Marufa physiotherapy point, Cumilla

Marufa physiotherapy point, Cumilla Best physiotherapy center in cumilla 01312106487
We treat female pt only.
(1)

Expert female physios| Highest privacy |Manual therapy | Dry needle| Cupping | electrotherapy| Gynecology| Orthopedic| Neuro physiotherapy| Back pain, neck pain, stroke, paralysis.

আমাদের ইউটিউব চ্যানেলে ২০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি সাবস্ক্রাইব করেছেন কি? দ্রুত সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্স চেক...
09/10/2025

আমাদের ইউটিউব চ্যানেলে ২০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি সাবস্ক্রাইব করেছেন কি? দ্রুত সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্স চেক করুন

09/10/2025

কোমর ব্যথা পায়ের দিকে নেমে গেলে বুঝে নিবেন আপনি বিপদসীমায় অতিক্রম করছেন

#কুমিল্লারভালোফিজিওথেরাপিসেন্টার #কুমিল্লারসেরাফিজিওথেরাপিসেন্টার #কোমরব্যথা

রোগীরা যখন মনের অনুভূতি নিজ থেকে শেয়ার করে সেগুলোই আমাদের প্রাপ্তি #কুমিল্লারভালোফিজিওথেরাপিসেন্টার        #কুমিল্লারসের...
09/10/2025

রোগীরা যখন মনের অনুভূতি নিজ থেকে শেয়ার করে সেগুলোই আমাদের প্রাপ্তি

#কুমিল্লারভালোফিজিওথেরাপিসেন্টার #কুমিল্লারসেরাফিজিওথেরাপিসেন্টার

Karim Abm Majadul

PLID তে কি আসলেই রোগী ভালো হয়? আপনি কি বিশ্বাস করেন? কমেন্ট করে জানান
07/10/2025

PLID তে কি আসলেই রোগী ভালো হয়? আপনি কি বিশ্বাস করেন? কমেন্ট করে জানান

রোগীদের সুস্থ করে তোলার সাথে বিশ্বাস, ভালোবাসা, আস্থা অর্জনই আমাদের প্রাপ্তি
05/10/2025

রোগীদের সুস্থ করে তোলার সাথে বিশ্বাস, ভালোবাসা, আস্থা অর্জনই আমাদের প্রাপ্তি

ইলেক্ট্রোথেরাপি (Electrotherapy)ইলেক্ট্রোথেরাপি হলো আধুনিক ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যেখানে বিভিন্ন...
05/10/2025

ইলেক্ট্রোথেরাপি (Electrotherapy)

ইলেক্ট্রোথেরাপি হলো আধুনিক ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যেখানে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে ব্যথা কমানো, পেশীর শক্তি বৃদ্ধি, রক্ত সঞ্চালন উন্নত করা এবং টিস্যু পুনরুদ্ধারে সহায়তা করা হয়। এটি ব্যথা ব্যবস্থাপনা ও পুনর্বাসনের একটি কার্যকর ও নিরাপদ মাধ্যম।

ইলেক্ট্রোথেরাপির উপকারিতা

• ব্যথা নিয়ন্ত্রণ – দীর্ঘদিনের জয়েন্ট পেইন, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা বা স্নায়বিক ব্যথা কমাতে সাহায্য করে।
• রক্ত সঞ্চালন বৃদ্ধি – আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ বাড়িয়ে দ্রুত আরোগ্য নিশ্চিত করে।
• পেশীর শক্তি বৃদ্ধি – দুর্বল বা ক্ষতিগ্রস্ত পেশী পুনরায় সক্রিয় করতে সহায়ক।
• ফোলা ও প্রদাহ কমানো – ইনজুরি বা সার্জারির পর দ্রুত ফোলা কমাতে সহায়তা করে।
• স্নায়ু উদ্দীপনা – পক্ষাঘাত বা স্নায়বিক সমস্যায় ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনঃসক্রিয়করণে ভূমিকা রাখে।

সাধারণত ব্যবহৃত ইলেক্ট্রোথেরাপি মডালিটি

• TENS (Transcutaneous Electrical Nerve Stimulation) – ব্যথা নিয়ন্ত্রণের জন্য।
• IFT (Interferential Therapy) – গভীর স্তরের ব্যথা কমানোর জন্য।
• Ultrasound Therapy – নরম টিস্যু হিলিং ও প্রদাহ কমাতে।
• IRR (Infrared Ray Therapy) – ইনফ্রারেড লাইটের তাপে ব্যথা ও পেশীর টান কমায়।
• Paraffin Wax Therapy – গরম ওয়াক্সে জয়েন্ট স্টিফনেস ও ব্যথা উপশম করে।

👉 ইলেক্ট্রোথেরাপি অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে সঠিকভাবে প্রয়োগ করলে রোগী খুব দ্রুত ব্যথামুক্ত ও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন।
📍 এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন!
☎️ ফোন করুন: +8801312106487
📧 ইমেইল: marufaphysiopoint@gmail.com

30/09/2025

ফিজিওথেরাপি এসেসমেন্টটা কেনো জরুরি জানেন? আপনার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে।

