
21/05/2024
লোৎসে! ডাবল-হেডার! বাংলাদেশ!!
হ্যাঁ। বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। আর লেখক আমাদের স্বপ্ন সারথি - বাবর আলি।
আজ নেপালের স্থানীয় সময় ভোর ০৫:৫০ মিনিট (বাংলাদেশ সময় ০৬:০৫ মিনিট) এ বাবর দাঁড়ালো বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। আজ তিন দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার হলো অবসান। আমরাও পারি! আমাদের দিয়েও সম্ভব!
এটিই এই বাংলাদেশের কোন সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি আটহাজারি শৃঙ্গ সামিট।
এই জাতি অন্তত একটা দিন আনন্দে মাতুক। তবে ভুললে চলবেনা বাবর এখন নেমে আসা শুরু করেছে। এবং বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।
নোট: প্রেস রিলিজ এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অভিযান সমন্বয়ক Forhan Zaman কে 01818416570 নাম্বারে। অভিযানের ছবি ও ভিডিও পেতে বাবর নেমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Thank You for making us Proud, Making this nation Proud. Yes, We are Proud.
'Everest-Lhotse Expedition by Babar Ali'.
Powered By:
Visual Knitwears Ltd.
www.visualknit.com
Everest Pharmaceuticals Ltd.
Dhaka Diver's Club
Blue Jay - Bangladesh
চন্দ্রবিন্দু
Giri-গিরি
Culture Tours LTD
Eyes On Bangladesh
Pendulum Polymer & PPE Industries
Coordinated By:
Vertical Dreamers
Expedition Operator:
Snowy Horizon Treks and Expedition
Special Thanks to Meteorologist:
Mostofa Kamal Palash
🇧🇩