08/01/2024
ফুড সাপ্লিমেন্ট কোনো এ্যালোপ্যাতি/হোমিওপ্যাথি/আয়ুর্বেদিক/ইউনানী কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়।এটা সম্পুর্ণ ন্যাচারাল উপাদান এর সমন্বয়ে তৈরি একটি অর্গানিক সলিউশন..
উপরওয়ালা প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই সৃষ্টি করেছেন,তিনি এমন কোনো রোগ/ব্যাধি মানব দেহে দেননি,যার প্রতিষেধক তিনি প্রকৃতির মধ্যে নেই।
সাধারণত প্রত্যেকটা খাবার বা প্রাকৃতিক উপাদান এর ভিন্ন ভিন্ন গুণ থাকে..যা মানুষের দেহের রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে।তবে ২০-২৫ টা উপাদান একসাথে খাওয়া সম্ভব নয়।তাই আমরা ২৫+ টা উপাদান কে একসাথে গুঁড়ো করে এই ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছি।ফলে আপনার শরীর পাবে একসাথে ২৫ টা খাবারের গুণাগুণ..
অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলিয়ে ফেলেন।বলেন, হারবাল ও তো আমাদের মতই,,,কিন্তু বাস্তবতা ভিন্ন।হারবাল এর ইতিহাস যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় অবৈজ্ঞানিকভাবে ক্যামিকেলযুক্ত মেডিসিন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে আসছে।ফলে হার্ট,কিডনি এর মত মূল্যবান অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা গবেষণা করে তৈরি করা হয়।প্রতিটি সাপ্লিমেন্ট সাইন্সল্যাব কতৃক পরীক্ষা করা হয়,, তারপর মার্কেটে ডিস্ট্রিবিউট করা হয়।
ন্যাচারাল ট্রিটমেন্ট নিন,,ক্ষতি হওয়ার সম্ভাবনা ০% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা ১০০%।