Doctor Information In Bangladesh

Doctor Information In Bangladesh Health BD Doctor`s Infu In Chattogram

পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ;ডাঃ এম. এম. আলম (সাদী)এমবিবিএস, এমসিপিএস (মেডিসি...
25/06/2022

পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ;

ডাঃ এম. এম. আলম (সাদী)
এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন)
এমডি (কার্ডিওলজি)

সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ 01820079163 নাম্বারে।

08/06/2022

রক্তের ক্যান্সার লিম্ফোমা এর লক্ষণ, নির্নয় ও চিকিৎসা
লিম্ফোমা (Lymphoma) একপ্রকার ক্যান্সার যার প্রধান বৈশিষ্ট্য হল কোষের মৃত্যু না হওয়া সত্ত্বেও লিম্ফোসাইটের অনিয়ন্ত্রিত বৃদ্ধি।
👉 এই রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলো কি?
লিম্ফোমার কিছু প্রাথমিক উপসর্গ আছে যা সহজেই চোখ এড়িয়ে যেতে পারে বা স্বাস্থ্যের সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা হতে পারে। এই উপসর্গগুলো নিচে দেওয়া হল:
✅ ঘাড়, কুচকি বা বগলের লসিকা গ্রন্থি ফুলে যাওয়া।
✅ অতিরিক্ত ক্লান্তি।
✅ অনিয়মিত ও বারবার জ্বর হওয়া।
✅ রাতে ঘাম হওয়া।
✅ হঠাৎ এবং অকারণ ওজন হ্রাস।
✅ খিদে কমে যাওয়া।
✅ চুল পড়া।
প্রাথমিক ভাবে অবহেলা করা হলে এই রোগের পরবর্তী পর্যায়ে আরো গুরুতর ও নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা দেয়। সেগুলি হল
✅হাড়ের যন্ত্রণা।
✅ শ্বাসের সমস্যা।
✅ দীর্ঘস্থায়ী ক্লান্তি ও অবসন্নতা।
✅ পূর্ব লিখিত উপসর্গগুলোর ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি।
👉চিকিৎসা
লিম্ফোমার চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের পর্যায় এবং ক্যান্সার কতটা ছড়িয়ে পড়েছে তার উপর।
✅ কেমোথেরাপি (Chemotherapy)- এই থেরাপিতে ক্যান্সার কোষগুলি ধ্বংস করতে ড্রাগ ব্যবহার করা হয়। (আরও পড়ুন – কেন কেমোথেরাপি কেন করা হয়)
✅ রেডিয়েশন থেরাপি (Radiation Therapy) – রেডিয়েশন থেরাপি ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলার জন্য উচ্চ শক্তির এক্স-রে ব্যবহার করে।
✅ ইমিউনোথেরাপি (Immunotherapy)- শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বা ক্যান্সার কোষগুলির সাথে মোকাবিলা করার জন্য ইমিউনোথেরাপিতে মানব-তৈরি প্রতিরোধ প্রোটিন ব্যবহার জড়িত।
✅ অস্থি ম্যারো ট্রান্সপ্ল্যান্ট / স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট (Bone Marrow Transplant/ Stem cell Transplant)- ক্যান্সার কোষ দ্বারা আক্রান্ত অস্থি মজ্জা প্রতিস্থাপনের জন্য এই প্রক্রিয়াটি নিকটতম আত্মীয়দের কাছ থেকে একটি সুসংগত দাতার হাড় মজ্জা বা স্টেম সেল ব্যবহার করে করা হয় ।
---
Dr. Md Jamal Uddin Tanin, MD-Haematology
রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ
পার্কভিউ হসপিটাল

সম্মানিত হাজ্বী সাহেব / সাহেবানদের পবিত্র হজ্বে গমনের সুবিধার্তে পার্কভিউ হাসপাতাল নিয়ে এলো হজ্ব পূর্ববর্তী হেল্থ চেক আপ...
28/05/2022

সম্মানিত হাজ্বী সাহেব / সাহেবানদের পবিত্র হজ্বে গমনের সুবিধার্তে পার্কভিউ হাসপাতাল নিয়ে এলো হজ্ব পূর্ববর্তী হেল্থ চেক আপ প্যাকেজ সম্পূর্ণ সাশ্রয়ী মূল্যে!!

