Landsteiner Blood Bank & Transfusion Medicine Centre

Landsteiner Blood Bank & Transfusion Medicine Centre ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার একটি আধুনিক ও বিশেষায়িত ব্লাড ব্যাংক ও
(1)

ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার একটি আধুনিক ও বিশেষায়িত ব্লাড ব্যাংক ও রক্ত সঞ্চালন (blood transfusion) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম তথা বাংলাদেশে ব্লাড ব্যাংকিং ও রক্ত সঞ্চালন কে আধুনিক ও নিরাপদ করে আমাদের মূল লক্ষ্য। রক্ত সঞ্চালন স্বাস্থ্যসেবা খাতে একটু গুরুত্বপূর্ণ উপাদান। নিরাপদ রক্তসঞ্চালন এর মাধ্যমে এইখাতে ভূমিকা রেখে নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করতে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।

আমাদের রয়েছে পূর্ণাঙ্গ এবং অত্যাধুনিক প্রযুক্তির রক্ত সঞ্চালন ব্যবস্থা। আমাদের সুপ্রশিক্ষিত এবং অভিজ্ঞ রক্তসঞ্চালন কর্মী দ্বারা পরিচালিত রক্তসঞ্চালন ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ। চট্টগ্রামে আমরাই প্রথম বেসরকারি ব্লাড ব্যাংক যাদের রয়েছে অত্যাধুনিক HAEMONETICS MCS+ APHERESIS SYSTEM এবং CENTRIFUGE BLOOD SEPARATION MACHINE যা স্বয়ংক্রিয় ভাবে প্লাজমা সেপারেশন সহ আধুনিক সব সেবা প্রদানে সক্ষম। আমাদের আধুনিক ব্লাড গ্রুপিং ও স্ক্রিনিং পদ্ধতি আপনাকে দিবে ১০০% নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রক্ত সঞ্চালনের নিশ্চয়তা। আপনার জরুরি প্রয়োজনে আমরা ২৪ ঘন্টাই প্রস্তুত। তাই নিরাপদ ও নির্ঝঞ্ঝাট রক্তের প্রয়োজনে সবাই নির্ভর করে ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের উপর।

Address

1193/A R B Tower, O R Nizam Road, Mehdibag Circle
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Landsteiner Blood Bank & Transfusion Medicine Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram