02/12/2025
যে ব্যর্থতাকে মানতে শেখে, সে সাফল্যকে অর্জন করতেও শেখে।”
ইমপ্লান্ট প্রস্থেসিস ফেলিওর ও হতে পারে !
আসুন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি ।
প্রধান কারণসমূহ
পেরি-ইমপ্লান্টাইটিস: এটি ইমপ্লান্টের চারপাশের হাড়ের একটি প্রদাহজনিত রোগ, যা ধীরে ধীরে হাড় ক্ষয় করে এবং অবশেষে ইমপ্লান্টকে আলগা করে দেয়।
অপর্যাপ্ত চোয়ালের হাড়: ইমপ্লান্ট বসানোর জন্য পর্যাপ্ত পরিমাণে হাড় না থাকলে এটি সঠিকভাবে যুক্ত হতে পারে না।
সংক্রমণ: ইমপ্লান্ট বসানোর জায়গায় সংক্রমণ হলে এটি ব্যর্থ হতে পারে।
ধূমপান: ধূমপান নিরাময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং ইমপ্লান্ট ব্যর্থতার ঝুঁকি বাড়ায়।
কিছু রোগ: অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মতো কিছু রোগ ইমপ্লান্টের সাফল্যের হার কমিয়ে দিতে পারে।
সঠিকভাবে প্রতিস্থাপন না করা: ইমপ্লান্টটি যদি সঠিকভাবে স্থাপন না করা হয়, তবে এটি নড়বড়ে হয়ে যেতে পারে।
মখগহ্বেরে যেকোনো টিউমার, চোয়াল ভাঙা, ক্যান্সার, ডেন্টাল ইমপ্লান্ট চিকৎসার জন্য যোগাযোগ করুন।
👨⚕️ডা. হাসানুল হাসিব
সহকারী অধ্যাপক
এফ সি পি এস ( ওরাল এন্ড ম্যাক্সিলফ্যাসিয়াল সার্জারি)
এম সি পি এস ( ডেন্টাল সার্জারি)
বি ডি এস
👩⚕️ডা. সায়মা সুলতানা শেলী
বি.ডি.এস.
ডি ডি এস ( বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি)
পিজিটি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি (ঢাকা ডেন্টাল কলেজ)
📍চেম্বার ১:ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
বড়পোল, হালিশহর, চট্টগ্রাম।
শনি থেকে বৃহ: বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
০১৮১২৭১১৪৭১
📍চেম্বার ২: ডা. হাসিব’স ডেন্টাল সার্জারি এন্ড ইমপ্লান্ট সেন্টার
শেজান মেনশন , জেনারেল হসপিটাল এর পাশে, কক্সবাজার (প্রতি শুক্রবার)