মাত্র ৭৫০ টাকার এ প্যাকেজে রয়েছে -
👉ব্লাড গ্রুপিং
👉র‍্যানডম ব্লাড সুগার
👉ইউরিন (আর/এম/ই)
👉ইসিজি
👉এক্স রে চেস্ট (পি/এ ভিউ)
👉পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শ

এই অফারটি শুধুমাত্র হজ্বযাত্রীদের জন্য প্রযোজ্য এবং অফারের মেয়াদ ২৬শে মে থেকে ৭ই জুলাই পর্যন্ত।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের হটলাইনঃ 02334455071 নাম্বারে।

চট্টগ্রামে প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন করলেন ডাক্তার ইসমাঈলচট্টগ্রামে ১৯৭৮ সাল থেকে নিউরো...
27/05/2022

চট্টগ্রামে প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন করলেন ডাক্তার ইসমাঈল

চট্টগ্রামে ১৯৭৮ সাল থেকে নিউরো সার্জারি অপারেশন শুরু হলেও দীর্ঘ ৪৩ বছর পর সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে এই প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার সার্জারি সম্পন্ন হল। এ অপারেশন টিমের নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস্ হাসপাতালের কনসালটেন্ট নিউরো সার্জন ডাক্তার মোঃ ইসমাঈল হোসেন। এ অপারেশনে আরো উপস্থিত ছিলেন নিউরো সার্জন ডাক্তার ফরহাদ আহমেদ, নিউরো সার্জন ডাক্তার মঈনুদ্দীন জাহীদ, ডাক্তার তৌহিদুর রেজা, ডাক্তার রেজা, ডাক্তার খুরশীদ আনোয়ার।

এ অপারেশনে এনেস্থেশিওলজিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: নুরুল আজিম।
এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম বলেন,"চিকিৎসা ব্যবস্থা দিন দিন উন্নত এবং আধুনিক হচ্ছে। পার্কভিউ হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির সমন্বয় করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রোগীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমরা পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে জটিল এবং আধুনিক অপারেশন সম্পন্ন করার জন্য ডাক্তার ইসমাঈল ও তার টিমকে ধন্যবাদ জানাই। এরই মাধ্যমে চট্টগ্রামে যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থার দ্বার উন্মোচন হলো।"
এ অপারেশন সম্পর্কে জানতে চাইলে নিউরোসার্জন ডাক্তার ইসমাঈল বলেন, "আমি চট্টগ্রামের সন্তান ।এ এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নিউরো সার্জারির উন্নত ও আধুনিক সেবার দ্বার উন্মোচন করার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ প্রথম চট্টগ্রামে মাথা না কেটে এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে ব্রেইন টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম।এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের মানুষকে নিউরোসার্জারির অত্যাধুনিক অপারেশনের জন্য ঢাকা এবং বিদেশে আর যেতে হবে না। এতে রোগীরা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং দেশের অর্থ দেশেই থাকবে এবং দেশের অর্থনীতির চাকা আরো বেগবান হবে।"এই সময় আরো উপস্তিত ছিলেন হেড অফ মার্কেটিং মোঃ জাহেদুল ইসলাম ও ওটি স্টাফগণ।

আগামীকাল যেসকল বিশেষজ্ঞ চিকিৎসক পার্কভিউ হসপিটালে রোগী দেখবেন তাদের তালিকা ও সময়সূচী। ডাক্তার বিস্তারিত প্রোফাইল দেখতে ভ...
19/05/2022

আগামীকাল যেসকল বিশেষজ্ঞ চিকিৎসক পার্কভিউ হসপিটালে রোগী দেখবেন তাদের তালিকা ও সময়সূচী।

ডাক্তার বিস্তারিত প্রোফাইল দেখতে ভিজিট করুনঃ
https://parkview.com.bd/our-consultant-doctors/

সিরিয়াল কিংবা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের হটলাইনঃ 02334455071 নাম্বারে।

⚠ ⚠ জরুরী বিজ্ঞপ্তি ⚠ ⚠আজ থেকে ডাঃ তফিকুর নাহার (মোনা) ম্যাডামের সিরিয়াল নিতে সরাসরি যোগাযোগ করুন (সকাল ১০টা থেকে) 01407...
17/05/2022

⚠ ⚠ জরুরী বিজ্ঞপ্তি ⚠ ⚠

আজ থেকে ডাঃ তফিকুর নাহার (মোনা) ম্যাডামের সিরিয়াল নিতে সরাসরি যোগাযোগ করুন (সকাল ১০টা থেকে) 01407-043902 নাম্বারে।

ভর্তি কিংবা হসপিটাল সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইনঃ 02334455071 নাম্বারে।

প্রতি মাসের মত এই মাসেও চট্টগ্রামে আসছেন বাংলাদেশের প্রথম নারী ইউরোলোজিস্ট ডাঃ তাজকেরা সুলতানা চৌধুরী। আগামী ১৫ ও ১৬ই মে...
14/05/2022

প্রতি মাসের মত এই মাসেও চট্টগ্রামে আসছেন বাংলাদেশের প্রথম নারী ইউরোলোজিস্ট ডাঃ তাজকেরা সুলতানা চৌধুরী। আগামী ১৫ ও ১৬ই মে রোগী দেখবেন এবং অপারেশন করবেন পার্কভিউ হাসপাতালে।

সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ 01772-561743, 01706-401952, 01620-009320 (Whatsapp)

মহিলা হৃদরোগীদের জন্য সুখবর! পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সালমা নাহিদ, সহকারী অধ্যাপক, হৃদরো...
12/05/2022

মহিলা হৃদরোগীদের জন্য সুখবর! পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সালমা নাহিদ, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ।

সিরিয়াল সিরিয়াল নিতে যোগাযোগ করুন আমাদের হটলাইনঃ 02334455071 নাম্বারে।

কানের পর্দা ফেটে গেলে কানে ব্যথা, মাথা ঘোরা, শোঁ শোঁ শব্দ করা ইত্যাদি উপসর্গ দেখা যায়। এ সময় গুরুত্ব না দিলে পরিণতিতে হত...
09/05/2022

কানের পর্দা ফেটে গেলে কানে ব্যথা, মাথা ঘোরা, শোঁ শোঁ শব্দ করা ইত্যাদি উপসর্গ দেখা যায়। এ সময় গুরুত্ব না দিলে পরিণতিতে হতে পারে বধিরতা।

পার্কভিউ হাসপাতালে সর্ববৃহৎ ও বিশ্বখ্যাত জার্মানীর Storz মেশিনের মাধ্যমে কান না কেটে কানের পর্দার অপারেশন করছেন নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোহাম্মদ জামাল হোসেন।

কানের যে কোন এন্ডোস্কোপিক মাইক্রো অপারেশনের সিরিয়াল নিতে যোগাযোগ করুন 02334455071 নাম্বারে।

অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই গ্রহন করতে সরাসরি চলে আসুন পার্কভিউ হসপিটালে। বিস্তারিত জানতে আমাদের হটলাইন 02334455071 নাম্ব...
04/05/2022

অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই গ্রহন করতে সরাসরি চলে আসুন পার্কভিউ হসপিটালে।
বিস্তারিত জানতে আমাদের হটলাইন 02334455071 নাম্বারে যোগাযোগ করুন।

অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই গ্রহন করতে সরাসরি চলে আসুন পার্কভিউ হসপিটালে। চাঁদ রাত পর্যন্ত অফারটি গ্রহন করা যাবে।বিস্তারি...
24/04/2022

অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই গ্রহন করতে সরাসরি চলে আসুন পার্কভিউ হসপিটালে। চাঁদ রাত পর্যন্ত অফারটি গ্রহন করা যাবে।

বিস্তারিত জানতে আমাদের হটলাইন 02334455071 নাম্বারে যোগাযোগ করুন।

পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন খাদ্যনালী, রক্তনালী ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ, ভাস্কুলার, এন্ডো...
22/04/2022

পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন খাদ্যনালী, রক্তনালী ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ, ভাস্কুলার, এন্ডোভাসকুলার ও থোরাসিক সার্জন ডাঃ মোঃ মিনহাজুল হাসান।

সিরিয়াল নিতে 01842734241 অথবা আমাদের হটলাইন 02334455071 নাম্বারে যোগাযোগ করুন।

Address

94/103, Katalganj Road, Panchlaish
Chittagong
94/103

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Information In Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Information In Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category