Sarker Diagnostic and Telemedicine center

Sarker Diagnostic and Telemedicine center স্বাস্থ্য সেবায় আমরা আছি আপনার পাশে।
সরকার ডায়াগনষ্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার।

10/04/2023
আপনার বাসার প্রতিটি সদস্যের স্বাস্থ্যই মূল্যবান - আর তাই সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে  সরকার ডায়াগনস্টিক এন্ড টেলিমেডিস...
30/03/2023

আপনার বাসার প্রতিটি সদস্যের স্বাস্থ্যই মূল্যবান - আর তাই সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার ডায়াগনস্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার ৬৬টি টেস্টের হেলথ চেকআপ প্যাকেজ - মাত্র ২৯৯৯/= টাকায়। চেকআপের পাশাপাশি জেনারেল ফিজিশিয়ানের কনসালটেশন পেয়ে যাবেন একদম বিনামূল্যে!

বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বার 01910-501060
01727-779512
অথবা
হোয়াটসঅ্যাপ 01727-779512 নাম্বারে।

আমাদের হোম স্যাম্পল কালেকশন করা হয়।
সর্ত প্রযোজ্য।

বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা টেরও পান না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। তাই স্বাস্থ্য ঝুঁকি কমাতে সবার জন্যই নিয়মিত ডায়াবেট...
18/07/2022

বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা টেরও পান না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। তাই স্বাস্থ্য ঝুঁকি কমাতে সবার জন্যই নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি।
এখন আমাদের সরকার ডায়াগনষ্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার ডায়াবেটিস প্রোফাইলে পাচ্ছেন, ৪৯টি টেস্ট মাত্র ৭,১০০ টাকায়।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে 01910-501060. 01974-242626 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়ঃ- ছালিয়াকান্দি দক্ষিন বাজার, মুরাদনগর, কুমিল্লা।

আপনার শরীরে নতুন কোনো রোগ বাসা বাঁধল কিনা তা জেনে নিন সাশ্রয়ী খরচে। আমাদের সরকার ডায়াগনষ্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার দি...
17/07/2022

আপনার শরীরে নতুন কোনো রোগ বাসা বাঁধল কিনা তা জেনে নিন সাশ্রয়ী খরচে। আমাদের সরকার ডায়াগনষ্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার দিচ্ছে ফুল বডি চেকআপ প্যাকেজ . আপনার জন্য প্রয়োজনীয় মোট ৬৫টি টেস্ট। সীমিত সময়ের জন্য ৫০% ডিস্কাউন্টে বাসায় বসে নিরাপদে এ চেকআপটি করাতে পাবেন মাত্র ৮,৬০০ টাকায়।
তাই দেরি না করে এখনি ফুল বডি চেকআপ বুকিং করতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে 01910-501060. 01974-242626 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়ঃ- ছালিয়াকান্দি দক্ষিন বাজার, মুরাদনগর, কুমিল্লা।

ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ক্যান্সার বা থাইরয়েড- এমন অনেক রোগ আছে যা আপনার শরীরে শুরু থেকে থাকলেও তা গুরুতর আকার ধারন করে ব...
17/07/2022

ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ক্যান্সার বা থাইরয়েড- এমন অনেক রোগ আছে যা আপনার শরীরে শুরু থেকে থাকলেও তা গুরুতর আকার ধারন করে বয়সের সাথে সাথে। এসব রোগে ভোগার আগেই করিয়ে নিন ফুল বডি চেকআপ।
আমাদের সরকার ডায়াগনষ্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার দিচ্ছে ফুল বডি চেকআপ প্যাকেজ আপনার জন্য প্রয়োজনীয় মোট ৮৫টি টেস্ট। সীমিত সময়ের জন্য ৫০% ডিস্কাউন্টে এ চেকআপটি আপনার বাসায় বসেই নিরাপদে করাতে পারবেন মাত্র ১৭,৭০০ টাকায়।
তাই দেরি না করে ফুল বডি চেকআপ বুকিং করতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে 01910-501060. 01974-242626 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়ঃ- ছালিয়াকান্দি দক্ষিন বাজার, মুরাদনগর, কুমিল্লা।

18/06/2022

যক্ষ্মা নির্ণয়ে আধুনিক পরীক্ষা এখন । সরকার ডায়াগনস্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার এ
যক্ষ্মা একটি সংক্রামক রোগ, যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলসিস নামক অতি সূক্ষ্ম জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির হিসাব অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে নতুন মোট ৩ লাখ ৭ হাজার ৪৪৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। ২০১০ সালে বাংলাদেশে যক্ষ্মা রোগে আনুমানিক মৃত্যু ছিল প্রতি লাখে ৫৪ জন, যা খুব ভয়ংকর একটি তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট-২০২০ অনুযায়ী, ২০২০ সালে সকল প্রকার যক্ষ্মা রোগীর অনুমিত সংখ্যা ৩ লাখ ৬০ হাজার জন।
যক্ষ্মা সাধারণত দুই রকম হয়।দুই রকম আমরা বলি। একটি হলো পালমোনারি টিবি, আরেকটি হলো এক্সট্রা পালমোনারি টিবি। পালমোনারি টিবি বলতে আমরা ফুসফুসের যক্ষ্মা বুঝি। আমরা যক্ষ্মা মানে সবাই এটি বুঝি যে ফুসফুসের যক্ষ্মা। তবে ফুসফুস ছাড়াও শরীরের যেকোনো অঙ্গে যক্ষ্মা হতে পারে। যেমন হাড়ে হতে পারে, লিভারে হতে পারে। মস্তিষ্কের মধ্যে হতে পারে, পাকস্থলীতেও হতে পারে। শিশুদের ক্ষেত্রেও হতে পারে। গ্ল্যান্ডে টিবি হয়।
যক্ষ্মা রোগ নির্ণয়ের অন্যতম পদ্ধতি হলো কফ পরীক্ষা করা এবং বুকের X-ray করা। এই দুই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় X-ray তে যক্ষ্মা রোগের লক্ষণ সঠিকভাবে প্রকাশ পায় না এবং কফের মধ্যে জীবাণু পাওয়ার হার অনেক কম। এছাড়াও ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যক্ষ্মারোগ নির্ণয়ের জন্য High Degree of suspicion দরকার। তাই সরকার ডায়াগনস্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার নিয়ে এসেছে যক্ষ্মা নির্ণয়ের আধুনিক পরীক্ষা যা আপনি পাবেন সরকার ডায়াগনস্টিক এন্ড টেলিমেডিসিন সেন্টার,ছালিয়াকান্দি বাযার,মুরাদনগর ,কুমিল্লা
মোবাইলঃ০১৯১০৫০১০৬০
০১৭২৭৭৭৯৫১২



Address

Chhaliakandi
Comilla
3541

Alerts

Be the first to know and let us send you an email when Sarker Diagnostic and Telemedicine center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sarker Diagnostic and Telemedicine center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram