Hydher trade international

Hydher trade international EXPORT IMPORT AND MARKATING BD

14/12/2023
13/12/2023

INSHALLHA............

29/08/2023

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট

ভিসা আবেদন পত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ

ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করুন ।

• পাসপোর্টের বৈধতা ছয় মাসের বেশি হতে হবে।

• পাসপোর্টে ন্যূনতম তিনটি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে।

• আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।

• মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।

• আবেদনপত্রে নামটি সঠিক ভাবে উল্লেখ করতে হবে ।

• আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে।

• পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্ট এর সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেএে জিডি কপি সংযুক্ত করতে হবে।

• পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না ।

• ভারত ও বাংলাদেশে এর রেফারেন্স খালি রাখা যাবে না ।

• বর্তমান / স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে ।

• পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে ।

• জন্মের তারিখ জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদপত্রের সঙ্গে মিল থাকতে হবে

• আবেদনপত্র পূরণ করার ৮ দিনের মধ্যে আবেদনপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।

• ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ ঢাকা মিশন নির্বাচন করবে।

• চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালি পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ চট্টগ্রাম মিশন নির্বাচন করবে।

• রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁ, বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ রাজশাহী মিশন নির্বাচন করবে।

• সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ সিলেট মিশন নির্বাচন করবে।

• আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টার এর নাম অবশ্যই এক হতে হবেপ্ত

30/07/2023

🇷🇴আলহামদুলিল্লাহ মনে হয় আমরা সেই ২১/২২ সালের মত সোনালী দিনগুলো ফিরে পেয়েছি!🇦🇩😍

তখন রোমানিয়ার একটি রিয়েল পারমিট মানে একটি ভি.সা একটি পরিবারের স্বপ্নপূরণ একটি যুবকের স্বপ্ন পূরণ! 🇷🇴

বর্তমানেও কিন্তু এরকমভাবেই ভি.সা দিচ্ছে ইন্ডিয়ান নিউ দিল্লি রোমানিয়া এম্বাসি থেকে কিন্তু আমাদের একটু পরিশ্রম করে কষ্ট করে ইন্ডিয়া যেতে হচ্ছে ৮/১৫ দিন থাকতে হচ্ছে !🇷🇴

স্বপ্নপূরণের বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ভি.সা ! যদিও এটি যে কোন ভাবে ম্যানেজ হয়ে যাবে! 🇷🇴

আবার বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ২৩ সালের যাদের পারমিট তাদের ইন্ডিয়া যাওয়া না ও লাগতে পারে, আগের মত অথরাইজ সিস্টেমে ফাইল জমা হতে পারে! হয়তো এমনটা করতে পারে যদি এম্বাসি কাজগুলো দ্রুত শেষ করতে চায়! এটা হওয়ার সম্ভাবনা ৫০/৫০, কিছুদিন পরেই আমরা এ বিষয়ে ক্লিয়ার হয়ে যাব! 🇷🇴

⚠️আজকের মূল আলোচ্য বিষয় হলো ভি.সা পেয়েও অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে না 😭🚫🇷🇴

🇷🇴অনেকেই ভি.সা পেয়ে ফ্লাইট করে রোমানিয়ার ইমিগ্রেশন পর্যন্ত যেয়ে ফেরত আসতে হচ্ছে!
আবার অনেকেই ভি.সা পেয়ে বসে আছে ফ্লাইট হচ্ছে না, তিন মাস, ছয় মাস, অনেকের ভি.সার মেয়াদ শেষ ফ্লাইট হচ্ছে না! 🇷🇴

এর থেকে বড় কষ্ট কি হতে পারে? দীর্ঘ অপেক্ষার পর কঠোর পরিশ্রম ধৈর্যের পরীক্ষা দিয়ে সবকিছু সফল হয়ে, শুধু স্বপ্নের দেশ ইউরোপ পাড়ি জমানো বাকি, অনেকেই ইমিগ্রেশন থেকে ফেরত আসছে অনেকের ফ্লাইট হচ্ছে না! 🇷🇴

বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ২০২২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০/৫০০ মানুষ রোমানিয়ার ভি.সা পেয়ে ফ্লাইট করতে পারেনি! আবার অনেকেই ফেরত এসেছেন রোমানিয়ান ইমিগ্রেশন থেকে !🇷🇴

কিন্তু কেন এরকম স্বপ্নভঙ্গ হচ্ছে আমাদের সাথে?
উত্তর : কোম্পানিগুলো রোমানিয়ার সরকার ব্ল্যাক লিস্টে রেখেছেন!
ব্ল্যাকলিস্টেড কোম্পানি থেকে ভিসা পেলেও আপনি রোমানিয়া যেতে পারবেন না!🇷🇴

দিনের পর দিন রোমানিয়ান ইমিগ্রেশন উন্নতি হচ্ছে, যে সকল কোম্পানিগুলো লোক এনে কাজ দেয় না এবং ঠিকমতো বেতন দেয় না বা শুধু নামমাত্র কোম্পানি, পারমিট এর ব্যবসা এশিয়া থেকে লোক এনে ছেড়ে দেয় এইসব কোম্পানিগুলোকে ব্লাকলিস্টে ফেলেছেন রোমানিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট! 🇷🇴

সুতরা আপনি ভি.সা পেলে ও শিওর না রোমানিয়া নিয়ে যেতে পারবেন কিনা!
এজন্যই ভিসা পাওয়ার পরে আপনি, এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে টাকা পয়সা লেনদেন করবেন, প্রয়োজনে এগ্রিমেন্ট করে নিবেন! 🇷🇴

আর ভিসা পাওয়ার সাথে সাথে আপনি কোম্পানির সাথেও যোগাযোগ করবেন, আপনার কন্টাক্ট ব্যাপারে কোম্পানি ডিটেলস থাকবে! কোম্পানির ইমেইল ফোন নাম্বার থাকবে! আপনি তাদের সাথে যোগাযোগ করে ফ্লাইট করবেন সাবধান ! ⚠️🇷🇴

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট সবাই শেয়ার করে সতর্ক করে দিবেন সবাইকে!

সবার জন্য শুভকামনা রইল সবার স্বপ্ন পূরণ হোক 🇦🇩

29/07/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪২ টি দেশে যেতে পারবেন।
#এশিয়ার মধ্যে রয়েছে-৬ টি
১। ভুটান ২। ইন্দোনেশিয়া ৩। মালদ্বীপ ৪। নেপাল ৫। শ্রীলঙ্কা ৬। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

↪️ আমাদের সার্ভিস সমূহঃ
-------------------------------
🟢হজ্জ ও উমরাহ
🟢এয়ার টিকেট
🟢 ভিসা প্রসেসিং
🟢 ট্যুর প্যাকেজ
🟢পাসপোর্ট আবেদন
🟢 ভিসা আবেদন।যে কোন সেবা পেতে যোগাযোগ করুন।
📞01818973372 (Ticket & Visa)
📞01818973372 (Hajj & Umrah)
📞01818973372 (Office)
📧 md.hyther4289@yahoo

07/07/2023
****** কানাডা এবং সেনজেন  ভিজিট ভিসা******আরো বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে আসুন!!!✔️ অথবা, প্রকৃত আগ্রহীগণ আ...
07/06/2023

****** কানাডা এবং সেনজেন ভিজিট ভিসা******
আরো বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে আসুন!!!
✔️ অথবা,
প্রকৃত আগ্রহীগণ আজই যোগাযোগ করুনঃ-
হট_লাইনঃ
☎️+88 01818973372 whats up

md.hyther4289@yahoo.com

Address

Agrabad
Chittagong
4741

Telephone

+8801818973372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hydher trade international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hydher trade international:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category