31/08/2023
হালাল বিনিয়োগ করুন
সেবা ১৯৯৯ সালে নেটওয়ার্ক বুস্টার (মোবাইল অ্যান্টেনা) সরবরাহের মাধ্যমে যাত্রা শুরু করে এবং তারপরে এটি ব্যাবসার বিভিন্ন শাখা প্রশাখা বাডায় (রপ্তানি, আমদানি, এবং ট্রেডিং)। কয়েক বছরের মধ্যে এটি ২০১১ সালে Sheba Group (BD) Limited নামে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। এই ছাতার অধীনে (SGBL) ফ্যাশন হাউস, ট্যুরিজম, প্রিন্টিং, রিয়েল স্টেট, গাড়ী, আইটি, সম্প্রতি- মানব সম্পদ উন্নয়নে, প্রফেশনাল ট্রেনিং, নিউজ মিডিয়া, হোম সাপ্লাইচেইন রেস্টুরেন্ট।
সমাধান ২০১৯ সালে এটি গ্রামীণ থেকে শহুরে একটি সাপ্লাই চেইন প্রতিষ্ঠার জন্য একটি দূরদর্শী পরিকল্পনা নিয়ে এসেছে যাতে ডিজিটাল ফ্র্যান্সাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দেশের মোট উত্তপাদনশীলতা সর্বাধিক করার জন্য এবং অপ্রয়াজনীয় হাতবদল দূর করা যায়।
আমাদের ইনভেস্টমেন্ট নেওয়ার পলিসি কিঃ
১) আমাদের হালাল প্রক্রিয়ায় পণ্যের বিপরিতে ইনভেষ্টমেন্ট গ্রহন করি, যা বায়ে মোরাবাহা পদ্ধতিতে যা বাকিতে পণ্য বিক্রয় চুক্তির মাধ্যমে লাভ্যাং নির্ধারন করি, পণ্য আমাদের তত্তবধানে থাকবে ইনভেষ্টার এর কোন বিনিয়োগ যুকি তাকে না।
২) আমাদে যে পণ্য গুলো বিক্রয় করি তা আপনি নিজে ক্রয় করবেন আমাদের সেম্পল অনযায়ী এবং তা যদি রেডি বিক্রয় যুগ্য হয় তা সরাসরি আপনার নিজের অথবা আমাদের যৌথ গোড়াউনে রাখবেন এবং পণের ক্রয়ের উপর (উভয়ের সম্মতিতে) একটি বিক্রয় মূল্য নির্ধার করে একটি চুক্তি সম্পাদন হবে, চুক্তির মধ্যে উভয়ের সম্মতিতে যা যা শর্ত প্রয়োজন তা লিপিবদ্ধ করা হবে। যদি কাছামাল হয় যা রেডি করে বিক্রয় উপযোগী করতে হয় তা আমাদের যে ফেক্টরি আথবা পণ্যের ধরণ ভেদে যা প্রয়োজন তা করে ইনভেষ্টরের গোডাউনে নিয়ে যাবেন। যা সম্পূর্ন শরিয়া ভিত্তিক হালাল।
৩) ব্রাঞ্চ স্থাপনের জন্য, ইনভেষ্টকারী চাইলে যৌথ নামে ও নেওয়ার সুযোগ আছে।
৪) গোডাউন স্থাপনের জন্য, ইনভেষ্টকারী চাইলে যৌথ নামে ও নেওয়ার সুযোগ আছে।
লভ্যাংশের হারঃ
আমাদের পূর্বে ২৫ বৎসরের বাস্তব ব্যাবসায়ি অভিঞ্জতার আলোকে বলতে পারি প্রতি লাখে ২ হাজার থেকে ৩.৫ হাজার পর্যন্ত হয়ে তাকে, সিজন আনসিজন মিলে।
আমাদের এখন ইনভেষ্টমেন্ট কেন প্রয়োজন:
সারাদেশ ৫০০+ নিজস্ব আউটলেট এবং এবং প্রো প্লাস এজেন্ট ৫০০০+ এবং প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একজন বিক্রয় প্রতিনিধি নিয়োগ, প্রতিটি থানায় ১ টি করে ওয়ের হাউজ স্থাপন, এবং পণ্যের গুনগত মান বাজায় রাখার জন্য নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানো।
ইনভেষ্টমেন্ট নিয়ে ব্যাবসা পরিচালনা করার অভিঞ্জতা, বা তাদের শাতে লেনদেন কি ভাবে সম্পাদন করেছি:
আমাদের কোম্পানি সেবা এন্টার প্রাইজ দির্ঘ ৬ বৎসরে ১০ জনের সাথে লেনদেন করি, এবং প্রয়োজেন পূর্বে স্টাম্প এবং তাদের সাথে কথা বলে আমাদের সম্পর্কে যেনে নিতে পারেন ফোনে অথবা স্বশরিলে। এবং অনুরুধ থাকবে আপনি কোথাই ইনভেষ্ট করতেছেন তা নিজে আথবা আপনার প্রতিনিধি অফিসে এসে বুঝেশুুনে দেখে করবেন।
