Parkview Hospital Chittagong

Parkview Hospital Chittagong Parkview Hospital aims to set up providing International Standard Hospital & Diagnostic Services.

Parkview Hospital Ltd has targeted to setup providing International Standard Hospital & Diagnostic Services to the people.

04/11/2025

প্রিয় মামুনের জন্য শুভকামনা রইল। আমাদের উপর ভরসা রাখায় মামুনের পরিবার, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ।

পার্কভিউ হাসপাতালে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন জেনারেল সার্জন ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মাজহারুল হক নাসিম। তিনি...
03/11/2025

পার্কভিউ হাসপাতালে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন জেনারেল সার্জন ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মাজহারুল হক নাসিম। তিনি প্রতি শনিবার, সোমবার ও বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্কভিউ হাসপাতালে রোগী দেখবেন।

চেম্বার উদ্বোধন উপলক্ষে পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (এডমিন) জনাব তালুকদার জিয়াউর রহমান, হেড অব অপারেশন (ডায়াগনস্টিক) জনাব নাইমুর রহমান, মার্কেটিং অফিসার জনাব আবদুস সোবহান, জনাব রাজ্জাকুল হায়দার, জনাব তালুকদার মশিউর রহমান, জনাব হেলাল পারভেজ, এডমিন অফিসার জনাব আবদুর রহিম ও জনাব আসিফ ইকবাল।

03/11/2025

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পার্কভিউ ক্রিকেট লিগ ২০২৫ – সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠান।

হাসপাতালের স্টাফদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার, ১ নভেম্বর ২০২৫ তারিখে, রাত ৮টায়, পার্কভিউ হাসপাতালের সামনে টুমরোল্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ বছরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. টি. এম. রেজাউল করিম।

উপস্থাপনায় ছিলেন সিরাজুল মোস্তাফা চোটন (সিনিয়র অফিসার) এবং ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন সাব্বির (ম্যানেজার, আইটি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ডা. মোহাম্মদ জসিম উদ্দিন (গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালট্যান্ট),
ডা. মোহাম্মদ রেজাউল করিম (মেডিকেল ডিরেক্টর),
ডা. মোহাম্মদ ইউসুফ (ফাইন্যান্স ডিরেক্টর),
ডা. মাহবুবুর রহমান চৌধুরী (ল্যাব ডিরেক্টর),
ডা. মোহাম্মদ মামুন (চেয়ারম্যান, পার্কভিউ স্পোর্টস ক্লাব),
ডা. তাসফিকুর নাহার মোনা (গাইনী কনসালট্যান্ট),
ডা. এম. এম. আলম সাদি (কার্ডিওলজিস্ট)
ডা. আহমেদ রহিম (ল্যাব সার্ভিস ডাইরেক্টর)
ডা. ইশতিয়াক আলী রুবেল (জেনারেল সার্জন)
ডা. শওকত হোসেন (কার্ডিওলজিস্ট)
ডা. শারমিন আক্তার (চাইল্ড স্পেশালিস্ট)
এবং তালুকদার জিয়াউর রহমান শরীফ (জেনারেল ম্যানেজার, পার্কভিউ হাসপাতাল)।

সব দল নিজেদের জার্সি পরে অংশগ্রহণ করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানজুড়ে ছিল হাস্যোজ্জ্বল মুখ, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও পারস্পরিক আনন্দে ভরপুর এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

পার্কভিউ হসপিটালে পুনরায় নিয়মিত রোগী দেখা শুরু করেছেন বাত, ব্যথা, আর্থ্রাইটিস ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আরম...
02/11/2025

পার্কভিউ হসপিটালে পুনরায় নিয়মিত রোগী দেখা শুরু করেছেন বাত, ব্যথা, আর্থ্রাইটিস ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আরমান।

সিরিয়াল নিতে যোগাযোগ করুন 01841-760769 নাম্বার অথবা আমাদের হটলাইনে।

💻 অনলাইনে সহজে সিরিয়াল নিতে ভিজিট করুন: www.parkviewappointment.com
📱 মোবাইল অ্যাপ থেকেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন:
⬇️ Android: Parkview Appointment (Google Play)
⬇️ iOS: Parkview Appointment (App Store)
🌐 ওয়েবসাইট: www.parkview.com.bd
📩 ইমেইল: info@phlctg.com

পার্কভিউ হসপিটালের সম্মানিত নবজাতক ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মুসা সম্প্রতি অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেছেন। ...
01/11/2025

