Dr. Muhammad Mosleh Uddin

Dr. Muhammad Mosleh Uddin Dr. Muhmmad Mosleh Uddin
M.B.B.S. Chattogram Medical College

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব)
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ
চেম্বার:আল-আফিয়াহ হাসপাতাল ও ডায়ানস্টিক সেন্টার, চট্টগ্রাম।
Online appointment:01737722840

03/12/2025

পরিবার হলো একটা অসাধারণ ইকোসিস্টেম। যেখানে একে অন্যের উপর ভীষণভাবে নির্ভরশীল। যেই নির্ভরশীলতা হারানো ছাড়া বুঝা যায় না।
যখন হঠাৎ করেই আপনার মাথার উপরের আকাশটা অন্ধকারে ছেয়ে যাবে, দেখবেন পরিবারের ই কেউ একজন আল্লাহ তায়ালার মেহেরবানিতে, চাঁদের স্নিগ্ধ আলো হয়ে আপনাকে পথ দেখানোর চেষ্টা করছে।

যখন কোন দুশ্চিন্তার ভার আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়, দেখবেন সবার প্রথমে আপনার পরিবারের ই কেউ একজন আপনার জন্যে অক্সিজেন মাস্ক হয়ে উপস্থিত।
যখন পৃথিবীর ভারে আপনার পা দুটো অবশ হয়ে যাবে, দেখবেন পরিবারেরই কেউ একজন আপনার জন্যে হুইল চেয়ার হয়ে উপস্থিত।

আপনাকে খুব কষ্ট যেমন আপনার পরিবারের মানুষগুলোই দেয়, তেমনি আপনার খুব কষ্টের দিনগুলোতে এই পরিবারের মানুষগুলোকেই সবার আগে পাশে পাবেন।

ভালো থাকুক প্রতিটা রূহ, ভালো থাকুক প্রতিটা পরিবার, বেঁচে থাকুক প্রতিটা ইকোসিস্টেম। মান-অভিমানে এই সোলার সিস্টেম থেকে হারিয়ে না যাক কোন গ্রহ কিংবা উপগ্রহ...

মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
০৩.১২.২৫

02/12/2025

Voice note taking
একটা অসাধারণ কৌশল পড়ালেখার। আপনিও ট্রাই করতে পারেন ইনশা আল্লাহ...

02/12/2025

Feel the MEDICINE course

01/12/2025

🔴গ্যাসের ওষুধ খেলে গ্যাস কমেনা, বরং গ্যাস বাড়ে।

আপনারা যেটাকে গ্যাসের ওষুধ বলেন, সেটা আসলে গ্যাসের ওষুধ নয়। এটা হলো গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ এর ওষুধ।

গ্যাস্ট্রিকের ওষুধ অতিরিক্ত খেলে পেটের গ্যাস কমে না, বরং গ্যাস আরো বাড়ে। যেটাকে আমরা বলি SIBO (small intestinal bacterial overgrowth)

অপ্রয়োজনে অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে, আমাদের পাকস্থলির এসিডিটি কমে যায়। ফলে খুব সহজেই খাবারের সাথে ব্যাকটেরিয়া আমাদের ক্ষুদ্রান্ত্রে চলে যেতে পারে। এবং বৃহদান্ত্র থেকেও ব্যাকটেরিয়া ক্ষুদ্রান্ত্রে চলে আসতে পারে।

ফলে ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়া জন্মায়। যারা ফার্মেন্টেশন রিয়েকশনের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে আসা খাবারের কার্বোহাইড্রেট থেকে অতিরিক্ত গ্যাস তৈরি করে। যেমন: H2, CH4, H2S গ্যাস।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব)
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
চেম্বার: আল-আফিয়াহ হাসপাতাল ও ডায়ানস্টিক সেন্টার, বাকলিয়া এক্সেস রোড, চট্টগ্রাম।
For appointment:01737722840

🔴 ইনশা আল্লাহ,  আগামিকাল আল- আফিয়াহ হসপিটালে চেম্বার করবো... ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিনএফসিপিএস (শেষ পর্ব) এমবিবিএস (চম...
01/12/2025

🔴 ইনশা আল্লাহ, আগামিকাল আল- আফিয়াহ হসপিটালে চেম্বার করবো...

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব)
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ
চেম্বার:আল-আফিয়াহ হাসপাতাল ও ডায়ানস্টিক সেন্টার, চট্টগ্রাম।

Pathophysiology of Anemia & Thrombocytosis in RA.
01/12/2025

Pathophysiology of Anemia & Thrombocytosis in RA.

