11/10/2025
ফোঁড়া বা এ্যাবসেস(Abscess) হলো ইনফেকশন এর কারণে চামড়া/ত্বক ও তার নিচে জমা পুঁজ। বিভিন্ন বয়সের মানুষেরই ফোঁড়া হতে পারে শরীরের বিভিন্ন জায়গায়। তবে ডায়াবেটিক রোগীদের শরীরে বিভিন্ন কারণে ফোঁড়া সচরাচর বেশি হয়ে থাকে,বিশেষত এরকম গরমকালে।
ডায়াবেটিক রোগীদের ফোঁড়া হলে সাধারণ মানুষের তুলনায় বিশেষ সচেতন ও যত্নবান হওয়া উচিত এবং সময় অপচয় না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যথাযথ চিকিৎসার জন্য।
ছবিটি ৬১বছর বয়সী একজন ডায়াবেটিক রোগীর, যিনি ফোঁড়া নিয়ে ১০-১৫ দিন ভুগে শেষে হাতুড়ে এক ডাক্তারের কাছে গেলে সেই হাতুড়ে ডাক্তার/কবিরাজ তাঁকে এ্যান্টিবায়োটিক খেতে দেয়।ফলাফলে ফোঁড়াটি জমে শক্ত হয়ে যায় যেটাকে আমরা 'এ্যান্টিবায়োমা' বলে থাকি।
অনেক ভোগান্তির পর রোগী এখানে চিকিৎসা নিতে আসলে তাকে যথাযথ চিকিৎসা দিয়ে ফলোআপ এ রাখা হয়।
সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসকের নিকট সঠিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।
#কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক ও ডায়াবেটিক ফুট কেয়ার বিভাগ)
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।