Dr. Muntasir

Dr. Muntasir MBBS(CU),
CCD(BIRDEM)
PGT(Medicine)
MD Resident,Critical Care Medicine,
BIRDEM General Hospital,Dhaka

ক্রিটিক্যাল মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞডা. সৈয়দ মোঃ মুনতাছির এখন হাটহাজারীতে‼️বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা থেকে আগ...
19/11/2024

ক্রিটিক্যাল মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ
ডা. সৈয়দ মোঃ মুনতাছির এখন হাটহাজারীতে‼️

বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা থেকে আগত অভিজ্ঞ ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৈয়দ মোঃ মুনতাছির এখন থেকে নিয়মিত রোগী দেখবেন।

🏥 ঠিকানা: নুসরাত ডালিয়া মেমোরিয়াল টাওয়ার, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম।
☎ যোগাযোগ করুন: 01816-124513, 01816-124516

সুস্থ ও সুন্দর জীবনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট নিন!"

29/09/2024

আল্লাহ মানুষকে হয়তো রোগ বালাই দেন বান্দার সামর্থ্য অনুযায়ী,
ডেঙ্গু এর আউটব্রেক এ একটা বিষয় দেখলাম: শত রোগী ভর্তি হলেও ডেঙ্গুজনিত কমপ্লিকেশন হতে দেখেছি একটু বিত্তবান মানুষের (যদিও সেটা কম সংখ্যক)।আবার এমন অনেক রোগী পেয়েছি আর্থিকভাবে অসচ্ছল কিন্তু তাদের তেমন কিছুই হয়নি(কয়েকজনের প্লাটিলেট ৩-৫ হাজারও হয়নাই কিছু)!
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী♥️

08/09/2024
23/08/2024

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর বৃষ্টি না হওয়ায় ফটিকছড়ির বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে

17/08/2024

MPox(মাংকিপক্স) প্রথম শনাক্তকরণ 🚨

Dhaka Evercare Hospital

Be Alert 🚑🏥

কিন্তু মনে রেখো! কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের তাক্‌ওয়া।- সূরা হ্জসবা...
16/06/2024

কিন্তু মনে রেখো! কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের তাক্‌ওয়া।
- সূরা হ্জ
সবাইকে ঈদ উল আযহা মোবারক ।

✮  🎀  ডা: সৈয়দ মুহাম্মদ মুনতাছির  🎀  ✮👨‍⚕️এমবিবিএস,(সি ইউ)এম ডি(কোর্স), ক্রিটিকাল কেয়ার মেডিসিন,বারডেম জেনারেল হাসপাতা...
06/05/2024

✮ 🎀 ডা: সৈয়দ মুহাম্মদ মুনতাছির 🎀 ✮

👨‍⚕️
এমবিবিএস,(সি ইউ)
এম ডি(কোর্স), ক্রিটিকাল কেয়ার মেডিসিন,
বারডেম জেনারেল হাসপাতাল,ঢাকা
সি সি ডি (ডায়াবেটিস),বারডেম
পিজিটি (মেডিসিন),
অ্যাডভান্সড কার্ডিওভাসকুলার লাইফ সার্পোট (ACLS) এ প্রশিক্ষণপ্রাপ্ত।

⚕️🏥মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ🏥⚕️

চেম্বার:
জম জম হসপিটাল এন্ন্ড ডায়াগনস্টিক সেন্টার,
দিলারা নুসরাত মেমোরিয়াল টাওয়ার, মেডিকেল গেইট, হাটহাজারী, চট্রগ্রাম।

⏰⏰রোগি দেখার সময়:
বৃহস্পতি, শুক্র, রবিবার
(সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা)

✅✅সিরিয়ালের জন্যে:
০১৮১৬১২৪৫১৩
০১৮১৬১২৪৫১৬,

23/04/2024

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক নিয়ন্ত্রণে করণীয়—

বাইরে যাওয়া থেকে বিরত থাকতে রোদ এড়িয়ে চলুন
বাইরে বের হলে যতটা সম্ভব ছাতা, টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন
বিশেষ করে সুতির তৈরি হালকা রঙের পোশাক পরা
পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা
সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি, খোলামেলা খাবার খাওয়া এড়িয়ে চলুন
দিনের বেলা একটানা ব্যায়াম করা থেকে বিরত থাকুন
একাধিকবার স্নান করুন বা সম্ভব হলে পানি ছিটিয়ে দিন
ক্রমাগত প্রস্রাবের রংয়ের দিকে নজর রাখুন, তা যদি হলুদ বা গাঢ় হয়, তাহলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন
খেয়াল রাখতে হবে ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা বাষ্প না হয়
অসুস্থবোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন

আইসিডিডিআরবি

19/03/2024

মেডিকেল লাইফে আমাদের মেক্সিমাম প্রফেশনাল পরীক্ষাগুলো রমজান মাসে হতো।
একদিন আমাদের ভাইভা প্রাকটিকাল পরীক্ষা হচ্ছিল এই তীব্র গরমের মধ্যে তাও আবার রোজা। আরো কষ্টের বিষয় হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে দুপুরের পর। ওই সময় আসলে হাইপোগ্লায়সেমিয়া এর কারণে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া অনেক কঠিন হয়ে যায়।
এক বন্ধুকে দেখলাম ঠান্ডা পানীয় খাচ্ছে, জিজ্ঞেস করাতে বলল পরীক্ষার চাপে রোজা রাখেনি 😢 অথচ সে বন্ধু নাকি নিয়মিত নামাজ সহ তারাবি পড়ছে। যাই হোক আল্লাহতালার কাছে শুধুমাত্র তখন দোয়া করতাম যেন পাশ হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে বন্ধু সেবার প্রফেশনাল পরীক্ষায় ফেল করেছে সব সাবজেক্টে।
এমন অনেক বন্ধু-বান্ধব বা সহপাঠীকে দেখেছি শুধুমাত্র পরীক্ষার অজুহাতে রোজা না রাখতে।
এরকম পরিচিত যারা বিভিন্ন অজুহাতে ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনা তাদের জন্য হাদিসটি লক্ষ্য করুন:

হযরত আবু উমামা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, অমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারব না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওযাজ শুনতে পেলাম। অমি বললাম, এ সব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তাদের মুখের দুই প্রান্ত ছিড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোযা ভেঙ্গে ফেলে। (-সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ১৯৮৬; সহীহ ইবনে হিববান, হাদীস : ৭৪৪৮)

রমজানে ইনসুলিন দেওয়া নিয়ে অনেক ডায়াবেটিক রোগী চিন্তায় পড়ে যান। তাই এ নিয়ে থাকা চাই পরিষ্কার ধারণা।১. যারা প্রি-মিক্সড ইন...
15/03/2024

রমজানে ইনসুলিন দেওয়া নিয়ে অনেক ডায়াবেটিক রোগী চিন্তায় পড়ে যান। তাই এ নিয়ে থাকা চাই পরিষ্কার ধারণা।

১. যারা প্রি-মিক্সড ইনসুলিন নেন (যেমন মিক্সটার্ড ৩০/৭০) কিংবা যারা দুবেলা ইনসুলিন নেন, তাদের সকালের ইনসুলিন ইফতারের সময় নিতে হবে। তবে ইফতারের সময় রোজা ভেঙে ইনসুলিন নিয়ে আধঘণ্টা অপেক্ষার দরকার নেই। ইফতারের ২০ মিনিট আগেও ইনসুলিন নেওয়া যাবে। রাতের ইনসুলিন নিতে হবে সেহরির সময়।

২. যাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে তাদের ক্ষেত্রে ইফতারের সময় (সকালের ডোজ) ২০-৩০ শতাংশ কম নিলেও হবে। রাতের ইনসুলিনের অর্ধেক পরিমাণ বা এক তৃতীয়াংশ পরিমাণ সেহরিতে নিতে হবে।

৩. যাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে না বা বেশি থাকে তাদের জন্য সকালের ডোজ ২০-৩০ শতাংশ বাড়বে। সেহরিতে রাতের ডোজের অর্ধেক দিতে হবে।

৪. বেসাল ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন তার ডোজ ২০-৩০ শতাংশ কমবে।

৫. ইনসুলিনের সঙ্গে কেউ মুখে খাওয়ার ওষুধ নিয়ে থাকলে সকালের ডোজ ইফতারে ও রাতের ডোজ সেহরির সময় নেবে।

৬. ডায়াবেটিক রোগীদের অবশ্যই রোজার শুরুতে একজন অভিজ্ঞ ডায়াবেটিক বিশেষজ্ঞের কাছ থেকে ইনসুলিনের ডোজ ও ডায়েট ঠিক করিয়ে নিতে হবে।




আমাদের দেশের রমজানের বাজার চিত্র
13/03/2024

আমাদের দেশের রমজানের বাজার চিত্র


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Muntasir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category