Elite Eye Care- এলিট আই কেয়ার

Elite Eye Care- এলিট আই কেয়ার 𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐄𝐲𝐞 𝐂𝐚𝐫𝐞 & 𝐏𝐇𝐀𝐂𝐎 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫▪️ অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, চশমা ও ফ্যাকো সেন্টার। অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, চশমা ও ফ্যাকো সেন্টার।

চক্ষু চিকিৎসা সেবায় CORNEAL TOPOGRAPHY খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এলিট আই কেয়ারে পাচ্ছেন: এই সুবিধা। যাদে...
25/09/2025

চক্ষু চিকিৎসা সেবায় CORNEAL TOPOGRAPHY খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এলিট আই কেয়ারে পাচ্ছেন: এই সুবিধা। যাদের Irregular Astigmatism, কিংবা Keratoconus; কিংবা যারা ল্যাসিক করাতে চান, বা IPCL তাদের জন্য এটা জরুরি একটা পরীক্ষা। কল # 01841-766203, 01841-766204

প্রিমিয়াম চক্ষুসেবার সব সুবিধা নিয়ে আমরা মাত্র  #৩০০ টাকায় চক্ষুসেবা প্রদান করে আসছি। যার মধ্যে রয়েছে— মেশিনের মাধ্যমে চ...
19/09/2025

প্রিমিয়াম চক্ষুসেবার সব সুবিধা নিয়ে আমরা মাত্র #৩০০ টাকায় চক্ষুসেবা প্রদান করে আসছি। যার মধ্যে রয়েছে— মেশিনের মাধ্যমে চোখের চশমার পাওয়ার নির্ণয় [Auto-refraction] ও মেশিনের মাধ্যমে চোখের প্রেসার [IOP] নির্ণয় একদম ফ্রি!!

আমাদের রয়েছে চক্ষুসেবার অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এমনকি চোখের Angiogram, OCT, HVF, B-scan, Corneal Topography, Optical Biometry, YAG ও Argon Laser সহ সকল চক্ষু চিকিৎসা সুবিধা।

✅ রোগী দেখার সময়—
সকাল ৯ টা থেকে দুপুর ১টা
বিকাল ৫ টা থেকে রাত ৮ টা।

✅ সিরিয়াল—
01841-766203
01841-766204

আমরা খুবই আনন্দিত যে, মানুষ আমাদের মাঝে আস্থা খুঁজে পাচ্ছেন।
16/09/2025

আমরা খুবই আনন্দিত যে, মানুষ আমাদের মাঝে আস্থা খুঁজে পাচ্ছেন।

22/08/2025

ঠ্যারা চোখ সোজা করা যায়। চলে আসুন এলিটে। আর আটকাবে না আপনার বিয়ে কিংবা বিদেশ যাওয়া। কল #01841-766203, 01841-766204

22/08/2025

📌বেস্ট ফ্যাকো সার্জারি করে মাত্র ৭ দিনেই সুস্থ হোন, ফিরে পান স্বাভাবিক দৃষ্টি। [Best Phaco Surgery in Chattogram] ✅ বুকিং কল: 01841-766203, 01841-766204 ✅ #এলিট আই কেয়ার, নবাব টাওয়ার, লিফট-২, তাসফিয়া গেইট, হালিশহর, চট্টগ্রাম।

21/08/2025

📌বেস্ট ফ্যাকো সার্জারি করে মাত্র ৭ দিনেই সুস্থ হোন, ফিরে পান স্বাভাবিক দৃষ্টি। [Best Phaco Surgery in Chattogram]
✅ বুকিং কল:
01841-766203,
01841-766204

✅ #এলিট আই কেয়ার,
নবাব টাওয়ার, লিফট-২, তাসফিয়া গেইট, হালিশহর, চট্টগ্রাম।

18/08/2025

অকুলার অ্যালবিনিজম (Ocular Albinism) হলো একটি জেনেটিক রোগ যা চোখের রঙ এবং দৃষ্টির ওপর প্রভাব ফেলে। এটি মূলত চোখের আইরিস এবং রেটিনার মধ্যে মেলানিন নামক পদার্থের অভাবের কারণে হয়ে থাকে। মেলানিন হলো সেই পদার্থ যা আমাদের চোখ, চুল এবং ত্বকের রঙ নির্ধারণ করে। চোখে মেলানিন কম থাকলে চোখের রঙ হালকা হয়ে যায় এবং দৃষ্টির সমস্যা তৈরি হতে পারে।

✅ অকুলার অ্যালবিনিজমের প্রধান কারণ:

▪️অকুলার অ্যালবিনিজম একটি এক্স-লিঙ্কড রিসেসিভ (X-linked recessive) বৈশিষ্ট্য, যা সাধারণত পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। এর মানে হল, যদি একজন মা এই জেনেটিক ত্রুটির ক্যারিয়ার হন, তাহলে তার ছেলে এতে আক্রান্ত হতে পারে, কিন্তু মেয়ে হওয়া সত্ত্বেও, যদি সে দুটি X ক্রোমোসোম পায়, তবুও সে সাধারণত আক্রান্ত হবে না, তবে সে #ক্যারিয়ার হতে পারে।

✅ লক্ষণ ও উপসর্গ:

#দৃষ্টির সমস্যা— অকুলার অ্যালবিনিজমের আক্রান্তদের সাধারণত দৃষ্টির সমস্যা থাকে, যেমন অল্প দূরত্বে স্পষ্ট দেখতে সমস্যা হওয়া।

#ছোট চোখ বা আলোকিত চোখ— মেলানিনের অভাবে চোখের রঙ হালকা বা একটু পটল রঙের হয়ে থাকে। আলোর প্রতিফলনে চোখে অতিরিক্ত ঝলক দেখা যায়।

#নাইট ব্লাইন্ডনেস— রাতে ভালোভাবে দেখতে না পারা বা কম আলোতে চোখ কাজ না করা।

#শব্দ এবং আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা (Photophobia):— সাধারণত আলোর প্রতি খুবই সংবেদনশীলতা দেখা যায়।

#চোখের বিশেষ সমস্যা, যেমন—রেটিনার ক্ষতি বা অপটিক নার্ভের সমস্যা হতে পারে।

✅ চিকিৎসা— অকুলার অ্যালবিনিজমের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে বিভিন্ন দৃষ্টিগত সমস্যার উপর নির্ভর করে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

#চশমা বা কনট্যাক্ট লেন্স— স্পষ্ট দৃষ্টি উন্নত করতে সাহায্য করতে পারে।

#টর্চ লাইট বা সানগ্লাস ব্যবহার— আলোর সংবেদনশীলতা কমাতে সাহায্য করে।

#অপটিক স্নায়ুর— কোনো কোনো ক্ষেত্রে চোখের অপারেশন বা চিকিৎসা করা হতে পারে।

✅ বর্তমানে অকুলার অ্যালবিনিজমের জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি না থাকলেও, জেনেটিক গবেষণা এবং চিকিৎসা প্রযুক্তির উন্নতির সাথে ভবিষ্যতে এর চিকিৎসার ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে। এছাড়া, চোখের সঠিক পরিচর্যা এবং আলোর প্রতি সতর্কতা বজায় রেখে আক্রান্ত ব্যক্তির জীবনযাত্রা আরও সুস্থ রাখা সম্ভব।

যেহেতু অকুলার অ্যালবিনিজম একটি জেনেটিক পরিস্থিতি, এ-জন্য সচেতনতা বাড়ানো এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির জীবন মান উন্নত করা সম্ভব। যারা এ রোগে আক্রান্ত, তাদের উচিত নিয়মিত চক্ষু পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা।

শ্বেতী বা এলবিনিজম থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। পরামর্শ নিন আমাদের!

📌 এলিট আই কেয়ার
নবাব টাওয়ার (লিফট—২)
তাসফিয়া গেইট, নয়াবাজার।
[নয়াবাজার বিশ্বরোড ও তাসফিয়া গেইটের মাঝামাঝি খেলার মাঠের বিপরীতে]
পোর্ট কানেক্টিং রোড
হালিশহর, চট্টগ্রাম।

✅ রোগী দেখার সময়—
⭕ সকালের সেশন ⭕
সকাল ৯টা থেকে দুপুর ২ টা।
⭕ বিকালের সেশন ⭕
বিকাল ৫ টা থেকে রাত ৮টা।
✅ শুক্রবার—
সকাল ৯টা থেকে দুপুর ১২ টা।

✅ সিরিয়াল
01841-766203
01841-766204

:: ছবি ঋণ:::

