09/11/2025
🅾️বেড সোর (Bed Sore) — যাকে বাংলায় শয্যাক্ষত বা চাপজনিত ঘা (Pressure ulcer) বলা হয়, হলো ত্বক ও নিচের টিস্যুর ক্ষতি যা দীর্ঘ সময় ধরে শরীরের কোনো নির্দিষ্ট স্থানে চাপ পড়লে ঘটে।
🩺 কারণ:
বেড সোর সাধারণত সেইসব রোগীদের হয় যারা —
দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকেন (যেমন পক্ষাঘাত, কোমায় থাকা, বা অস্ত্রোপচারের পর),
অথবা হুইলচেয়ারে বসে থাকেন, নড়াচড়া করতে পারেন না।
⏺️মেকানিজম:
চাপের কারণে ঐ স্থানে রক্ত চলাচল ব্যাহত হয় → টিস্যুতে অক্সিজেনের অভাব → কোষ মারা যায় → ক্ষত তৈরি হয়।
⚠️ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান:
চাপ বেশি পড়ে এমন হাড়ের উপরের অংশে সাধারণত দেখা যায়, যেমন—
➡️পিঠের নিচের অংশ (sacrum)
নিতম্ব
➡️গোড়ালি
➡️কনুই
➡️কাঁধের পাতা
➡️মাথার পিছন
🧠 চিকিৎসা ও যত্ন
✅ প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা।
তবে যদি ক্ষত তৈরি হয়ে যায়, তাহলে নিচের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ:
➡️চাপ কমানো:
-প্রতি ২ ঘণ্টা পর পর রোগীর শোওয়ার ভঙ্গি পরিবর্তন করুন।
-স্পেশাল এয়ার ম্যাট্রেস বা ওয়াটার ম্যাট্রেস ব্যবহার করুন।
➡️ত্বকের যত্ন:
-ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখুন।
-ঘাম বা মূত্রের সংস্পর্শে ত্বক যেন না আসে।
পুষ্টি:
-পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন C, জিঙ্ক সমৃদ্ধ খাদ্য দিন।
-পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন।
-ত্বকে লালচে দাগ দেখলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া
⏺️চিকিৎসা:
ক্ষত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে সলিউশন (Normal saline) ব্যবহার।
প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ক্রিম বা ওষুধ।
মারাত্মক হলে ডেব্রাইডমেন্ট (ক্ষতস্থানের মৃত টিস্যু কেটে ফেলা) বা অস্ত্রোপচার লাগতে পারে।।
Dr. Sakibul Islam
MBBS