Dr. Muhammad Mosleh Uddin

Dr. Muhammad Mosleh Uddin Dr. Muhmmad Mosleh Uddin
M.B.B.S. Chattogram Medical College

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ
For appointment: 01737722840
Gmail: moslehuddin.cmc59@gmail.com

🔷আলহামদুলিল্লাহ, আল-আফিয়াহ হাসপাতালে নতুন যাত্রা শুরু করলাম। আপনার পাশেই আছি ইনশা আল্লাহ। ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন এফ...
29/08/2025

🔷আলহামদুলিল্লাহ, আল-আফিয়াহ হাসপাতালে নতুন যাত্রা শুরু করলাম। আপনার পাশেই আছি ইনশা আল্লাহ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

চেম্বার-২: আল-আফিয়াহ হাসপাতাল & ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড
বাকলিয়া এক্সেস রোড, বাকলিয়া, চট্টগ্রাম।
প্রতি মঙ্গলবার (দুপুর ২ টা - বিকেল ৪ টা)
ও শুক্রবার (বিকেল ৩ টা - সন্ধ্যা ৭ টা)
সিরিয়ালের জন্যে: 01886776512

28/08/2025

প্রেশারের মেডিসিন কখনোই আপনার ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজে বন্ধ করবেন না প্লিজ। আবারো বলছি, এই ধ্বংসাত্মক কাজটি কখনোই করবেন না।
প্রেশারের মেডিসিন হঠাৎ করে বন্ধ করলে, কিছুদিনের মাথায় প্রেশার অনেক বেশি বেড়ে যাবে এবং হার্ট ফেইলর, হার্ট এট্যাক, হেমোরেজিক স্ট্রোক, রেটিনাল হেমোরেজ সহ অনেক ভয়ানক সিচুয়েশন তৈরি হতে পারে। প্রতিনিয়ত আমরা এমন পেশেন্ট পাচ্ছি। এই ভুলটি করবেন না প্লিজ।

🔴আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো, প্রেশার তো নরমাল হয়ে গেছে, তাহলে কেন প্রেশারের মেডিসিন খাবো?

উত্তরটা খুবই সিম্পল। প্রেশারের মেডিসিন খাচ্ছেন বলেই, প্রেশার নরমাল আছে। অফ করে দিলে সেটা বেড়ে যাবে আবার এবং আগের চেয়েও আরো বেশি বাড়বে।

🔴আপনারা প্রায়ই একটা প্রশ্ন করেন আমাদের। সেটা হলো প্রেশারের মেডিসিন তাহলে খাওয়ার প্রয়োজন কী?

দেখুন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আপনার আপনার রক্তনালীতে ধীরে ধীরে ব্লক তৈরি করে, যেটা আমরা বলি Atherosclerosis. ফলে আপনার Brain, Heart, Kidney তে রক্ত সরবরাহ ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। ফলে ইশকেমিক স্ট্রোক, ইশকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলর, ক্রোনিক কিডনি ডিজিজ ইত্যাদি দেখা দিবে। এছাড়া চোখের রেটিনায় রক্ত ক্ষরণ হতে পারে, যেটা আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি।

🔴আপনারা আরেকটা প্রশ্ন আমাদেরকে করেন। সেটা হলো, প্রেশারে মেডিসিন দীর্ঘ সময় ধরে খেলে সেটা লিভার ও কিডনির ক্ষতি করবেনা স্যার? দীর্ঘদিন ওষুধ খাওয়া তো শরীরের জন্যে ক্ষতিকর।

কখনোই নাহ, বরং এটা আপনার ব্রেইন, হার্ট, কিডনিকে উচ্চ রক্তচাপ জনিত দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে আল্লাহ তায়ালার রহমতে প্রোটেক্ট করবে, ইনশা আল্লাহ। এই ব্যপারে নিশ্চিন্ত থাকুন ইনশা আল্লাহ।

প্রয়োজনে কখনো কখনো আমরা প্রেশারের মেডিসিনের ডোজ বাড়াই, কখনো কমাই, চেইঞ্জ করি। সেটা পেশেন্টের ক্লিনিক্যাল সিচুয়েশনের উপর নির্ভর করে। সেটা আপনার ডক্টর সিদ্ধান্ত নিবেন ইনশা আল্লাহ।
চলুন, নিয়মিত প্রেশারের মেডিসিন খাই, নিজে ভালো থাকি, কাছের মানুষদের ভালো রাখি ইনশা আল্লাহ। আল্লাহ হাফেজ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

