Diabetic Foot and Wound care

Diabetic Foot and Wound care সঠিক সময়ে ডায়াবেটিক ফুটের সঠিক চিকিৎসা নিন,অঙ্গহানি/পঙ্গুত্ব রোধ করুন।
★ Put your feet first ★

ডায়াবেটিক ফুট কি অনেকেই জানেন না,এমনকি যারা আক্রান্ত তাঁরাও বুঝতে পারেননা যে ডায়াবেটিস জনিত কারণেই তাদের শরীরের এই ধরণের ফোঁড়া/ঘা ইত্যাদি একবার হলে সহজে ভালে হয়না,বরং খারাপের দিকে যায়।এই খারাপ কতটা খারাপ তা অঙ্গহানি/ এ্যাম্পুটেশনের পর্যায়ে গেলে রোগী বুঝতে পারেন যে তাঁর অনেক আগেই সঠিক চিকিৎসা নেয়ার কতটা প্রয়োজন ছিল।

চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিক ফুটের লক্ষণসমূহ:

১.ডায়াবেটিক রোগীর শরীরে কোথাও কোন ঘা,ফোস্কা ইত্যাদি হলে অথবা শরীরের কোথাও আঘাত পেয়ে ক্ষত হলে,নখ উল্টে গেলে,অাক্রান্ত স্হানের ব্যথার বা যে কোন অনুভূতি কমে যাওয়া অথবা অনুভূতি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়া।
২.আক্রান্ত স্থান অবশ/অসাড় হয়ে যাওয়া অথবা ঝিনঝিন করা।
৩.ব্যথাবিহীন ফোস্কা অথবা অন্য যে কোন ঘা,ক্ষত (ব্যথাবিহীন)।
৪.চামড়ার রং পরিবর্তন হয়ে যাওয়া (প্রথমে লাল,পরবর্তীতে কালো) এবং সেই স্থানের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।
৫.লাল লাল দাগ।
৬.পুঁজওয়ালা অথবা পুঁজবিহীন ঘা।
৭.ব্যথাসহ ঝিনঝিন করা।
৮.মোজায় দাগ পাওয়া যাবে(ক্ষতস্থান থেকে নির্গত রক্ত বা পুঁজের দাগ)

কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

√চেম্বার:
পিপলস হাসপাতাল, চট্টগ্রাম সিটি
(রুম ২১৪,২য় তলা)
সিরিয়ালের জন্য :01674659548

A case of diabetic foot ulcer. সঠিক সময়ে ডায়াবেটিক আলসারের সঠিক চিকিৎসা নিন,অঙ্গহানি রোধ করুন। কৃতজ্ঞতায়:ডা.এম.এ.মুকিতকন...
02/04/2025

A case of diabetic foot ulcer.

সঠিক সময়ে ডায়াবেটিক আলসারের সঠিক চিকিৎসা নিন,অঙ্গহানি রোধ করুন।

কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক ও ডায়াবেটিক ফুট কেয়ার বিভাগ)
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

ডায়াবেটিসজনিত পায়ের সংক্রমণ (ডায়াবেটিক ফুট ইনফেকশন) একটি জটিল সমস্যা। ডায়াবেটিসের অনেক রোগীই এ সমস্যায় ভোগেন। এমনকি এই স...
29/03/2025

ডায়াবেটিসজনিত পায়ের সংক্রমণ (ডায়াবেটিক ফুট ইনফেকশন) একটি জটিল সমস্যা। ডায়াবেটিসের অনেক রোগীই এ সমস্যায় ভোগেন। এমনকি এই সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়াবেটিসের রোগীদের পায়ে সংবেদনশীলতা ও রক্ত চলাচলের সমস্যা থাকে। যে কারণে সৃষ্ট ক্ষত দ্রুত চিকিৎসা না করলে জটিল হয়ে পড়তে পারে। তাই এ সমন্ধে ডায়াবেটিসের রোগীর জানা থাকা জরুরি।

★কখন সংক্রমণের ঝুঁকি বেশি:

বেশ কয়েকটি অবস্থায় ডায়াবেটিসের রোগীর পায়ে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে আছে—

রক্তের শর্করা নিয়ন্ত্রণে না থাকলে।

যথাযথভাবে পায়ের যত্ন না নিলে।

মাপমতো জুতা না পরলে।

পায়ের চামড়া বেশি শুষ্ক থাকলে।

#ডায়াবেটিকফুট ইনফেকশনের কিছু পর্যায় বা গ্রেডিং আছে। সেটাও জেনে রাখুন

গ্রেড ০: পায়ে ব্যথা ও চামড়ার রং পরিবর্তন।

গ্রেড ১: পায়ের চামড়ায় ক্ষত তৈরি হওয়া।

গ্রেড ২: পায়ের মাংস, টেন্ডন ও লিগামেন্টে ক্ষত সৃষ্টি।

গ্রেড ৩: পায়ের হাড়ে ক্ষত তৈরি হওয়া।

গ্রেড ৪: পায়ের সামনের অংশে পচন ধরে যাওয়া।

গ্রেড ৫: পুরো পায়ের পাতায় পচন ধরে যাওয়া।

★প্রতিরোধের উপায় হিসেবে কয়েকটি বিষয় মেনে চলুন।

১. রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন।

২. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট দ্রুত হাঁটাচলা করুন।

৩. পায়ের যত্ন নিন। এর মধ্যে আছে—
★পা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা,
★ নিয়মিত নখ কাটা,
★বাইরে বেরুলে মোজা পরা,
★সঠিক মাপের জুতা পরা,
★পায়ে তেল বা ভ্যাসলিন দিয়ে ম্যাসাজ করা ও কুসুম গরম পানিতে পায়ে সেঁক নেওয়া।

ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

☑️চেম্বার ☑️

✅সার্জিস্কোপ হাসপাতাল
ইউনিট-২,
নিচতলা (১০৪ নাম্বার রুম)
কাতালগন্জ

✅পিপলস হাসপাতাল, (চজবাজার অলি খাঁ মসজিদের পাশে,চট্টগ্রাম সিটি)
(রুম ২১৪,২য় তলা)

✅এ্যাপয়ন্টমেন্ট/সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখানেঃ 01674659548

একজন ডায়াবেটিক রোগীর  নখকুনির মতো সমস্যা  থেকে হয়ে যেতে পারে ইনফেকশন, হতে পারে আলসার/ঘা।সঠিক সময়ে ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞ...
15/09/2024

একজন ডায়াবেটিক রোগীর নখকুনির মতো সমস্যা থেকে হয়ে যেতে পারে ইনফেকশন, হতে পারে আলসার/ঘা।

সঠিক সময়ে ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞের নিকট নখকুনি/ ডায়াবেটিক ফুট এর সঠিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।

#কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
এমবিবিএস, ডি-অর্থো(সিইউ),
ডায়াবেটিক ফুট, বেডসোর,ট্রমা ও অর্থোপেডিক সার্জন(বিভাগীয় প্রধান)
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।।

#চেম্বার :
★পিপলস হাসপাতাল(শনি,সোম, বুধবার)
রুম -২১৪(২য় তলা)।।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

★সার্জিস্কোপ ইউনিট ২ (রবি,মঙ্গল,বৃহস্পতিবার)
রুম: ১০৪ (নিচ তলা)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

রোগীর স্যাটিস্ফেকশনের অন্যতম উপায় হল তার কথা মন দিয়ে শোনা, সম্ভাবনাগুলি বুঝিয়ে বলা, ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তার...
10/12/2023

রোগীর স্যাটিস্ফেকশনের অন্যতম উপায় হল তার কথা মন দিয়ে শোনা, সম্ভাবনাগুলি বুঝিয়ে বলা, ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা। এই পদ্ধতি ফলো করলে রোগ নির্ণয় সহজতর হয়। সবচে বড় বেনিফিট হল, রোগী ওষুধ খায় এবং এডভাইস ফলো করে। এমন অনেক দেখেছি, অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর পর রোগী ওষুধই কিনেনা, টেষ্টও করেনা। ডাক্তার এম.এ.মুকিত স্যারের রোগীদের ভরসার সবচেয়ে বড় দিক হলো স্যার রোগীদের সময় নিয়ে দ্যাখেন,মনোযোগ সহকারে রোগীর যাবতীয় তথ্যাদিসহ হিস্ট্রি নেন। সকল রোগীর দোয়া স্যার যেন এরকমই থাকতে পারেন।।

"ডায়াবেটিক ফুট" কি অনেকেই জানেন না,এমনকি যারা আক্রান্ত তাঁরাও বুঝতে পারেননা যে ডায়াবেটিসজনিত কারণেই তাদের শরীরের এই ধরণের ফোঁড়া/ঘা ইত্যাদি একবার হলে সহজে ভালে হয়না,বরং খারাপের দিকে যায়।এই খারাপ কতটা খারাপ তা অঙ্গহানি/ এ্যাম্পুটেশনের পর্যায়ে গেলে রোগী বুঝতে পারেন যে তাঁর অনেক আগেই সঠিক চিকিৎসা নেয়ার কতটা প্রয়োজন ছিল।

তবে ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর এই যে, বন্দর নগরী চট্টগ্রামে বর্তমানে ডায়াবেটিক ফুট/ডায়াবেটিক আলসার ও সংশ্লিষ্ট ইত্যাদি রোগ/উপসর্গের সম্পূর্ণ ও অত্যাধুনিক চিকিৎসাসেবা পাচ্ছেন ডা.এম.এ.মুকিতের[ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন(বিভাগীয় প্রধান,চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল)
তত্বাবধানে।।

★সঠিক সময়ে ডায়াবেটিক ফুটের সঠিক চিকিৎসা নিন, অঙ্গহানি ও অর্থহানি রোধ করুন★

ডায়াবেটিক ফুটের জন্য কোথায় যাবেন:

ডা.এম.এ.মুকিত
এমবিবিএস, ডি-অর্থো(সিইউ),
ডায়াবেটিক ফুট, বেডসোর,ট্রমা ও অর্থোপেডিক সার্জন;
বিভাগীয় প্রধান,
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।।

#চেম্বার :
পিপলস হাসপাতাল।
রুম -২১৪(২য় তলা)।।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

#চেম্বার
সার্জিস্কোপ ইউনিট ২,
কাতালগন্জ,
রুম-১০৩
(নিচতলা)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

ডায়াবেটিক ফুট নিয়ে বসে থাকবেন না।সঠিক সময়ে সঠিক চিকিৎসক এর নিকট সঠিক চিকিৎসা গ্রহণ করুন,অঙ্গহানি রোধ করুন।।

★put your feet first★

ডায়াবেটিক ফুট কি অনেকেই জানেন না,এমনকি যারা আক্রান্ত তাঁরাও বুঝতে পারেননা যে ডায়াবেটিস জনিত কারণেই তাদের শরীরের এই ধরণের...
05/12/2023

ডায়াবেটিক ফুট কি অনেকেই জানেন না,এমনকি যারা আক্রান্ত তাঁরাও বুঝতে পারেননা যে ডায়াবেটিস জনিত কারণেই তাদের শরীরের এই ধরণের ফোঁড়া/ঘা ইত্যাদি একবার হলে সহজে ভালে হয়না,বরং খারাপের দিকে যায়।এই খারাপ কতটা খারাপ তা অঙ্গহানি/ এ্যাম্পুটেশনের পর্যায়ে গেলে রোগী বুঝতে পারেন যে তাঁর অনেক আগেই সঠিক চিকিৎসা নেয়ার কতটা প্রয়োজন ছিল।

✅চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিক ফুটের লক্ষণসমূহ:

