Dr Md Belal Hossain Tamjeed

Dr Md Belal Hossain Tamjeed Medical Officer :

Chattogram Ma Shishu O General Hospital

21/08/2025
22/07/2025

পোড়া রোগীকে দেখতে যাওয়ার আগে সতর্কতা

ডা: মো: বেলাল হোসেন তামজীদ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল

04/02/2025
আয়রন (Iron)-সমৃদ্ধ বাংলাদেশি খাবার যা শরীরে রক্তশূন্যতা দূর করবে এবং রক্ত বাড়াবে।  প্রাণিজ উৎস থেকে আয়রন সমৃদ্ধ খাবার:...
30/01/2025

আয়রন (Iron)-সমৃদ্ধ বাংলাদেশি খাবার যা শরীরে রক্তশূন্যতা দূর করবে এবং রক্ত বাড়াবে।

প্রাণিজ উৎস থেকে আয়রন সমৃদ্ধ খাবার:

1. গরুর কলিজা – গরুর লিভারে প্রচুর পরিমাণ আয়রন থাকে।

2. গরুর মাংস – বিশেষ করে লাল মাংসে আয়রনের পরিমাণ বেশি।

3. মুরগির কলিজা – এটি আয়রনের ভালো উৎস।

4. ডিমের কুসুম – ডিমের কুসুম আয়রনের একটি গুরুত্বপূর্ণ উৎস।

5. ইলিশ মাছ – সামুদ্রিক ও মিঠা পানির কিছু মাছ আয়রন সরবরাহ করে।

6. পুঁটি মাছ, কৈ মাছ, মলা মাছ – ছোট মাছেও আয়রন ভালো পরিমাণে থাকে।

উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন সমৃদ্ধ খাবার:

1. কচুশাক – কচুশাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা শরীরে সহজে শোষিত হয়।

2. পালংশাক – আয়রনের ভালো উৎস হলেও এটি ভিটামিন সি-এর সাথে খেলে শরীর সহজে গ্রহণ করতে পারে।

3. পুঁইশাক – এতে আয়রনসহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।

4. মেথি শাক – এটি রক্তস্বল্পতা দূর করতে সহায়ক।

5. মুগডাল, মাসকলাই ডাল, মসুর ডাল – এসব ডালে আয়রন থাকে।

6. চিনাবাদাম ও তিল – এগুলো আয়রনের ভালো উৎস।

7. খেজুর ও কিশমিশ – শুকনো ফল বিশেষত খেজুর ও কিশমিশ আয়রন সরবরাহ করে।

বাংলাদেশি কিছু বিশেষ আয়রন সমৃদ্ধ খাবার:

1. কলিজা ভুনা – গরু বা মুরগির কলিজা ভুনা করে খেলে আয়রনের ভালো পরিমাণ পাওয়া যায়।

2. শাকভাজি (কচু/পালং/পুঁই) – শাকভাজি বা ভর্তা করে খাওয়া যেতে পারে।

3. ডাল ও শাক দিয়ে মাছ রান্না – ছোট মাছ ও শাক একসাথে রান্না করলে আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান বেশি পাওয়া যায়।

4. খিচুড়ি (ডাল ও সবজি দিয়ে) – এতে আয়রনের পাশাপাশি প্রোটিন ও কার্বোহাইড্রেটও থাকে।

5. চিকন চালের পায়েস খেজুর ও কিশমিশ দিয়ে – এটি হালকা মিষ্টান্ন হলেও আয়রন বাড়াতে সাহায্য করে।

আয়রনের শোষণ বাড়ানোর জন্য, এগুলো ভিটামিন সি-সমৃদ্ধ খাবার (লেবু, আমলকী, কমলা) এর সাথে খাওয়া ভালো।

ডা: বেলাল তামজীদ
চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল
মোবাইল/ WhatsApp : 01824 609900

Address

Karnaphuli
Chittagong
4371

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Belal Hossain Tamjeed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category