27/08/2025

বুয়েটের এক শিক্ষার্থীর ছবি এটা। জাতির সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা আজ লাঞ্চিত এবং অবহেলিত। এরপর ও এরা কেন দেশে থাকবে? যেখানে Under HSC দের সাথে তাদের যোগ্যতার তুলনা আসে?
এই ডিপ্লোমা নামক বিষফোঁড়া এখনোই গেলে দেয়া হোক।আরেক দল ছিলো, যারা আবার ডিপ্লোমা করে MBBS করার সুযোগের জন্য আন্দোলনে নেমেছিলো।
যাই হোক বুয়েট একা কেন? অন্য Engineering University এবং ডাক্তারদের ও এই প্রহসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিৎ। ধিক্কার রাষ্ট্র যন্ত্র কে।

27/08/2025

আপনার ব্রেইন, কিডনী ও হার্টকে ভালো রাখতে চাইলে ৩ টা রোগ থেকে আপনাকে দূরে থাকতে হবে ইনশা আল্লাহ।
১. হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ
২. ডায়াবেটিস
৩. হাইপারকোলেস্টেরোলেমিয়া বা রক্তে উচ্চ কোলেস্টেরল মাত্রা

আর এই তিনটা রোগ থেকে দূরে থাকতে আপনাকে ৩ টা কাজ করতে হবে, ইনশা আল্লাহ।
১. প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটা
২. ব্যালেন্সড ডায়েট বা স্বাস্থ্যকর খাবার খাওয়া
৩. রাতে দ্রুত ঘুমিয়ে যাওয়া ও ফজরের আগেই ঘুম থেকে উঠে যাওয়া

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

26/08/2025

"Forget about goals, Focus on systems instead"
Atomic Habit | James Clear

25/08/2025

আপনার যতটুকু ক্যালরি প্রয়োজন সেটার জন্যে পাকস্থলীর এক তৃতীয়াংশ পূর্ণ করাই যথেষ্ট।
কিন্তু আপনার ক্ষুধা নিবারণের জন্যে পাকস্থলীর তিন ভাগই পূরণ করা প্রয়োজন। এই অতিরিক্ত খাবার আপনার বডিতে মেটাবলিক সিন্ড্রমের জন্ম দেয়। যার ভেতরে আছে ওবেসিটি, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ সহ আরো অনেক কিছু।
তাই খাবার খেতে হবে, আমার ঠিক যতটুকু ক্যালরি প্রয়োজন ততটকুই। তৃপ্তি পুরণ করার জন্যে নয়।
আর এটাই প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ, আলহামদুলিল্লাহ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)

21/08/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমরা চেম্বারে অনেক পেশেন্ট পাই, যাদের ডায়াবেটিস এখনো হয়নি। তবে পেশেন্টের শরীরে ডায়াবেটিসের পূর্বাভাস দেখা যাচ্ছে। এটাকে আমরা Clinically বলি, Prediabetic state.
অর্থাৎ Diabetes এর ঠিক আগের অবস্থা। এটার দুটো অবস্থা হতে পারে, যথা:
🔷 IGT (impaired glucose tolerance)
🔷 IFG (impaired fasting glucose)

এরকম রোগিদের ক্ষেত্রে, প্রতি ১০০ জনের মধ্যে ৫-১০ জনের পরবর্তী ১ বছরের মধ্যে পরিপূর্ণভাবে ডায়াবেটিস হয়ে যায়।
🔴 তাই যাদের Prediabetic state ধরা পড়ে, আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব ভালোভাবে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস মেনে চলবেন। এবং নিয়িমিত ফলোআপে থাকবেন ইনশা আল্লাহ।
আপনার সুসাস্থ্য কামনা করছি।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা, গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

18/08/2025

আমি সবচেয়ে ভালো দুই- তিনিটা ব্র‍্যাণ্ডের মেডিসিন প্রেসক্রাইব করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। যারা আসলেই মেডিসিনের গুণগত মান রক্ষা করার চেষ্টা করে।

কিন্তু কষ্টের বিষয় কি জানেন, পেশেন্টরা আমাকে এসে কমপ্লেইন জানান,
- স্যার, আপনার মেডিসিন কোথাও পাওয়া যায় না।

