Unite Theatre for Social Action - UTSA

Unite Theatre for Social Action - UTSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unite Theatre for Social Action - UTSA, Mental Health Service, Sayed villa, House # 10, Road # 01, Akbarshah Housing Society, Pahartali, Chittagong.

UTSA is a non-government, non-political and non-profitable, voluntary, cultural, socio-economic development organization that works for Persons with Disabilities, the underprivileged and different vulnerable people in Bangladesh.

Warmest Wishes.
28/11/2025

Warmest Wishes.

Warmest Wishes
20/11/2025

Warmest Wishes

11/11/2025

শুভ জন্মদিন "শাহ্ আলম" ভাই......

UTSA organized Braille Essay Writing Competition======================                                                  ...
04/11/2025

UTSA organized
Braille Essay Writing Competition
======================

Braille Essay Competition 2011Organized by: Unite Theatre for Social Action (UTSA)Supported by: Leo Club of ImperialVenue: Lions Auditorium, Chattogram

Stress Management Sessions at MAS Intimates, KEPZ, Chattogram=======================On 18 October 2025, UTSA Chattogram ...
20/10/2025

Stress Management Sessions at MAS Intimates, KEPZ, Chattogram
=======================
On 18 October 2025, UTSA Chattogram conducted two stress management sessions with senior officials and workers of MAS Intimates Garments at KEPZ.

The sessions focused on mindfulness, resilience, and techniques for balancing work and well-being. Participants explored practical tools such as deep breathing, time management, and self-care strategies to manage workplace stress effectively.

The sessions were facilitated by Obaidul Islam Munna, Trainer of BTTI, Ripa Palit, Program Officer of UTSA and Muhammad Shah Alam, Program Coordinator, UTSA.

এসওএস শিশু পল্লীতে SRHR বিষয়ক সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত===================গত ২৩ সেপ্টেম্বর, এসওএস শিশু পল্লীতে অনুষ্ঠ...
25/09/2025

এসওএস শিশু পল্লীতে SRHR বিষয়ক সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত
===================
গত ২৩ সেপ্টেম্বর, এসওএস শিশু পল্লীতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ইন্টারেকটিভ থিয়েটার সেশন। সেশনে ১৫-২৪ বছর বয়সী ৩০ জন কিশোর ও যুব অংশগ্রহণ করে। সেশনটি পরিচালনা করেন উৎস’র প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুমন সরকার ও স্বেচ্ছাসেবক মো. নাসির।

অংশগ্রহণকারীরা তাদের জীবনের অভিজ্ঞতা, দ্বিধা ও প্রশ্নগুলো শেয়ার করে—যেমন স্বাস্থ্য, সম্পর্ক, শরীরের পরিবর্তন, দায়িত্ব ও অধিকার নিয়ে ভাবনা।

এই ইন্টার‌্যাকটিভ সেশন তরুণদের জন্য শুধু একটি শেখার সুযোগ নয়, বরং তাদের আত্মবিশ্বাস, সচেতনতা ও SRHR বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে।

উৎস’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত=========================উৎস’র কার্যনির্বাহী পরিষদ সভা গত ২০ সেপ্টেম্বর ২০২৫ উৎস...
25/09/2025

উৎস’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
=========================

উৎস’র কার্যনির্বাহী পরিষদ সভা গত ২০ সেপ্টেম্বর ২০২৫ উৎস’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উৎস’র সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ। সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. শাহানা বেগম, অর্থ সম্পাদক আবুল বাশার, নির্বাহী সদস্য আনোয়ারা আলম, জোবায়দুর রশীদ, সৈয়দা সৈযুদুর ন্নেছা এবং রিফাত তাসনিম।

কার্যনির্বাহী কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা, সংস্থার চলমান ও আসন্ন কর্মসূচি বাস্তবায়নে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষার্থে বাজেট ও নীতিমালা পর্যালোচনা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে সভায় আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ‘চট্টগ্রাম কম্পিটারাইজ ব্রেইল পাবলিকেশন সেন্টার (সিসিবিপিসি)’ এর জন্য সহ-সভাপতি ডা. শাহানা বেগম এক লক্ষ টাকার অনুদানের চেক সভাপতি কাজী মোস্তাইন বিল্লাহ’র হাতে তুলে দেন।

