Dorber Madical Hall

Dorber Madical Hall Welcome to the official page of 'DORBER MADICAL HALL'
" সুস্?

🔥**Offer**🔥      🔥**Offer** 🔥       🔥**Offer**🔥All premium quality NEOCARE  Baby Diaper Products Available Now 🔥ORDER TO...
04/04/2023

🔥**Offer**🔥 🔥**Offer** 🔥 🔥**Offer**🔥

All premium quality NEOCARE Baby Diaper Products Available Now 🔥

ORDER TO INBOX US HURRY UP ! 🤙

নিউকেয়ার ৫০ পিছের ডায়াপার এ এখন অফারে ৩২% ডিসকাউন্ট পেতে আজই চলে আসুন Dorber Madical Hall

NeuCare M 50 Pc MRP Price : 1450 Tk
NeuCare M 50 Pc Offer price : 986 Tk

১নং ইদ্রিস টাওয়ার (১ম তলা), হাটহাজারী শপিং সেন্টার, হাটহাজারী বাসস্ট্যান্ড, চট্টগ্রাম।

05/10/2022

♦♦নিয়োগ বিজ্ঞপ্তি♦♦

এ জরুরি ভিত্তিতে ২ জন অভিজ্ঞ সেলস ম্যান নিয়োগ দেয়া হচ্ছে।

⭐ কমপক্ষে ২/৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
⭐ বেতন আলোচনা সাপেক্ষে।

আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
ফোন : ০১৬১২০৩০২৭০/ ০১৩১৬৭৭৮০০৯

আপনাদের সেবার  জন্যে এখন  ১০০০ টাকার ঔষধ সামগ্রী কিনলেই পাচ্ছেন সকল স্বাস্থ্য পরীক্ষায় ২৫% ডিসকাউন্ট!!!!থাকুন সবসময় ভালো...
03/10/2022

আপনাদের সেবার জন্যে এখন ১০০০ টাকার ঔষধ সামগ্রী কিনলেই পাচ্ছেন সকল স্বাস্থ্য পরীক্ষায় ২৫% ডিসকাউন্ট!!!!

থাকুন সবসময় ভালোর সাথে❤️


সৌজন্য : Hathazari Prime Diagnostic Centre - হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার

ধন্যবাদ

আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই স...
15/09/2022

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

সর্বপরি সবাই সাবধানে থাকার চেষ্টা করুন।

Address

Hathazari, Bus Stand
Chittagong

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 23:30
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801316778009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dorber Madical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram