
01/07/2025
চট্টগ্রাম নার্সিং কলেজে একসময় হিজাব পরাকে কেন্দ্র করে আমাদের ৩য় ব্যাচ, ৪র্থ ব্যাচ ও ৫ম ব্যাচের কিছু শিক্ষার্থীর উপর কঠিন অবিচার করা হয়েছে।
কিছু শিক্ষার্থী ইয়ার লস করেছিলো, আর একজন বাধ্য
হয়ে কলেজ ছেড়ে দিয়েছিলো। তার আর নার্স হয়ে উঠা
হলোনা।
যেই অধ্যক্ষ এসব কাজ করেছিলেন তিনি এখনও বেঁচে আছেন।
বর্তমান অধ্যক্ষ সহ সকল শিক্ষককে এই নোটিশের মাধ্যমে আধুনিকতার পরিচয় দেয়ার জন্য ধন্যবাদ।
সম্ভব হলে সেই বর্বর সাবেক অধ্যক্ষকে দাওয়াত দিয়ে দেখাবেন হিজাব পরলেও রোগীর সেবায় কোন
প্রতিবন্ধকতা হয়না।