উৎস সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমকে টেকসই করে তুলবে বলে উপস্থিত সদস্যবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

উৎস (UTSA) -এর উদ্যোগে নলেজ শেয়ারিং সভা: নারী নির্যাতন প্রতিরোধে টেকসই সমাধানের লক্ষ্যে “ভাউ ট্র্যাকার” ও “আমারকথা ডটকম”...
18/09/2025

উৎস (UTSA) -এর উদ্যোগে নলেজ শেয়ারিং সভা: নারী নির্যাতন প্রতিরোধে টেকসই সমাধানের লক্ষ্যে “ভাউ ট্র্যাকার” ও “আমারকথা ডটকম” কাজ করছে
=================================
উৎস (UTSA) -এর উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তথ্য-ভিত্তিক উদ্যোগ শেয়ার করার লক্ষ্যে এক নলেজ শেয়ারিং সভা আজ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালািরি হলে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম কর্মী, উন্নয়নকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‘কানেক্টিং ডটস: এক্সপোজিং ভাউ’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিষদ সদস্য শুভ্রা বিশ্বাস। তিনি বলেন, “সহিংসতা প্রতিরোধ শুধু আইন প্রয়োগের বিষয় নয়, বরং সামাজিক পরিবর্তনেরও একটি প্রক্রিয়া। এ ধরনের তথ্যভিত্তিক উদ্যোগ সমাজে সচেতনতা এবং আস্থা গড়ে তুলতে সাহায্য করবে।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। তিনি বলেন, “সহিংসতার ঘটনাগুলো অনেক সময় আড়ালে থেকে যায়। আমরা চাইছি প্রতিটি ঘটনা তথ্য আকারে লিপিবদ্ধ হোক, বিশ্লেষণ করা হোক, যেন নীতি নির্ধারণ ও সাপোর্ট সেবায় কার্যকর পদক্ষেপ নেয়া যায়। ভাউ ট্র্যাকার এবং আমারকথা ডটকম সেই প্রক্রিয়াকে বাস্তব রূপ দিয়েছে।”

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প পরিচিতি, ভাউ ট্র্যাকার ও অ্যানোনিমাস রিপোর্টিং টুলস নিয়ে প্রেজেন্টেশন দেন উৎস’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুহাম্মদ শাহ্ আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা মমতা’র ডেপুটি ডিরেক্টর স্বপ্না তালুকদার, সংশপ্তক এর নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আলী সিকদার এবং সুপ্রভাত বাংলাদেশ-এর সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল।

তাদের বক্তব্যে উঠে আসে প্রকল্পের স্থায়িত্বশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা। তারা পরামর্শ দেন, ভাউ ট্র্যাকার ও আমারকথা ডটকমকে সরকারি চলমান সেবা কাঠামোর সাথে যুক্ত করে দেওয়া হলে এর প্রভাব আরও বিস্তৃত হবে এবং প্ল্যাটফর্মগুলো টেকসই রূপ পাবে।

স্বপ্না তালুকদার বলেন, “ডিজিটাল রিপোর্টিং টুল নারীদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করছে। তবে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে চালু রাখতে হলে সরকারি সামাজিক সেবা ও আইনগত সহায়তা ব্যবস্থার সাথে যুক্ত করা জরুরি।”

লিটন চৌধুরী বলেন, “তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং CSO’র সমন্বয় আমাদের অ্যাডভোকেসিকে শক্তিশালী করেছে। এখন সময় এসেছে সরকারি প্রতিষ্ঠানের সাথে এই টুলগুলো একীভূত করার।”

মো. আলী সিকদার মন্তব্য করেন, “আমারকথা ডটকম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে। এই আন্দোলনকে টেকসই করতে হলে সরকার, গণমাধ্যম ও সিভিল সোসাইটি একসাথে কাজ করতে হবে।”

কামরুল হাসান বাদল বলেন, “গণমাধ্যম বহুদিন ধরে নারী নির্যাতনের খবর প্রকাশ করছে। কিন্তু সব খবর প্রকাশিত হয় না। ভাউ ট্র্যাকার সেই শূন্যতা পূরণ করছে। সরকার এই টুলকে গ্রহণ করলে তথ্যভিত্তিক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে।”

সভায় ইয়ূথ অ্যাম্বাসেডরদের পক্ষে অভিজ্ঞতা শেয়ার করেন মাসুমা আকতার মিম। তিনি জানান, “আমাদের মতো তরুণরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সচেতনতা বাড়াতে এবং অন্যদের উৎসাহিত করতে পারছে।”

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উন্নয়ন কর্মী সৈয়দ মামুনুর রশীদ, এস এম এরশাদুল করিম, সেজুঁতি মজুমদার জুঁই, মো. ফোরকান ও রেশমা শাহীন। তারা মত দেন, প্রকল্প শেষ হলেও এই প্ল্যাটফর্মগুলো যেন বন্ধ না হয়ে যায়, বরং সরকারি সেবা ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতায় নিয়মিতভাবে চালু থাকে।

সভায় আরও উপস্থিত ছিলেন উৎস’র ব্যাবস্থাপক: অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, হিসাব কর্মকর্তা তাসলিমা আকতার এবং স্বেচ্ছাসেবক সাজ্জাদ হোসেন।

#নির্যাতনের_বিরুদ্ধে_একসাথে #আমারকথা

“ভয় নয়, বলুন”: নারীর জন্য অনলাইন রিপোর্টিং প্ল্যাটফর্ম“আমারকথা ডটকম” এর পরিচিতি সভা অনুষ্ঠিত----------------------------...
28/08/2025

“ভয় নয়, বলুন”: নারীর জন্য অনলাইন রিপোর্টিং প্ল্যাটফর্ম
“আমারকথা ডটকম” এর পরিচিতি সভা অনুষ্ঠিত
------------------------------
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার অনেক ঘটনাই এখনো অগোচরে থেকে যায়। অনেক নারীই আইনি জটিলতা, পরিচয় প্রকাশ ও সামাজিক চাপের ভয়ে সহিংসতার ঘটনা পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থায় জানাতে পিছপা হন। এই প্রেক্ষাপটে নারীদের জন্য একটি নিরাপদ ও গোপনীয় অনলাইন রিপোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে “আমারকথা ডটকম” (www.aamerkotha.com) চালু করা হয়েছে।

আজ ২৮ আগস্ট ২০২৫, উৎস’র (UTSA) উদ্যোগে, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম মিলনায়তনে প্ল্যাটফর্মটির ব্যবহার ও পরিচিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আতিয়া চৌধুরী, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রযুক্তি ও তথ্যের ব্যবহার একটি সময়োপযোগী উদ্যোগ। ‘আমারকথা’ প্ল্যাটফর্ম নারীদের জন্য একটি নিরাপদ মাধ্যম তৈরি করবে, যেখানে তারা ভয় বা সংকোচ ছাড়াই অভিযোগ জানাতে পারবেন।”
বিশেষ অতিথি মানবাধিকার কর্মী ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু তার বক্তব্যে বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু অভিযোগ জানানোর মাধ্যম নয়, বরং এটি নারীর অধিকার রক্ষায় একটি সামাজিক আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে। আমাদের সবার উচিত এই উদ্যোগকে সর্বত্র ছড়িয়ে দেয়া।”

অন্য অতিথি মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় বলেন,“নারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও সচেতন করতে হবে যেন তারা সহিংসতার ঘটনার সাক্ষী হলে রিপোর্ট করতে উৎসাহিত হয়। আমারকথা ডটকম এ ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম।”

