প্রত্যয়-Prottoy

প্রত্যয়-Prottoy সামাজিক সংগঠন।
সংকল্প পাশে থাকার।

অভিনন্দন!প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের ...
10/10/2025

অভিনন্দন!

প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের পাশে থাকবেন।

আপনি প্রত্যয় সংগঠনের সাথে কাজ করতে চান?
তাহলে আসুন প্রত্যয় সংগঠনের সদস্য পদের জন্য আবেদন করুন। সামাজিক কাজ গুলো একতা ও ঐক্যবদ্ধভাবে করলে কাজের গতি ও আকার বড় পরিসরে হয়।

আপনার হয়তো অর্থ আছে কিন্তু জনবল নেই আবার হয়তো শ্রম দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দান করার মতো যথেষ্ট অর্থ নেই। কিন্তু, প্রত্যয় সংগঠনে উভয়ই আছে। তাহলে আসুন একসাথে কাজ করি। প্রতিজ্ঞা করি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার।

"সংকল্প পাশে থাকার"

সদস্যপদের জন্য আবেদন ফর্ম :
https://docs.google.com/.../1yoQylPuKKRvFvBT.../preview

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!জুমা মোবারক।
10/10/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!

জুমা মোবারক।

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রত্যয় সংগঠনের সৌদি আরব প্রবাসী প্রতিনিধি Azimussan Supol এর বাবা জনাব আব্দুল গোফরা...
06/10/2025

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রত্যয় সংগঠনের সৌদি আরব প্রবাসী প্রতিনিধি Azimussan Supol এর বাবা জনাব আব্দুল গোফরান বাহার আজ (০৬ অক্টোবর,২০২৫ ইং) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন

প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

06/10/2025

🗓️বিশ্ব শিশু দিবস ২০২৫

শিশুরা আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ।
তাদের হাসি, শিক্ষা ও নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

প্রত্যয় প্রতিজ্ঞাবদ্ধ শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে।
আসুন সবাই মিলে গড়ি ভালোবাসা, নিরাপত্তা আর সুযোগের এক পৃথিবী।

☞শুভ হোক প্রতিটি শিশুর আগামীকাল 💖

মেহেদী হাসান
সহ-দপ্তর সম্পাদক
Prottoy-প্রত্যয়

মিনহাজ জুবায়ের ঈপ্তি
সহ-দপ্তর সম্পাদক
Prottoy-প্রত্যয়

২য় বারের মতো রক্তদান করেন প্রত্যয় সংগঠনের সহ-অর্থ সম্পাদক Mohammad Ullah। সংগঠনের পক্ষ থেকে রইলো দোয়া ও ভালোবাসা।💚🤝
06/10/2025

২য় বারের মতো রক্তদান করেন প্রত্যয় সংগঠনের সহ-অর্থ সম্পাদক Mohammad Ullah।

সংগঠনের পক্ষ থেকে রইলো দোয়া ও ভালোবাসা।💚🤝

অভিনন্দন!প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের ...
06/10/2025

অভিনন্দন!

প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের পাশে থাকবেন।

আপনি প্রত্যয় সংগঠনের সাথে কাজ করতে চান?

তাহলে আসুন প্রত্যয় সংগঠনের সদস্য পদের জন্য আবেদন করুন। সামাজিক কাজ গুলো একতা ও ঐক্যবদ্ধভাবে করলে কাজের গতি ও আকার বড় পরিসরে হয়।
আপনার হয়তো অর্থ আছে কিন্তু জনবল নেই আবার হয়তো শ্রম দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দান করার মতো যথেষ্ট অর্থ নেই। কিন্তু, প্রত্যয় সংগঠনে উভয়ই আছে। তাহলে আসুন একসাথে কাজ করি। প্রতিজ্ঞা করি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার।

"সংকল্প পাশে থাকার"

সদস্যপদের জন্য আবেদন ফর্ম :
https://docs.google.com/.../1yoQylPuKKRvFvBT.../preview

05/10/2025

আজ বিশ্ব শিক্ষক দিবস।

এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল শিক্ষককে, যাঁদের ত্যাগ, প্রজ্ঞা ও অনুপ্রেরণার হাত ধরে আমরা জ্ঞান ও নৈতিকতার পথে এগিয়ে চলি। শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং জীবনের মূল্যবোধ, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষাও দেন।

সেচ্ছাসেবী সংগঠন Prottoy-প্রত্যয় বিশ্বাস করে—
“একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক একটি প্রজন্মকে পরিবর্তন করতে পারেন।”
তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রত্যয়ের পক্ষ থেকে সকল শিক্ষককে জানাই আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ ✨

মেহেদী হাসান
সহ-দপ্তর সম্পাদক
Prottoy-প্রত্যয়

মিনহাজ জুবায়ের ঈপ্তি
সহ-দপ্তর সম্পাদক
Prottoy-প্রত্যয়

২৯ তম বারেরমতো রক্তদান করেন প্রত্যয় সংগঠনের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক Md Shahadat Hossen Mollah। সংগঠনের পক্ষ থেকেরইলো ...
04/10/2025

২৯ তম বারেরমতো রক্তদান করেন প্রত্যয় সংগঠনের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক Md Shahadat Hossen Mollah।

সংগঠনের পক্ষ থেকেরইলো দোয়া ও ভালোবাসা।💚🤝

03/10/2025

🟢রিকুয়েস্ট ও বিভিন্ন কার্যক্রমের আপডেট🟢

১. একটি মোটরের রিকুয়েষ্ট একসেপ্ট করা হয়েছে। আগামীকাল উক্ত মসজিদে হস্তান্তর করা হবে।

২. চিকিৎসা সহয়তার জন্য বান্নাগর গ্রামের একটি পরিবারকে ২০০০ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে গতকাল।

৩. সিলেটে একজন নও মুসলিমকে ৫০০০ টাকা চিকিৎসা সহয়তা প্রদান করা হয়েছে।

৪. ঘর নির্মাণ প্রজেক্ট আপাতত স্থগিত করা হয়েছে। এপ্রিল-২০২৬ এ পুনরায় এই কার্যক্রম সচল হবে। কারণ বক্সগঞ্জের একটি মসজিদে অযু খানা নির্মাণের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করবো।

৫. টিউবওয়েল এর ক্ষেত্রে পরিবার ও মসজিদ এবং অন্যান্য প্রতিষ্ঠানের রিকুয়েষ্ট আসছে ১৮ টি। আমরা প্রাথমিকভাবে চিন্তা করতেছি ১ টি পরিবার টিউবওয়েল পাবে আর একটি মসজিদ টিউবওয়েল পাবে। মোট ২ টি টিউবওয়েল আপাতত দেওয়ার ব্যাপারে কাজ এগিয়ে যাচ্ছে।

পরিবারের ক্ষেত্রে দেওয়ার মতো রিকুয়েষ্ট পাওয়া গেলেও মসজিদগুলোর ব্যাপারে যথাযথ রিকুয়েষ্ট পাওয়া যাচ্ছে না। তাই মসজিদের জন্য আরো রিকুয়েষ্ট দেওয়ার অনুরোধ রইলো।

জোবাইদ রাফি
পরিচালক, প্রত্যয়

জন্মের আগেই মারা গেলেন পিতা। এমন একটি পরিবারকে চিকিৎসা সহয়তা প্রদান করেছে প্রত্যয়।বান্নাগরের এক শিশু গতকাল পৃথিবীর আলো দ...
03/10/2025

জন্মের আগেই মারা গেলেন পিতা। এমন একটি পরিবারকে চিকিৎসা সহয়তা প্রদান করেছে প্রত্যয়।

বান্নাগরের এক শিশু গতকাল পৃথিবীর আলো দেখতে পান। কিন্তু জন্মের কিছুদিন আগেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নেন। আমাদের যাদের বাবা আছে আমরা হয়তো বুঝবো বাবা পৃথিবীর কত বড় ছায়া।

গতকাল প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে ২০০০ টাকার চিকিৎসা সহয়তা প্রদান করা হয়। ছবিতে আছে প্রত্যয় সংগঠনের সিনিয়র সদস্য জাহিদ হোসেন ও দপ্তর সম্পাদক মাসুদ হক।

গতকালকের প্রোগ্রামে উক্ত পরিবারের সাথে কোন ধরনের ছবি তোলা হয় নি।

Jumma Mobarak 💙
03/10/2025

Jumma Mobarak
💙

🟢প্রত্যয় সংগঠনের ব্লাড ম্যানেজমেন্ট কার্যক্রম।আজকের দিনে প্রত্যয় সংগঠন সংশ্লিষ্টদের ব্লাড ম্যানেজমেন্ট কার্যক্রমের কিছু ...
03/10/2025

🟢প্রত্যয় সংগঠনের ব্লাড ম্যানেজমেন্ট কার্যক্রম।

আজকের দিনে প্রত্যয় সংগঠন সংশ্লিষ্টদের ব্লাড ম্যানেজমেন্ট কার্যক্রমের কিছু স্থিরচিত্র।

এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী রক্তদাতা ও রক্ত ম্যানেজ করতে সহায়তাকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

~সংকল্প পাশে থাকার

Address

Nangalkot,Cumilla
Comilla
3582

Telephone

+8801610212399

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যয়-Prottoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রত্যয়-Prottoy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category