১.ডায়াবেটিক রোগীর শরীরে কোথাও কোন ঘা,ফোস্কা ইত্যাদি হলে অথবা শরীরের কোথাও আঘাত পেয়ে ক্ষত হলে,নখ উল্টে গেলে,অাক্রান্ত স্হানের ব্যথার বা যে কোন অনুভূতি কমে যাওয়া অথবা অনুভূতি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়া।
২.আক্রান্ত স্থান অবশ/অসাড় হয়ে যাওয়া অথবা ঝিনঝিন করা।
৩.ব্যথাবিহীন ফোস্কা অথবা অন্য যে কোন ঘা,ক্ষত (ব্যথাবিহীন)।
৪.চামড়ার রং পরিবর্তন হয়ে যাওয়া (প্রথমে লাল,পরবর্তীতে কালো) এবং সেই স্থানের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।
৫.লাল লাল দাগ।
৬.পুঁজওয়ালা অথবা পুঁজবিহীন ঘা।
৭.ব্যথাসহ ঝিনঝিন করা।
৮.মোজায় দাগ পাওয়া যাবে(ক্ষতস্থান থেকে নির্গত রক্ত বা পুঁজের দাগ)

🩺আমাদের চিকিৎসা সমূহ🩺

•ডায়বেটিস জনিত পায়ের/হাতের/অন্যান্য অঙ্গের যে-কোনো ক্ষতের /ঘা/আলসারের চিকিৎসা যেমন ডায়াবেটিক ফুট আলসার অপারেশন

• ডায়াবেটিক রোগীর সকল সার্জিক্যাল ড্রেসিং এবং মেজর/মাইনর সার্জারী

•বেড সোর।

• পায়ের আঙ্গুল ও নখের চিকিৎসা।

• হাড় ভাঙ্গা ও জোড়া।

•সেলুলাইটিস

•গ্যাংগ্রিন।

•ফোঁড়া ।

•পায়ের তলার চামড়া শক্ত হয়ে যাওয়া/চাট/কর্ণ

• VAC মেশিন দ্বারা পায়ের ক্ষতের অত্যাধুনিক ড্রেসিং।

▪️কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

☑️চেম্বার ☑️

✅সার্জিস্কোপ হাসপাতাল
ইউনিট-২,
নিচতলা (১০৪ নাম্বার রুম)
কাতালগন্জ

✅পিপলস হাসপাতাল, (চজবাজার অলি খাঁ মসজিদের পাশে,চট্টগ্রাম সিটি)
(রুম ২১৪,২য় তলা)

✅এ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখানেঃ 01674659548

ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ তাঁর ডান পায়ের পাতার উপরিভাগে এই গভীর ক্ষতে ভুগছিলেন। এখানে  উল্লেখযোগ্য যে তিনি একজন ডায়াবেটিক রো...
03/12/2023

ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ তাঁর ডান পায়ের পাতার উপরিভাগে এই গভীর ক্ষতে ভুগছিলেন। এখানে উল্লেখযোগ্য যে তিনি একজন ডায়াবেটিক রোগী।ভদ্রলোক এই তথ্য জানতেন না যে ডায়াবেটিক রোগীদের শরীরে কোন ঘা/ক্ষত/আলসার হলে তা সহজে শুকায় না,বরং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে ঘা আরো গভীর হয়ে যায়,আশেপাশে ছড়িয়ে পড়ে,এমনকি রক্তে ছড়িয়ে পড়ে যাকে বলা হয় 'সেপটিসেমিয়া'!! আরেকটি উল্লেখযোগ্য দুঃখজনক পরিণতি হলো এ্যাম্পুটেশন/ অঙ্গহানি (অপারেশন করে আক্রান্ত অংশ কেটে ফেলা)।

বিভিন্ন জায়গায় বিভিন্নরকম অপ্রয়োজনীয় চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত এই রোগী ডা.এম.এ মুকিতের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন,৫দিনের ব্যবধানে মোট ২০দিন। রোগী ও তাঁর পরিবার বার বার আক্ষেপ করছিল তাঁরা কেন এত জায়গায় ঘুরে এত টাকা নষ্ট করলেন,কেন আরো আগে এখানে আসলেন না।

ডায়াবেটিক ফুট ও আলসারে ভোগা ভুক্তভোগী রোগীদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে:
'আপনারা সঠিক সময়ে ডায়াবেটিক আলসারের সঠিক চিকিৎসা নিন,অর্থহানি ও অঙ্গহানি রোধ করুন'

কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

☑️চেম্বার ☑️

✅সার্জিস্কোপ হাসপাতাল
ইউনিট-২,
নিচতলা (১০৪ নাম্বার রুম)
কাতালগন্জ

✅পিপলস হাসপাতাল, (চজবাজার অলি খাঁ মসজিদের পাশে,চট্টগ্রাম সিটি)
(রুম ২১৪,২য় তলা)

✅এ্যাপয়োন্টমেন্ট/সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখানেঃ 01674659548

A case of diabetic foot ulcer . সঠিক সময়ে ডায়াবেটিক আলসারের সঠিক চিকিৎসা নিন,অঙ্গহানি রোধ করুন। কৃতজ্ঞতায়:ডা.এম.এ.মুকিতক...
02/12/2023

A case of diabetic foot ulcer .

সঠিক সময়ে ডায়াবেটিক আলসারের সঠিক চিকিৎসা নিন,অঙ্গহানি রোধ করুন।

কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক ও ডায়াবেটিক ফুট কেয়ার বিভাগ)
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

একজন ডায়াবেটিক রোগীর  নখকুনির মতো সমস্যা  থেকে হয়ে যেতে পারে ডায়াবেটিক ফুট৷। সঠিক সময়ে ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞের নিকট নখক...
01/12/2023

একজন ডায়াবেটিক রোগীর নখকুনির মতো সমস্যা থেকে হয়ে যেতে পারে ডায়াবেটিক ফুট৷।

সঠিক সময়ে ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞের নিকট নখকুনি/ ডায়াবেটিক ফুট এর সঠিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।

#কৃতজ্ঞতায়:
ডা.এম.এ.মুকিত
এমবিবিএস, ডি-অর্থো(সিইউ),
ডায়াবেটিক ফুট, বেডসোর,ট্রমা ও অর্থোপেডিক সার্জন(বিভাগীয় প্রধান)
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।।

#চেম্বার :
★পিপলস হাসপাতাল(শনি,সোম, বুধবার)
রুম -২১৪(২য় তলা)।।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

★সার্জিস্কোপ ইউনিট ২ (রবি,মঙ্গল,বৃহস্পতিবার)
রুম: ১০৪ (নিচ তলা)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
#01674659548

ডায়াবেটিসজনিত পায়ের সংক্রমণ (ডায়াবেটিক ফুট ইনফেকশন) একটি জটিল সমস্যা। ডায়াবেটিসের অনেক রোগীই এ সমস্যায় ভোগেন। এমনকি এই স...
30/11/2023

ডায়াবেটিসজনিত পায়ের সংক্রমণ (ডায়াবেটিক ফুট ইনফেকশন) একটি জটিল সমস্যা। ডায়াবেটিসের অনেক রোগীই এ সমস্যায় ভোগেন। এমনকি এই সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়াবেটিসের রোগীদের পায়ে সংবেদনশীলতা ও রক্ত চলাচলের সমস্যা থাকে। যে কারণে সৃষ্ট ক্ষত দ্রুত চিকিৎসা না করলে জটিল হয়ে পড়তে পারে। তাই এ সমন্ধে ডায়াবেটিসের রোগীর জানা থাকা জরুরি।

★কখন সংক্রমণের ঝুঁকি বেশি:

বেশ কয়েকটি অবস্থায় ডায়াবেটিসের রোগীর পায়ে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে আছে—