পার্কভিউ হসপিটালের সম্মানিত নবজাতক ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মুসা সম্প্রতি অধ্যাপক পদে পদন্নোতি লাভ করেছেন। এই অর্জন উপলক্ষ্যে পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে আজ পরিচালক (ল্যাব) ডা. মাহবুবুর রহমান চৌধুরী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।🌸

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব অপারেশন (ডায়াগনস্টিক) জনাব নাইমুর রহমান, ম্যানেজার ডায়াগনস্টিক জনাব মোহাম্মদ শাহজালাল, অ্যাডমিন অফিসার জনাব আবদুর রহিম এবং জনাব জাকের উল্লাহ

চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ আয়োজনে আজ শুক্রবার রাঙ্গুনিয়ার বগা...
31/10/2025

চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ আয়োজনে আজ শুক্রবার রাঙ্গুনিয়ার বগাবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি (ফ্রি মেডিকেল ক্যাম্প)।

ক্যাম্পে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে মোট ১২টি বিভাগে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বগাবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।

👨‍⚕️ চিকিৎসা সেবা প্রদানকারী বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দঃ

অর্থোপেডিকস: ডাঃ মোঃ মামুন, ডাঃ নাসির উদ্দীন

সার্জারি: ডাঃ ইফফাত আরা মাহমুদ

নাক, কান ও গলা: ডাঃ সুজয় কুমার

মেডিসিন: ডা. নকিব শিকদার, ডাঃ রুবাইনা

হৃদরোগ: ডা. রূপায়ণ

গাইনি ও স্ত্রীরোগ: ডাঃ মিলি, ডা. মেরিন

ডায়াবেটিস: ডা. মো. শহিদুল ইসলাম রুবেল

শিশুরোগ: ডাঃ সাইফ, ডা. সোহাগ

চর্ম ও যৌনরোগ: ডাঃ এলিন, ডা. নিশাদ, ডাঃ ইসরাত আরা সেতু

চক্ষু: ডা. রায়হান

দন্ত: ডাঃ আনছ বিন ইসমাইল তারেক

ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, বাত ও অর্থোপেডিকস, হৃদরোগ, গাইনি, শিশুরোগ, সার্জারি, চর্ম ও যৌনরোগ, এবং চক্ষুরোগ বিভাগে সেবা প্রদান করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ ব্যবস্থাপনায়, এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ-এর দক্ষ তত্ত্বাবধানে।

⚙️ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেনঃ

জনাব জাহেদুল ইসলাম, জনাব দিদারুল আলম অনিক, জনাব জহিরুল ইসলাম, এবং জনাব মশিউর রহমান —
পার্কভিউ হসপিটাল লিমিটেড, মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ।

শুক্রবার ছুটির দিনেও পার্কভিউ হাসপাতালে পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেবা! 🏥আগামীকাল যেসব অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগ...
30/10/2025

শুক্রবার ছুটির দিনেও পার্কভিউ হাসপাতালে পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেবা! 🏥
আগামীকাল যেসব অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগী দেখবেন, দেখে নিন সম্পূর্ণ তালিকাটি নিচে 👇

সিরিয়াল নিতে এখন আরও সহজ —
📞 ফ্লায়ারে দেওয়া আমাদের হটলাইনে কল করুন, অথবা
🌐 সরাসরি আমাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সিরিয়াল বুক করুন।

স্বাস্থ্য সুরক্ষায় আপনার আস্থার সঙ্গী — পার্কভিউ হাসপাতাল 💚

🌐 ওয়েবসাইট: www.parkviewappointment.com
📱 Android App: https://play.google.com/store/apps/details?id=com.appointment.parkview.parkviewappointment
📱 iOS App: https://apps.apple.com/us/app/parkview-appointment/id1660447155

গত ২৮শে অক্টোবর চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ) এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী)-এর যৌথ উদ্যোগে সিপিএ স্পোর্টস কমপ্লেক্...
30/10/2025

গত ২৮শে অক্টোবর চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ) এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী)-এর যৌথ উদ্যোগে সিপিএ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় “সুখী স্বাস্থ্য মেলা”। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ আয়োজনে হেলথ পার্টনার হিসেবে অংশ নেয় পার্কভিউ হসপিটাল লিমিটেড। হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প, যেখানে প্রায় ৩০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা কর্মসূচি—বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান, নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্ন্যাকস বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চেয়ারম্যান, চট্টগ্রাম পোর্ট অথরিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশরাফুল হাসান, চেয়ারম্যান, গ্রামীণ গ্রুপ। অংশগ্রহণকারীদের প্রশংসায় মুখর এই স্বাস্থ্য মেলা চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসচেতনতা ও জনসেবার এক অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের সহকর্মী ও নিবেদিতপ্রাণ সদস্য, সবার প্রিয় স্টোর অফিসার জনাব মিনহাজ উদ...
29/10/2025

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের সহকর্মী ও নিবেদিতপ্রাণ সদস্য, সবার প্রিয় স্টোর অফিসার জনাব মিনহাজ উদ্দিন আজ দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম জনাব মিনহাজ উদ্দিন এর নামাজে জানাজা আজ রাত ১১:০০ ঘটিকায় চট্টগ্রামের প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

পার্কভিউ হাসপাতাল পরিবার এই অপূরণীয় শোকে গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে ...
29/10/2025

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে একদিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গত ২৭শে অক্টোবর। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ও চক্ষু পরীক্ষা, এবং অভিভাবকদের জন্য ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আহমদ রহিম, অর্থোপেডিক সার্জন ও মেডিকেল ডিরেক্টর, পার্কভিউ হসপিটাল লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল হায়দার, প্রধান শিক্ষক, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

ডা. আহমদ রহিম বলেন, পার্কভিউ হসপিটাল শুধু শহরেই নয়, বরং প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে চাই।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্কভিউ হসপিটালের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়, এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ উদ্যোগে গতকাল ২৫ই অক্টোবর (শনিবার) দক্ষিণ নিশ্...
26/10/2025

পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ উদ্যোগে গতকাল ২৫ই অক্টোবর (শনিবার) দক্ষিণ নিশ্চিন্তাপুর প্রাইমারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পে ৬ টি বিভাগে মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ নিশ্চিন্তাপুর প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন —
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ওমর ফারুক রনি, ডা. নকিব শিকদার;
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আশারফ উদ্দীন ও ডা. রূপায়ণ;
গাইনি ও স্ত্রীরোগ চিকিৎসক ডা. মেরিন;
ডায়াবেটিস চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম রুবেল;
শিশুরোগ চিকিৎসক ডা. সোহাগ;
চর্ম ও যৌনরোগ চিকিৎসক ডা. নিশাদ;
চক্ষু বিভাগের চিকিৎসক ডা. রায়হান।

ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস,বাত ব্যাথা, অর্থোপেডিকস, হৃদরোগ, গাইনি, শিশুরোগ, চর্ম ও যৌনরোগ,ও চক্ষুরোগ বিভাগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ পরিচালনায় এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ-এর দক্ষ ব্যবস্থাপনায়।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের সদস্যবৃন্দ —
জনাব জাহেদুল ইসলাম, জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব মশিউর রহমান

পার্কভিউ হসপিটালের সম্মানিত বাত, ব্যথা, আর্থ্রাইটিস ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. সেলিনা নজির সম্প্রতি সহযোগী অধ্যাপক...
24/10/2025

পার্কভিউ হসপিটালের সম্মানিত বাত, ব্যথা, আর্থ্রাইটিস ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. সেলিনা নজির সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। এই অর্জনে পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে হেড অব অপারেশন (ডায়াগনস্টিক) জনাব নাইমুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 🌸

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার জনাব রাজ্জাকুল হায়দার, জনাব হেলাল পারভেজ, অ্যাডমিন অফিসার কাজী মোহাম্মদ গোফরান-উল হক, জনাব জাকের উল্লাহ ও ডিজিটাল মার্কেটিং অফিসার জনাব আরিফুল ইসলাম রবিন।

Address

94/103, Katalgonj Road, Panchlaish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Parkview Hospital Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Parkview Hospital Chittagong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Try Endlessly to Save a Life.

Parkview’s Mission is to bring healthcare of international standards within reach of every individual. They are committed to the achievement and maintenance of excellence in education, research and healthcare for the benefit of humanity. “Putting patients first” is their prime motto. The confluence of values for Parkview Hospital can be a ray of hope that will represent Leadership in Bangladesh healthcare. It is a ray that has the encouragement of millions; it is looking for a cure, looking for hope. The dream nurtured and grew within the sponsor of Parkview Hospital until the point of conception. Parkview’s vision of quality healthcare set forth; the pursuit of clinical excellence will endeavor; the Parkview family will hope to touch and enrich lives every minute of every day. We hope to make this vision a reality. Parkview Hospital will be driven to provide the best standards of patient care. These values will lead to the development of unique centers of excellence across medical disciplines within the Hospital network.