স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization

স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization শিক্ষা,শান্তি,সাম্য ও ঐক্যের ভিত্তিতে আধুনিক সমাজ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।

যারা ঢালাও ভাবে বলে "দেশপ্রেম" একটা হারিয়ে যাওয়া শব্দ, আমরা সে'দলের মানুষ নই

যারা কথায় কথায় ঠোঁট বাঁকিয়ে বলে "গোল্লায় গেছে এই দেশ। নাই রে ভাই, এই দেশের আর কোনো ভবিষ্যত নাই", আমরা তাদের সাথেও নেই।

আমরা জানি এবং বিশ্বাস করি, দেশ সেদিকেই যাবে, যেদিকে আমরা তাকে পথ দেখিয়ে নিয়ে যাব। খুশির ব্যাপার কি জানেন? দেশজুড়ে ছড়িয়ে থাকা অগুণতি মেধাবী মুখ প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দেশটা একা না। বুদ্ধিদীপ্ত, প্রতিজ্ঞাবদ্ধ অগুণতি তরুণ যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার। আমরা তাদের পাশে থেকে সাহস যোগাতে চাই, নিজেদের সাধ্যে যতটা কুলায়, ততটা দিয়ে ওদের এগিয়ে যাওয়ার পথটা মসৃন করতে চাই। একা হয়ত অনেককিছুই করতে পারব না, কিন্তু সবাই এক হলে, অনেক বড় স্বপ্নও সত্যি করে ফেলা সম্ভব।

''স্বপ্নতরী সংঘ" নিঃস্বার্থ এই দেশপ্রেমিকদের কথা বলবে - যেন তাদের দেখে আরো হাজার দেশপ্রেমিকের জন্ম হয়। "স্বপ্নতরী সংঘ" শুধু সমস্যা নিয়েই কথা বলবে না, বরং সবাইকে সাথে নিয়ে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়বে। যেখানেই কেউ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, "স্বপ্নতরী সংঘ" তাদের পাশে দাঁড়ানোর প্ল্যাটফর্ম।"স্বপ্নতরী সংঘ"একটি সংঘটন বা, নিছকই একটা টেলিভিশন প্রোগ্রাম না, শুধুই একটা ফেইসবুক পেইজ ও না। "স্বপ্নতরী সংঘ" একটা পথচলার নাম, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে কিছু করে দেখানোর বিশ্বাসের নাম।

শুরুটা তো হোক। দেখি না কি হয়। দেশটা তো আমাদেরই, তাই না?

^^^ স্বপ্নতরী সংঘ- shopnotory organization ^^^

উচ্চ শিক্ষার পথেআলোকিত অগ্রযাত্রা স্লোগানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ স্বপ্নতরী সংঘের সহয...
04/06/2025

উচ্চ শিক্ষার পথে
আলোকিত অগ্রযাত্রা স্লোগানে
উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ স্বপ্নতরী সংঘের সহযোগিতায় কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা বর্তমান স্কুলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের কাথরিয়া ইউনিয়ন শিক্ষায় কেন বাঁশখালির অনান্য ইউনিয়ন থেকে পিছিয়ে আছে সেটা খোঁজে বের করে সেখান থেকে উত্তোরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
স্কুলের বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওবাইদুল্লাহ স্যার।
স্বপ্নতরী সংঘ কাথরিয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্কুলের যেকোনো কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।

হারানো বিজ্ঞপ্তি...❗❗নাম: সাজেদুল ইসলাম ওয়ালিদবাবার নাম : জহিরুল ইসলামবাড়ি:ছমদ মিয়ার বাপের বাড়িগ্রাম : বরইতলী ওয়ার্ড নং ...
04/05/2025

হারানো বিজ্ঞপ্তি...❗❗
নাম: সাজেদুল ইসলাম ওয়ালিদ
বাবার নাম : জহিরুল ইসলাম
বাড়ি:ছমদ মিয়ার বাপের বাড়ি
গ্রাম : বরইতলী ওয়ার্ড নং ০৮
শ্রেণি:৭ম
মাদ্রাসার নাম: আল- আমিন বারিয়া দরসে নিযামী মাদ্রাসা,রাস্তার মাথা
বয়স:১৫
গায়ের রং- ফর্সা
এই কাবুলি টা পরা ছিলো।
মাদরাসার হোস্টেল থেকে কোথায় চলে গেছে পাওয়া যাচ্ছে না।সব জায়গায় খোঁজ হয়েছে। খুঁজে দিন। প্লিজ 🙏
যোগাযোগ : 01888617165,01877602840

নাম তফসিরপিতা সোহাগঠিকানা :কাথরিয়া, বাঁশখালি,চট্টগ্রাম। সে চট্টগ্রাম শহরের জামেয়ার প্বার্শবর্তী মদিনাতুল আউলিয়া তাহফিজুল...
13/04/2025

নাম তফসির
পিতা সোহাগ
ঠিকানা :কাথরিয়া, বাঁশখালি,চট্টগ্রাম।
সে চট্টগ্রাম শহরের জামেয়ার প্বার্শবর্তী মদিনাতুল আউলিয়া তাহফিজুল কুরআন একাডেমির ছাত্র।
মাদ্রাসা থেকে বের হওয়ার তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
কেউ যদি তার কোন সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
018177031337/01819360106

🏆 আলোকিত চাঁপাছড়ি ফুটবল টুর্নামেন্টে কাথরিয়া স্বপ্নতরীর গৌরবময় জয়! ⚽🔥আলোকিত চাঁপাছড়ি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কা...
10/03/2025

🏆 আলোকিত চাঁপাছড়ি ফুটবল টুর্নামেন্টে কাথরিয়া স্বপ্নতরীর গৌরবময় জয়! ⚽🔥

আলোকিত চাঁপাছড়ি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কাথরিয়া স্বপ্নতরী ফুটবল একাদশ দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স! প্রতিপক্ষকে ৩-১ গোলে পরাজিত করে তারা অর্জন করেছে জয়।

💫 ম্যাচের সেরা খেলোয়াড় (Man of the Match) হয়েছেন বাদশা, যিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন।

এই বিজয় শুধুমাত্র স্কোরবোর্ডের নয়, এটি আমাদের পরিশ্রম, ঐক্য এবং মাঠে লড়াইয়ের প্রতিফলন।

স্বপ্নতরীর পক্ষ থেকে বিজয়িদের প্রতি শুভকামনা! 🏆💙✨

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এ ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষার পাশাপাশি শিশ...
16/02/2025

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এ ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন পড়ে খেলাধুলার।একটা সময় ছিল আমাদের কাথরিয়া ইউনিয়নের পশ্চিম বাগমারা গ্রামে অবস্থিত "সেবাখোলার মাঠে" খেলাধুলায় মুখর থাকত।কিনতু ভাগ্যের নির্মম পরিহাস ভূমিদস্যুদের বদ নজরে পড়েছে সেই ঐতিহ্যবাহী "সেবাখোলার মাঠ"।এক বছরের ব্যবধানে অচেনা হয়ে গেছে " সেবাখোলার মাঠ "। #স্বপ্নতরী সংঘ ভূমিদস্যুদের হীন কর্মকান্ডের ধিক্কার জানাচ্ছে এবং সেই সাথে বাঁশখালি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি জানাচ্ছে অবিলম্বে কাথরিয়া ইউনিয়নের প্রাণ " সেবাখোলার মাঠ"রক্ষা করে ইউনিয়নের যুবকদের শারীরিক, মানসিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য।সেই সাথে কাথরিয়ার শিক্ষিত যুবক এবং সচেতন মহলের প্রতি আহবান থাকবে "সেবাখোলার মাঠ" রক্ষায় আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন৷ এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন✊✊

30/01/2025

🔥 𝐓𝐡𝐞 𝐃𝐞𝐜𝐢𝐬𝐢𝐯𝐞 𝐒𝐡𝐨𝐭 𝐛𝐲 𝐉𝐮𝐧𝐚𝐲𝐞𝐝 (𝟐) ⚽

ট্রাইব্রেকারে প্রথম ৩টি শটের পর 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 (৫ নং ওয়ার্ড) ও প্রতিপক্ষ দল ছিল ১-১ গোলে সমতায়। এরপর শুরু হয় সাডেন ডেথ—একটা একটা করে শট, যেখানে একটি ভুল মানেই হার!

ঠিক তখনই জুনাইদ (২) সামনে এসে নির্ভরতার প্রতীক হয়ে জালের ঠিকানা খুঁজে নেয় অসাধারণ শটে! ⚽🔥 এরপর প্রতিপক্ষ দল যখন তাদের শট নেয়, সবাই থমকে গিয়েছিল... কিন্তু তারা মিস করে!

এভাবেই নিশ্চিত হয় 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜-এর দুর্দান্ত জয়! 🎉🏆

স্বপ্নতরীর পক্ষ থেকে চ্যাম্পিয়নদের প্রতি অভিনন্দন! 💙✨

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💌
স্বপ্নতরী পরিবার 💗

🏆 অভিনন্দন জুনাইদ! 🔥কোটপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 (৫ নং ওয়ার্ড)-এর হয়...
30/01/2025

🏆 অভিনন্দন জুনাইদ! 🔥

কোটপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 (৫ নং ওয়ার্ড)-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেল ম্যান অফ দ্যা ম্যাচ জুনাইদ (2)!

তার অসাধারণ ডিফেন্সিভ পারফরম্যান্স দলকে শক্ত ভিতের ওপর রাখে, আর ট্রাইব্রেকারে জয়সূচক গোল করে দলের জয় নিশ্চিত করে!

স্বপ্নতরীর পক্ষ থেকে জুনাইদকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন! ⚽🔥🎉

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💝
স্বপ্নতরী পরিবার 💗

🏆 অভিনন্দন 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 🔥কোটপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখি...
30/01/2025

🏆 অভিনন্দন 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 🔥

কোটপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 (৫ নং ওয়ার্ড) জয় ছিনিয়ে নিয়েছে!

নকআউট পর্বের ম্যাচটি মূল সময়ের খেলায় ০-০ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে প্রথমে তিনটি শট করে দুই দল, যেখানে স্কোর দাঁড়ায় ১-১। এরপর সাডেন ডেথে ২-১ গোল ব্যবধানে 𝗨𝗡𝗜𝗧𝗘𝗗 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 জয় নিশ্চিত করে!

এই সাফল্য তাদের পরিশ্রম, একতা ও খেলোয়াড়সুলভ মানসিকতার উজ্জ্বল উদাহরণ।

স্বপ্নতরীর পক্ষ থেকে চেম্পিয়ানদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉⚽🔥

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💗
স্বপ্নতরী পরিবার 💞

29/01/2025

🔥 𝗧𝗵𝗲 𝗗𝗲𝗰𝗶𝘀𝗶𝘃𝗲 𝗕𝗮𝘁𝘁𝗹𝗲: 𝗧𝗿𝗶𝘂𝗺𝗽𝗵 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗧𝗶𝗲𝗯𝗿𝗲𝗮𝗸𝗲𝗿! ⚽🏆

কোটপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে 𝐔𝐍𝐈𝐓𝐄𝐃 𝐒𝐖𝐀𝐏𝐍𝐎𝐓𝐎𝐑𝐈 (৫ নং ওয়ার্ড) এর উত্তেজনাপূর্ণ নকআউট ম্যাচ!

নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল 0-0। এরপর শুরু হয় স্নায়ুচাপের ট্রাইব্রেকার। প্রথম ৩ শটে দুই দলই 1-1 সমতায় থাকার পর, একে একে নেওয়া শটের লড়াইয়ে শেষ পর্যন্ত 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় 𝐔𝐍𝐈𝐓𝐄𝐃 𝐒𝐖𝐀𝐏𝐍𝐎𝐓𝐎𝐑𝐈.....

এই জয় শুধুই একটি স্কোরলাইন নয়, এটি সাহস, আত্মবিশ্বাস ও দলীয় সংহতির প্রতিচ্ছবি।
স্বপ্নতরীর পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য অসংখ্য শুভেচ্ছা! 🎉🔥

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💝
স্বপ্নতরী পরিবার 🤍

🏟️ 𝗙𝗥𝗜𝗘𝗡𝗗𝗦 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 Begins Their Journey in a New Tournament! ⚽ ⚽শহিদ আবরার ও আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তাদের...
28/01/2025

🏟️ 𝗙𝗥𝗜𝗘𝗡𝗗𝗦 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 Begins Their Journey in a New Tournament! ⚽ ⚽

শহিদ আবরার ও আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে 𝗙𝗥𝗜𝗘𝗡𝗗𝗦 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜। বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ হয় ১:১ গোলে ড্রতে।

স্কোর: 𝗙𝗥𝗜𝗘𝗡𝗗𝗦 𝗦𝗪𝗔𝗣𝗡𝗢𝗧𝗢𝗥𝗜 : ১
অগ্রদূত ক্লাব: ১

তাদের এই যাত্রা সামনে আরও গৌরবময় হোক। স্বপ্নতরীর পক্ষ থেকে অনেক শুভকামনা।
Stay connected for updates! 🎉

🏆𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀 𝗦𝘄𝗮𝗽𝗻𝗼𝘁𝗼𝗿𝗶 𝗦𝗵𝗶𝗻𝗲𝘀 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗢𝗹𝘆𝗺𝗽𝗶𝗰 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗧𝗼𝘂𝗿𝗻𝗮𝗺𝗲𝗻𝘁! 🌟আলহামদুলিল্লাহ! পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া ফুটবল একাডেমি আ...
24/01/2025

🏆𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀 𝗦𝘄𝗮𝗽𝗻𝗼𝘁𝗼𝗿𝗶 𝗦𝗵𝗶𝗻𝗲𝘀 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗢𝗹𝘆𝗺𝗽𝗶𝗰 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗧𝗼𝘂𝗿𝗻𝗮𝗺𝗲𝗻𝘁! 🌟

আলহামদুলিল্লাহ! পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া ফুটবল একাডেমি আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে ফ্রেন্ডস স্বপ্নতরী কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তাদের দারুণ পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রম এনে দিয়েছে এই সাফল্য।

ম্যাচের ফলাফল: মূল খেলায় ০-০ ড্র হওয়ার পর, উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ফ্রেন্ডস স্বপ্নতরী ৩-২ ব্যবধানে বৈলছড়ি ফুটবল একাদশকে পরাজিত করেছে।

বিশেষ অভিনন্দন নাজিমকে, যিনি অসাধারণ খেলার মাধ্যমে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তাঁর নৈপুণ্য পুরো দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে।

ফ্রেন্ডস স্বপ্নতরীর জন্য অনেক শুভকামনা। তাদের এই অগ্রযাত্রা হোক আরও দুর্দান্ত। সামনে আরও সাফল্যের গল্পের জন্য প্রস্তুত হওয়া যাক!

Stay tuned, Swapnotori always inspires! 🎉

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💝
স্বপ্নতরী পরিবার 💗

স্বেচ্ছায় দান: পৃথিবীর সুস্থতায় এক অনন্য অবদান...মানবতার সেবা করতে প্রয়োজন হৃদয়ের উদারতা। এই ছোট্ট দানই হতে পারে কারও নত...
24/01/2025

স্বেচ্ছায় দান: পৃথিবীর সুস্থতায় এক অনন্য অবদান...

মানবতার সেবা করতে প্রয়োজন হৃদয়ের উদারতা। এই ছোট্ট দানই হতে পারে কারও নতুন জীবনের গল্প। আসুন, এগিয়ে আসি, পৃথিবীকে করি আরও সুস্থ ও সুন্দর।

স্বপ্নতরী ব্লাড ব্যাংক- Swapnotori Blood Bank 💗

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram