
16/08/2025
🦷 ওরাল লাইখেন প্ল্যানাস (Oral Lichen Planus) – মুখগহ্বরের এক নীরব রোগ!
আপনার মুখের ভিতরে সাদা দাগ, জ্বালাপোড়া বা ঘা দেখা দিচ্ছে বারবার? এটি হতে পারে ওরাল লাইখেন প্ল্যানাস নামক একটি দীর্ঘমেয়াদি রোগ।
🔍 Oral lichen planus কী?
এটি মুখের ভিতরের ত্বক বা মিউকাস মেমব্রেনে হওয়া একটি প্রদাহজনিত অসুখ। এটি শরীরের ইমিউন সিস্টেমের গোলযোগের (Auto immune diseases) কারণে হয়, যেখানে শরীর নিজের কোষকেই আক্রমণ করে।
🧾 লক্ষণসমূহ:
✅ মুখের ভিতরে সাদা জালের মতো দাগ
✅ জ্বালাপোড়া বা ব্যথা
✅ ঘা বা আলসার
✅ খাবার খেতে কষ্ট হওয়া
✅ মাঝে মাঝে মাড়ির প্রদাহ
⚠️ কারা ঝুঁকিতে আছেন?
🔹 ৩০–৬০ বছর বয়সীরা
🔹 নারীরা (পুরুষের তুলনায় বেশি দেখা যায়)
🔹 যারা পান সুপারি জর্দা খান
🩺 চিকিৎসা:
Oral lichen planus সম্পূর্ণভাবে ভালো না হলেও নিয়মিত চিকিৎসা ও যত্নে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।
👉 স্টেরয়েড যুক্ত মলম
👉 মুখের পরিচ্ছন্নতা
👉 নিয়মিত ডেন্টাল চেকআপ
📢 সচেতন থাকুন, নিয়মিত মুখের যত্ন নিন এবং যে কোনো অস্বাভাবিক পরিবর্তনে ডাক্তারের পরামর্শ নিন।
মুখের চোয়াল ভাঙা, টিউমার, ক্যান্সার, আক্কেল দাঁত সার্জারি, ডেন্টাল ইমপ্লান্ট এর চিকিৎসার জন্য যোগাযোগ করুন।
ডা. হাসানুল হাসিব
এফ সি পি এস ( ওরাল এন্ড ম্যাক্সিলফ্যাসিয়াল সার্জারি)
এম সি পি এস ( ডেন্টাল সার্জারি)
বি ডি এস
ডা. সায়মা সুলতানা শেলী
বি.ডি.এস.
ডি ডি এস ( কোর্স)
পিজিটি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ( ঢাকা ডেন্টাল কলেজ)
চেম্বার ১:ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
বড়পোল, হালিশহর, চট্টগ্রাম।
শনি থেকে বৃহ: বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
০১৮১২৭১১৪৭১
চেম্বার ২: ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
শেজান মেনশন , জেনারেল হসপিটাল এর পাশে, কক্সবাজার (প্রতি শুক্রবার)