যে যে পণ্যের উপর ইনভেস্টমেন্ট গ্রহন করা হবে।
১- সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের জন্য কম্বো প্যাক।
২- ৬ মাস থেকে ২ বৎসেরর বাচ্ছাদের জন্য হোমমেইউ সেরিলাক।
২- ২-৪ বৎসরের বৎসরের বাচ্ছাদের শিক্ষনীয় খেলনা।
৪- ৪-৬ বছরের ছেলে/মেয়েদের স্কুল/মার্দ্রসার ভর্তি কোচিং ক্লাস রুমে/অনলাইনে।
৫- ৬-১৫ বৎসরের ছেলে/মেয়ের জন্য স্কুল, মাদ্রাস/কলেজ ড্রেস এবং কম্বো প্যাক।
৬- ১২ বছরের ছেলে/মেয়েদের স্কুল/মার্দ্রসার ভর্তি কোচিং ক্লাস রুমে/অনলাইনে।
৬- ১৬-২২ বৎসরের ছেলে/মেয়ের জন্য কলেজ/ইউনিভার্সিটি ড্রেস এবং কম্বো প্যাক।
৭- ১৩-১৮ কিশোর বয়সের ছেলে/মেয়ের জন্য মানশীক/শারিরীক, শিক্ষা বিষয়ের পূর্ণাঞ্জ গাইডলাইন প্রদান।
৮- ১৮+ বৎসরের ছেলে/মেয়েদের জন্য অর্গানিক ফুড, খাদ্যাব্যাস জিবনমূখী শিক্ষার জন্য প্রস্তুত করা।
৯- ১৬-২২ বৎসরের ছেলে/মেয়ের জন্য ক্যাজুয়াল ড্রেস এবং কম্বো প্যাক।
১০- ১৬-৩৫ বৎসরের ছেলে/মেয়ের জন্য উচ্ছ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনার যাবতীয় সাপোর্ট।
১১- ২২-৩০ বৎসরের ছেলে/মেয়েদের জন্য স্কিল ডেপ্লাপমেন্ট কোর্স।
১২- ২২-৩০ বৎসরের ছেলে/মেয়েদের ফর্মাল ড্রেস কম্বো প্যাক। (ইন্টারভিউ)
১৩- ২২-৩০ বৎসরের ছেলে/মেয়েদের অর্গানিক ফুড।
১৪- আপনার যে কোন পণ্য/সার্ভিস বিক্রয়ের ব্যাবস্থা ঝামেলাবিহীন।
১৫- ৩০+ বৎসরের ছেলে/মেয়েদের ফর্মাল ড্রেস কম্বো প্যাক।
১৬- গাড়ী/বাড়ী ক্রয়/নির্মানের সকল কিছু একসাথে, থাকবে বাড়ী- গাড়ী ক্রয়ে লোন এর ব্যাবস্থা।
১৮- বিবাহ প্রোগ্রাম, দাওয়াত কার্ড়, গায়ে হলুদের পাঞ্জাবী, শিরোয়ানী, প্রিন্সকোট ও অন্যান্ন কম্বো প্যাক।
১৯- ডাক্তার/ল্যাব, চেকআপ, দেশ/বিদেশ, মাসিক ভিত্তিক মেডিসিন সাপ্লাই।
২০- বিমান, বাস,ক্রজ, টিকেট, হজ্ব, ওমরাহ, ভিসা ট্যুার/ হানিমুন প্যাকেজ।
২১- গর্ভবতী মায়ের জন্য অর্গানিক ফুড এবং ডেলিবারী পূর্ববর্তী মায়ের কাপড় ও অন্যান্ন কম্বো প্যাক।
২২- মোবাইল রিচার্জ প্যাক, ইন্টারনেট সার্ভিস।
২৩-কোম্পানি অটোমেশন কম্বো প্যাক, প্রিন্টিং, ব্রানিন্ডং, সফটওয়ার, ডিজিটাল মার্কেটিং এর সকল কিছু।
২৪- মাসিক গ্রোসারী।
২৫-গিফট আইটেম।
উপরে উল্লেখিত পণ্যের কাছা মাল/রেডিমেই বিক্রয় যোগ্য পণ্য
ইনভেষ্টমেন্ট এর সময় কালঃ
পণ্যের ভিত্তিক
৬ মাস/১২ মাস ভিত্তিক
লভ্যাংশ প্রদানঃ
পণ্য ভিত্তিক হলে বিক্রয়ের সাথে সাথে।
মাসিক ৫-১০ তারিখের মধ্যে, ক্যাশ/ ব্যাংক একাউন্টের মাধ্যমে।
So, pick up your smart device and call us right now
☎️+8801755-62 00 10
Email: shebagroupbdimited@gmail.com
Website: www.sheba365.com.bd
🏠 Corporate Office: 430/467 Rafique Chowdhury Building, CDA Avenue, Sholoshar, Chottogram, Bangladesh.
Cox's Bazar Franchise Outlet: Somobai Super Market, Jawthala, Cox's Bazar, Bangladesh.
Please do not forget to share with your friends and family!!