আমাদের অনেক রোগীর কম্পলেইন যে অনেক চিকিৎসা নিয়েছি লাভ হচ্ছে না। এর মূল কারণ সঠিক চিকিৎসকের কাছে পৌছাতে না পারা। ফিজিওথেরাপি ফেইল হওয়ার আরেক কারণ হচ্ছে ফিজিওথেরাপিস্টকে প্রপার এসেসমেন্ট করতে না দেয়া।

আমাদের বেশির ভাগ রোগী সরাসরি ফিজিওথেরাপি নিতে চায়। অথচ এইটা এক ভিন্ন ধারার চিকিৎসা পদ্ধতি। প্রপার এসেসমেন্ট না করে কন্সাল্টেশন না নিয়ে যেখানে ফিজিওথেরাপি দেয় সেখানে রোগীরাও সঠিক চিকিৎসা পায় না।

ঠিক এই কারনে আমরা চাই আমাদের রোগীর সর্বোচ্চ চিকিৎসা হোক। এজন্য আমরা রোগীর এসেসমেন্ট ও ডায়াগনোসিস করে রোগীর চিকিৎসা পদ্ধতি করি এবং সময় মতো মোডিফাই করি।

এই নিখুঁত পদ্ধতির কারণে আমাদের রোগীরা দ্রুত সুস্থতা লাভ করে।

অনেকে এক সেশন, দুই সেশনে ভালো হয়। সে গল্প গুলো আপনাদের শোনাতে চাই কিন্তু আপনারা বিশ্বাস করেন না।

এক সেশনেও যেমন রোগীরা সুস্থ হয় তেমন রোগী সুস্থ হতে ৪০+ সেশনও লাগে। এইটা রোগ ও রোগীর উপর নির্ভর করে।

তাই এমন যায়গা থেকে চিকিৎসা নিবেন যেখানে আপনার ফিজিওথেরাপিস্ট এসেসমেন্ট করে নিজের মতো গবেষণা ভিত্তিক চিকিৎসা পদ্ধতি দিবে।

ঠিক এই কারণে আমার সেন্টারে ট্রাকশান মেশিন থাকা স্বত্তেও ব্যবহার করি না। PLID রোগীরা এভাবেই সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্ল...
29/09/2025

ঠিক এই কারণে আমার সেন্টারে ট্রাকশান মেশিন থাকা স্বত্তেও ব্যবহার করি না। PLID রোগীরা এভাবেই সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ

PLID বা ডিস্ক প্রোলাপ্স এবং যে কোন প্রকার কোমর ব্যথায় কোমরে ট্রাকশন বা টানা দেয়া নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য নীতিমালা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান NICE- National Institute for Health & Care Excellence. গবেষণায় ট্রাকশন ব্যবহারে রোগীর কোন প্রকার উপকার পাবার প্রমান না পাওয়ায় তারা এটি প্রেসক্রাইব করার ও রোগীর উপর প্রয়োগ করা নিষিদ্ধ করেছে।

©Dr. Amran স্যারের পেইজ থেকে নেয়া

আলহামদুলিল্লাহ এক সেশনেই সুস্থ! অনেক ব্যথার ওষুধ অনেক ডাক্তার দেখানোর পরেও ভালো হচ্ছিলো না। পেশায় শেফ। হাত উপরে উঠাতে পা...
27/09/2025

আলহামদুলিল্লাহ এক সেশনেই সুস্থ! অনেক ব্যথার ওষুধ অনেক ডাক্তার দেখানোর পরেও ভালো হচ্ছিলো না। পেশায় শেফ। হাত উপরে উঠাতে পারছিলো না। প্রয়োজন ছিলো প্রপার এসেসমেন্ট এর। কাঁধের জয়েন্টের যে যে মাংশবেশী উইক ও স্পাসম ছিলো সেগুলো আইডেন্টফাই করে ড্রাই নিডেল এপ্লাই করি৷ এরপর দিন এসে রোগীর হাসিই বলে দেয় ব্যথা যে একদম নাই এবং হাত উপরেও উঠাতে পারছিলো। পরের সেশনে মাংসপেশীর শক্তির ব্যায়াম দেখিয়ে বিদায় দিয়ে দিলাম। দিন শেষে এই হাসিগুলোই আমাদের প্রাপ্তি আলহামদুলিল্লাহ।

বিস্তারিতো রোগীর মুখ থেকে শুনতে চোখ রাখুন আমাদের পেইজে। রাতে আপলোড দেয়া হবে ইন শাহ আল্লাহ

[বি: দ্র: আমাদের সেন্টারে পুরুষ রোগী খুব একটা দেখা হয় না৷ উনি ব্যথার ওষুধ খেয়েও উপকার পাচ্ছিলো না। আমাদের সেন্টারের পেইজে নক করে বিস্তারিত বলার পর আমরা এলাউ করি ওনাকে। রোগী সুস্থ হয়েছে এটাই আমাদের প্রাপ্তি]

#মহিলাদেরনিরাপদফিজিওথেরাপিসেন্টার #কুমিল্লারভালোফিজিওথেরাপিসেন্টার #কুমিল্লারসেরামহিলাফিজিওথেরাপিস্ট

Address

Shawkat Villa 27(kha), Rammala Road, Tomsom Bridge Cumilla. Behind Cumilla Central Hospital Pvt. Ltd, Near Sel Aysha Garden
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Marufa physiotherapy point, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marufa physiotherapy point, Cumilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram