্রচারণায় উন্নতি হবে। পাড়া প্রতিবেশীর কোন অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো রোজগারের যোগ।

বৃহস্পতিবার  ৯ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার...
09/10/2025

বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখবেন। ব্যক্তি জীবনে ভালো কোন ঘটনা ঘটতে শুরু করবে।

বৃষ রাশি ঃ কালের পরিক্রমায় নতুন কোন ইতিহাসের উত্থান হতে পারে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। গৃহস্থালী ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন।

মিথুন রাশি ঃ আজ ব্যবসায়ীক কাজে উন্নতি হবে। বন্ধুর সাহায্যে আয় রোজগারে অগ্রগতির আশা। প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হবেন। বিদেশ যাত্রার চেষ্টায় সফলতা।

কর্কট রাশি ঃ রাজনৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তির
সাথে সম্পর্কের উন্নতি হবে। চাকরির কোন পরীক্ষায় আজ উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ।

সিংহ রাশি ঃ আজ শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির আশা। ধর্মীয় কাজের জন্য দূরে যাত্রার সুযোগ আসবে। আমদানী রাপ্তাণী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার।

কন্যা রাশি ঃ আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে। হটাৎ করেই কিছু টাকা ঋণ করতে পারেন। গৃহস্থালী কাজের জন্য কিছু অর্থ প্রয়োজন হবে। কোন আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন।

তুলা রাশি ঃ আজকের দিনটি অংশিদারী কাজের জন্য বলবান। জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতির আশা। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।

বৃশ্চিক রাশি ঃ কাজে কর্মে উন্নতির দিন। ব্যবসায়ীক কাজে কর্মচারীদের সাহায্য পাবেন। সহকর্মী ও কর্মচারীদের সাথে সম্পর্কের উন্নতির দিন। ব্যবসায়ীক কাজের জন্য নতুন জনবল নিয়োগ দিতে পারেন।

ধনু রাশি ঃ প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি নতুন চ্যালেঞ্জের। বার বার বাধা আসলেও ভেঙ্গে পড়বেন না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। সন্তানের জন্য কিছু অর্থ ব্যয়।

মকর রাশি ঃ আজ প্রত্যাশা পূরণের দিন। ব্যক্তি ও কর্মজীবনে বড় ধরনের সফলতার আশা। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন। ব্যবসা বাণিজ্যে আত্মীয়র সাহায্য পেতে পারেন।

কুম্ভ রাশি ঃ সকল প্রকার যোগযোগে উন্নতি হবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। গণমাধ্যমে কাজের সুযোগ আসতে চলেছেন।

মীন রাশি ঃ আয় রোজগার বৃদ্ধির দিন। ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। হোটেল ও রেস্তোরা ব্যবসা বাণিজ্যে উন্নতি। কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

বুধবার   ৮  অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ আজকের দিনটি ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির। কর্মক্ষেত্রে ধাপে ধাপে উন্নতির আশা। শ...
08/10/2025

বুধবার ৮ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ আজকের দিনটি ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির। কর্মক্ষেত্রে ধাপে ধাপে উন্নতির আশা। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে পারবেন। ব্যবসায়ীক কাজে উন্নতি হতে থাকবে।

বৃষ রাশি ঃ ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। গৃহস্থালী ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসী বন্ধুর সাহায্য লাভ।

মিথুন রাশি ঃ আজ আয় রোজগারে উন্নতির আশা। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায়ে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে ভালো লাভ হবে। ঠিকাদারী কাজে অগ্রগতি।

কর্কট রাশি ঃ সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাহায্য লাভের আশা। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ।

সিংহ রাশি ঃ বৈদেশিক ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে চলমান বাধা কেটে যাবে।

কন্যা রাশি ঃ আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে উন্নতি। ব্যাংক ও ব্যাক্তি ঋণ এর চাপ মোকাবেলা করতে সক্ষম হবেন। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে।

তুলা রাশি ঃ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির দিন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের সুযোগ পাবেন। অবিবাহিতদের বিয়ে শাদীর যোগ প্রবল। সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য পাবেন।

বৃশ্চিক রাশি ঃ কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে সফল হতে পারবেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভের আশা। ব্যক্তি জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে।

ধনু রাশি ঃ সৃজনশীল পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে মেধাবীদের আজ সাফল্য লাভের আশা। প্রেম ভালোবাসায় আজ উন্নতি হবে।

মকর রাশি ঃ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। গৃহস্থালী কাজে আত্মীয় কুটম্বর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির দিন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। মায়ের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।

কুম্ভ রাশি ঃ সকল প্রকার ব্যবসায়ীক যোগাযোগে উন্নতি হবে। কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহনের উত্তম সময়। গৃহস্থালী কাজে পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। মধ্যস্ততার ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে।

মীন রাশি ঃ আজকের দিনটি আয় রোজগারে উন্নতির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। সঞ্চয়ের ক্ষেত্রে আজ উন্নতি হবে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। খাদ্য পানিয়ের ব্যবসায়ীদের ভালো রোজগারের যোগ।

মঙ্গলবার  ৭ অক্টোবর  ২০২৫মেষ রাশি ঃ ট্রাভেল এজেন্সী ব্যবসা বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে। পারিবারিক যন্ত্রপাতি বিকল হয়ে...
07/10/2025

মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫

মেষ রাশি ঃ ট্রাভেল এজেন্সী ব্যবসা বাণিজ্যে কিছু ঝামেলা দেখা দেবে। পারিবারিক যন্ত্রপাতি বিকল হয়ে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয়। দূরের যাত্রায় বাধা বিপত্তি দেখা দেবে।

বৃষ রাশি ঃ চাকরিজীবীদের আয় রোজগারে বাধা বিপত্তি। বকেয়া বিল বেতন আদায়ের ক্ষেত্রে জটিলতা। ব্যবসায়ীক বকেয়া টাকাও আজ আদায়ে বাধা পেতে হবে। বন্ধু বা বড় ভাই বোনের শারীরিক সঙ্কট দেখা দিতে পারে।

মিথুন রাশি ঃ কর্মক্ষেত্রে নতুন কোন চ্যালেঞ্জ এর মোকাবেলা করতে হবে। সরকারী চাকুরিজীবিদের আজ পদস্ত কর্মকর্তা বিরোধ এড়াতে হবে। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।

কর্কট রাশি ঃ ভাগ্যর উন্নতিতে বাধা। উচ্চ শিক্ষাকে জোর করেই চালিয়ে যেতে হবে। ধর্মীয় শিক্ষার্থীদের বিদেশী বৃত্তি লাভের যোগ প্রবল। সাংসারিক কাজে গুরুজনদের সাহায্য লাভ।

সিংহ রাশি ঃ আর্থিক কোন কেলেঙ্কারীতে জড়াতে পারেন। ব্যাংকারদের সতর্ক হতে হবে। ব্যবসায়ীক কাজের জন্য কিছু টাকা ধার করতে হবে। গৃহস্থালী কাজের জন্য ঋণ গ্রহনের যোগ।

কন্যা রাশি ঃ আয় রোজগারের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। সাংসারিক কাজে উন্নতির জন্য জীবন সাথীর সাহায্য পাবেন। পারিবারিক কাজে কিছু জটিলতা।

তুলা রাশি ঃ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। অধিনস্ত কর্মচারীদের সাথে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কাজে কর্মে নিজের গোপনীয়তা ধরে রাখতে হবে। পারিবারিক বিষয়ে রাগ জেদ এড়াতে চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি ঃ হঠাৎ করেই প্রেম ভালোবাসায় জটিলতা দেখা দিতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শিল্পী ও কলাকুশলীদের রোজগার বৃদ্ধি।

ধনু রাশি ঃ আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক থাকতে হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত ব্যয় বৃদ্ধি। মায়ের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। নিজের সিদ্ধান্তকে বার বার যাচাই বাছাই করতে হবে।

মকর রাশি ঃ সকল কাজেই আজ উন্নতির দিন। গণমাধ্যমের কাজে নানা ধরনের ঝামেলা দেখা দেবে। মধ্যস্ততার কাজে বার বার বাধা বিপত্তি দেখা দেবে। সাংসারিক জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে।

কুম্ভ রাশি ঃ খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ঝামেলা দেখা দেবে। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের আয় রোজগারে বাধা আসবে। বাকি বকেয়া বিক্রয় আপনার দুঃশ্চিন্তাকেই বাড়াবে।

মীন রাশি ঃ নিজের কাজের উপর আস্থা রাখতে হবে। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন। গৃহস্থালী কাজে নানা রকম ঝামেলা দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। মানসিক চাপ না নেওয়াই ভালো।

Address

Shahid Saifuddin Khaled Road, Lalkhan Bazar Circle, Https://maps. Google. Com/maps/place//data=, 4m2, 3m1
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 23:30
Tuesday 11:00 - 23:30
Wednesday 11:00 - 23:30
Thursday 11:00 - 23:30
Friday 11:00 - 23:30
Saturday 11:00 - 23:30

Website

https://astroavoy.com/about-avoy/

Alerts

Be the first to know and let us send you an email when Astrology : The Mirror Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astrology : The Mirror Of Life:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram