Nipa Thalukdar

Nipa Thalukdar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nipa Thalukdar, Medical and health, Chittagong.

হিংসু*ক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপন...
06/02/2025

হিংসু*ক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে; কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটেনা, সে নিজের পায়ে ভর করেই দৌঁড়ায়।

আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ১০ ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারও কাছে তা গুরুত্ব নাও পেতে পারে!

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আল্টিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। শচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে, তাতে কার কি আসে; বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিলো, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আল্টিমেটলি দিনশেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে।

বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিলো। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন, তবে আপনি একটা গর্ত করতে পারবেন। আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে। আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে; কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।

সুতরাং সৎ থেকে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমালোচনা এড়িয়ে চলুন।
#জীবন_চক্র

ক্ষমতা, শক্তি, অবস্থান, টাকাপয়সা চিরস্থায়ী নয়।
27/10/2024

ক্ষমতা, শক্তি, অবস্থান, টাকাপয়সা চিরস্থায়ী নয়।

শিক্ষিত বেকারদের নিয়ে শিক্ষণীয় গল্প:                     "স্বপ্নের পথে"ফাহিম ছিল গ্রামের একটি শিক্ষিত ছেলে। অনেক কষ্ট কর...
13/10/2024

শিক্ষিত বেকারদের নিয়ে শিক্ষণীয় গল্প:
"স্বপ্নের পথে"
ফাহিম ছিল গ্রামের একটি শিক্ষিত ছেলে। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে, সে তার স্বপ্নের চাকরির জন্য প্রস্তুত হচ্ছিল। ছোটবেলা থেকেই ফাহিমের স্বপ্ন ছিল একটি ভালো চাকরি করে তার পরিবারের দুঃখ ঘোচাবে। বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে স্নাতক পাস করার পর, সে আশা করেছিল যে চাকরির বাজারে তার জন্য একটি ভালো সুযোগ অপেক্ষা করছে।

কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ফাহিম চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করতে থাকে, একের পর এক ইন্টারভিউ দেয়, কিন্তু কোনো চাকরি সে পাচ্ছিল না। দিন দিন তার হতাশা বাড়তে থাকে। গ্রামের লোকজনও ফাহিমকে নিয়ে কথা বলতে শুরু করে—“এত পড়াশোনা করে কি লাভ হলো? চাকরিই তো পেল না।” তার পরিবারও অস্থির হয়ে পড়েছিল, বিশেষ করে তার বাবা-মা, যারা তার শিক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন।

একদিন, ফাহিমের বন্ধু হাসান তার সাথে দেখা করতে আসে। হাসান শহরে ছোট একটা ব্যবসা শুরু করেছে। সে ফাহিমকে বলল, “ফাহিম, তুমি অনেক মেধাবী, কিন্তু শুধু চাকরির জন্য অপেক্ষা করলে সময় নষ্ট হবে। চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাও, কিন্তু পাশাপাশি কিছু নতুন কিছু করো। নিজের দক্ষতা কাজে লাগাও। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে, যারা শুধু অপেক্ষা করছে, কিন্তু কিছু করার সাহস নিচ্ছে না। তুমি যদি ইচ্ছে করো, আমার ব্যবসায় আমাকে সাহায্য করতে পারো।”

ফাহিম প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে সবসময় চাকরির আশায় ছিল। কিন্তু কয়েকদিন ভেবে, সে সিদ্ধান্ত নিল যে হাসানের পরামর্শ মন্দ নয়। সে হাসানের সাথে কাজ শুরু করল। ধীরে ধীরে ফাহিম নতুন অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং দেখল যে, ব্যবসায়ও অনেক সম্ভাবনা আছে। পাশাপাশি, সে বিভিন্ন অনলাইন কোর্স করে নিজের দক্ষতা আরও বাড়াতে শুরু করে।

কিছুদিন পর, ফাহিম একটি চাকরির ইন্টারভিউয়ে সফল হয় এবং ভালো একটা চাকরি পায়। কিন্তু ততদিনে ফাহিমের চিন্তাধারা অনেক বদলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে চাকরি ছাড়াও জীবনে আরও অনেক কিছু করা যায়, নিজের মেধা ও পরিশ্রম দিয়ে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব।

ফাহিমের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তাকে শুধু একটি চাকরি নয়, বরং জীবনে সফল ও সার্থক করে তুলেছিল। গ্রামের অন্য শিক্ষিত বেকার যুবকরাও তার এই সাফল্য দেখে অনুপ্রাণিত হয় এবং অনেকেই নিজেরাই কিছু করার উদ্যোগ নেয়।

এই গল্প আমাদের শিক্ষা দেয় যে, শুধু চাকরির জন্য অপেক্ষা না করে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার সাহস নেওয়াই উচিত। চাকরি যদি পাওয়া যায়, ভালো; না পেলেও হতাশ না হয়ে, জীবনের অন্য জন্য অন্বেষণ করাই বুদ্ধিমানের কাজ।

Beautiful 🌼💞
06/10/2024

Beautiful 🌼💞

19/08/2024

"যতদিন পর্যন্ত শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি পাওয়া হবে ততদিন পর্যন্ত এই সমাজে শুধু চাকরই জন্মাবে"মালিক নয়"

05/08/2024

বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ! আমরা এখন স্বাধীন 🤲🤲🤲🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💚

29/06/2024

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরকা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa Thalukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram