Bangladesh Seafarers Union 2015

Bangladesh Seafarers Union 2015 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Seafarers Union 2015, Chittagong.

09/05/2023
07/05/2023

"বাংলাদেশী সীফ্যারার্সদের (রেটিংস)অধিকার রক্ষায় আমরা ' বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন ' সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ "

সরকার কর্তৃক ঘোষিত- "বাংলাদেশ গেজেট, বুধবার, নভেম্বর ২, ২০২২" সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থী নাবিক (রেটিং) ভর্তির সমন্বিত পরীক্ষা নীতিমালা-২০২২"-এ নাবিকস্বার্থ পরিপন্থী বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অত্র ইউনিয়ন গত ২৬/১২/২০২২ইং তারিখে সচিব মহোদয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিকট একটি প্রতিবাদ-চিঠি পাঠাই। উল্লেখিত বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করায় আমরা মহামান্য হাইকোর্টে "রীট পিটিশন" দায়ের করি। "মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন গ্রহন পূর্বক ০২/০৫/২০২২ইং তারিখে নাবিক-সন্তানের সংরক্ষিত কোটা ২০% থেকে কমিয়ে ৫% করা ও MSO'র ২৩৭-ধারা অনুযায়ী অত্র ইউনিয়নের মতামত ব্যতিত এ-ধরনের নীতিমালা তৈরী এবং উক্ত নীতিমালার মাধ্যমে গৃহীত প্রশিক্ষণার্থী নির্বাচন কেন বে-আইনী ঘোষনা করা হবেনা তা আগামী ১০-দিনের মধ্যে জানানোর জন্য সরকারের প্রতি "রুলনিশি জারী" করেছেন ।
সৈয়দ মোঃ আরিফ হোসেন
সভাপতি
বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন।

সাদা-মনের মানুষ মহামান্য রাষ্ট্রপতি ।
29/12/2022

সাদা-মনের মানুষ মহামান্য রাষ্ট্রপতি ।

ইবির সমাবর্তনে রাষ্ট্রপতির ভাষণে হাসলো শিক্ষার্থী, কাঁদলেন রাষ্ট্রপতির স্ত্রীFacebook group: https://goo.gl/vRr8a5Blog Link: http://fyslcodes.blogspot.com/Fo...

বাংলাদেশী সীফ্যারার্সদের অধিকার রক্ষায় "বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন (সিবিএ)" সদা অঙ্গীকারবদ্ধ-
29/12/2022

বাংলাদেশী সীফ্যারার্সদের অধিকার রক্ষায় "বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন (সিবিএ)" সদা অঙ্গীকারবদ্ধ-

বাংলাদেশী সীফ্যারার্সদের অধিকার রক্ষায় "বাংলাদেশ  সীফ্যারার্স ইউনিয়ন (সিবিএ)" সদা সচেতন-
29/12/2022

বাংলাদেশী সীফ্যারার্সদের অধিকার রক্ষায় "বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন (সিবিএ)" সদা সচেতন-

প্রকৃত "মানুষ" হওয়ার জন্য সুফি মিজানুর রহমান সাহেবের অমুল্যবানী অনুসরণ করা উচিৎ।
26/12/2022

প্রকৃত "মানুষ" হওয়ার জন্য সুফি মিজানুর রহমান সাহেবের অমুল্যবানী অনুসরণ করা উচিৎ।

Sufi Mohammed Mizanur Rahmanআস্তানা - এ - ইছাপুরীAstana-E-Esapuri সূফিবাদের আদর্শ ই শান্তির পথইসলামিক বাংলা ওয়াজ মাহফিল দেখুন এবং ইসলামী ওয়....

মানুুষ-কে আল্লাহ্-পাক অশেষ নেয়ামত দান করেছেন, আমাদেরকে সৎ-পথে থেকে তা আহরণ করতে হবে।
14/12/2022

মানুুষ-কে আল্লাহ্-পাক অশেষ নেয়ামত দান করেছেন, আমাদেরকে সৎ-পথে থেকে তা আহরণ করতে হবে।

Sufi Mohammed Mizanur Rahmanআস্তানা - এ - ইছাপুরীAstana-E-Esapuri সূফিবাদের আদর্শ ই শান্তির পথইসলামিক বাংলা ওয়াজ মাহফিল দেখুন এবং ইসলামী ওয়....

মহান আল্লাহ্-কে চেনার জন্য অতীব তাৎপর্যপূর্ণ  ওয়াজ।
18/11/2022

মহান আল্লাহ্-কে চেনার জন্য অতীব তাৎপর্যপূর্ণ ওয়াজ।

আস্তানা - এ - ইছাপুরীAstana-E-Esapuri Sufi Mohammed Mizanur Rahmanসাইফুল আজম বাবরের বয়ান শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন।আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজ....

01/10/2022

World Maritime Day-2022
Held on 29/09/2022, At
Hotel- Intercontinental. Dk.

23/09/2022

আমাদের অতি প্রিয় মোঃ আনোয়ার হোসেন, চীফকুক, সিডিসি নং টি/৩০১৬৫, জন্ম তারিখ-০১/০৪/১৯৭৯ ইং এস,আর শিপিংয়ের এম/ভি জাহান সিস্টার-এ কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে দীর্ঘদিন ঢাকার সি,এম,এইচ ও পরবর্তীতে সি,এস,সি,আর- এ চিকিৎসাধীন থাকা অবস্থায় অদ্য ভোর ৪-৪০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। আমরা তাঁহার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর দু'টি ছোট কন্যা সন্তান রয়েছে। আমরা প্রায় নিয়মিত হাসপাতালে তাঁর স্ত্রীর সাথে এবং এস,আর শিপিংয়ের সি,ও জনাব মেহেরুল করিম ও এস,পি,ডি জনাব আমানুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করেছি। আমরা "বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন (সিবিএ)-এর পক্ষথেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।

সৈয়দ মোঃ আরিফ হোসেন
সভাপতি

12/03/2022

অবশেষে নিখোঁজ নাবিক ছানাউল্লাহ'র খোঁজ পাওয়া গেছে -
গতকাল রাত ১২.৩০ ঘটিকায় জানতে পারি বাংলদেশী একটি জাহাজে ছানাউল্লাহ চট্রগ্রাম বহিঃনোঙ্গরে এসে পৌঁচেছে। সে না-কি খুব বিপদের মধ্যেই ছিল, বিস্তারিত পরে জানানো হবে। আরিফ, সভাপতি-বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ণ।

11/11/2021

"STCW-2010 এবং MLC-2006 এর সংশ্লিষ্ট রেগুলেশন মোতাবেক সীফ্যারারদের মেডিক্যাল ফিটনেস পরীক্ষা গ্রহন এবং মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জারীর জন্য নৌপরিবহন অধিদপ্তর হতে ডাক্তার তালিকাভুক্ত করা হয়। বাংলাদেশ ILO-IMO Guidelines on the Medical Examination of Seafarers বাস্তবায়ন এবং সীফ্যারারদের এ-সংক্রান্ত সুবিধা আরও সহজ, নির্ভরযোগ্য, জবাবদিহিতামূলক এবং বাস্তব সম্মত করার লক্ষ্যে অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনার জন্য মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্ত্বে গত ০৭/১১/২০২১ইং তারিখে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়"। উক্ত সভায় ২৯-জন অংশীজনকে আহ্বান জানানো হয়, তন্মধ্যে ১৬-জন ছিলেন তালিকাভুক্ত ডাক্তার। -প্রথমেই ২-বৎসরের পোর্টহেলথ মেডিক্যাল কিভাবে আরও নির্ভরযোগ্য করা যায় ডাক্তারগন তাঁদের মতামত ব্যক্ত করেন, এ-ব্যাপরে পোর্টহেলথ মেডিক্যালে ই,সি,জি সংযুক্ত করে নির্ভরযোগ্য প্যাথলজি ল্যাবরেটরিজে নির্দিষ্ট টেষ্ট গুলো করার জন্য মত দেন, তখন আমি জানাই -পোর্টগেলথ মেডিক্যাল প্রকৃতপক্ষে আমাদের কোন কাজেই আসেনা। কারণ-পোর্টহেলথ ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরদিনই যদি কোন সীফ্যারার কোন কোম্পানীর জাহাজের জন্য নির্বাচিত হয়ে কোম্পানীর ডাক্তার কর্তৃক আনফিট হয়, তখন পোর্টহেলথ মেডিক্যাল অকার্যকর হয়। বিষয়টির বাস্তবতা স্বীকার করে ডিজি মহোদয়-সহ সবাই এ-ব্যাপারে পরবর্তী সিন্ধান্ত গ্রহনের আশ্বাস প্রদান করেন। অতঃপর আমি ডিজি মহোদয়ের দৃষ্টি-আকর্ষন পূর্বক জানাই যে, তিনি গত ২৬/০৮/২০২১ইং তারিখে একটি সার্কুলার জারি করেছেন, তাতে লেখা আছে-"এখন থেকে নৌপরিবহন অধিদপ্তরে চক্ষু পরীক্ষার আবেদনের সাথে চক্ষু বিশেষজ্ঞের চক্ষু পরীক্ষা সংশ্লিষ্ট যাবতীয় বিষয় উল্লেখ পূর্বক প্রদত্ত চক্ষু সনদ দাখিল ব্যতিরেকে চক্ষু পরীক্ষা গ্রহন করা হবেনা"। এ-ব্যাপরে আমি জোরালোভাবে জানাই যে, আজকের সভাটি সেবা সহজীকরনের জন্য, যদি তাহাই হয়ে থাকে তা-হলে "বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ডাক্তারী সনদ পাওয়ার পর ডিজি অফিসে পুনঃরায় ফি জমা দিয়ে একজন মেরিন অফিসারের নিকট চক্ষু পরীক্ষা দেয়ান কোন প্রয়োজন আছে কি-না "? বিষয়টি ডিজি মহোদয়-সহ সবাই প্রয়োজন নাই বলে মতামত দেন এবং এ-ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।।

Address

Chittagong

Telephone

+8801762221494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Seafarers Union 2015 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Seafarers Union 2015:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram