Asthma Solution bd

Asthma Solution bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma Solution bd, Medical and health, Chittagong.

অ্যাজমার কারন হিসেবে কোল্ড এলার্জি:ঠান্ডা বাতাস,সিগারেটের ধোয়া,সুগন্ধি তীব্র গন্ধ, পত্রিকাবা খাতারধুলা যাতে মাইট থাকে,ফু...
12/03/2024

অ্যাজমার কারন হিসেবে কোল্ড এলার্জি:
ঠান্ডা বাতাস,সিগারেটের ধোয়া,সুগন্ধি তীব্র গন্ধ, পত্রিকাবা খাতারধুলা যাতে মাইট থাকে,ফুলের রেনু ইত্যদির উপস্থিতিতে অনেকেই সহ্য করতে পারে না।এ সবের উপস্থিতিতে অ্যাজমা বা হাঁপানির সমস্য দেখা দেয়।এসব বিষয়কে চিকিংসা বিজ্ঞানের ভাষায় এলার্জেন বলে।এসব এলার্জেন জনিত উপসর্গকেএলার্জি বলা হয়।তাই প্রচন্ড শীতেও এলার্জেন হিসেবে কাজ করে এবং একারনে সৃষ্ট উপসর্গকে কোল্ড এলার্জি বলে।
কেন হয়;আমাদের নাসারন্ত্র ও শ্বাসনালিতে স্নায়ুকোষে কিছু রিসেপ্টর আছে।এই রিসেপ্টার গুলোকে ভ্যাগনাস নার্ভ (এক)জোড়া নার্ভ যা ৷ শ্বাসনালীও কন্টনালীর মাংশপেশীয় সংকোচন ও প্রসারনকে উদ্দীপত করে এর সাথে সংযুক্ত। ইতিপূর্বে উল্লেখিত এলার্জেনসমূহ শ্বাসনালীর মাংসপেশিয় রিসেপ্টার নার্ভকে উদ্দীপত করে। ফলে অ্যাজমা বা হাুপানি দেখা দেয়। সাধারনত খুব কম বয়সী বাচ্চাদের মধ্যে এর প্রকোপ বেশী, তবে যে কোনো বয়সেই হতে পারে।

এ্যাজমা প্রতিরোধে আদা:আদাএ্যাজমা বা  হাঁপানিসহ বিভিন্ন রোগের জন্য প্রাকৃতিক চিকিৎসা। আদা শ্বাসনালির প্রদাহ কমাতে এবং শ্ব...
12/03/2024

এ্যাজমা প্রতিরোধে আদা:
আদাএ্যাজমা বা হাঁপানিসহ বিভিন্ন রোগের জন্য প্রাকৃতিক চিকিৎসা। আদা শ্বাসনালির প্রদাহ কমাতে এবং শ্বাসনালি সংকোচন রোধে সাহায্য করে। এক কাপ ফুটন্ত পানির মধ্যে মেথি, আদার রস ও মধু মিশিয়ে অল্প কিছুক্ষণ জ্বাল দিয়ে মিশ্রণটি রোজ সকাল ও সন্ধ্যায় পান করলে উপকার পাওয়া যায়। কাঁচা আদা লবণ দিয়ে মিশিয়ে খেলেও কিংবা কুচি করে খেলে এ্যাজম্া বা হাঁপানির উপকার মেলে।

অ্যাজমা কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে কি-না তা কিছু লক্ষণ দেখে বোঝা যায়। এ সময় উপশমকারী ওষুধের পরিমাণ বেশি লাগে এবং ...
12/03/2024

অ্যাজমা কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে কি-না তা কিছু লক্ষণ দেখে বোঝা যায়। এ সময় উপশমকারী ওষুধের পরিমাণ বেশি লাগে এবং ইনহেলার দ্বারা ৩-৪ ঘণ্টার বেশি শ্বাসকষ্টের উপশম থাকে না। তাছাড়া রাতে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাওয়া, স্বাভাবিক কাজকর্মে শ্বাসকষ্ট হওয়া, পিক ফ্লো ধীরে ধীরে কমাও জটিলতার লক্ষণ

শিশুসহ যে কোনো বয়সের নারী-পুরুষ অ্যাজমায় আক্রান্ত হতে পারে। দীর্ঘমেয়াদি রোগ হওয়াতে সুচিকিৎসার অভাবে রোগী বেশ কষ্ট পায়। অ...
12/03/2024

শিশুসহ যে কোনো বয়সের নারী-পুরুষ অ্যাজমায় আক্রান্ত হতে পারে। দীর্ঘমেয়াদি রোগ হওয়াতে সুচিকিৎসার অভাবে রোগী বেশ কষ্ট পায়। অ্যাজমা পুরোপুরি নিরাময় সম্ভব নয়, কিন্তু যত্নবান হলে এ রোগ অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়

ডাস্ট এলার্জির কারনে অ্যাজমা বা হাঁপানি রোগের উপসর্গ:ডাস্ট এলার্জির ফলে সৃষ্টি করা অ্যাজমা বা হাঁপানি নিম্নলিখিত উপসর্গগ...
12/03/2024

ডাস্ট এলার্জির কারনে অ্যাজমা বা হাঁপানি রোগের উপসর্গ:
ডাস্ট এলার্জির ফলে সৃষ্টি করা অ্যাজমা বা হাঁপানি নিম্নলিখিত উপসর্গগুলো অনুভব হতে পারে-
১)শ্বাস নিতে কষ্ট।
২)বুক থেকে সাঁসাঁ করে নিঃশ্বাস ফেলার শব্দ।
৩)ঘুমানোর অসুবিধা।
এর প্রধান কারন হলো :
ডাস্ট মাইটস বা ধুলোর পোকাগুলি মানুষের খসে পড়া মরা চামড়ার কোষগুলি ভোজন করে,যা দিয়েই প্রধানত বাড়ির ধুলো তৈরি হয়।ডাস্ট মাইটস বা ধুলোর পোকাদের বাড়ির ডাস্ট মাইটস এবং স্টোরেজ মাইটস এই দুই শ্রেনিতে ভাগ করা যায় এবং বাতাস চলাচল এবং ভিতরে জালার জন্য দায়ী।
ডাস্ট মাইটসের মতো অ্যালার্জেনের(অ্যালার্জি সৃষ্টিকারি জীবের) উপস্থিতথে আমাদের শরীরে এন্টি বডি বা প্রতিরোধক তৈরি করে যা আপনাকে ঐ প্রতিক্রিয়া থেকে বাঁচতে এবং নিজের প্রতিরক্ষা করতে সাহয্য করে।ঐ প্রতিক্রিয়া শরীরের কোনো একটি অংশকে নিয়ে হতে পারে।
কিছু বিরল ক্ষেত্রে এই ডাস্ট এলার্জি শরীরে অ্যানাফাইলেটিক শক তৈরি করতে পারে। যা একধরনের মারাত্মক অবস্থা যা শুধুমাত্র ডাস্ট মাইট খেয়ে ফেলার ফলে হতে পারে।এই ডাস্ট মাইট সাধারনত গদি,কার্পেট এবং আসবাবপত্রের উপর বাস করে।

এ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে কমলা লেবু ও লেবু:ভিটামিন ‘সি’-যুক্ত যেকোনো খাবারই আসলে এ্যাজমার কষ্ট লাঘবে ভালো কাজ করে। বি...
12/03/2024

এ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে কমলা লেবু ও লেবু:
ভিটামিন ‘সি’-যুক্ত যেকোনো খাবারই আসলে এ্যাজমার কষ্ট লাঘবে ভালো কাজ করে। বিশেষ করে শিশুদের এ্যাজমায়। লেবু ও কমলায় ভিটামিন ‘সি’ আছে পর্যাপ্ত পরিমাণে। কিছুকাল আগে ইতালিতে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেসব এ্যাজমা আক্রান্ত শিশু প্রতিদিনই ভিটামিন ‘সি’-যুক্ত ফল খায় তাদের এ্যাজমা অ্যাটাকের হার যেসব এ্যাজমা আক্রান্ত শিশু নিয়মিত ফল খায় না তাদের চেয়ে অনেক কম। এ কারণে যাদের এ্যাজমা ও শ্বাসকষ্টসংক্রান্ত জটিলতা আছে, তাদের প্রতিদিন লেবু, কমলাজাতীয় ভিটামিন ‘সি’-যুক্ত ফল খাওয়া উচিত।

আর হবে না হাপা'নী বা শ্বাসকষ্ট....... এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদিএকটি রোগ। এই প্রদাহের ফল...
12/03/2024

আর হবে না হাপা'নী বা শ্বাসকষ্ট....... এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদি
একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হা'নীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন, কা শি, শ্বাস কষ্ট বু কে চাপ চাপ অনুভব করা দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি,
এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ।

এ্যা জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে কা শি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে নাক বা বুক চুলকায়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ওপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যাজমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যাজমা রয়েছে।

এ্যা জমা / হাঁপানি যে কোন বয়সে হতেই পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কার ও কার বংশগত কারণে বা পরিবেশগত কারণে ও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু থেকে, পশু পাখির পালক ছএাক,মল্ট, ইস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি / শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কার ও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কার ও কার ও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে।

এ্যাজমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ

এ্যাজমার ৭ টি উপসর্গ সম্পর্কে সবার অবগত থাকা উচিত -------- (১)শ্বাসকার্যের সময় সাঁসাঁ বা চিঁচিঁ শব্দ হওয়া। (২)বয়স্কদের ম...
12/03/2024

এ্যাজমার ৭ টি উপসর্গ সম্পর্কে সবার অবগত থাকা উচিত -------- (১)শ্বাসকার্যের সময় সাঁসাঁ বা চিঁচিঁ শব্দ হওয়া। (২)বয়স্কদের মধ্যে এ্যাজমা আরম্ভ হওয়ার শ্রেষ্ঠ সময় হলো৪৫-৫০ বছর। (৩) অনেক ক্ষেত্রে কোনো ইনফেকশনের পরেও এ্যাজমা হতে পারে। (৪) দীর্ঘস্থায়ী কাশি এ্যাজমার লক্ষণ। (৫) বুকে টানটান অনুভব এ্যাজমার উপসর্গ। (৬)গভীর শ্বাস গ্রহণ করে দীর্ঘশ্বাস, হাই তুলে শ্বাস, প্রচুর দীর্ঘশ্বাস নিচ্ছেন, তার মানে এই নয় যে আপনি এ্যাজমায় ভুগছেন। তবে ভুগতেও পারেন - প্রকৃতপক্ষে, এসব এ্যাজমার উপসর্গ হতে পারে। (৭) ইনস্টিটিউট অব হেলথের ২০০৭ সালের একটি গবেষণা অনুসারে ৫০ শতাংশ এ্যাজমা রোগের সমস্যা এ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত এবং বিড়ালের প্রতি এ্যালার্জিক একটি শক্তিশালী ঝুঁকিপূর্ণ কারণ। প্রায় ৩০ শতাংশ এ্যাজমা রোগের ঘটনার ক্ষেত্রে ক্যাট এ্যালার্জেন জড়িত।এর প্রকৃত প্রভাব সম্পর্কে গবেষকরা এখনো গবেষণা করছেন।

আপনি কি এ্যা'জমা/শ্বাস-কষ্ট নিয়ে খুবই চিন্তিত❓দেখুন এ্যা'জমা একটি ফুসফুসের প্রদাহ জনিত দীর্ঘ মেয়াদী রোগ। যা আমাদের আশেপা...
12/03/2024

আপনি কি এ্যা'জমা/শ্বাস-কষ্ট নিয়ে খুবই চিন্তিত❓

দেখুন এ্যা'জমা একটি ফুসফুসের প্রদাহ জনিত দীর্ঘ মেয়াদী রোগ। যা আমাদের আশেপাশের ধুলা-বালি, ঠান্ডা জনিত এবং পরিবেশগত কারনে হয়ে থাকে।যা দীর্ঘ দিন জমাট হতে হতে এক পর্যায়ে আঠালো আকৃতি হয়ে শ্বাষ-নালী এবং ফুসফুসে জমাট হয়ে যায়। যার ফলে আমাদের ফুসফুসে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন সরবরাহ হতে পারে না। তখনই আমাদের মূলত শ্বাস-কষ্ট সমস্যা দেখা দেয়।তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারলে অবশ্যই এর স্থায়ী সমাধান পাওয়া যায়।

★সঠিক সেবা পেতে নিচে দেওয়া সেন্ড মেসেজে ক্লিক করুন।

★আমরা সারা বাংলাদেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারী সেবা দিয়ে থাকি।

অ্যাজমার সমস্যা মানেই প্রবল শ্বাসকষ্ট (Breating Problem) হবে রোগীর। এই যন্ত্রণা যিনি ভোগ করেছেন, তিনিই জানেন ঠিক কতটা অস...
11/03/2024

অ্যাজমার সমস্যা মানেই প্রবল শ্বাসকষ্ট (Breating Problem) হবে রোগীর। এই যন্ত্রণা যিনি ভোগ করেছেন, তিনিই জানেন ঠিক কতটা অসুবিধা হতে পারে। তাই অ্যাজমার (Asthma) সমস্যা থাকলে অবশ্যই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। এর পাশাপাশি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আর একেবারেই নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া উচিত নয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে।

অ্যাজমা/হাঁপানি/এলার্জি/ একটি দীর্ঘ মেয়াদি রোগ। প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ না করলে যে সমস্যা গুলো বেশি দেখা দেয় 👇🤢আপনা...
11/03/2024

অ্যাজমা/হাঁপানি/এলার্জি/ একটি দীর্ঘ মেয়াদি রোগ। প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ না করলে যে সমস্যা গুলো বেশি দেখা দেয় 👇

🤢আপনার কি শ্বাসকষ্ট হয়? অল্পতেই হাঁপিয়ে যান? বুকের মধ্যে শো শো শব্দ হয় নিশ্বাস নিতে সমস্যা? দীর্ঘদিন ধরে হাঁচি কাশি লেগেই আছে।

✅তাহলে AZMA CARE হবে আপনার জন্য সেরা সমাধান।

কেন অ্যাজমা কেয়ার ব্যাবহার করবেন?👇
পিওর সিলভারযা প্রাচীনকাল থেকে শ্বাসকষ্ট নিরাময়ে ব্যবহৃত হয়।
পাইপার লংগাম শ্বাসকষ্ট নিয়ন্ত্রনে ব্যাপক ভাবে কাজ করে।
পাইপার নিগ্রাম শ্বাসনালী পরিস্কার রাখতে সাহায্য করে।
হাঁপানি, এলার্জি, শ্বাসকষ্ট ভালো রাখার বিশেষ উপাদান রয়েছে।
অ্যাজমা কেয়ার ১০০% কার্যকারী এবং প্রাকৃতিক ভাবে তৈরি।

📞অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন নাহলে কল করুন 01972-915295

Address

Chittagong

Telephone

+8801797396201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Solution bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma Solution bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram