09/11/2025
বাচ্চাদের সর্দি-কাশি না থাকলেও নাকের ড্রপ দেওয়া কেন জরুরি?
অনেকে ভাবেন, যদি বাচ্চার সর্দি-কাশি না থাকে, তাহলে নাকের ড্রপ দরকার নেই। কিন্তু বাস্তবে, নরসল বা স্যালাইন ড্রপ শুধু সর্দির জন্য নয়, বাচ্চার স্বস্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
✅ শুকনো নাকের জন্য:
শিশুর নাক শুষ্ক হলে ভিতরে খোসা জমে যায়। নাকের ভিতর শুকনো থাকা অস্বস্তি তৈরি করে, ঘুম ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে পারে।
✅ নাক পরিষ্কার রাখতে:
নবজাতক বা ছোট বাচ্চা নিজেই নাক মুছতে পারে না। ড্রপ দিয়ে নাক পরিষ্কার রাখলে ধুলো, ময়লা বা জমে থাকা সেক্রিশন সহজে বের হয়।
✅ শ্বাসপ্রশ্বাস সহজ করা:
শুষ্ক বা সামান্য বন্ধ নাকের কারণে বাচ্চা ঠিকমতো শ্বাস নিতে পারে না। নরসল ড্রপ শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে।
✅ ইনফেকশন প্রতিরোধ:
নাকের ভিতরে খোসা বা ধুলো জমে গেলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। ড্রপ ব্যবহার করলে নাক স্বাস্থ্যকর থাকে।
✅ হিয়ারিং টেস্ট :
কানে শুনার ব্যাপারে পরার্মশ ওহ হিয়ারিং টেস্ট এর
চলে আসতে পারেন আমাদের #বাংলাদেশ হিয়ারিং এন্ড স্পিচ ক্লিনিকে