রক্তের শর্করা নিয়ন্ত্রণে না থাকলে।

যথাযথভাবে পায়ের যত্ন না নিলে।

মাপমতো জুতা না পরলে।

পায়ের চামড়া বেশি শুষ্ক থাকলে।

#ডায়াবেটিকফুট ইনফেকশনের কিছু পর্যায় বা গ্রেডিং আছে। সেটাও জেনে রাখুন

গ্রেড ০: পায়ে ব্যথা ও চামড়ার রং পরিবর্তন।

গ্রেড ১: পায়ের চামড়ায় ক্ষত তৈরি হওয়া।

গ্রেড ২: পায়ের মাংস, টেন্ডন ও লিগামেন্টে ক্ষত সৃষ্টি।

গ্রেড ৩: পায়ের হাড়ে ক্ষত তৈরি হওয়া।

গ্রেড ৪: পায়ের সামনের অংশে পচন ধরে যাওয়া।

গ্রেড ৫: পুরো পায়ের পাতায় পচন ধরে যাওয়া।

★প্রতিরোধের উপায় হিসেবে কয়েকটি বিষয় মেনে চলুন।

১. রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন।

২. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট দ্রুত হাঁটাচলা করুন।

৩. পায়ের যত্ন নিন। এর মধ্যে আছে—
★পা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা,
★ নিয়মিত নখ কাটা,
★বাইরে বেরুলে মোজা পরা,
★সঠিক মাপের জুতা পরা,
★পায়ে তেল বা ভ্যাসলিন দিয়ে ম্যাসাজ করা ও কুসুম গরম পানিতে পায়ে সেঁক নেওয়া।

ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

☑️চেম্বার ☑️

✅সার্জিস্কোপ হাসপাতাল
ইউনিট-২,
নিচতলা (১০৪ নাম্বার রুম)
কাতালগন্জ

✅পিপলস হাসপাতাল, (চজবাজার অলি খাঁ মসজিদের পাশে,চট্টগ্রাম সিটি)
(রুম ২১৪,২য় তলা)

✅এ্যাপয়োন্টমেন্ট/সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখানেঃ 01674659548

জনৈক রোগীর হাতের বৃদ্ধাঙ্গুলিতে ডায়াবেটিক আলসার এর একটি ছবি ;পেইজে ছবি পোষ্ট করার উদ্দেশ্য হলো ডায়াবেটিক রোগীদের মাঝে সচ...
25/11/2023

জনৈক রোগীর হাতের বৃদ্ধাঙ্গুলিতে ডায়াবেটিক আলসার এর একটি ছবি ;

পেইজে ছবি পোষ্ট করার উদ্দেশ্য হলো ডায়াবেটিক রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, যাতে করে তাঁরা সঠিক সময়ে ডায়াবেটিক আলসার চিহ্নিত করতে পারেন এবং এর সঠিক চিকিৎসা নেয়ার তাগিদ অনুভব করেন ও সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

#কৃতজ্ঞতায়:

ডা.এম.এ.মুকিত
এম.বি.বি.এস,ডি.অর্থো(সিইউ)
কনসালটেন্ট অর্থোপেডিকস্ এ্যান্ড ডায়াবেটিক ফুট,বেড সোর, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।

☑️চেম্বার ☑️

✅সার্জিস্কোপ হাসপাতাল
ইউনিট-২,
নিচতলা (১০৪ নাম্বার রুম)
কাতালগন্জ

✅পিপলস হাসপাতাল, (চজবাজার অলি খাঁ মসজিদের পাশে,চট্টগ্রাম সিটি)
(রুম ২১৪,২য় তলা)

✅এ্যাপয়োন্টমেন্ট/সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখানেঃ 01674659548

Address

96 KB Fazlul Kader Road, Chawkbazar
Chittagong
4203

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801674659548

Alerts

Be the first to know and let us send you an email when Diabetic Foot and Wound care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabetic Foot and Wound care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

রোগীর অঙ্গহানি আর নয়

বছরে ৬ হাজার মানুষ ডায়াবেটিকজনিত কারণে পঙ্গুত্ববরণ করছে।অথচ সামান্য সচেতন হলে এ ক্ষতি এড়ানো যায়।আমরা শারিরিক ও মানসিকভাবে আপনার পাশে আছি,শুধু দরকার একটু সচেতনতা।