কেন পাওয়া যায় না জানেন? ফার্মেসিওয়ালা সেটা তার দোকানে রাখেনা। কারণ সেটাতে তার লাভ কম থাকে। সে রোগিকে ভুলভাল বুঝিয়ে বাজে কোম্পানির মেডিসিন ধরিয়ে দেয়।
বাধ্য হয়ে এভেইলেবল কোম্পানির মেডিসিন লিখতে হয় অনেক সময়। আপনারা পুরো হেলথ সিস্টেম ঠিক করার চেষ্টা করুন প্লিজ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন), এমবিবিএস

18/08/2025
17/08/2025

চেম্বারে আমাদের কাছে প্রায়ই প্রস্রাবে ইনফেকশন নিয়ে সম্মানিত পেশেন্টরা আসেন। এবং প্রস্রাবে ইনফেকশন বেশি হয় মূলত মা-বোনদেরই। এনাটমিকাল গঠনপ্রণালির জন্যেই এমনটা হয়ে থাকে মূলত।

🔷🔷 প্রস্রাবে ইনফেকশনের লক্ষণসমূহ:
১। তলপেটে ব্যথা করা
২। প্রস্রাব করার সময় ও পরে প্রস্রাবের রাস্তা ও তলপেটে জ্বালাপোড়া করা
৩। ঘন ঘন প্রস্রাবের তীব্র বেগ আসা
৪। প্রস্রাব করার পরেও ক্লিয়ার হয়নি এমন অনুভূতি হওয়া।
৫। প্রস্রাবের সাথে তীব্র দুর্গন্ধ থাকা
৬। জ্বর আসা, কোমরে ব্যথা হওয়া, বমিভাব বা বমি হওয়া, শরীর অতিরিক্ত দূর্বল হয়ে যাওয়া ইত্যাদি।

প্রস্রাবের ইনফেশন কিডনীতেও ছড়িয়ে পড়তে পারে, যেটাকে আমরা বলি পায়েলোনেফ্রাইটিস। ব্লাডেও ছড়িয়ে পড়তে পারে, যেটাকে আমরা বলি সেপসিস। তাই এটাকে অবহেলা করবেন না। এসকল লক্ষণ দেখা দিলে আপনার নিকটস্থ রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের কনসালটেশন নিবেন। ফার্মেসিতে গিয়ে কোয়াকদের কথামতো আন্দাজে মেডিসিন খাবেন না দয়া করে। নিজের ক্ষতি করবেন না।

🔷🔷 প্রস্রাবে যেন ঘন ঘন ইনফেকশন না হয় সেজন্যে নিচের লাইফস্টাইল গুলো ফলো করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ।

🔴 দিনে অন্তত ২–৩ লিটার পানি খান। এতে প্রস্রাব dilute হবে, ফলে ব্যাকটেরিয়া সহজে বেড়ে উঠতে পারবে না ইনশা আল্লাহ।

🔴 প্রস্রাবের বেগ আসলেই প্রস্রাব করে ফেলবেন। বেশি সময় ধরে প্রস্রাব আটকে রাখবেন না। এটা খুব ক্ষতিকারক। প্রস্রাব আটকে রাখলে, সহজেই মূত্রথলিতে ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারে। ফলে ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পারে।

🔴 ইন্টারকোর্সের পরে অবশ্যই প্রস্রাব করে ফেলবেন। এটাকে আমরা বলি Post-coital voiding. এটা খুব জরুরি। এতে ব্যাকটেরিয়া মূত্রথলিতে ঢুকলেও বের হয়ে যায়। ফলে ইনফেকশনের ঝুঁকি থাকে না।

🔴 প্রস্রাবের পর অবশ্যই টিস্যু ও পানি ব্যবহার করবেন।

🔴 সম্মানিতা মা-বোনদের ক্ষেত্রে প্রস্রাব শেষে টয়লেট টিস্যু ব্যবহারের সময়, সামনে থেকে পেছনে টিস্যু ব্যবহার করবেন।
উল্টো ডাইরেকশনে করলে আমাদের পায়ুপথে থাকা ব্যাকটেরিয়াগুলো সহজেই মূত্রনালীতে ঢুকে যেতে পারে। ফলে ঘন ঘন ইনফেকশনের ঝুঁকি থাকে।
মেনস্ট্রুয়াল পেরিয়ডের এর সময় স্যানিটারি প্যাড বা ন্যাপকিন নিয়মিত পরিবর্তন করুন

🔴 রাস্তাঘাটে, নালার পাশে যত্রতত্র প্রস্রাব করবেন না। এটা খুবই ক্ষতিকারক আপনার নিজের জন্যে ও পরিবেশের জন্যে।

🔴দাঁড়িয়ে প্রস্রাব করার সময় পেলভিক ফ্লোরের মাসল রিল্যাক্স হয়না প্রোপারলি। স্বাভাবিক ইউরোডায়নামিক ফ্লো বা প্রস্রাবের গতি বাধাপ্রাপ্ত হয়। তাই প্রস্রাব ক্লিয়ার হয়না। ফলে মূত্রথলিতে কিছু প্রস্রাব থেকে যায়। যেটা ব্যাকিটেরিয়ার জন্যে অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হতে পারে।

🔴 পরিধেয় কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাহির থেকে আসার পর পরিধেয় কাপড় বাতাস চলাচল করে বা ফ্যানের নিচে শুকোতে দিবেন। আবদ্ধ জায়গায় ঘামে ভেজা কাপড় রেখে দিলে সেখানে জীবাণু জন্মায়, বিশেষ করে ফাংগাস বা ছত্রাক, যেটা দাউদ তৈরি করে।

🔴 Cranberry juice কিছু রোগীর ক্ষেত্রে বারবার প্রস্রাবে ইনফেকশন কমাতে সাহায্য করে। কারণ এতে থাকা proanthocyanidins মূত্রথলি, মূত্রনালিতে ব্যাকটেরিয়াকে adhesion হতে বাধা দেয়।
কিন্তু বাজারে এটার মূল্য খুব বেশি। যেটা সবাই এফোর্ড করতে পারবে না আসলে। আপনারা ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাবেন ইনশা আল্লাহ।

🔴 লেবুর শরবত বা ভিটামিন-সি প্রস্রাবকে এসিডিক করে, যা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্যে ক্ষতিকারক। ফলে ব্যাকটেরিয়া সহজে প্রস্রাবে ইনফেকশন করতে পারেনা আলহামদুলিল্লাহ।

🔴 বারবার প্রস্রাবে ইনফেকশন হলে আপনার নিকটস্থ রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের কনসালটেশন নিন প্লিজ ইনশা আল্লাহ।

🚫 যেসব জিনিস এড়িয়ে চলতে হবে
অতিরিক্ত চা-কফি খাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ এটা মূত্রথলিকে irritate করতে পারে।

🔴 চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ধরণের এন্টিবায়োটিক খাবেন না ইনশা আল্লাহ। এতে নিজেরই ক্ষতি করবেন বেশি। অযথা বারেবারে এন্টিবায়োটিক খাওয়া এড়িয়ে চলুন।
চলুন নিজে ভালো থাকি, কাছের মানুষদের ভালো রাখি ইনশা আল্লাহ...

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব) [কার্ডিওলোজি]
পিজিটি (মেডিসিন)
এমবিবিএস (চমেক)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা,গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

17/08/2025

এই টেস্ট দেয়ার বিড়ম্বনায় আমরা ম্যাক্সিমাম টাইমেই রোগের প্রোপার ডায়াগনোসিস করতে পারিনা। ব্লাইন্ডলি ট্রিটমেন্ট দিতে হয়।

ল্যাবের উপর নজরদারি না করে শুধু ডাক্তারের পেছনে লেগে লাভ নেই। প্রতিটা ল্যাবে প্রাইস কমাতে বাধ্য করুন, নির্ধারিত মূল্য তালিকা থাকবে। সরকার দাফনের কাপড় থেকেও ট্যাক্স নেয়, তাহলে জনগণকে কেন হেলথ ইনস্যুরেন্স দিতে পারে না? উন্নত বিশ্বের সাথে তো সবকিছু তুলনা করেন, এটাও ম্যাচ করেন তাহলে প্লিজ।

বাহিরে হেলথ ইনস্যুরেন্স ছাড়া কারো পক্ষে ট্রিটমেন্ট নেয়া সম্ভব হয় না। পুরো হেলথ সিস্টেমটাই তো করাপটেড। বালিশের কাভার কিনে মন্ত্রিরা ৮০ হাজার টাকা দিয়ে, আর আমার অসহায় রোগিরা সরকারি হাসপাতালে পর্যাপ্ত সিট, বেড, বাথরুম, আইসিইউ কিচ্ছু পায় না। সরকারি হাসপাতালের সিটি স্ক্যান, এম আর আই মেশিন বছরের বারো মাস নষ্ট করে ফেলে রাখেন, তদারকি নেই। তো রোগিরা যাবে কই? পাবলিক সিম্প্যাথি নেয়ার জন্যে খালি ডাক্তারের পেছনে লেগে তো লাভ নেই।

পরিচিত কেউ আসলে ফি কমিয়ে রাখেন বা নেন ই নাহ ডাক্তার, কিন্তু কখনো ল্যাব কি আপনাকে ফ্রি তে ১ টা টেস্ট করিয়ে দিয়েছে? ওটি চার্জ কমাই রাখে ডাক্তার নিজের টাকা থেকে। ল্যাব এক টাকাও ছাড়ে না। আহা, আমরা খারাপের পাশাপাশি ভালো গুলো ও যদি দেখতাম। যে যে যাকে নিয়ে ব্যস্ত। নিজের সুবিধা নিয়ে ব্যস্ত। আসুন আগে নিজে সৎ হই, নিজের বিবেক কে আগে ঠিক করি।

আসুন গঠন মূলক সমালোচনা করি। বিশেষজ্ঞ আর সৎ ডাক্তারদের দিয়ে একটা প্যানেল করুন। ওনারা অভিযোগের ভিত্তিতে যাচাই করবেন। আপনি বা সাংবাদিক নাহ।
যেসকল ডাক্তার অপ্রয়োজনীয় টেস্ট দেন, ল্যাব বাণিজ্যে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। পুরো হেলথ সেক্টর ঠিক করেন। আর সাথে নিজের বিবেক ও আত্নাকেও।

কষ্ট দিয়ে থাকলে বিনীত ক্ষমাপ্রার্থী।

15/08/2025

আলহামদুলিল্লাহ, আমার এক পেশেন্টের Bronchial asthma diagnose করি। উনার Asthma partially controlled ছিলো এবং বছরে প্রায় ১-২ বার খুব বেড়ে যেত, যেটাকে আমরা acute exacerbation of Asthma বলি।

পেশেন্টের Socio-economic history নিতে গিয়ে জানলাম, তিনি যেখানে থাকেন তার পাশেই কয়েকটা মিল-কারখানা, ধোঁয়াশে হয়ে থাকে আবাসন প্রায়ই। পেশেন্টের প্রতিবেশিরা মুরগি পালতো, বাসার আশেপাশে স্যাতসেঁতে জায়গা, যেটা Fungal spores এর আস্তানা বলা যায়।

আমি পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করলাম, দেখুন আপনার চিকিৎসা আমার কাছে না, আপনার নিজের কাছে। আপনি বারে বারে আমার কাছে এসে, ওষুধ কিনে টাকা নষ্ট না করে আপনার বাসা পরিবর্তন করুন। বাসার আশপাশ পরিষ্কার আছে এমন জায়গায় বাসা নিবেন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে দূরে বাসা নিবেন। সাথে বিসমিল্লাহ করে প্রয়োজনীয় কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিলাম।

কিছুদিন আগে পেশেন্ট চেম্বারে ফলোআপে আসলেন, খুব প্রফুল্ল মনে বলছিলেন, আলহামদুলিল্লাহ Doctor, এই বছর আমি খুব ভালো আছি, বাসা পরিবর্তন করার পর থেকে।

আপনার অসুস্থতায় ফার্মেসিতে গিয়ে আন্দাজে ওষুধ খেয়েন না শুধু। এতে শুধু নিজেরই ক্ষতি করছেন। আপনার নিকটস্থ রেজিস্ট্রার্ড এমবিবিএস/বিডিএস চিকিৎসকের কনসালটেশন নিন, আল্লাহ তায়ালার রহমতে সুস্থ থাকুন, ইনশা আল্লাহ।

ডা. মুহাম্মাদ মোসলেহ উদ্দিন
এফসিপিএস (শেষ পর্ব)
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)
মেডিসিন,ডায়াবেটিস,বক্ষব্যধি,বাত-ব্যথা, গ্যাস্ট্রোলিভার,চর্ম ও হৃদরোগে অভিজ্ঞ

Address

Chittagong
4210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Muhammad Mosleh Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Muhammad Mosleh Uddin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category