Urologist in Chattogram - Prof Dr G M Zakir Hossain

Urologist in Chattogram - Prof Dr G M Zakir Hossain MBBS, FCPS (Surgery), FCPS (Urology), FRCS (Glassgow)
General & Urological Surgeon

02/06/2025

২০ দিনের ছুটি কাটাতে দেশের বাইরে যাচ্ছি। রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। এই সময়ে যেকোনো জরুরি প্রয়োজনে নীচের নম্বরে হোয়াটস অ্যাপ করতে পারেন।

হোয়াটস অ্যাপ নম্বর +880 18 4705 1877
২৩/০৬/২০২৫ তারিখ থেকে পুনরায় রোগী দেখবো ইনশাআল্লাহ।

13/02/2025

Laparoscopic partial Nephrectomy of posterior hilar tumour. কিডনি কান্সারে কিডনি না ফেলে শুধু টিউমার বা কান্সার অপসারণ

13/12/2024

কিডনি টিউমার বা কিডনি কান্সারের অপারেশন পেট কেটে করবেন না কি লাপারস্কপি করে করবেন?

অধিকাংশ রুগীদের ধারণা ল্যাপারোস্কপির মাধ্যমে অপারেশন করলে অপারেশন ভালো হয় না বা টিউমার থেকে যায়। কিন্তু এই ধারনাটি সম্পূর্ণ ভুল।আর এই ধারনার পিছনে আমাদের ডাক্তাররাও অনেকাংশে দায়ী।কারন যেসব সার্জন ল্যাপারোস্কপিক অপারেশনে দক্ষ না তাদের কাছে রুগী গেলে তারাও পেট কেটে করার পরামর্শ দিয়ে দেন ফলে রুগিরা বিভ্রান্ত হয়। আমি আজকে এখানে ল্যাপারোস্কপির মাধ্যমে করা একটা কিডনি কান্সারের অপারেশন দেখাবো যা দেখে আপনারা খুব সহজে বুঝবেন পেটের যে কোন অপারেশান পেট কেটে করা ভালো না ল্যাপারোস্কপি করে করা ভালো। যে রুগীর অপারেশানটি আমি এখানে আপলোড দিয়েছি এই রুগীটি চট্টগ্রামের সবচেয়ে বড়ো করপোরেট হাসপাতালে গিয়েছিলো সেখানে তারা পেট কেটে করার পরামর্শ দিয়েছে ফলে রুগীকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে। আর সে জন্যই আজকে আমি এই ভিডিওটি আপলোড দিলাম যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ ।

03/05/2024
১লা মে ২০২৪ #মহান মে দিবস...এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।আজকের এই দিনে সকল শ্রমজীবী  মানুষের  প্রতি রইলো...
01/05/2024

১লা মে ২০২৪
#মহান মে দিবস...

এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।আজকের এই দিনে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে প...
14/04/2024

পুরনো গ্লানি বা জরা- সব ভুলে এই নববর্ষে জীবন নতুনভাবে শুরু হোক, প্রতিটি প্রাণের স্পন্দনে ছড়িয়ে যাক বৈশাখের গান। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩১

#পহেলাবৈশাখ #বাংলানববর্ষ২০২৪ #পহেলাবৈশাখ২০২৪

"সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি এবং দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”...
10/04/2024

"সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি এবং দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”
োবারক

স্বাস্থ্য রক্ষায় শরীরের যত্ন করি, ডাক্তারের পরামর্শ নিই, সুস্থ্য থাকি।সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস_এর শুভেচ্ছা।
07/04/2024

স্বাস্থ্য রক্ষায় শরীরের যত্ন করি,
ডাক্তারের পরামর্শ নিই, সুস্থ্য থাকি।
সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস_এর শুভেচ্ছা।

রোজায় কিডনি রোগীর খাবার================কিডনি রোগীদের অনেকেরই জটিলতার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়ে। তবে যাঁদের কিডনির সমস...
02/04/2024

রোজায় কিডনি রোগীর খাবার
================

কিডনি রোগীদের অনেকেরই জটিলতার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়ে। তবে যাঁদের কিডনির সমস্যা সামান্য বা মৃদু, তাঁরা রোজা রাখতে পারেন। এ ক্ষেত্রে খাবার বাছাইয়ে হতে হবে সতর্ক।

শাক: লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মিষ্টি কুমড়া শাক, লাউশাক, সরিষা শাক, ও কচুশাক খেতে পারবেন।

সবজি: ডাঁটা, পটোল, করলা, ঝিঙ্গা, কাঁকরোল, লাউ, শসা, বেগুন, চাল কুমড়া, বিচি ছাড়া শিম, ধুনদুল, বেগুন, গাজর, চিচিঙ্গা,ঝিঙ্গা, চালকুমড়া ও আলু পরিমানে কম খেতে পারবে।

ফল: আপেল, পাকা পেঁপে, পাকা পেয়ারা, আনারস, নাসপাতি, জামরুল, পাকা কাঁঠাল, কাঁচা আম ও পাকা বেল খেতে পারবেন পরিমাণ মতো।

প্রোটিন:একসাথে একাধিক প্রোটিন না খাওয়াই ভালো। যেমন- মাছ খেলে মাংস বা ডিম খাবেন না সেই বেলা।

অন্যান্য: চাল, আটা, ময়দা, মুড়ি, চিড়া, মুগ ডাল (অল্প পরিমাণ), সেমাই, সুজি, বার্লি, কর্নফ্লেক্স, ভুট্টা, ইত্যাদি পরিমান মতো খেতে পারবে।

Address

106/B, K. B. Fazlul Kader Road, Panchlaish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Urologist in Chattogram - Prof Dr G M Zakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Urologist in Chattogram - Prof Dr G M Zakir Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category