Piles Care

Piles Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Piles Care, Medical and health, Chittagong.

ফুড সাপ্লিমেন্ট কোনো এ্যালোপ্যাতি/হোমিওপ্যাথি/আয়ুর্বেদিক/ইউনানী কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়।এটা সম্পুর্ণ ন্যাচারাল উপ...
08/01/2024

ফুড সাপ্লিমেন্ট কোনো এ্যালোপ্যাতি/হোমিওপ্যাথি/আয়ুর্বেদিক/ইউনানী কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়।এটা সম্পুর্ণ ন্যাচারাল উপাদান এর সমন্বয়ে তৈরি একটি অর্গানিক সলিউশন..

উপরওয়ালা প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই সৃষ্টি করেছেন,তিনি এমন কোনো রোগ/ব্যাধি মানব দেহে দেননি,যার প্রতিষেধক তিনি প্রকৃতির মধ্যে নেই।

সাধারণত প্রত্যেকটা খাবার বা প্রাকৃতিক উপাদান এর ভিন্ন ভিন্ন গুণ থাকে..যা মানুষের দেহের রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে।তবে ২০-২৫ টা উপাদান একসাথে খাওয়া সম্ভব নয়।তাই আমরা ২৫+ টা উপাদান কে একসাথে গুঁড়ো করে এই ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছি।ফলে আপনার শরীর পাবে একসাথে ২৫ টা খাবারের গুণাগুণ..

অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলিয়ে ফেলেন।বলেন, হারবাল ও তো আমাদের মতই,,,কিন্তু বাস্তবতা ভিন্ন।হারবাল এর ইতিহাস যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় অবৈজ্ঞানিকভাবে ক্যামিকেলযুক্ত মেডিসিন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে আসছে।ফলে হার্ট,কিডনি এর মত মূল্যবান অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা গবেষণা করে তৈরি করা হয়।প্রতিটি সাপ্লিমেন্ট সাইন্সল্যাব কতৃক পরীক্ষা করা হয়,, তারপর মার্কেটে ডিস্ট্রিবিউট করা হয়।

ন্যাচারাল ট্রিটমেন্ট নিন,,ক্ষতি হওয়ার সম্ভাবনা ০% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা ১০০%।

সম্পূর্ণ ন্যাচারাল শতভাগ স্থায়ী রেজাল্ট
08/01/2024

সম্পূর্ণ ন্যাচারাল শতভাগ স্থায়ী রেজাল্ট

06/01/2024

শ্বাস-কষ্ট, এ্যা,জমা, এ-লার্জি, হাঁ-পানি, হাচি,কাশি সর্দিকে স্থায়ীভাবে বিদায় জানান ১৫-২০ দিনেই।
ধুলোবালিতে হাঁচি কাশি,সর্দি,শ্বাসকষ্ট!
কি ভাবছেন?? আপনারও আছে এই সমস্যা??
দীর্ঘদিন ধরে আপনি এ্যাজমার সমস্যায় ভুগছেন কারণ আপনার শ্বাসনালী ছোট ছোট ছিদ্র হয়ে যাচ্ছে এবং শ্বাসনালী দিন দিন ছোট হয়ে যাচ্ছে।

আপনার এ্যাজমা বা শ্বাসকষ্টের জন্য আর চিন্তা নয়! আমাদের এ্যাজমা বিশেষজ্ঞ ডাক্টারের সাথে কথা বলতে Send Message অপশনে ক্লিক করে আপনার কন্ডিশন উল্লেখ করে নাম্বার টি প্রদান করুন।
অথবা সরাসরি কল:- 01987773763

এলার্জি খুবই সাধারণ একটি রোগ। তবে ব্যক্তি ভেদে এর ধরনে ভিন্নতা দেখা যায়। যেমন, অনেকের ধুলোবালির সংস্পর্শে আসলে কিংবা নির...
06/01/2024

এলার্জি খুবই সাধারণ একটি রোগ। তবে ব্যক্তি ভেদে এর ধরনে ভিন্নতা দেখা যায়। যেমন, অনেকের ধুলোবালির সংস্পর্শে আসলে কিংবা নির্দিষ্ট কিছু খাবার যেমন, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন ইত্যাদি খেলে এলার্জি জনিত প্রদাহ দেখা যায়।