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐄𝐲𝐞 𝐂𝐚𝐫𝐞 & 𝐏𝐇𝐀𝐂𝐎 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫▪️ অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, চশমা ও ফ্যাকো সেন্টার।

27/07/2025

বাংলাদেশে অন্ধত্বের প্রধান কারণ ছানিরোগ। অথচ, অ*পা*রে*শ*নের মাধ্যমে লেন্স লাগালেই এই রোগ ভালো হয়ে যায়। এলিট আই কেয়ার দিচ্ছে ছানি রোগীদের জন্য বিশেষ কনসাল্টেন্সি #অফার। এই অফারে পাচ্ছেন: কনসাল্টেন্সি, সকল টেস্ট ও অপটিক্যাল বায়োমেট্রির সুবিধা। ম্যানুয়াল কিংবা প্রিমিয়াম #ফ্যাকো অ*পা*রে*শ*ন কল করুন এলিট আই কেয়ারে, আজ এখন-ই!

✅ কল
01841-766203,
01841-766204

✅ Update : Next Premium Phaco Sessinon: 17th July, Thursday @3:00PM. ☎️ 01841-766203, 01841-766204   |   |   |   |
14/07/2025

✅ Update : Next Premium Phaco Sessinon: 17th July, Thursday @3:00PM.
☎️ 01841-766203, 01841-766204

| | | |

08/07/2025

চোখের মাইনাস পাওয়ার নিয়ে আর ভাবনা নয়। আসুন এলিট আই কেয়ারে, আর নিয়ে নিন মাইনাস পাওয়ারের যাবতীয় সমাধান। আমাদের রয়েছে বেস্ট রিফ্রাক্টিভ সার্জনের পাশাপাশি, বেস্ট অপটোমেট্রিস্টের চশমা প্রেসক্রিপশন। যা আপনাকে দেবে আত্মবিশ্বাস, চোখে ফেরাবে আলো।

▪️স্পেশাল মায়োপিয়া কনসাল্টেন্সি: প্রতি সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা। প্রতি সেশনে আমরা শুধু ৫০ জন রোগী দেখি।

▪️চশমা ও কন্টাক্টলেন্স: বেস্ট প্রেসক্রিপশন ও চশমা। এবং চশমার বিকল্প হিসেবে কন্টাক্ট লেন্স কনসাল্টেন্সির সুবিধা ও ব্যবস্থা।

▪️ক্যারাটোকোনাস স্ক্রেনিং: আমাদের রয়েছে অত্যাধুনিক কর্নিয়াল টপোগ্রাফি : যা দিয়ে কর্নিয়ার কেরাটোকোনাস নির্ণয় করা সম্ভব, এবং ইজিলি।

▪️প্রি-ল্যাসিক কনসাল্টেন্সি: যারা ল্যাসিক করাতে চান, তাদের জন্য বেস্ট হচ্ছে আগেই একটা প্রি-ল্যাসিক কন্সাল্টেন্সি করিয়ে নেওয়া।

▪️IPCL Implant : যাদের মাইনাস পাওয়ার, পাশাপাশি ল্যাসিক করানো পজিবল না: তাদের জন্য আরেকটি অপশন হচ্ছে IPCL. ইতোমধ্যে আমরা IPCL implantation শুরু করেছি।

▪️প্রিমিয়াম ফ্যাকো: ক্লিয়ার লেন্স এক্সটার্কশনের মাধ্যমেও হাই মায়োফিয়া ম্যানেজ করা সম্ভব।

✅ সিরিয়াল :
01841-766203
01841-766204

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐄𝐲𝐞 𝐂𝐚𝐫𝐞 & 𝐏𝐇𝐀𝐂𝐎 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫▪️ অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, চশমা ও ফ্যাকো সেন্টার।

06/07/2025

OCT facilities available Elite Eye Care- এলিট আই কেয়ার. We are concerned about your Retina & The thief of sight glaucoma! Keep trust on us.

✅ Call for booking...
01841-766203,
01841-766204

  your discount ASAP. 01841-766203, 01841-766204
30/06/2025

your discount ASAP. 01841-766203, 01841-766204

Address

1535, Nawab Tower, 2nd Floor, Port Connecting Road, Tasfia, Halishahor
Chittagong
4216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Eye Care- এলিট আই কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category