গণমাধ্যম কর্মী ও আবৃত্তি শিল্পী ফারুক তাহের বলেন, “গণমাধ্যমে নারী নির্যাতনের তথ্য উঠে আসে, কিন্তু অনেক ঘটনা চাপা থাকে। এই প্ল্যাটফর্ম সেই অপ্রকাশিত ঘটনাগুলোকে দৃশ্যমান করবে এবং সঠিক সহায়তার পথে এগিয়ে দেবে।”

সভায় বিভিন্ন বেসরকারি সংস্থা, সাংবাদিক, নারী অধিকার সুরক্ষা মোর্চা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের অ্যালায়েন্স অব আরবান ডিপিও’স, নারী যোগাযোগ কেন্দ্র, স্কুল শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেশনে অংশগ্রহণকারীদের হাতে-কলমে “আমারকথা ডটকম” প্ল্যাটফর্ম ব্যবহারের প্রতিটি ধাপ দেখানো হয়। উপস্থিত সকলে নিজেদের প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের মাধ্যমে প্ল্যাটফর্মটির তথ্য ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমারকথা ডটকম-এর মাধ্যমে সহিংসতার শিকার নারী অভিযোগ প্রদানের পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগটি বাস্তবায়ন করছে ডেটাফুল, উৎস (UTSA), দৈনিক সংবাদ এবং দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, আর্থিক সহায়তায় রয়েছে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

সেশনটি পরিচালনা করেন উৎস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ শাহ্ আলম ও প্রোগ্রাম অফিসার রীপা পালিত।

#আমারকথা #নারীরঅধিকার #নির্যাতনের_বিরুদ্ধে_একসাথে

International Representation of UTSA ========================উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা আগামী ২৬-২৮ আগস...
17/08/2025

International Representation of UTSA
========================
উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা আগামী ২৬-২৮ আগস্ট ২০২৫ তারিখে থাইল্যান্ডের Chulalongkorn University আয়োজিত “The 2nd Academic Study Group on Creative Arts Therapy”-তে আমন্ত্রিত হয়েছেন।

থিম: The Use of Creative Tools for the Assessment and Treatment of Trauma and Well-being.

এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন খ্যাতনামা শিক্ষাবিদ ও পেশাজীবী অংশগ্রহণ করবেন।

মোস্তফা কামাল যাত্রা একজন Expressive Psychotherapist হিসেবে তার গবেষণাপত্র— “Psycho-social Impact of R**e: A Qualitative Study of Rohingya Refugees in Bangladesh” উপস্থাপন করবেন। এতে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে UTSA কর্তৃক পরিচালিত
Therapeutic Arts ও Theatre ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম তুলে ধরা হবে।

আয়োজনে যোগদানের জন্য তিনি ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন।

তিনি সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশী।

উৎস’র উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম সম্পন্ন======================চট্টগ্রাম, ১৩ আগস্ট ২০২৫: পরিবেশ রক্ষায় ...
13/08/2025

উৎস’র উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম সম্পন্ন
======================
চট্টগ্রাম, ১৩ আগস্ট ২০২৫: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উৎস (UTSA) আয়োজিত, প্রাগ্রসর-এর সহযোগিতায় এবং ডিয়াকোনিয়া’র এর সমর্থনে “Let’s Green The Environment” শীর্ষক কর্মসূচি গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে যুব মঞ্চের সদস্যরা নগরীর কাট্টলী সাগর পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এছাড়া, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে উৎস অফিসে অনুষ্ঠিত হয় পরিবেশ সুরক্ষা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

দিনব্যাপী এ আয়োজনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. আনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, প্রকল্প কর্মী মো. সুমন সরকার ও রেশমা আকতার।

পরিবেশ রক্ষায় গাছ লাগানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন— “আজকের ছোট্ট পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।”

Address

Sayed Villa, House # 10, Road # 01, Akbarshah Housing Society, Pahartali
Chittagong
4032

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Telephone

+8801819514564

Alerts

Be the first to know and let us send you an email when Unite Theatre for Social Action - UTSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unite Theatre for Social Action - UTSA:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram