YESS- 'Youth Emergency Services For Society'

YESS- 'Youth Emergency Services For Society' We are some medical students from different batches, looking to use the power of young generation for the development of the society as well as the nation.

'আমাদের আশে পাশে পরিচিত অনেক করোনা পেশেন্ট আল্লাহর অশেষ কৃপায় ভাল হয়ে বাড়ি ফিরেছেন 'এইরকম পেশেন্ট কারো পরিচিত কিংবা জানা...
12/06/2020

'আমাদের আশে পাশে পরিচিত অনেক করোনা পেশেন্ট আল্লাহর অশেষ কৃপায় ভাল হয়ে বাড়ি ফিরেছেন '

এইরকম পেশেন্ট কারো পরিচিত কিংবা জানা শুনা থাকলে আমাদের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

আমরা সুস্থ হওয়া পরিচিত সকল পেশেন্টের একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি যাতে ভবিষ্যতে কোন সিভিয়ার করোনা পেশেন্টের ইমার্জেন্সি প্লাজমা লাগলে খুব দ্রুত যেন ম্যানেজ করে দেওয়া যায় ।

সবাই একটু হেল্প করলে এই মহামারীর সময় আমাদের চিটাগং এর জন্য এটা অনেক উপকার হবে । হয়তো আপনার আমার ফ্যামিলির জন্য ও লাগতে পারে ।

শেয়ার করে সবাইকে জানানোর জন্য অনুরোধ করা গেল ।

ধন্যবাদ সবাইকে ।

21/03/2020

করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুনঃ

১।সংক্রামক ব্যাধি হাসপাতাল
(Infectious Disease Hospital)
ঠিকানাঃমহাখালী বাস স্ট্যান্ড এর সামনে ,ঢাকা।

২।কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ এম ই এস বাস স্ট্যান্ড এর সামনে,
হোটেল রেডিসনের বিপরীত পাশে,ঢাকা।
ফোন নাম্বারঃ +880255062350, 55062201,
55062349

৩।কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানাঃ ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা,ঢাকা
মোবাঃ 01999-956290

৪।ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবু বাজার ব্রিজ,পুরান ঢাকা
ফোনঃ 02- 57390860

৫।রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে,ঢাকা

৬।মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল

এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে
আইইডিসিআর( IEDCR) খবর দিন।
যোগাযোগ ঃ 16263,
01550064901-05
01401184551,
01401184554-56,
01401184559-60
01401184563,
01401184568
01927711784-85
01937000011
01937110011

করোনা ভাইরাসের লক্ষনঃ
১।সর্দি
২।হাচি
৩।জ্বর(১০০ ডিগ্রি বা বেশি)
৪।শুকনা কাশি
৫।শ্বাসকষ্ট
৬।মাথাব্যাথা
৭।গলাব্যাথা
৮।পাতলা পায়খানা ( severity বেশি হলে)

#করনীয়ঃ
১.প্রচুর পরিমান পানি খাবেন।
২.৭-১৪ দিন ঘরে অবস্থান করবেন।
৩.মাস্ক পরিধান করবেন।
৪.হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন।
৫.হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন।

#দোয়াপড়ুন বেশি বেশি(মুসলিমদের জন্য)ঃ

১.আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুঝামি, ওমিন শাইয়্যিল আসক্বম।।

২.সুরা ফাতিহা।

৩। ফরয সালাতের সালাম ফিরানোর পর
সুরা ইখলাস, সুরা ফালাক,সুরা নাস,সূরা কাফিরুন
পাঠ করুন।

৪. ফর‍য সালাতের পর ও ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন।

৭ দিন পর ও সুস্থ না হলে উপরোক্ত হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন।।

ইনশাআল্লাহ

Allah will save us from this disaster...

 #কিভাবে_বুঝবেন_যে_ঔষধ_খাচ্ছেন_সেটার_মেয়াদ_আছে_কি_নেই?❓যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান থেকে ঔষ...
09/07/2019

#কিভাবে_বুঝবেন_যে_ঔষধ_খাচ্ছেন_সেটার_মেয়াদ_আছে_কি_নেই?❓

যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান থেকে ঔষধ কেনার সময় হয় সম্পূর্ণ স্ট্রিপ বা ঔষধের পাতা কিনছেন বা দোকানদার পূর্ণ স্ট্রিপ থেকে কেটে কয়েকটি দিচ্ছেন, পূর্ণ স্ট্রিপ কিনলে কেনার আগে কিছু জিনিস খেয়াল করুন বা যে স্ট্রিপ থেকে কেটে দিচ্ছে, কাটার আগে দোকানদারের হাত থেকে নিয়ে চেক করুন, ঔষধের স্ট্রিপ এর গায়ে উপরে বা নিচের অংশে স্পষ্ট কিছু ইংরেজি সংখ্যা এবং অক্ষরে ওই ঔষধের মেয়াদ উত্তীর্ণের সময় কাল লেখা আছে। লাল তীর চিহ্ন দিয়ে ইংরেজি "E" অক্ষরের পাশে মেয়াদ উত্তীর্ণের মাস এবং বছর দেয়া থাকে, এখানে "E" তে Expire বুঝানো হয়েছে, প্রথম দুটো সংখ্যা মাস কে বুঝায়, পরের দুটো সংখ্যা বছর বুঝায়, যেমন : E0221, মানে হলো এই ঔষধের মেয়াদ 2021 এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এইভাবে সব ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণের দিকনির্দেশনা পাবেন, কেনার আগে দেখে কিনবেন।

09/06/2019
21/04/2019

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। ফার্মেসিওয়ালা কর্তৃক ওষুধ দেয়া বন্ধ করতে হবে, এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। নাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

(সংগৃহিত)

7th April 2019World Health Day...সবাই ভাল থাকুক, সবাই সুস্থতা ধরে রাখুক আজীবন ।
07/04/2019

7th April 2019
World Health Day...