অনেকের আবার ফুলের রেণু, পারফিউম, সাবান ইত্যাদি থেকেও এলার্জি হতে পারে। মাঝে মধ্যে বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও আমাদের এলার্জি হয়ে থাকে।

তাছাড়া, এলার্জির লক্ষণও বিভিন্ন রকম হতে পারে, যেমন -

🔹 ত্বকের রঙ পরিবর্তন হওয়া, যেমন, লাল লাল দাগ দেখা দেওয়া
🔹 চুলকানি হওয়া
🔹 ব্রণের মত ফুসকুড়ি হওয়া
🔹 ত্বকে ফাটল
🔹 জ্বালাপোড়া ভাব

প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনি হাত-মুখ ভাল করে পানি দিয়ে ধুয়ে ধুলোবালি থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে পারেন। তবে অবস্থা বেগতিক হলে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন।

চুল, ত্বক এবং নখের যেকোনো সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন। রোগীগণ জরুরী প্রয়োজনে টেলিমেডিসিনে সেবা গ্রহন করতে পারেন।

06/01/2024

★ফুসফুসের গুরুত্বপূর্ণ কাজ সমূহ:

একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে ১২-১৮ বার ও একজন শিশু ২০-৩০ বার শ্বাস-প্রশ্বাস নেয়। তবে শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে শ্বাস-প্রশ্বাস নেওয়ার পরিমাণ বাড়তে বা কমতে পারে। আমাদের শ্বসনতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গের নাম ফুসফুস যা ইংরেজিতে Lungs নামে পরিচিত। এই অঙ্গের প্রধান কাজ হচ্ছে মানুষের রক্তে সৃষ্ট কার্বন-ডাই-অক্সাইড অপসারণ করে বাইরের বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে শরীরের রক্তপ্রবাহে সরবরাহ করা। এছাড়া বাগ্‌যন্ত্রের সাহায্যে ধ্বনি তৈরি করার জন্য মধ্যস্থদা-র চাপে প্রয়োজনানুসারে বাতাস সরবরাহ করাও এর অন্যতম কাজ। মস্তিষ্কে প্রয়োজনীয় অক্সিজেন পাঠাতেও ফুসফুস পরোক্ষ ভূমিকা পালন করে।

06/01/2024

★ফুসফুস শক্তিশালী রাখার কয়েকটি প্রাকৃতিক উপায়:-

১। গভীরভাবে শ্বাস নেওয়া:

শ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে গভীরভাবে শ্বাস নেওয়া যা সবচেয়ে সহজও। প্রতিদিন ‘ইয়োগা’ করাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

২। নিয়মিত শরীরচর্চা করা:

সব ধরনের শরীরচর্চাই শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়ানো সহ ফুসফুসের জন্য অনেক উপকারী। এজন্য নিয়মিত সাঁতার কাটা, দৌড়ানো, ট্রেকিং ইত্যাদি কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত করা দরকার।

৩। প্রচুর পানি পান করা:

শরীরের বিভিন্ন প্রকার সমস্যার সমাধানে পানির ভুমিকা অপরিসীম। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীরে রক্ত চলাচল সুগম হয় এবং ফুসফুস আর্দ্র ও ভালো থাকে। তাই ফুসফুসকে ভালো রাখতে প্রচুর পানি পান করা উচিত।

06/01/2024

★এজমা হওয়ার মূল কারণ:

হাঁপানির কারণ এখনো পুরোটা বোঝা যায়নি। তবুও, অ্যালার্জি, তামাকের ধোঁয়া ও রাসায়নিক উত্তেজক পদার্থে হাঁপানি ক্রমশ: বৃদ্ধি পায় ও এগুলোকে হাঁপানি রোগের মূল কারণ হিসেবে ধারা হয়। হাঁপানির পুরোপুরি নিরাময় সম্ভব নয়, কিন্তু যথাযথ পরিচালনায় এই রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

06/01/2024

➤ #সাইনাস ও #সাইনুসাইটিস কি এবং এটি হলে আমাদের করনীয় কি?

আমাদের মুখমন্ডল এর মধ্যে চার জোড়া বায়ু কুঠুরী বা সাইনাস থাকে। এই সাইনাস গুলু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন - ফাঁকা যায়গা সৃষ্টির মাধ্যমে মাথার খুলির ওজন কমায়, শ্বাস নেবার সময় নেয়া পরিবেশে থাকা শুস্ক ও ঠান্ডা বাতাসকে ফুসফুসের উপযোগী আদ্র ও গরম করা, আমাদের গলার স্বরের মাধূর্য বৃদ্ধি করা, মুখমন্ডল এর সৌন্দর্য বাড়ানো, মাথার মগজের অতিরিক্ত তাপ শোষণ এবং প্রতিরক্ষা করা, ঘ্রান শোষণ এর এরিয়া বাড়ানো সহ আরও অনেক কাজে নিয়োজিত থাকে। এই সাইনাসগুলুর ভিতর থেকে পাতলা মিউকাস নিঃসরন হয়। এই মিউকাস চিকন নল বা ছিদ্রের মাধ্যমে আমাদের নাকের ভিতর বেরিয়ে আসে এবং এর মাধ্যমে সাইনাস গুলো নিজেরা পরিস্কার ও জীবানুমুক্ত থেকে তাদের কর্মকান্ড পরিচালনা করে। এই সাইনাসের ভিতর থাকা পাতলা মিউকাস আবরনটিতে যখন প্রদাহ হয় তখন এটিকে সাইনুসাইটিস বলা হয়। এটি সাধারণত সাধারণ ঠান্ডা-সর্দি থেকে হতে শুরু করে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাংগাস সংক্রমণের মাধ্যমে হতে পারে।

➤সাইনুসাইটিস কাদের হয়?
সাইনুসাইটিস যেকোন সময়, যেকোন বয়সের মানুষের হতে পারে।
☞বিশেষ করে যাদের নাকের এলার্জি, পলিপ, টিউমার, ফরেন বডি (নাকের ভিতর বাইরের কিছু ঢুকলে), মাংস বৃদ্ধি, হাঁড় বাকা, নাক বন্ধ থাকে তাদের বেশী হয়।
☞ধূমপান যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেন উভয়ই সমানভাবে আক্রান্ত হতে পারে।
☞যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এমন অসুধ সেবন করেন, যেমন - এন্টি ক্যান্সার ড্রাগ, স্টেরয়েড ইত্যাদি।
☞বাচ্চাদের ক্ষেত্রে যাদেরকে চিৎ করে শোয়ানো অবস্থায় বুকের দুধ বা ফীডার খাওয়ানো হয় বা এডিনয়েড গ্রন্থি ফুলে যায় তাদের বেশী সাইনুসাইটিস হতে দেখা যায়।
☞দাঁতের ইনফেকশন বা দাঁত তুলতে যেয়েও সাইনাস ইনফেকশন হতে পারে।
☞ময়লা পানিতে গোসল করলে।
☞এজমা বা শ্বাসকষ্টের রোগী দের সাইনুসাইটিস হতে বেশী দেখা যায়।

06/01/2024

এলার্জিক রাইনাইটিস রোগটি হল এলার্জিজনিত নাকের প্রদাহ। উপসর্গগুলো হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, এবং নাক বন্ধ হয়ে যাওয়া, কারও কারও চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যায়। এলার্জিক রাইনাইটিস থাকলে সারা বছর ধরেই এই রোগের লক্ষণ দেখা দেয়।

ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নি...
06/01/2024

ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নিউমোনিয়া আছে—এসব শুধু ফুসফুসজনিত কারণে হয়। আবার হার্টের কিছু কারণেও শ্বাসকষ্ট হয়। যেমন : একিউট লেফট ভ্যান্টিকুলার ফেইলিউর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো হলো কার্ডিয়াক কারণ। আবার অন্য কিছু আছে, যেমন—এনিমিক হার্ট ফেইলিউর। শরীরে রক্ত অনেক কমে গেছে। তাহলেও শ্বাসকষ্ট হবে। আবার অধিক মোটা মানুষের শ্বাসকষ্ট হয়।

সুগারের মাত্রা যদি বেশি বেড়ে যায়, তাহলেও শ্বাসকষ্ট হয়। আবার ফাংশনাল ডিজঅর্ডার বলে একটি বিষয় রয়েছে, মানে রোগ নেই এর পর শ্বাসকষ্ট হচ্ছে। তাই হাঁপানি বিভিন্ন কারণে হতে পারে। তবে অ্যাজমাই এর একটি কারণ নয়।

সর্তকতামূলক পোস্টঃনকল পণ্য হইতে সাবধান! নকল হইতে সাবধান! অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী কিটো গ্রীন কফির হুবুহু কপি পণ্য বের...
06/01/2024

সর্তকতামূলক পোস্টঃ
নকল পণ্য হইতে সাবধান! নকল হইতে সাবধান! অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ী কিটো গ্রীন কফির হুবুহু কপি পণ্য বের করে বাজারে ছেড়েছে। তারা আমাদের বিভিন্ন পেইজ থেকে পোস্টার এবং ভিডিও চুরি করে এবং বিভিন্ন ভিডিও বানিয়ে তাদের পেইজে আপলোড করে ভেজাল পণ্য বিক্রয় করে। বাংলাদেশে এক নাম্বার কিটো গ্রীন কফি শুধুমাত্র সাপ্লাই দেয় Elite Corporation. এই সকল অসাধু ব্যবসায়ী ২০০-৩০০ টাকার ভেজাল উপাদান দিয়ে আপনার এবং আপনার পরিবারের ক্ষতির জন্য মাঠে নেমেছে। বিশেষ করে কিছু পেইজের লিংক এবং নাম আমরা নিচে লিংক সহ সাজেস্ট করেছি তারা আমাদের এলিট কর্পোরেশনের ট্রেড মার্ক এবং লাইসেন্স নাম্বার ব্যবহার করে অসাধু উপায়ে অসংখ্য মানুষের ক্ষতি করছে। এই পেইজ গুলোর সাথে এলিট কর্পোরেশন এবং আমাদের কোন সম্পর্ক নেই। এদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত এবং সমস্যায় পড়লে তা সম্পূর্ণ আপনার একান্ত ব্যাক্তিগত দায়ভার এর জন্য এলিট কর্পোরেশন কোনভাবেই দায়ী থাকবেনা। আমরা এই সকল নকল পণ্য বিক্রি বন্ধ করার জন্য অলরেডি কিছু উদ্যোগ হাতে নিয়েছি। কিছুদিনের মধ্যে তা নিয়ে বিস্তারিত আপডেট পেইজে দেয়া হবে। এই সকল
সবাইকে সচেতন থাকার আহবান রইলো।

অ্যাজমা আক্রা'ন্তদের দুশ্চিন্তার শেষ নেই। একটু বেচাল হলেই অ্যাজমা অ্যাটাকের কারণে নানা শারীরিক জটিলতার সম্মু'খীন হতে; হয়...
06/01/2024

অ্যাজমা আক্রা'ন্তদের দুশ্চিন্তার শেষ নেই। একটু বেচাল হলেই অ্যাজমা অ্যাটাকের কারণে নানা শারীরিক জটিলতার সম্মু'খীন হতে; হয়। তাই এনাদের সবর'কমভাবে সাবধান থাকতে বলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে অব'শ্যই রোগ নিয়ন্ত্রণের জন্য চিকিৎসার "পাশাপাশি জীবন'যাত্রা ও ডায়েটে পরিবর্তন আনা জরুরি। সে জন্য আমরা আপনাদের জন্য এনেছি এজমা গার্ড মেডিসিন যা আপনা:দের এজমা প্রবলেম থেকে আপনাদের মুক্তি দিবে ❤️
মাত্র ১.৫ মাসের কোর্সে নিজের জীবন সুন্দর ও সুস্থ করে তুলুন

Address

Chittagong

Telephone

+8801987773763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piles Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Piles Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram