দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ

দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র।

ভর্তি হতে এখনই মেসেজ অথবা ফোন করুন। ☎️☎️ 01710-839644

আসসালামু আলাইকুম,

✅ সেবা, আস্থা ও বিশ্বস্তার প্রতিক " IBN Sina Polyp Piles Treatment & Training Centre Bangladesh "

✅ আপনাদের ভালবাসায় আর সহযোগিতায় আমরা Polyp Piles Treatment & Training সেবা নিয়ে কাজ করে যাচ্ছি। অপারেশন ছাড়া! নাকের পলিপাস ( মাংস বৃদ্ধি), পাইলস ও এনাল
ফিসার রোগের স্থায়ী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

✅ Polyp Piles Treatment & Training সেবার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

✅ য

োগাযোগ:
IBN Sina Polyp Piles Treatment & Training Centre Bangladesh
☎ 01776-597100
হাটহাজারী বড় মাদ্রসার সামনে, হাটহাজারী, চট্রগ্রাম

✅ অনুগ্রহ করে লাইক, ফলো, শেয়ার করুন এবং পাশে থাকুন, ধন্যবাদ।

19/03/2025

আপন ভাইকে যাকাতের টাকা দেওয়া যাবে কী?

উত্তর:-
و عليكم السلام و رحمة الله
بسم الله الرحمان الرحيم.
حامدا و مصليا و مسلما اما بعد۔
হ্যাঁ যাবে।
দলিল সমূহ:-

وَقُيِّدَ بِالْوِلَادِ لِجَوَازِهِ لِبَقِيَّةِ الْأَقَارِبِ كَالْإِخْوَةِ وَالْأَعْمَامِ وَالْأَخْوَالِ الْفُقَرَاءِ بَلْ هُمْ أَوْلَى؛ لِأَنَّهُ صِلَةٌ وَصَدَقَةٌ.

وَفِي الظَّهِيرِيَّةِ: وَيَبْدَأُ فِي الصَّدَقَاتِ بِالْأَقَارِبِ، ( رد المحتار-2/346

والله اعلم بالصواب.

উত্তর দিয়েছেন
মামুনুর রশিদ
শিক্ষার্থী , দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ।

💫💫তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা অনলাইনে  কোর্সে ভর্তি  চলছে ।💌💌ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন।https:...
19/03/2025

💫💫তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা
অনলাইনে কোর্সে ভর্তি চলছে ।

💌💌ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন।
https://chat.whatsapp.com/EqiQxbK3PpULNOclOcaYHB

18/03/2025

যাকাত সম্পর্কে কয়েকটি মাসয়ালা আমার/আমাদের জানার ইচ্ছা।

*আমরা অনেকেই যাকাত সম্পর্কে হিসাব করতে গেলে স্বর্ণ হিসাব করি যার কারণে স্বর্ণের সমানের পরিমাণ আমাদের সম্পদ হয় না আর যাকাত দেওয়া হয় না।*

১নংপ্রশ্ন:- এখন যাকাত হিসেবের ক্ষেত্রে আমরা কোন মাসয়ালা হিসাব করব?

২নংপ্রশ্ন :- সর্বনিম্ন কত টাকার মালিক হলে যাকাত দেওয়া ফরজ হবে?

৩ নংপ্রশ্ন :- আমি নেসাব পরিমাণ সম্পাদের মালিক কবে হয়েছি সেই তারিখ সঠিক জানা নেই এখন আমার করনীয় কি?

৪ নংপ্রশ্ন:- আমি কোন দিনের সম্পদ এর টাকা হিসাব করে যাকাত দিবো?

উওর:-
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما اما بعد

🖊️🖊️ ১নং প্রশ্নের উত্তর:-
ইসলামী ফিক্বহের মূলনীতি হল, যাকাত ও ওয়াকফের ক্ষেত্রে যে বিষয়টি গরীবদের জন্য অধিক উপকারী সেটিকেই গ্রহণ করা হয়ে থাকে।

✍️✍️২নং প্রশ্নের উত্তর: -
যে ব্যক্তির নিকট ৭.৫০ তোলা স্বর্ন বা ৫২.৫০ তোলা রূপা অথবা এর সমপরিমান অর্থ এক বছর কাল পর্যন্ত থাকে তার উপর যাকাত ফরজ।

📢📢স্বর্ণ এবং রুপার দাম যেহুতু উঠা নামা করে তাই স্বর্ণকার থেকে জেনে নিবেন।

উদাহরন স্বরুপ :-(For Example)
১৫০০ টাকা রুপার বড়ি হলে ৭৮৭৫০ টাকার উপর এক বছর মালিক থাকলেই জাকাত ফরজ।

৩নং প্রশ্নের উত্তর:-
আপনি সম্ভাব্য একটা তারিখ মনে করুন যে আপনার সর্বনিম্ন ৫২.৫০ তোলা রুপা অথবা ৭.৫০ তোলা স্বর্নের মূল্যের মালিক কখন হয়েছেন যদি মনে করেন এক বছর হয়েছে তাহলে আপনার উপর যাকাত ফরজ।

৪নং প্রশ্নের উত্তর:-

আপনি যেদিন যাকাত আদায় করবেন সেদিন আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদের হিসাব করে ৪০ ভাগের এক ভাগ যাকাত আদায় করবেন । এবং তারিখ মনে রাখবেন যাতে করে পরবর্তীতে সঠিক তারিখ জানা থাকে।

দলীল সমূহ:-

فى الدر المختار-وَلَوْ بَلَغَ بِأَحَدِهِمَا نِصَابًا دُونَ الْآخَرِ تَعَيَّنَ مَا يَبْلُغُ بِهِ، وَلَوْ بَلَغَ بِأَحَدِهِمَا نِصَابًا وَخُمُسًا وَبِالْآخَرِ أَقَلَّ قَوَّمَهُ بِالْأَنْفَعِ لِلْفَقِيرِ (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال-3/229، وكذا فى الهداية-1/196، وكذا فى الهندية-1/179، وكذا فى التاتارخانية-2/237، وكذا فى المبسوط للسرخسى-2/191

وفى رد المحتار- ( قوله إلى نصاب ) قيد به ؛ لأنه لو كان النصاب ناقصا وكمل بالمستفاد فإن الحول ينعقد عليه عند الكمال ، بخلاف ما لو هلك بعض النصاب في أثناء الحول فاستفاد ما يكمله فإنه يضم عندنا ، وأشار إلى أنه لا بد من بقاء الأصل ؛ حتى لو ضاع استأنف للمستفاد حولا منذ ملكه ، فإن وجد منه شيئا قبل الحول ولو بيوم ضمه وزكى الكل ،

(رد المحتار، كتاب الزكاة، باب زكاة الغن ১১৪ নাম্বার পৃষ্ঠা،
بدائع الصنائع-দ্বিতীয় খন্ড 15 নাম্বার পৃষ্ঠা

والله اعلم بالصواب

উত্তর প্রধানে
মুফতি ইসমাইল বিন গনি রাজা
মুহতামিম দারুল ইফতা হাটহাজারী, বাংলাদেশ

17/03/2025

💫💫তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা
অনলাইনে কোর্সে ভর্তি চলছে ।

ভর্তি হতে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।

17/03/2025

প্রশ্ন:-

( গ্রামের মাসজিদ তাই ইমামের যে বেতন ধার্য করা তা সব মুসল্লীদের থেকে উঠে না) তাই প্রতি শুক্রবার দান বাস্কে যে টাকা উঠে তা বেতনের সাথে যোগ করে ইমাম কে দেয়া হয় এটার বিধান কি??

কেননা মাসজিদের দান বাস্কের টাকাতো উন্নয়নের জন্য উঠানো হয়।

উওর:-

بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما اما بعد.

মসজিদে মুসল্লীগণ দান করে থাকেন মসজিদের প্রয়োজনে সেই টাকা ব্যয় করার জন্য। আর ইমাম মুয়াজ্জিনের বেতন সেই জরুরুতের অন্তর্ভূক্ত। তাই মসজিদের দানবাক্সের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়া জায়েজ আছে।

ويبدأ من غلته بعمارته ثم ما هو أقرب لعمارته كإمام ومدرس مدرسة يعطون بقدر كفايتهم
(الدر المختار مع الشامى، كتاب الوقف،
৬ নাম্বার খন্ড ৫৯৯পৃষ্ঠা، هندية- দ্বিতীয় খন্ড৩৬৮প্রষ্ঠা
، البحر الرائق-পঞ্চম খন্ড ৩৫৬নং পৃষ্ঠা

والله اعلم بالصواب
উত্তর প্রধানে
মুফতি ইসমাইল বিন গনি রাজা
মুহতামিম দারুল ইফতা হাটহাজারী, বাংলাদেশ

16/03/2025

নাম:হুসাইন আহমদ। পিতা:নওয়াব আলি।ঠিকানা :আকবর কমপ্লেক্স। মিরপুর ১। ঢাকা
প্রশ্ন কাঁকড়া খাওয়া কী?

উওর:-
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما اما بعد

হানাফী মাযহাব মতে নদীনালার শুধু মাছই খাওয়া জায়েজ। অন্য কোন প্রাণী খাওয়া জায়েজ নয়। সেই হিসেবে কাঁকড়া যেহেতু মাছের মাঝে গণ্য নয়, তাই হানাফী মাযহাব অনুসারে তা খাওয়া বৈধ নয়। [ফাতওয়া কাসিমীয়া-২৪/১২২]

ولا يأكل من حيوان الماء إلا السمك، وقال: مالك وجماعة من اهل العلم بإطلاق جميع ما فى البحر الخ (هداية، كتاب الذبائح-4/442، تبيين الحقائق-6/469)

ولا يحل حيوان مائى الا السمك (رد المحتار-9/441)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন
মুফতি ইসমাইল বিন উসমান গনি
শিক্ষক দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ।

16/03/2025

নাম:হুসাইন আহমদ। পিতা:নওয়াব আলি।ঠিকানা :আকবর কমপ্লেক্স। মিরপুর ১। ঢাকা.

প্রশ্ন:-
আমার একটা বিষয় জানতে চাই ঘোড়ার গোস্তো খাওয়া কি জায়েয। দয়া করে একটু তাড়াতাড়ি ও বিস্তারিত জানালে ভালো হতো

উওর:-

بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما اما بعد

ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু গণহারে ঘোড়ার গোশত খেলে জিহাদের সময় তা দ্বারা খেদমত নিতে সমস্যা হতে পারে। তাই ইমাম আবু হানিফা রহ. বলেছেন, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ।

الفتاوى الهندية (5/ 290):

" يكره لحم الخيل في قول أبي حنيفة رحمه الله تعالى، خلافاً لصاحبيه، واختلف المشايخ في تفسير الكراهة، والصحيح أنه أراد بها التحريم، ولبنه كلحمه، كذا في فتاوى قاضي خان. وقال الشيخ الإمام السرخسي: ما قاله أبو حنيفة رحمه الله تعالى أحوط، وما قالا أوسع، كذا في السراجية

বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধও হয়ে যায়নি। তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়।

তাছাড়া হাদীস শরীফে এসেছে, হযরত খালিদ ইবনে ওলীদ রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে
নিষেধ করেছেন। (সুনানে নাসাঈ ৮/২০৬; সুনানে আবু দাউদ ২/৫৩১)

নিষিদ্ধতার মূল সূত্র হচ্ছে উক্ত হাদীস। আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিলমাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদীসের কারণে মাকরূহ তানযীহি থাকবে।

والله اعلم بالصواب

উত্তর প্রদানে:- নুসাইবা জান্নাত আফরা
বাংলাদেশ শিক্ষার্থী দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ।

15/03/2025

💫💫তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা
অনলাইনে কোর্সে ভর্তি চলছে ।

শর্ত সাপেক্ষে:-
📢📢নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে ।

🇲🇬🇲🇬 দারুল ইফতা হাটহাজারী, বাংলাদেশ 🇲🇬🇲🇬

💫💫শুধুমাত্র কর্মব্যস্ত উলামায়ে কিরাম যারা চাকরি ছেড়ে অথবা বাসা থেকে বের হয়ে মাদরাসায় গিয়ে দারস গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য বিশেষ এই অনলাইন ইফতা বিভাগ।

⚠️ যাদের পক্ষে মাদরাসায় গিয়ে সরাসরি দারসে অংশগ্রহণ সম্ভব, তারা অবশ্যই আবাসিক ইফতা বিভাগে ভর্তি হবেন। অনলাইন ইফতা আপনাদের জন্য নয়।
1. আমাদের প্রতিষ্ঠানের দরস প্রদান করবেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ইফতার সমাপ্ত করী একঝাঁক তরুণ মুফতীগন,,
2. আমাদের প্রতিষ্ঠানে ক্লাসগুলো অফলাইনের মতন হবে অর্থাৎ সপ্তাহে 5দিন ক্লাস হবে. একদিন মুহাজারা ।
3. আমাদের ইফতা সার্টিফিকেটে কমপক্ষে 5 জন মুফতী সাহেবের সিগনেচার থাকবে ।
4. 100+ তামরিন করানো হবে ইনশাআল্লাহ ❤️
5. মাসিক পরিক্ষা এবং প্রথম স্থান অর্জন করীদের কে হাদিয়া প্রদান করা হবে ইনশাআল্লাহ।
6. অত্র প্রতিষ্ঠান থেকে ইফতা সমাপনী কারীকে পাগরী প্রদান করা হবে।
7. খুব সহজে মোবাইল দিয়ে তামরিন করানোর পদ্ধতি শিখানো হবে ইনশাআল্লাহ ❤️ ❤️

🖊️🖊️ যে কিতাব গুলো আমাদের নেসাবে পড়ানো হবে ইনশাআল্লাহ তা নিম্নে দেওয়া হলো।

1.উসূলে ইফতা
2. আল আশবাহ ওয়ান নাযাইর
3.কাওয়াইদুল ফিকাহ
4.ফিকহি মাকালাত
5.শরহে উকূদু রসমলি মুফতি
6.মুকাদ্দামাতুদ দুররিল মুখতার
7.উসুলুল ইফতা ওয়া আদাবুহু
8.আল-ফাতহুর রাব্বানী
9.ফিকহুল বুয়ু (১-২)
10.ইখতিলাফে উম্মত আওর সিরাতে মুসতাকিম

☎️☎️বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01814-777043 অথবা 01710-839644(WhatsApp+Imo)

06/03/2025

তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা
অনলাইনে কোর্সে ভর্তি চলছে ।

06/03/2025
05/03/2025

🚙🚙ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে🚙🚙

দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ এ ভর্তি চলছে।
রমাদান মাসে ভর্তি হলেই পাচ্ছেন 70% ডিসকাউন্ট মাত্র 300 টাকা
সাথে পাবেন হাদিয়া এবং স্টুডেন্ট আইডি কার্ড।

আপনি কি দাওরা হাদিস শেষ করেছেন?? অথবা ফাজিল পাস করেছেন?? চাচ্ছেন খেদমতের পাশাপাশি ইফতা পড়ার জন্য। তাই আমরা আপনাদের জন্য অনলাইনে ইফতা পড়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ।

এত অনলাইন ইফতার ভিড়ে।আপনি কেন আমাদের প্রতিষ্ঠানকে বেছে নিবেন???

1. আমাদের প্রতিষ্ঠানের দরস প্রদান করবেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ইফতার সমাপ্ত করী একঝাঁক তরুণ মুফতী,,
2. আমাদের প্রতিষ্ঠানে ক্লাসগুলো অফলাইনের মতন হবে অর্থাৎ সপ্তাহে 5দিন ক্লাস হবে. একদিন মুহাজারা ।
3. আমাদের ইফতা সার্টিফিকেটে কমপক্ষে 5 জন মুফতী সাহেবের সিগনেচার থাকবে ।
4. 100+ তামরিন করানো হবে ইনশাআল্লাহ ❤️
5. মাসিক পরিক্ষা এবং প্রথম স্থান অর্জন করীদের কে হাদিয়া প্রদান করা হবে ইনশাআল্লাহ।
6. অত্র প্রতিষ্ঠান থেকে ইফতা সমাপনী কারীকে পাগরী প্রদান করা হবে।

Address

হাটহাজারী, বাংলাদেশ
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ইফতা হাটহাজারী বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share