
11/10/2025
🦷 অতিরিক্ত দাঁত (Supernumerary Tooth) – Mesiodens
অনেক সময় আমাদের মুখে স্বাভাবিক দাঁতের সংখ্যার চেয়ে এক বা একাধিক অতিরিক্ত দাঁত গজায় — একে বলা হয় Supernumerary teeth।
এর মধ্যে সবচেয়ে COMMON হলো Mesiodens, যা সাধারণত দুই সামনের দাঁতের মাঝখানে (palate বা তালুর দিকে) দেখা যায়।
🔹 লক্ষণ:
• সামনের দাঁত ঠিকভাবে বের না হওয়া বা বাকা হওয়া
• দাঁতের মাঝে ফাঁক তৈরি হওয়া
• মাঝে মাঝে মুখের ভেতর ছোট দাঁতের মতো গুটি দেখা যায়
🔹 সম্ভাব্য জটিলতা:
• দাঁত গজানোর পথে বাধা সৃষ্টি
• দন্তবিন্যাসের (alignment) সমস্যা
• হাসির সৌন্দর্য নষ্ট হওয়া
🔹 চিকিৎসা:
👉 এক্স-রে OPG বা CBCT করে সঠিক অবস্থান নির্ণয় করা হয়
👉 প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দাঁতটি তুলে ফেলা হয়
🩺 পরামর্শ:
আপনার শিশুর সামনের দাঁত যদি দেরিতে ওঠে, বাকা হয়ে ওঠে, বা দাঁতের মাঝে গুটি দেখা যায় —
তাহলে দেরি না করে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন
👨⚕️ডা. হাসানুল হাসিব
সহকারী অধ্যাপক
এফ সি পি এস ( ওরাল এন্ড ম্যাক্সিলফ্যাসিয়াল সার্জারি)
এম সি পি এস ( ডেন্টাল সার্জারি)
বি ডি এস
👩⚕️ডা. সায়মা সুলতানা শেলী
বি.ডি.এস.
ডি ডি এস ( বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি)
পিজিটি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি (ঢাকা ডেন্টাল কলেজ)
📍চেম্বার ১:ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
বড়পোল, হালিশহর, চট্টগ্রাম।
শনি থেকে বৃহ: বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
০১৮১২৭১১৪৭১
📍চেম্বার ২: ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
শেজান মেনশন , জেনারেল হসপিটাল এর পাশে, কক্সবাজার (প্রতি শুক্রবার)