মাওলানা আল আমিন হোসাইন ০১

মাওলানা আল আমিন হোসাইন ০১ পলিপাস পাইলস এন্ড হিজামা কেয়ার সেন্টার.
হাকীম মাওলানা আল আমিন হোসাইন (এম এইচ ন্যাচারাল কেয়ার ডিপো: নারায়নগঞ্জ জেলা )
ফোন 01309-276127
(45)

14/06/2025

চুনারুঘাটের খোয়াই নদীতে হাত পা বাধা অবস্থায় ১৪/১৫ বছরের ছেলে উদ্ধার
নদীতে গোসল করার সময় কয়েক নারী ওই ছেলেকে হাত পা বাধা অবস্থায় নাড়াছড়া করতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

12/06/2025

আলহামদুলিল্লাহ

 #সাপোর্ট করুন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ
05/05/2025

#সাপোর্ট করুন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ

আপনার মূল্যবান মতামত ব্যাক্ত করুন
17/04/2025

আপনার মূল্যবান মতামত ব্যাক্ত করুন

12/04/2025

মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যান #বাংলাদেশ
#বয়কট #ইসরায়েল

মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও পাসপোর্টে ইস*রাইলের ভিসা লাগায় ?  #প্রতারণার_আশ্রয়_নিয়ে_ফিলিস্তিনে_প্রবেশের জন্য ই*সরাইল...
09/04/2025

মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও পাসপোর্টে ইস*রাইলের ভিসা লাগায় ? #প্রতারণার_আশ্রয়_নিয়ে_ফিলিস্তিনে_প্রবেশের জন্য ই*সরাইলে প্রবেশ করা মোটেও উচিত নয় ?
কোন মোসলমানের জন্য ই-স-রা-ই-লের ভিসা নিয়ে জেরুজালেম তথা আল আকসা ভ্রমণ করা মোটেও উচিত নয়
এটা করা মানে ই*জরাইলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, এক কথায় কোন মুসলমানের জন্য এটা মোটেও উচিত নয় ।
#এখন আসি আসল ঘটনায় আসি
#বাংলাদেশের_তথাকথিত_সুন্নি_নামধারী মাজারপন্থীদের পরিচিত মুখ, আলোচিত সমালোচিত বক্তা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হোসাইনী সহ আরেকজন মিশর ভ্রমণে গিয়ে গতকাল সেই একই কাজ করেন। তারা মিশর থেকে ই-স-রা-ই-লের ইলাত শহরে প্রবেশ করেন গতকাল। সেখানে গিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন, 'আমরা এখন ফিলিস্তিন প্রবেশ করলাম।' এবং তারা এটাও বলেন, তারা এরপর আল আকসার দিকে যাত্রা করবেন। করেনও বটে।

তাদের ই-স-রা-ই-ল ভ্রমণ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তারা এখানে একটি প্রতারণার আশ্রয় নেন। প্রতারণাটি হল তারা ই-স-রা-ই-লকে ফিলিস্তিন বলে প্রচার করেন। আমরা জানে-প্রাণে বিশ্বাস করি ই-স-রা-ই-ল নামক অবৈধ রাষ্ট্রটি মূলত ফিলিস্তিনের ভূখণ্ড। কিন্তু বর্তমানে কাগজে কলমে এটি ই-স-রা-ই-ল। তাহলে তাদের দাবিতে তারা মিথ্যুক নন? দ্বিতীয়ত তাদের সেই ভিডিও'র ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট ই-স-রা-ই-লের নাপাক পতাকা দৃশ্যমান। অর্থাৎ সেটা ই-স-রা-ই-লই ছিলো।

তারপর তারা সেখান থেকে পবিত্র আল আকসায় যান। সেখান থেকেও তারা একটি ভিডিও শেয়ার করেন। তারা আল আকসা ভ্রমণে গেছেন সেটা খুশির সংবাদ। কিন্তু তারা ই-স-রা-ই-ল হয়ে কেন গেলেন? ই-স-রা-ই-ল হয়ে যদি আল আকসায় যেতে হয় তারচেয়ে আল আকসা না যাওয়া বেটার নয় কী? #সবচেয়ে_বড়_বিষয়_তারা_এমন_এক সময় ই-স-রা-ই-ল হয়ে আল আকসা ভ্রমণে যান যখন গা-জায় ই-স-রা-ই-লের কাপুরুষোচিত ইতিহাসের জঘন্যতম বর্বরতা নিয়ে গোটা দুনিয়া প্রতিবাদ মুখর।

#উদ্বেগের_বিষয়_হলো তারা যখন ই-স-রা-ই-লের ইলাত শহরে প্রবেশ করে ফিলিস্তিন প্রবেশ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই পোস্টের কমেন্ট বক্সে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ'র বন্যা বয়ে যায়। তাদের জন্য অনেকে শুভ কামনা জানায়। বাহবা দিতে থাকে সবাই। কারণ কী জানেন? কারণ বাংলার আবেগী মুসলমানরা ধরে নিয়েছেন এই মাওলানারা ই-স-রা-ই-ল হয়ে ফিলিস্তিন তথা আল আকসায় প্রবেশ করেছেন ই-স-রা-ই-লের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য!

এটা মানুষের আবেগ নিয়ে খেল তামাশা ছাড়া কিছুই নয় ।

ইতিহাস একদিন বলবে গা* জা একাই লড়েছিলো।প্রায় ২০০ কোটি মুসলিম তাকিয়ে দেখেছিলো 🇵🇸গাজাবাসীরা যখন শহীদ হচ্ছিলো,মুসলিম উম্মাহ ...
06/04/2025

ইতিহাস একদিন বলবে গা* জা একাই লড়েছিলো।
প্রায় ২০০ কোটি মুসলিম তাকিয়ে দেখেছিলো 🇵🇸
গাজাবাসীরা যখন শহীদ হচ্ছিলো,মুসলিম উম্মাহ তখন ঘুমাচ্ছিলো 😥😪

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান।

যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও।

🚴‍♂️ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশ 🪩২ টা নিলে ফ্রী ডেলিভারি🚴‍♂️আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি মাওল...
03/03/2025

🚴‍♂️ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশ 🪩
২ টা নিলে ফ্রী ডেলিভারি🚴‍♂️
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমি মাওলানা আল আমিন হোসাইন বলছি
আপনারা যারা দীর্ঘ দিন যাবত গ্যাস্টিকের সমস্যাায় ভুগছেন এমনকী আলচার হয়ে গেছে।
আপনাদের জন্য নিয়ে এলাম একটি ১০০% উপকারী একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ।
অর্ডার করতে যোগাযোগ করুন 01309276127 ইমু, ওয়াটসফ, কোনটাক 01867586689 অথবা মেসেজ করুন ইনবক্সে

01/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

26/02/2025

আসুন একে অপরকে সাপোর্ট করি

26/02/2025

ফলো টু ফলো
follow to follow

25/02/2025

🚴‍♂️ফ্রী হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ 🪩
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আপনাদের জন্য নিয়ে আসলাম সুপার পাওয়ার এলার্জির জম যারা দীর্ঘ দিন যাবত এলার্জি জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য সুস্থতার নিশ্চয়তা ইনশাআল্লাহ।
প্রোডাক্টি নিতে আজই যোগাযোগ করুন নিছে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন ইনবক্সে
যোগাযোগ 01309276127 ওয়াটসফ,ইমু, কোনটাক,

Address

Chunarughat

Telephone

+8801309276127

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আল আমিন হোসাইন ০১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram