huzur surgical and scientific

huzur surgical and scientific Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from huzur surgical and scientific, Medical and health, Chittagong.

স্বাগতম হুজুর সার্জিক্যাল অনলাইন শপে! আমরা দেশি-বিদেশি সার্জিক্যাল প্রোডাক্ট সরবরাহ করে থাকি, যেমন নেবুলাইজার, ব্লাড সুগার চেক মেশিন, প্রেসার মেশিন, মাস্ক, বেল্ট ইত্যাদি।
সঠিক পন্য পেতে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হতে, আমাদের পেজ এ মেসেজ করুন। দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের অনলাইনে যাত্রা শুরু করতে যাচ্ছি।

আমাদের কাছে যা পাচ্ছেন

✪ ডায়াবেটিস মেশিন বা blood sugar machine
✪ নেবুলাইজার মেশিন nebulizer machine
✪ Digital blood pressure machine
✪ Hearing aid
✪ Diagnostic scale
✪ Pulse oximeter
✪ First aid box etc

এছাড়াও আরও বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন সার্জিক্যাল প্রোডাক্ট।

09/07/2025

সাইন্স এর স্টুডেন্ট হয়ে ও হিসাব বিজ্ঞানের লিংক চাও.???

🍼 WILL BABY Baby Carrier – আরামদায়ক ও সুরক্ষিত শিশুবহন এখন আরও সহজ!আপনার ৩.৫ থেকে ১৩ কেজি (৩–১২ মাস) বয়সী শিশুর জন্য আদর...
07/07/2025

🍼 WILL BABY Baby Carrier – আরামদায়ক ও সুরক্ষিত শিশুবহন এখন আরও সহজ!

আপনার ৩.৫ থেকে ১৩ কেজি (৩–১২ মাস) বয়সী শিশুর জন্য আদর্শ একটি ক্যারিয়ার –
✅ ইনওয়ার্ড ফেসিং, ফরওয়ার্ড ফেসিং, হিপ ক্যারি বা হরিজন্টাল—একাধিক পজিশনে বহনের সুবিধা
✅ রিমুভেবল হেড সাপোর্ট – নবজাতকের মাথার জন্য বাড়তি সুরক্ষা
✅ 3D মেশ ফ্যাব্রিক – গরম বা ঠাণ্ডা, সব সিজনে আরামদায়ক
✅ বাচ্চাকে বিরক্ত না করেই অবস্থান পরিবর্তনের সুবিধা

WILL BABY – সহজ, নিরাপদ, নির্ভরযোগ্য প্যারেন্টিং পার্টনার!

---

#শিশু_বহন #মা_বাবার_সহজতা #আরামদায়ক_ক্যারিয়ার #শিশুর_সুরক্ষা

🩺 eBfine Blood Glucose Test Strips – বিশ্বস্ততা ও নিখুঁত ফলাফলের নিশ্চয়তা!ঘরে বসেই এখন রক্তে সুগারের পরিমাণ নির্ণয় করুন ...
06/07/2025

🩺 eBfine Blood Glucose Test Strips – বিশ্বস্ততা ও নিখুঁত ফলাফলের নিশ্চয়তা!

ঘরে বসেই এখন রক্তে সুগারের পরিমাণ নির্ণয় করুন সহজে, সঠিকভাবে।
eBfine টেস্ট স্ট্রিপস–
✅ দ্রুত রিডিং
✅ ২৫টি স্ট্রিপস
✅ স্বল্প রক্তের প্রয়োজন
✅ নির্ভরযোগ্য ও নির্ভুল ফলাফল
✅ সহজে ব্যবহারযোগ্য

📟 উপযুক্ত ডিভাইস: eBfine Blood Glucose Monitor
📍 ব্যবহার: Self-testing ও In Vitro Diagnostic Use

বিশ্বাসের সাথে স্বাস্থ্য সুরক্ষা – huzurMed

---

#ডায়াবেটিস_নিয়ন্ত্রণ #মেডিকেল_প্রোডাক্ট #সুগার_চেক #ডায়াবেটিস_স্ট্রিপ

ভিটামিন বি৬-এর ঘাটতি কী করে বুঝবেন এবং মেটাবেন যেভাবেভিটামিন বি৬ বা পাইরিডক্সিন, পানিতে দ্রবণীয় এমন একটি ভিটামিন, যা আমা...
04/07/2025

ভিটামিন বি৬-এর ঘাটতি কী করে বুঝবেন এবং মেটাবেন যেভাবে

ভিটামিন বি৬ বা পাইরিডক্সিন, পানিতে দ্রবণীয় এমন একটি ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের বিপাকক্রিয়া, স্নায়ুর কাজ, হরমোনের তারতম্য ঠিক রাখা, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ভিটামিন প্রয়োজন হয়। ভিটামিন বি৬ অনেক কমে যাওয়া কিছুটা দুর্লভ, কিন্তু সামান্য কমে গেলেই বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

⛔কেন কমে যায়
ভিটামিন বি৬ কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ কিছু ওষুধ। এর মধ্যে আছে আসসোনিয়াজাইড, যা যক্ষ্মারোগের চিকিত্সায় দেওয়া হয়, পেনিসিলামিন, হাইড্রালাজিন, লেভোডোপা-কারবিডোপা–জাতীয় ওষুধ।

কিছু অসুখেও বি৬–এর সিনথেসিস কমে যায়। যেমন অ্যাজমা, ডায়াবেটিস, গর্ভাবস্থা, হার্টের অসুখ, ব্রেস্ট ক্যানসার, রক্তের ক্যানসার, শিকল সেল ডিজিজ, গর্ভকালীন সময়ে অতিরিক্ত বমি।

অতিরিক্ত মদ্যপানেও ভিটামিন বি৬ কমে যায়।

⛔উপসর্গ কী
ভিটামিন বি৬ অল্প কমে গেলেই বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এর মধ্যে আছে—
চামড়ায় র‍্যাশ বা ফুসকুড়ি: নাক ও মুখের চারদিকে চামড়া ফেটে যায় বা ফুসকুড়ি ওঠে, খুব চুলকায়। বেশি হলে একে সেবোরোইক ডার্মাটাইটিস বলে।

➡️ক্র্যাক লিপ: ঠোঁটের চারপাশ ফেটে যায় ও জিভ লাল হয়ে ফুলে যায়। বি৬–এর সঙ্গে যদি বি১২ ও ফলেট কমে যায়, তাহলে এটি মারাত্মক রূপ নিতে পারে।

➡️মুড চেঞ্জ: ভিটামিন বি৬ সেরোটোনিন ও ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। তাই বি৬ কমে গেলে এই হ্যাপি হরমোনগুলোও কমে যায়। ফলে অবসাদ, বিষণ্নতা, দুশ্চিন্তা, মেজাজ খারাপসহ বিভিন্ন রকম মানসিক উপসর্গ দেখা দেয়।

➡️নিউরোপ্যাথি: বি৬–এর অভাবে সবচেয়ে বেশি যেটা দেখা দেয়, সেটা হলো হাত-পা ঝিমঝিম করা, অবশ লাগা, জ্বালাপোড়া। অনেকের হঠাৎ করে তীব্র ব্যথা হয়, যাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলে।

➡️রক্তশূন্যতা: বি৬ হিমোগ্লোবিন তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই ভিটামিনের অভাব হলে রক্তশূন্যতা দেখা দেয়। ফলে দুর্বল লাগা, কাজে মনোযোগ দিতে না পারা, মাথা ঘুরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

➡️অনিদ্রা: বি৬ মেলাটোনিন তৈরিতে সাহায্য করে, যা ঘুম নিয়ন্ত্রণ করে। তাই বি৬–এর অভাবে রোগী অনিদ্রায় ভোগে।

➡️রোগ প্রতিরোধক্ষমতা: ভিটামিন বি৬–এর অভাবে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। কারণ, বি৬ অ্যান্টিবডি তৈরি করে।

➡️শিশুর খিচুনি: নবজাতকের বি৬–এর অভাব হলে খিচুনি হয়, যা অত্যন্ত মারাত্মক।
এ ছাড়া এই ভিটামিনের অভাবে রক্তনালি ও নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।

✅যেভাবে অভাব পূরণ করবেন
শিশুদের জন্য প্রতিদিন ০.৫-১ মিলিগ্রাম আর বড়দের জন্য ১.৩ মিলিগ্রাম ভিটামিন বি৬ দরকার হয়। ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য ১.৭ মিলিগ্রাম ও নারীদের জন্য ১.৫ মিলিগ্রাম ভিটামিন বি৬ প্রয়োজন।
অনেক খাবারেই ভিটামিন বি৬ রয়েছে, সেগুলো খেয়ে অভাব পূরণ করা যাবে। দুধ, ডিম, মুরগির মাংস, মাছ, কলা, লাল চাল, ছোলা, গোটা শস্য, মটরশুঁটি, পালং শাক, সয়াবিন ইত্যাদি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা যায়। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাপে বেশিক্ষণ রান্না করলে ভিটামিন বি৬ নষ্ট হয়ে যেতে পারে।
ভিটামিন বি৬ শরীরে বেশি হয়ে গেলে টক্সিসিটি হয়। তখন বমি, বমিবমি ভাব, রোদে যেতে না পারা, দুর্বল লাগাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রতিদিন শাকসবজি, মাছ-মাংস ও ডাল–জাতীয় খাবার খেলে সাধারণত বি৬–এর অভাব হয় না। তবে যে ওষুধগুলো বি৬–এর পরিমাণ কমায়, সেগুলো খেলে অবশ্যই চিকিত্সকের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে হবে।

ডা. আফলাতুল আকতার জাহান।
জুনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল লিমিটেড।

©️ প্রথম আলো

 #আজকের_স্বাস্থ্য_টিপসমাত্র ১ মিনিট – আর বী-র্যপাত থাকবে তোমার কন্ট্রোলে!হয়তো আপনি নাম শুনেছেন Kegel Exerciseএটা না তেল,...
01/07/2025

#আজকের_স্বাস্থ্য_টিপস

মাত্র ১ মিনিট – আর বী-র্যপাত থাকবে তোমার কন্ট্রোলে!

হয়তো আপনি নাম শুনেছেন Kegel Exercise
এটা না তেল, না ওষুধ, না হাকিম!
শুধু নিজের শরীরকেই বানাও শক্তির মেশিন!

কীভাবে করবো?

• প্রস্রাব আটকানোর মতো করে pelvic muscle টান দাও
• ৫ সেকেন্ড চেপে রাখো → তারপর ছেড়ে দাও
• এভাবে ১০ বার
• দিনে ৩ বার = মাত্র ১ মিনিট!

উপকারিতা:

✔ বীর্যপাত নিয়ন্ত্রণে থাকে
✔ সহবাসের সময় অনেক বেড়ে যায়
✔ pen-is muscle মজবুত হয়
✔ pre-mature ej*******on কমে যায়

ইসলামি টিপস:

সহবাসের আগে পড়ো:
“বিসমিল্লাহ, আল্লাহুম্মা জন্নিবনাশ শাইত্বান…”
→ এতে সন্তানও শয়তানের প্রভাব থেকে নিরাপদ!

বোনাস মন্ত্র:
“যৌনশক্তি = শরীর + মন + নিয়ন্ত্রণ”
আজ না কাল এমন দয়া করে বাদ দিবেন।

Challenge শুরু করছো আজ থেকেই?
কমেন্ট করো: “১ মিনিট শুরু আজ থেকেই!”
শেয়ার করো – যেন আরেকজন ভাই/বন্ধুও উপকৃত হয় ❤️

©

30/06/2025

কাডাল রানীর দোয়ার মাধ্যমেই শুরু হোক জুলাই.....

GlucoDr Super Sensor Test Strips (50pcs) ✅ Gold Plated Test Strip  ✅ Accurate & Fast Result  ✅ FAD-GDH Enzyme for Reliab...
29/06/2025

GlucoDr Super Sensor Test Strips (50pcs)

✅ Gold Plated Test Strip
✅ Accurate & Fast Result
✅ FAD-GDH Enzyme for Reliable Reading
✅ Wide Range: 20–600 mg/dL
✅ Compatible with GlucoDr AGM-2200 Model

🕒 Use within 4 months after opening

📦 25 Strips × 2 (Total 50)

বিশ্বস্ততা ও নির্ভুলতা যেখানে প্রয়োজন, GlucoDr থাকবেই আপনার পাশে!

— সরাসরি অর্ডার করতে ইনবক্স করুন/কল করুন।











#হুজুর_মেড
#ডায়াবেটিস_টেস্ট
#মেডিকেল_প্রোডাক্ট

28/06/2025

দুপুরে একটু ঘুমানো — যাকে বলে "পাওয়ার ন্যাপ" বা "কায়লুলাহ" (ইসলামী পরিভাষায়) — শরীর ও মনের জন্য অনেক দারুণ উপকার দেয়। এটা শুধু আরামই দেয় না, বরং মস্তিষ্ক, হৃদয়, কর্মক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

🌞 দুপুরে ঘুমানোর ৭টি গুরুত্বপূর্ণ উপকারিতা
1. 🧠 মস্তিষ্ক সতেজ করে
স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়

কাজ শেখা ও মনে রাখার ক্ষমতা বাড়ায়

2. ⚡ শরীরের শক্তি ও এনার্জি বাড়ায়
সকাল থেকে জমানো ক্লান্তি দূর করে

বিকেলের কাজের জন্য ফিট রাখে

3. 😌 মানসিক চাপ ও টেনশন কমায়
শরীরের কর্টিসল (স্ট্রেস হরমোন) কমে

রাগ, উদ্বেগ, মনমালিন্য কমে

4. ❤️ হৃদরোগের ঝুঁকি কমায়
গবেষণায় দেখা গেছে, মাঝেমধ্যে ২০-৩০ মিনিট দুপুরে ঘুমানো হার্টকে সুস্থ রাখে।

5. 👁️ চোখের ক্লান্তি ও ঘোলাটে দৃষ্টি কমায়
স্ক্রিন বা বই দেখে চোখ ব্যথা হলে, দুপুরের ঘুম দারুণ কার্যকর

6. 🧬 হরমোন ব্যালেন্স করে
ঘুম শরীরের বিভিন্ন হরমোন (গ্রোথ, ইনসুলিন, লেপটিন) সঠিক রাখে

7. 🕋 সুন্নাহ ও স্বাস্থ্য দুটোই পাওয়া যায়
রাসূল ﷺ ও সাহাবায়ে কিরাম কায়লুলাহ (দুপুরে বিশ্রাম) করতেন

হাদীসে এসেছে:
"কায়লুলাহ করো, কারণ শয়তান কায়লুলাহ করে না" (মাজমাউয যাওয়ায়েদ)

🕒 কতক্ষণ ঘুমাবেন?

⏱️ ১৫–২০ মিনিট Power Nap
মস্তিষ্ক রিফ্রেশ, ক্লান্তি দূর

⏱️ ৩০–৪৫ মিনিট Full Rest
মন-শরীর দুইটাই রিচার্জ

⛔ ১ ঘণ্টার বেশি Deep Sleep
এক্ষেত্রে অনেক সময় ঘুম ভাঙলে মাথা ভার লাগে (Grogginess)

✅ সংক্ষেপে বললে:
দুপুরে ১৫–৩০ মিনিট ঘুমানো মানে –
✔️ শক্তি ফিরে পাওয়া
✔️ মেজাজ ভালো থাকা
✔️ কাজের মান বাড়ানো
✔️ সুন্নাহ পালনের সওয়াব পাওয়া

OAC Abdominal Belt (REF: L-03)পেট ও কোমরের সঠিক সাপোর্টে নিশ্চিত স্বাস্থ্যকর ও আত্মবিশ্বাসী জীবন!  OAC Abdominal Belt  ব...
24/06/2025

OAC Abdominal Belt (REF: L-03)

পেট ও কোমরের সঠিক সাপোর্টে নিশ্চিত স্বাস্থ্যকর ও আত্মবিশ্বাসী জীবন!
OAC Abdominal Belt বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সার্জারি পরবর্তী সময়ে, কোমরের ব্যথা, পেটের ঝুলে যাওয়া চামড়া বা ইনজুরি পর সঠিক সাপোর্ট প্রদানের জন্য।

বৈশিষ্ট্যঃ
- হাই কোয়ালিটি ইলাস্টিক ফ্যাব্রিক যা আরামদায়ক ও টেকসই
- হালকা ও শ্বাসপ্রশ্বাস উপযোগী উপাদান
- পেটের চাপ নিয়ন্ত্রণ করে দ্রুত সুস্থ হতে সহায়তা করে
- কোমরের আকৃতি ধরে রাখতে সহায়ক
- সার্জারি পরবর্তী রিকভারিতে কার্যকর

ব্যবহার উপযোগীঃ
✔ অ্যাবডোমিনাল সার্জারি পর
✔ ব্যাক সাপোর্ট
✔ ওজন কমাতে সাপোর্ট হিসেবে
✔ সিজারিয়ান পরবর্তী মায়েদের জন্য

#腰带

Tynor Elastic Knee Support (Model: D-08)Tynor Elastic Knee Support একটি উন্নতমানের সাপোর্ট যা হাঁটুর ব্যথা, দুর্বলতা কিং...
23/06/2025

Tynor Elastic Knee Support (Model: D-08)

Tynor Elastic Knee Support একটি উন্নতমানের সাপোর্ট যা হাঁটুর ব্যথা, দুর্বলতা কিংবা ইনজুরির পর আরামদায়ক সাপোর্ট ও স্ট্যাবিলিটি প্রদান করে। এর অ্যানাটমিক্যাল ডিজাইন হাঁটুর গঠন অনুযায়ী তৈরি, যা হাঁটুর গতিশীলতা বজায় রাখে ও ফোলা বা ব্যথা কমাতে সাহায্য করে।

বৈশিষ্ট্যসমূহ:
- উচ্চমানের এলাস্টিক কাপড় যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক
- খোলা প্যাটেলা ডিজাইন প্যাটেলার গতি নিয়ন্ত্রণ করে
- ডুয়াল সাইড স্প্রিং সাপোর্ট হাঁটুকে বাড়তি স্ট্যাবিলিটি দেয়
- হাঁটুর ইনজুরি, লিগামেন্ট সমস্যা বা অপারেশনের পর ব্যবহারযোগ্য

ব্যবহার উপযোগী:
✔ হাঁটু ব্যথা
✔ লিগামেন্ট ইনজুরি
✔ আর্থ্রাইটিস
✔ হাঁটু দুর্বলতা

কোড: D-08
Size: 1N

পাপন: আপা, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? যেখানে সব এম পি পলাতক, সেখানে আমাদেরই এক বান্দা আমার বা আপনার সাথে কোনো কথাব...
25/08/2024

পাপন: আপা, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম?

যেখানে সব এম পি পলাতক, সেখানে আমাদেরই এক বান্দা আমার বা আপনার সাথে কোনো কথাবার্তা ছাড়া দেশের জন্য খেলে বিজয়ে (জয়ে না) অবদান রাখলো !

পুরো ম্যাচ আবার ১০ উইকেটে জিতলো, তাও পাকিস্তানের মাটিতে যখন আমরা "কোথাও কেউ নেই" !

এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম ?

.O

© @নিশ্চুপ
01/08/2024

© @নিশ্চুপ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when huzur surgical and scientific posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to huzur surgical and scientific:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram