04/06/2025
উচ্চ শিক্ষার পথে
আলোকিত অগ্রযাত্রা স্লোগানে
উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ স্বপ্নতরী সংঘের সহযোগিতায় কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা বর্তমান স্কুলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের কাথরিয়া ইউনিয়ন শিক্ষায় কেন বাঁশখালির অনান্য ইউনিয়ন থেকে পিছিয়ে আছে সেটা খোঁজে বের করে সেখান থেকে উত্তোরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
স্কুলের বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওবাইদুল্লাহ স্যার।
স্বপ্নতরী সংঘ কাথরিয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্কুলের যেকোনো কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।