28/08/2025
প্রেশারের মেডিসিন কখনোই আপনার ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজে বন্ধ করবেন না প্লিজ। আবারো বলছি, এই ধ্বংসাত্মক কাজটি কখনোই করবেন না।
প্রেশারের মেডিসিন হঠাৎ করে বন্ধ করলে, কিছুদিনের মাথায় প্রেশার অনেক বেশি বেড়ে যাবে এবং হার্ট ফেইলর, হার্ট এট্যাক, হেমোরেজিক স্ট্রোক, রেটিনাল হেমোরেজ সহ অনেক ভয়ানক সিচুয়েশন তৈরি হতে পারে। প্রতিনিয়ত আমরা এমন পেশেন্ট পাচ্ছি। এই ভুলটি করবেন না প্লিজ।
🔴আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো, প্রেশার তো নরমাল হয়ে গেছে, তাহলে কেন প্রেশারের মেডিসিন খাবো?
উত্তরটা খুবই সিম্পল। প্রেশারের মেডিসিন খাচ্ছেন বলেই, প্রেশার নরমাল আছে। অফ করে দিলে সেটা বেড়ে যাবে আবার এবং আগের চেয়েও আরো বেশি বাড়বে।
🔴আপনারা প্রায়ই একটা প্রশ্ন করেন আমাদের। সেটা হলো প্রেশারের মেডিসিন তাহলে খাওয়ার প্রয়োজন কী?
দেখুন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আপনার আপনার রক্তনালীতে ধীরে ধীরে ব্লক তৈরি করে, যেটা আমরা বলি Atherosclerosis. ফলে আপনার Brain, Heart, Kidney তে রক্ত সরবরাহ ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। ফলে ইশকেমিক স্ট্রোক, ইশকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলর, ক্রোনিক কিডনি ডিজিজ ইত্যাদি দেখা দিবে। এছাড়া চোখের রেটিনায় রক্ত ক্ষরণ হতে পারে, যেটা আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি।
🔴আপনারা আরেকটা প্রশ্ন আমাদেরকে করেন। সেটা হলো, প্রেশারে মেডিসিন দীর্ঘ সময় ধরে খেলে সেটা লিভার ও কিডনির ক্ষতি করবেনা স্যার? দীর্ঘদিন ওষুধ খাওয়া তো শরীরের জন্যে ক্ষতিকর।
কখনোই নাহ, বরং এটা আপনার ব্রেইন, হার্ট, কিডনিকে উচ্চ রক্তচাপ জনিত দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে আল্লাহ তায়ালার রহমতে প্রোটেক্ট করবে, ইনশা আল্লাহ। এই ব্যপারে নিশ্চিন্ত থাকুন ইনশা আল্লাহ।
প্রয়োজনে কখনো কখনো আমরা প্রেশারের মেডিসিনের ডোজ বাড়াই, কখনো কমাই, চেইঞ্জ করি। সেটা পেশেন্টের ক্লিনিক্যাল সিচুয়েশনের উপর নির্ভর করে। সেটা আপনার ডক্টর সিদ্ধান্ত নিবেন ইনশা আল্লাহ।
চলুন, নিয়মিত প্রেশারের মেডিসিন খাই, নিজে ভালো থাকি, কাছের মানুষদের ভালো রাখি ইনশা আল্লাহ। আল্লাহ হাফেজ।
ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