16/09/2022
চোখ উঠা বা CONJUNCTIVITIS। যা বর্তমানে বাংলাদেশের আনাচে-কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এটি একটি ছোঁয়াচে রোগ যা ভাইরাস জনিত। একজন থেকে আরেকজনের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এবং কিছু নিয়মকানুন মেনে চললে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে এটি নিজ থেকে ভালো হয়ে যায়।
কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলি হল:
সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠা।
চোখে অস্বস্তিবোধ হওয়া।
চোখের ভিতরে যেন কিছু একটা রয়েছে বলে মনে হওয়া।
চোখে দেখতে অসুবিধা হওয়া।
আলোর প্রতি সংবেদনশীলতা।
চোখ দিয়ে পানি পড়া।
চোখে জ্বালা এবং চুলকানির ভাব।
চোখে অতিরিক্ত পুঁচ আসা।
চোখের পাতা ফুলে ওঠা ও কনজাঙ্কটিভা ফুলে ওঠা।
সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকা।
আপনি পরিবারের বাকি সদস্যদের সংক্রমিত হওয়া থেকে নিম্নোক্ত উপায়গুলি দ্বারা বাঁচাতে পারেন:
সংক্রমিত চোখ/চোখদুটি ছোঁয়া থেকে বিরত থাকুন।
হাত ভালো করে ধুয়ে নিবেন।
নিজের তোয়ালে ও প্রসাধনী দ্রব্য অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া।
আক্রান্ত ব্যক্তির চশমা অন্য কোন সুস্থ ব্যক্তি পরিধান করবেন না।
যদি সংক্রমণ বেড়ে যায় বা চোখে ঝাপসা দেখেন বা অতিরিক্ত বেশি ব্যথা অনুভব হয় তাহলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
CC :
ডা: মো: ইমরান হোসাইন
এমবিবিএস প্রথম ব্যাচ
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