🔴 Long-standing RA তে Lymphoma develop করতে পারে। RA এর পেশেন্টের যদি persistent lymphadenopathy পাওয়া যায় তাহলে মাথায় র...
27/11/2025

🔴 Long-standing RA তে Lymphoma develop করতে পারে।

RA এর পেশেন্টের যদি persistent lymphadenopathy পাওয়া যায় তাহলে মাথায় রাখতে হবে, ইনশা আল্লাহ।
DLBCL (diffuse large B cell lymphoma) is the most common type here.
Ref: Davidson's principles & practice of medicine
24th e, 1030
Dr. Muhammad Mosleh Uddin

🔴IBS (irritable bowel syndrome) চেম্বারে আমরা প্রতিনিয়ত IBS (irritable bowel syndrome) এর পেশেন্ট পাই। এবং এটা Young বয়স...
26/11/2025

🔴IBS (irritable bowel syndrome)

চেম্বারে আমরা প্রতিনিয়ত IBS (irritable bowel syndrome) এর পেশেন্ট পাই। এবং এটা Young বয়সেই বেশি হয়। এই রোগের একটা অন্যতম চিকিৎসা খাবার নিয়ন্ত্রণ করা। নাহলে আপনাকে আমরা যতই মেডিসিন দেই না কেন, আপনি পুরোপুরি সুস্থ হবেন না।
প্রায়ই আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে, কি কি খাবার পরিহার করা উচিত। নিচে বিস্তারিত লিখলাম আলহামদুলিল্লাহ।
এগুলো মেনে চলুন, পাশাপাশি আপনার নিকটস্থ MBBS registered doctor এর পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন, ইনশা আল্লাহ আপনি সুস্থ থাকবেন।
🔴 এটা নিয়ে অহেতুক প্যানিকড হবেন না, আর অযথা টেস্টের পর টেস্ট করবেন না।
🔴 এখানে মূলত পেশেন্টের নিম্নোক্ত উপসর্গগুলো দেখা যায়:
১) পেটে ব্যথা
পেটে মোচড় ধরা ব্যথা
ব্যথা কখনো বাম পাশে, কখনো পুরো পেটে
সাধারণত মলত্যাগ করলে ব্যথা কমে

২) পেট ফাঁপা / bloating
পেট ফুলে থাকা
সামান্য কিছু খেলেই “পেট ভরা ভরা” অনুভূতি
গ্যাস আটকে থাকা

৩) মলত্যাগের অভ্যাস অস্বাভাবিক হওয়া
IBS-এর type অনুযায়ী:
বারবার পাতলা পায়খানা (IBS-D)
খুব শক্ত, কষ্ট করে পায়খানা হওয়া (IBS-C)
কখনো পাতলা, কখনো শক্ত (Mixed type)

৪) অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি
মনে হয় পুরোটা বের হয়নি
আবার বাথরুমে যেতে ইচ্ছে করে

৫) অতিরিক্ত গ্যাস
অতিরিক্ত গ্যাসযুক্ত ঢেকুর উঠা
বেশি বায়ু বের হওউয়া
গ্যাস না বের হলে পেটে চাপ ধরা

৬) খাবার খেলেই অস্বস্তি
কিছু খাবার খেলেই ব্যথা, পেট মোচড় দিয়ে ওয়াশরুমের বেগ হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস হওয়া
বিশেষ করে দুধ, পেঁয়াজ, রসুন, ডাল, ভাজাপোড়া, চা-কফি ইত্যাদির পর উপসর্গ বাড়ে

৭) মানসিক চাপ বাড়লে উপসর্গ বাড়া
স্ট্রেস, দুশ্চিন্তা বা tension → ব্যথা, গ্যাস, loose motion বেড়ে যায়। Exam/work pressure থাকলে এই উপসর্গগুলো বেশি দেখা দেয়

৮) ওজন সাধারণত কমে না
🔴 কিন্তু ওজন কমে গেলে অন্য রোগ exclude করা জরুরি
IBS-এর বড় সমস্যা হলো, এটা কোন জটিল রোগ না হলেও এখানে স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্থ হয়। সবসময় একটা অস্বস্তিতে ভুগতে হয়। বিশেষ করে ট্রাভেলিং এর সময়।

🔴 IBS-এ যেসব খাবার এড়িয়ে চলা উচিত
১) উচ্চ FODMAP ফল
আপেল
নাসপাতি / পেয়ারাপ্রজাতি (Pear)
আম
তরমুজ
আঙুর (বেশি খেলে সমস্যা)
শুকনো ফল (কিশমিশ, এপ্রিকট)

২) উচ্চ FODMAP সবজি
পেঁয়াজ
রসুন
ফুলকপি
ব্রোকলি (বেশি খেলে)
মাশরুম

৩) ডাল ও বীজ জাতীয় খাবার
মসুর ডাল
ছোলা
সয়াবিন
মটর/মটরশুঁটি

৪) ল্যাকটোজ-সমৃদ্ধ দুগ্ধজাত খাবার
গরুর দুধ
আইসক্রিম
নরম পনির (soft cheese)

৫) অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার
ভাজাপোড়া
সিঙ্গারা, সমুচা, তেলেভাজা খাবার
ফাস্টফুড (বার্গার, পিজা, ফ্রাইড চিকেন)
চর্বিযুক্ত গরু/খাসির মাংস

৬) গ্যাস-বর্ধক পানীয়
সফট ড্রিংক
এনার্জি ড্রিংক
কৃত্রিম মিষ্টি (সর্বিটল, ম্যানিটল, জাইলিটল থাকা চুইংগাম/ডায়েট ফুড)

৭) গ্লুটেন-সমৃদ্ধ খাবার
বি:দ্র: সব IBS রোগীর সমস্যা হয় না, তবে IBS-D রোগীদের মাঝে বেশি দেখা যায়।

পাউরুটি
রুটি / নান
পাস্তা
কেক-পেস্ট্রি

৮) ক্যাফেইন ও অ্যালকোহল
অতিরিক্ত চিনিযুক্ত চা
কফি
ব্ল্যাক টি
অ্যালকোহল জাতীয় পানীয়

৯) অতিরিক্ত ঝাল-মসলা
কাঁচা মরিচ / গুঁড়া মরিচ বেশি থাকা খাবার
আচার
অতিরিক্ত মশলাযুক্ত খাবার

Reference:
Americal college of Gastroenterology
British Society of Gastroenterology

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (কার্ডিওলোজি) [শেষ পর্ব]
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

On social media people only talk about their success stories, not their failures. Every successful person has been deepl...
25/11/2025

On social media people only talk about their success stories, not their failures. Every successful person has been deeply unsuccessful in some parts of their life, extremely…
Dr. Muhammad Mosleh Uddin

🔴 জানেন কি যে, ধূমপান বাতব্যথা করতে পারে?হ্যা এবং খুব তীব্র বাতব্যথা হতে পারে। যারা Genetically susceptible তাদের ক্ষেত্...
24/11/2025

🔴 জানেন কি যে, ধূমপান বাতব্যথা করতে পারে?
হ্যা এবং খুব তীব্র বাতব্যথা হতে পারে।
যারা Genetically susceptible তাদের ক্ষেত্রে ধূমপান করলে Rheuamtoid arthritis (RA) বা বাতব্যথা শুরু হতে পারে। এছাড়াও ধূমপান RA এর treatment efficacy ও কমিয়ে দেয়।
[Ref: Davidson's principles & practice of medicine textbook, 24th e, 1027]

🔴 ধূমপান থেকে বিরত থাকি। আর পাবলিক প্লেইসে ধূমপান করা একটা মহা অন্যায়। এই কাজ থেকে যেন আমরা বিরত থাকি। Passive smoking অর্থাৎ আরেকজনের ধূমপানের ধোঁয়া নিজের শ্বাসতন্ত্রে ঢুকলে, সেটা নিজে ধূমপান করার মতোই ক্ষতি করে।
চলুন, চলুন নিজে সুস্থ থাকি, আমার পাশের মানুষগুলোকে সুস্থ রাখি ইনশা আল্লাহ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এমবিবিএস (চমেক),এফসিপিএস (কার্ডিওলোজি) [শেষপর্ব]
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

22/11/2025

The most common cause of Bilatral pitting leg edema is -
Chronic venous insufficiency
[ref: UpToDate]

🔴 Alhamdulillah, Chamber days are going on...ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিনএফসিপিএস (শেষ পর্ব) এমবিবিএস (চমেক), পিজিটি (মেড...
21/11/2025

🔴 Alhamdulillah, Chamber days are going on...

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব)
এমবিবিএস (চমেক), পিজিটি (মেডিসিন)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ
চেম্বার:আল-আফিয়াহ হাসপাতাল ও ডায়ানস্টিক সেন্টার, চট্টগ্রাম।

প্রতি মঙ্গলবার ও শুক্রবার (বিকেল ৩ - ৭ টা)
For appointment:01737722840

Address

Chittagong
4210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Muhammad Mosleh Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Muhammad Mosleh Uddin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category