12/03/2024
অ্যাজমার কারন হিসেবে কোল্ড এলার্জি:
ঠান্ডা বাতাস,সিগারেটের ধোয়া,সুগন্ধি তীব্র গন্ধ, পত্রিকাবা খাতারধুলা যাতে মাইট থাকে,ফুলের রেনু ইত্যদির উপস্থিতিতে অনেকেই সহ্য করতে পারে না।এ সবের উপস্থিতিতে অ্যাজমা বা হাঁপানির সমস্য দেখা দেয়।এসব বিষয়কে চিকিংসা বিজ্ঞানের ভাষায় এলার্জেন বলে।এসব এলার্জেন জনিত উপসর্গকেএলার্জি বলা হয়।তাই প্রচন্ড শীতেও এলার্জেন হিসেবে কাজ করে এবং একারনে সৃষ্ট উপসর্গকে কোল্ড এলার্জি বলে।
কেন হয়;আমাদের নাসারন্ত্র ও শ্বাসনালিতে স্নায়ুকোষে কিছু রিসেপ্টর আছে।এই রিসেপ্টার গুলোকে ভ্যাগনাস নার্ভ (এক)জোড়া নার্ভ যা ৷ শ্বাসনালীও কন্টনালীর মাংশপেশীয় সংকোচন ও প্রসারনকে উদ্দীপত করে এর সাথে সংযুক্ত। ইতিপূর্বে উল্লেখিত এলার্জেনসমূহ শ্বাসনালীর মাংসপেশিয় রিসেপ্টার নার্ভকে উদ্দীপত করে। ফলে অ্যাজমা বা হাুপানি দেখা দেয়। সাধারনত খুব কম বয়সী বাচ্চাদের মধ্যে এর প্রকোপ বেশী, তবে যে কোনো বয়সেই হতে পারে।