Quality with morality - CIMCH

Quality with morality - CIMCH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quality with morality - CIMCH, Doctor, ২০৬/১, হাজি চান্দমিয়া রোড, শমসের পাড়া, চান্দগাও, চট্টগ্রাম, Chittagong.

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanzina Rahman Dezy, Md Faruk Hossen
29/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanzina Rahman Dezy, Md Faruk Hossen

করোনা রোগীর চাপচট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে বাড়ানো হচ্ছে ৩০ শয্যাচট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর বাড়তি চাপ সামাল দি...
31/07/2021

করোনা রোগীর চাপ
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে বাড়ানো হচ্ছে ৩০ শয্যা

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর বাড়তি চাপ সামাল দিতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) যুক্ত করা হচ্ছে আরও ৩০টি শয্যা। শনিবার দুপুরে এক মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা মোকাবিলায় গঠিত বিভাগীয় সার্ভেইল্যান্স টিমের প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের নেতৃত্বে সকালে হাসপাতালটির করোনা রোগীদের চিকিৎসা সেবা সরেজমিন পরিদর্শন করতে যান একটি প্রতিনিধি টিম। পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে কভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির নেতারা বাড়তি রোগীর চাপ সামাল দিতে শয্যা সংখ্যা ৯০ থেকে বাড়িয়ে ১২০ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। পরে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ শয্যা বাড়াতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রসাশক মো. মমিনুর রহমান, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. বদিউল আলম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমির হোসাইন, সিআইএমসিএইচের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান প্রমুখ। হাসপাতালটিতে করোনা চিকিৎসায় নেওয়া নানা পদক্ষেপ ও চিকিৎসা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কমিটির নেতারা।

টিমের নেতৃত্ব দেওয়া মিজানুর রহমান বলেন, ‘চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল করোনায় চিকিৎসায় দৃশ্যমাণ উন্নতি করেছে। গত বছরের মে মাসেও আমরা এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম। তখন মাত্র ৩০ টি শয্যায় করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হত। ধীরে ধীরে সেবার পরিধি বাড়িয়ে সেটাকে ৯০ শয্যায় উন্নীত করেছে। সেই সাথে ৬টি করোনা স্পেশালাইজড এইচডিইউ ও আইসিইউ বেড স্থাপন করাসহ করোনার এমন ক্রান্তিকালে হাসপাতালটি এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বাড়তি রোগীর চাপ সামাল দিতে আরও ৩০ শয্যা বাড়াতে অনুরোধ করলে তাতেও রাজি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, বাড়তি রোগী ভর্তির সুযোগ করে দিতে নেতাদের অনুরোধের প্রেক্ষিতে শয্যা সংখ্যা আরও ৩০টি বাড়ানো হচ্ছে। বর্তমানে ৯০ শয্যার প্রতিটিতেই রোগী ভর্তি থাকছে প্রতিদিন। চট্টগ্রামে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই আমরা সেন্ট্রাল অক্সিজেন, বায়প্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও চিকিৎসক, নার্স ও সাপোর্টিং স্টাফের সমন্বয়ে একটি ডেডিকেটেড টিমের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি।

এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান শয্যা সংখ্যা ৩০টি বাড়িয়ে ১২০ টিতে রূপান্তরের ক্ষেত্রে নতুন অক্সিজেন ম্যানিফোল্ড স্থাপন, বায়প্যাপ মেশিন ও অক্সিজেন কনসেনট্রেটরসহ যাবতীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া র‌্যাপিড এন্টিজেন টেস্টের অনুমোদনের বিষয়ে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর বাড়তি চাপ সামাল দিতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমস....

https://dainikpurbokone.net/chattogram/211878/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%...
28/07/2021

https://dainikpurbokone.net/chattogram/211878/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%ac/

নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়ায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) সরকার....

Intern Doctors' Induction Program-2021(MBBS May-2020), 03.02.2021, 9.30 amChair : Prof. Dr. Md. Tipu Sultan,  Director, ...
04/02/2021

Intern Doctors' Induction Program-2021
(MBBS May-2020), 03.02.2021, 9.30 am

Chair : Prof. Dr. Md. Tipu Sultan, Director, CIMCH
Co-Chair : Dr. Shahidul Jabbar, Director, CIDCH

Chief guest: Prof. Md. Amir Hossain, Principal, CIMC

Special guest:
Prof. Dr. Md. Muslim Uddin, Principal, CIDC & Secretary, BOT
Prof. Dr. Ashik Kumar, Vice Principal, CMOSMC
Dr. Mohammad Ali Hossain, Vixe-Principal, CIDC
Prof. Dr. Nasreen Banu, Head, Obs & Gynae
Dr. Mohammad Kamrul Islam, Intern Coordinator, CIMCH
Dr. Abdur Razzaq Khan, Sri. Assistant Director, CIMCH

20/11/2020
11/06/2020

২য় ব্যাচ এমবিবিএস ইন্টার্ণদের "ইন্ডাকশন প্রোগ্রাম ও শপথ গ্রহণ" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচ এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. মো. টিপু সুলতান।
নবাগত ইন্টার্ণ ডাক্তারদের শপথ পাঠ করান সিআইএমসি এর সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মো. আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইন্টার্ণ কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক কোঅর্ডিনেটর ও সিআইডিসি এর মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। বক্তব্য রাখেন অব্স এন্ড গাইনী বিভাগের সহযোগি অধ্যাপক ডা. মুসলিনা আখতার। এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন মেডিসিন, সার্জারী, অব্স এন্ড গাইনী ও শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রারগণ।

25/03/2020

প্রিয় ভাইরা আমাদের স্বল্প আয় দেশ প্রিয় মাতৃভুমিতে করোনা মত সংক্রমণ ভাইরাস প্রতিরোধে আমাদের সচেতনতা ছাড়া বিকল্প নেই। যা করতেই হবে আমাদের , যার কোন দ্বিতীয় উপায় নেই- ইতালি যা ভুল করেছে , আমরা যেন ভুলেও না করি ।

ইতালির অবস্থা খুব খারাপ। কবর দেওয়ার লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইতালিতে এক একদিনে আজ আটশোর কাছাকাছি লোক মারা গেছে । ইরানে গণকবর খোঁড়া হচ্ছে। যতদিন চীনে এরকম হচ্ছিল, খবর পাচ্ছিলাম উহান প্রদেশ উজাড় হয়ে যাচ্ছে ততদিন আমরা সবাই সারাবিশ্ব বসে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করিনি। তাই আজ ইউরোপ সহ সারাবিশ্বের এই অবস্থা। মাত্র একমাসের ব্যবধানে। এখন আমাদের দরজার দাঁড়িয়ে আছে মারণরোগ। মানুষ বিষাক্ত, বাতাস বিষাক্ত, হয়ত বা শরীরও বিষাক্ত হয়ে গেছে এতক্ষনে। জানতে না দিয়েই।

না আতঙ্ক ছাড়ানোর জন্য লিখছি না। ইতালি যে ভুল করেছিল আমরা সে ভুল যেন না করি । শুধু টিভি বা খবরের দর্শক হয়ে নয়, কিছু করার আবেদন এটা। হোয়াটস্যাপ বা ফেসবুকের ভুয়ো খবর নয়, বরং সচেতনতা ছড়ান। পরিসংখ্যান বলছে বাংলাদেশ সহ এই উপমহাদেশে মাত্র দুই সপ্তাহ যদি আমরা ঘরবন্দি হয়ে থাকি তাহলে আমাদের অবস্থা ইতালি বা ফ্রান্সের মত হবে না। ইতালি ইরান ফ্রান্স অনেক দেরিতে করেছে, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে। দুই সপ্তাহ ঘোরা-বেড়ানো বা অদরকারি কাজগুলোকে মুলতুবি রাখুন। একসপ্তাহ ছুটি কাটান ঘরে বসে, অযথা দোকান বাজার ছোটাছুটি করে নিজের বিপদ ডেকে আনবেন না। এই এক দু সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দুসপ্তাহ পর হয়ত সেলফ কোয়ারেন্টাইনের আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। প্রকোপ একেবারে কমে যেতে পারে, নইলে হয়ত ঘরে বসে বসেও আক্রান্ত হতে পারেন।

আসুন, আমরা আগামী দু-সপ্তাহ মাত্র তিনটে কাজ করি। বেশি না, তিনটে কাজ-

#এক, বাইরে বেরোনো বন্ধ করে দিই। বন্ধ মানে বন্ধ। পাড়ার দোকানটুকুও নয়। আত্মীয় বন্ধু প্রতিবেশী কারোর বাড়ি যাবেন না, তাদেরও নিজের বাড়িতে ডাকবেন না। যেখানে ভিড় বেশি, কুড়ি জনের বেশি লোক জমায়েত হয়েছে সে জায়গা এড়িয়ে চলুন, সে শপিং মল হোক কি ধর্মীয় স্থান। দুসপ্তাহ সেদ্ধ ভাত খেয়েই চালিয়ে নিই। চাল-ডাল-আলু-পেঁয়াজ মজুত আছে এতদিনে। বিরিয়ানি মশলা কিনতে না বেরোনোর প্রতিজ্ঞা করি।

#দুই, সাধারণ হাইজিন মেনে চলি। খাবার আগে বা এবং ঘন্টায় অন্তত একবার করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। নাকে-মুখে হাত যথাসম্ভব কম দিই।

#তিন, "আমি একা কি করব? সবাই তো মানছে না" - এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার মাধ্যমে যদি একজনও ক্ষতিগ্রস্থ হয় সে হল আপনার প্রিয়জন। বাবা-মা-স্বামী-স্ত্রী-সন্তান। যার সঙ্গে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাকে আপনিই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো? বয়স্ক মানুষ ছাড়াও যাদের হাইপ্রেসার, সুগার, হার্টের অসুখ, কিডনি, ক্যান্সার বা অন্য কোনো সাধারণ ক্রনিক রোগ আছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে তাঁদেরও মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যায়।

তিনটে বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইরে না বেরোনো। কতদিন না বেরিয়ে সম্ভব? ঠিক দু-সপ্তাহ। আপনি হয়ত স্ট্রং, সাধারণ ফ্লুয়ের উপসর্গও নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। কিন্তু চোদ্দদিনের মধ্যে আপনি যদি কোন অন্য মানুষের সংস্পর্শে আসেন তাহলে তাঁর জীবন বিপন্ন হতে পারে। এটা ভেবে শিক্ষিত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যদি এটুকু মেনে চলে তাহলেই আমরা নিরাপদ থাকব।

আসুন দেখিয়ে দিই, প্রথম বিশ্বও যেটা পারেনি, আমাদের গরিব দেশ সেটা করে দেখিয়েছে।

#বিঃদ্রঃ :একসাথে অনেক মানুষের কাছে পৌঁছনোর জন্য লেখাটা সার্কুলেট হওয়া জরুরি।কপি পেস্ট করে ছড়িয়ে দিন।

সংগৃহিত

17/01/2020

সিগারেট (!!)
সিগারেটই একমাত্র পণ্য যার গায়ে ঐ পণ্যের দুর্নাম লেখা থাকে।

ফ্যাক্টঃ ধূমপান ক্যান্সার ও মৃত্যুর কারণ।

সিআইএমসিএইচ এ  অতি স্বল্পমূল্যে সব ধরণের অর্থোপেডিক অপারেশন করা হয়।
27/12/2019

সিআইএমসিএইচ এ অতি স্বল্পমূল্যে সব ধরণের অর্থোপেডিক অপারেশন করা হয়।

Address

২০৬/১, হাজি চান্দমিয়া রোড, শমসের পাড়া, চান্দগাও, চট্টগ্রাম
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Quality with morality - CIMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Quality with morality - CIMCH:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category