সবাই ভাল থাকুক, সবাই সুস্থতা ধরে রাখুক আজীবন ।

16/03/2019

A very Happy birthday to our founder member nasim..

Wishing you a full of glee and wonderful surprises to give you lasting memories to cherish for all days ahead.

We are really glad to get you as a part of our YESS team.

Thank you for your constant support in the journey of YESS.

  নতুন বছরে হয়তো নতুন স্কুল ব্যাগ নিয়ে প্রথম স্কুলে যেত চার বছরের ছোট্ট জারিব। নতুন বইয়ের গন্ধ, বর্ণমালা আর রঙ্গিন ক্লাস...
21/12/2018




নতুন বছরে হয়তো নতুন স্কুল ব্যাগ নিয়ে প্রথম স্কুলে যেত চার বছরের ছোট্ট জারিব। নতুন বইয়ের গন্ধ, বর্ণমালা আর রঙ্গিন ক্লাসরুমের বদলে তার চারপাশে এখন ওষুধের ঝিমঝিমে গন্ধ, বর্ণহীন বেডশীট আর পর্দা দেখে দেখে হয়তো ওর চোখ দুটো মরে যাচ্ছে। যেই চোখে এখন পৃথিবীকে অবাক বিষ্ময়ে দেখবার কথা সেই চোখে এখন বেঁচে থাকার আকুতি।
জারিব বাঁচতে চায়!!

ভয়ানক এক মরন ব্যাধি বাসা বেঁধেছে আমাদের ছোট্ট জারিব এর শরীরে। কঠিন এই রোগটার নাম 'নিউরোব্লাসটোমা', মরন ব্যাধি ক্যান্সারের একটি প্রকারভেদ।

সময় খুব দ্রুত কেটে যাচ্ছে।আমাদের ছোট্ট জারিব একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভয়াবহ পরিণতির দিকে

জারিব কে বাঁচানো সম্ভব। তবে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। ২.৪ কোটি টাকার একটা খরচ আছে এই খানে। জারিবের বাবা নিজে আর তার বন্ধুরা মিলে প্রায় ১.২ কোটি টাকা জোগাড় করেছে। তবে বাকি আছে আরো ১.২ কোটি টাকার। তিনি তার জীবনের যা সঞ্চয় তার সবই সে লাগিয়ে দিয়েছে নিজের পরম আদরের ছেলেটার জন্যে।

পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সব উদার মনের ভাই বোনদের কাছে জারিব বাঁচানোর জন্যে উদাত্ত আহ্বান করছি। আমরা সবাই মিলে যে যাই পারি সেটা ১০০/৫০০/১০০০/১০,০০০/১,০০,০০০ টাকা যাই হোক না কেন জারিব এর জন্যে আমরা এগিয়ে আসি। সময় খুবই দ্রুত শেষ হয়ে আসছে। আপনাদের সবার মহানুভবতার ট্র্যাক রেকর্ড আছে অতীতের। আমরা চাইলে অনেক কিছুই পারি করতে।

শৈশবের হাজারো বায়না নয়, বেঁচে থাকার আকুতি এখন তার জীবনে । । কিন্তু ছোট-বড় চেষ্টায় এই টাকাটা জারিবের হাতে তুলে দেয়া সম্ভব।
আর টাকার কাছে একটি উচ্ছ্বল শৈশবের মৃত্যু হোক তা আমরা কেউই চাইবোনা। আপনার আমার একটু একটু ভালোবাসাই পারে যারিবকে ফিরিয়ে আনতে আমাদের মাঝে।

Youtube Link
https://youtu.be/yRHPDleWKBA

মারচেন্ট বিকাশ নম্বর : 01848382050
(টাকা পাঠাতে বিকাশে পেমেন্ট অপশনে যেতে হবে। কাউন্টার নং ১ দিবেন)

ব্যাংক একাউন্টঃ Name: Tawhid Iqbal
a/c no: 1041440280870
Eastern Bank Limited
Gulshan 1 branch.

For International payment :
https://ankurintl.org/project/zaarib-iqbal-treatment-support/

Even if you can't donate, please share and mention people from your friend list. It's also means a lot for the lovely kid ZAARIB.

Advance thanks and love from little angel Zaarib.Now he is under treatment in Gleangles Hospital, Kualalumpur.

For any query please feel free to contact us:

Ziaul Kabir (Pabna Cadet College,HSC'95)
+8801711003954

Query regarding Bkash Payment:
+8801848382050

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤
15/12/2018

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤

Address

Chittagong

Telephone

01674452996

Website

Alerts

Be the first to know and let us send you an email when YESS- 'Youth Emergency Services For Society' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category