23/03/2024
ব্রেস্ট সাইজ কি আসলেও ছোট/বড় করা যায় ? 🧐
বাজারে ফর্সা হবার ক্রিম এর পরে খুবই জঘন্য আরেকটি মার্কেটিং করা হয় " ব্রেস্ট বড় বা টাইট " করার প্রোডাক্টস নিয়ে। হুমড়ি খেয়ে ফর্সা হবার দৌড়ে ছোটার পর আমাদের অনেক বোন নিজের সুন্দর্যের আরেকটি অংশকে আরো আকর্ষণীয় রাখার চিন্তায় থাকেন । স্বাভাবিকভাবে নিজেকে সুন্দর রাখতে সবাই চাই এবং নিজের পার্টনারের জন্য নিজেকে আকর্ষণীয় রাখার ব্যাপারেও ইসলাম সমর্থন করে । তবে আমরা বরাবরই ভুলে যায় সুন্দর্য বিকৃতি আনাকে বোঝায়না।
বিউটি বলতে আল্লাহ প্রদত্ত চেহারা, বর্ন ও শরীরকে নিজের মতো করে পরিবর্তন করাটাকে আমরা মোটেও সমর্থন করা উচিত নয়। এরপরও অনেক অনেক রিভিউ, অভিজ্ঞতার খপ্পরে পরে আমরা ফাঁদে পা দিয়ে ফেলি ।
🔸 যেমন ব্রেস্ট বড় কিংবা স্যাগিং কমিয়ে টাইট রাখার কিছু Popular method এর মধ্যে: Cream, lotion ,devices,enlargement pumps,Pills Supplements হুজালে বিক্রি হয়। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ও নেই এখনো কোনো গবেষণায় প্রমানিত ও হয়নি যে এগুলোর আদৌ লাভ আছে। উল্টা চড়া দামে এসব বিক্রি হচ্ছে এবং রিভিউ ও আসছে অনেক।
তাহলে কী রিভিউ মিথ্যা ⁉️
💁🏻♀️ উত্তর : কাইন্ড অফ । এসব ধরনের চক্রে বহু লোকবল, ইনভেস্টমেন্ট ও মুখজোরের ক্ষমতা থাকে ।তার মাধ্যমে এমন হাজারখানেক রিভিউ দাড় করানো যায়। এছাড়া কিছু ফর্মুলা বা পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে একটা টাইটনিং বা বড় লাগার ভুয়া ইলিউশন হয় অনেকের যাকে তারা " ফল পাচ্ছি" ভেবে ধোকা খায়। কখনো কখনো একদম টাকা নষ্ট যায় অথবা লম্বা সময় বেনিফিট এর আশায় ইউজ করাতে পরবর্তী এগুলোর খারাপ ফর্মুলা থেকে ক্যান্সার, ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য ক্ষতি হতে থাকে।
✨ Truth actually is :-
Breast এভাবে বড় বা ছোট বা টাইট হয়না । এর বড় বা টাইট হবার নির্দিষ্ট সময় হচ্ছে " puberty & pregnancy " । যার বড় বা টাইট হবার পেছনে হরমোনাল ও জেনিটিক্যাল ম্যাকানিজম থাকে। কখনো কখনো পিরিয়ড টাইমের হরমোনাল নিঃস্বরন বা রিচ ফুড ইনটেকের মাধ্যমে হরমোনাল ব্যাপার ঘটলে তখন কিছু সময় এর জন্য বড় বা টাইট ফিল হয়। এছাড়া মেডিকেল ওয়েতে ব্রেস্টকে বড় ও টাইক করা পসিবল। যা 'সার্জিক্যাল বা কাটাছেঁড়া ( ইমপ্ল্যান্টস) ' ও 'নন সার্জিক্যাল ( Botox,VBL ,Thermage) হয়ে থাকে, যেগুলো ব্যয়বহুল ও মেইনটেইন এর ক্ষেত্রে সাইড ইফেক্ট ও হেলথ ইস্যুজ হয়ে থাকে।
✨ অনেকে " ব্যায়াম বা মালিশ করাটার সাজেশন পান " ।যেটা আপনাকে স্বাস্থ্য মেইনটেইনে হেল্প করবে অবশ্যই। কিন্তু ব্রেস্ট বড় বা টাইটের জন্য এগুলো কার্যকরী নয় 🤐
যারা বলে এগুলোতে বেনিফিট আছে,তাদের নিজেদের টাইটনিং বা এনলার্জমেন্ট লাগছে । তাদের ব্যাপার্টা হচ্ছে ' ব্যায়ামের মাধ্যমে ব্রেস্টের নিচের ও পাশের muscle টাইট হওয়ায় এমন মনে হয়। প্রকৃতপক্ষে ব্রেস্টে কোনো muscle থাকেনা বলে ব্যায়ামে কোনোই লাভ নেই। এটা শুধুমাত্র ফ্যাট ও টিস্যুর তৈরি।
তাই আপনি যদি রিচ ডায়েটে থাকেন বা হঠাৎ ওজন বাড়ে তখনই আপনার বড় বা টাইটনেসটা আসবে। অন্যথায় যেটা যেমন আছে তেমনই থাকবে ক্রিম,পাম্পার যায় ইউজ করেননা কেন। শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই সামান্য পরিবর্তন দেখবেন ।
💁🏻♀️টিপস :
• সঠিক fitting bra ইউজ করা জরুরি।
•Antioxidant based moisturizer ব্যবহার করতে পারেন,এতে সফটনেস ও হাইড্রেশন থেকে হেলদি একটা টাইটনিং ইফেক্ট পাবেন ।
•Diet & exercise এর মাধ্যমে ওভারল হেল্থ মেইনটেইন করতে পারবেন।
এ নিয়ে আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। 👇 এছাড়া বিউটি ও স্কিন কেয়ার নিয়ে সঠিক তথ্য পেতে, অথবা নতুন কিছু জানতে জয়েন করুন বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিউটি ও স্কিন কেয়ার কমিউনিটি গ্রুপ 🏆✨ Desperately Seeking Beauty & Skin Care Help এ। একটি সম্পূর্ণ মেয়েদের গ্রুপ, এখানে কোন ধরনের মার্কেটিং বা স্ক্যামিং এলা না। গ্রুপের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, গ্রুপের নিয়ম মেনে গ্রুপের একটিভিটি রাখতে হবে।