01/04/2018
দেশকে সম্পূর্ণভাবে পঙ্গুত্তের হাত থেকে মুক্ত করার উদ্যোগ নিয়ে সুদূর ২০১০ সাল থেকে এলএমআরএফ এর অন্যতম প্রকল্প জিরো ক্লাবফুট কাজ করে যাচ্ছে। এই মহান প্রচেষ্টায় জিরো ক্লাবফুট প্রকল্পের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে স্প্যানিশ টীম। জিরো ক্লাবফুটের মহান উদ্দেশ্য সফল করতে তারাও পাশে থাকতে চায়। গত ১৮ই মার্চ ৩য় বারের মত ডাঃ অ্যানা মারিয়া এই ব্যাটল, পেডিয়াট্রিক ও অর্থপেডিক সার্জন, হসপিটাল সেন্ট জন ডি ডিউ, ইউনিভার্সিটি অব বার্সিলোনা, স্পেন; এবং ডাঃ মার্থা ভিনিয়ালস রডরিকস, ক্লিনিকাল পোডিয়াট্রিস্ট ও প্রফেসর, হসপিটাল সেন্ট জন ডি ডিউ, ইউনিভার্সিটি অব বার্সিলোনা, স্পেন;বাংলাদেশ সফরে আসেন। উদ্দেশ্য একটাই জিরো ক্লাবফুটের সকল ক্লিনিক পরিদর্শন করা ও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা।
সফরের ১ম দিন উল্লেখিত টীমটি এলএমআরএফ হেল্থ কেয়ারের সহযোগিতায় স্প্যানিশ এ্যাম্বাসেডর জনাব এলভারো ডি সালাস এর সাথে সাক্ষাত করেন। এ সময় এলএমআরএফ হেল্থ কেয়ারের উচ্চ পদীয় কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
১৯- ২৭ মার্চ উক্ত টীমটি প্রকল্পের কুমিল্লা, নোয়াখালী ও চট্রগ্রাম ক্লিনিক পরিদর্শনকালে মোট ১৩০ জন পায়ের পাতা বাঁকা রোগী ও ৮ জন ডায়বেটিকস জনিত পায়ের সমস্যাগ্রস্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং পরবর্তীতে বাছাইকৃত 20 জন রোগীর অপারেশান করেন এলএমআরএফ চিলড্রেন’স হসপিটালে।
২৮-৩০ মার্চ উল্লেখিত টীমটি এলএমআরএফ হেল্থ কেয়ারের সহযোগিতায় বান্দরবন, কক্সবাজার ভ্রমন করেন। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করেন।
উল্লেখ্য যে, উক্ত টীমটি জিরো ক্লাবফুটের চিকিৎসা পধতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। এলএমআরএফ পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক টীমটিকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য, আমাদের প্রত্যাশা ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
[ ]