21/03/2020
করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুনঃ
১।সংক্রামক ব্যাধি হাসপাতাল
(Infectious Disease Hospital)
ঠিকানাঃমহাখালী বাস স্ট্যান্ড এর সামনে ,ঢাকা।
২।কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ এম ই এস বাস স্ট্যান্ড এর সামনে,
হোটেল রেডিসনের বিপরীত পাশে,ঢাকা।
ফোন নাম্বারঃ +880255062350, 55062201,
55062349
৩।কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানাঃ ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা,ঢাকা
মোবাঃ 01999-956290
৪।ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবু বাজার ব্রিজ,পুরান ঢাকা
ফোনঃ 02- 57390860
৫।রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে,ঢাকা
৬।মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল
এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।
আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে
আইইডিসিআর( IEDCR) খবর দিন।
যোগাযোগ ঃ 16263,
01550064901-05
01401184551,
01401184554-56,
01401184559-60
01401184563,
01401184568
01927711784-85
01937000011
01937110011
করোনা ভাইরাসের লক্ষনঃ
১।সর্দি
২।হাচি
৩।জ্বর(১০০ ডিগ্রি বা বেশি)
৪।শুকনা কাশি
৫।শ্বাসকষ্ট
৬।মাথাব্যাথা
৭।গলাব্যাথা
৮।পাতলা পায়খানা ( severity বেশি হলে)
#করনীয়ঃ
১.প্রচুর পরিমান পানি খাবেন।
২.৭-১৪ দিন ঘরে অবস্থান করবেন।
৩.মাস্ক পরিধান করবেন।
৪.হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন।
৫.হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন।
#দোয়াপড়ুন বেশি বেশি(মুসলিমদের জন্য)ঃ
১.আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুঝামি, ওমিন শাইয়্যিল আসক্বম।।
২.সুরা ফাতিহা।
৩। ফরয সালাতের সালাম ফিরানোর পর
সুরা ইখলাস, সুরা ফালাক,সুরা নাস,সূরা কাফিরুন
পাঠ করুন।
৪. ফরয সালাতের পর ও ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন।
৭ দিন পর ও সুস্থ না হলে উপরোক্ত হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন।।
ইনশাআল্লাহ
Allah will save us from this disaster...