Southern Medical College & Hospital , Chittagong

Southern Medical College & Hospital , Chittagong @+[192210454125394:] The aim of our college is not to make only doctors but to make sensible human being.

Southern Medical College & Hospital (SMCH) was established 2006 aiming to give nation a group of luminous medical graduates who can help the have-nots by providing highest possible quality of compassionate and cost-effective care and treatment, to each and every patient, producing high levels of patient satisfaction. The main object of the institute is to demonstrate high-standard of medical education, training of personnel and to conduct experiments and research in various disciplines of medical sciences. This Medical College is approved & affiliated by Bangladesh Medical & Dental College and affiliated with Chittagong University.

প্রিয় মেডিক্যাল শিক্ষার্থী,এমবিবিএস ২০২৪ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত।মোট পাশ ৪৯৯২৩ জনসরকারিতে চান্সপ্রাপ্ত - ৫৩৮০ জন।ব...
19/02/2024

প্রিয় মেডিক্যাল শিক্ষার্থী,

এমবিবিএস ২০২৪ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত।

মোট পাশ ৪৯৯২৩ জন

সরকারিতে চান্সপ্রাপ্ত - ৫৩৮০ জন।
বাকীরা বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন।

যারা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছো তাদের অসামান্য কৃতিত্বে গোলাপি ও সোনালী অভিনন্দন।

মেধাবী অন্যরা যারা কঠোর লড়াইয়ের শেষে বেসরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করেছো তাদেরকে রুপালী অভিনন্দন।

যারা অল্পের জন‍্য সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ নষ্ট করেছো তাদের মন খারাপের বৃত্ত থেকে বেড়িয়ে এসে ডাক্তার হবার স্বপ্ন পুরনে আমরা বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজরা প্রস্তুত আছি।

প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ,
বেসরকারি মেডিকেলে পড়তে হয়তো খরচ একটু বেশি হবে তবে যদি আর্থিক সুযোগ ও সামর্থ‍্য থাকে, ডাক্তার হবার অদম্য বাসনা থাকে তাহলে আমাদের চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজ ক‍্যাম্পাসে সুস্বাগতম।

আসুন,প্রাকৃতিক,সুন্দর মনোরম পরিবেশে, রাজনৈতিক কোলাহল মুক্ত ক‍্যাম্পাসে ডাক্তারী পড়াটা পড়ি, এনজয় করি আর শিখি, তারপর না হয় সব হিসাব মিলাতে বসবো। বেসরকারি মেডিকেলে ভর্তি হয়ে চ‍্যালেন্জ নিতে পারো। জয় হবে সুনিশ্চিতভাবে বলতে পারি।

সরকারি বাদ দিয়ে বাকী পয়চল্লিশ হাজার পাশ করা ছাত্রছাত্রীর মধ‍্যে মাত্র ছয় হাজারের মতো বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে। এদের মধ‍্যে দুই হাজারের মতো বিদেশী ছাত্র ছাত্রী বিভিন্ন কলেজে ভর্তি হবে। বাকী থাকলো চার হাজার যারা বিভিন্ন বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে। পাশ মার্ক পাওয়া প্রতি এগারো জনে এক জন ছাত্র বেসরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবে। অন‍্যদের অপেক্ষায় থাকতে হবে পরবর্তী বছরের জন‍্যে।

প্রাইভেট মেডিকেলে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সরকারি নির্দেশনা মোতাবেক বাইশে ফেব্রুয়ারি ২০২৪ থেকে। যারা ভর্তি হতে চাই তারা অনলাইনে আবেদন করতে হবে ও নিজেরা কলেজ পছন্দ করে পাঁচটি মেডিক্যাল কলেজের নাম পর্যায়ক্রমে দিতে হবে। সরকার নির্ধারণ করে দিবে কোন ছাত্র কোথায় ভর্তি হবার সুযোগ পাবে। এইক্ষেত্রে কলেজের নাম পছন্দ করা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। স্কোর অনুযায়ী কলেজের নাম পছন্দ করতে হবে।

চট্টগ্রাম সাউদার্ন মেডিক্যাল কলেজে ভর্তি হতে চাইলে প্রথম পছন্দ হিসেবে আমাদের কলেজের নাম দিতে হবে। যারা পঞ্চাশের উপরে নম্বর পেয়েছে তারা আমাদের কলেজে ভর্তি হবার সুযোগ পাবে। যারা পঞ্চাশের নীচে নম্বর পেয়েছে তারা ও ভর্তির সুযোগ পাবে পর্যায়ক্রমে।

ভর্তি ফি সরকারের নির্দেশনা মোতাবেক হবে।

কোন ধরনের তির্যক ও বিতর্কিত মন্তব্য করবেন না।

প্রফেসর ডাঃ জয়ব্রত দাশ।
অধ‍্যক্ষ,
সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল।
পলিটেকনিক,মোজাফফর নগর,
চট্টগ্রাম।
১৫~০২~২০২৪.

Address

East Nasirabad, Polytecnic, Kulshi. Chittagong
Chittagong
4209

Alerts

Be the first to know and let us send you an email when Southern Medical College & Hospital , Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Southern Medical College & Hospital , Chittagong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category