Dr. Md. Abul Kashem Bahar

Dr. Md. Abul Kashem Bahar Oral and Dental Surgeon

রমজানুল মোবারক❤️
11/03/2024

রমজানুল মোবারক❤️

Surgical Removal of impacted maxillary central incisior under local anesthesia.
05/12/2023

Surgical Removal of impacted maxillary central incisior under local anesthesia.

দাঁত তুললে চোখের ক্ষতি !?আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি...
01/06/2023

দাঁত তুললে চোখের ক্ষতি !?

আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে এ ছাড়াও আক্রান্ত দাঁত যে পাশে অবস্থিত সে পাশের মাথা, ঘার ও কানও ব্যাথা করতে পারে । আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।

চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই। অতএব আপানার ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তাহলে একেবারে ভাঙ্গা, বেশি ইনফেকশন, অথবা আক্কেল দাঁত ফেলে দিতে বলেন তাহলে ভয় পাবেন না। কারন এ সকল দাঁত আপনার স্বাস্থ্য ঝুকি বাড়াতে পারে।

তবে এখন চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক তাই অনেক ভাঙ্গা দাঁতও আমারা রেখে সেটিকে ক্যাপ করে দিই। আবার অনেক হাতুড়ে ডাক্তার না বুঝে অনেক দাঁত ফেলে দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।

অপরপক্ষে আমরা ডেন্টিস্টরা অনেক সময় ভাঙ্গা দাঁত, আঁকা- বাঁকা দাঁতের চিকিৎসার প্রয়োজনে কিংবা আক্কেল মাড়ির সমস্যাযুক্ত দাঁত সমূহ তুলে ফেলতে বলি রোগী তখন না বুঝেই অনেক টেনশনে পড়ে যায়।

অতএব বাঁচতে হলে, জানতে হবে....

আলহামদুলিল্লাহ ঈদের লম্বা ছুটির পর কুমিল্লা চেম্বারে।
30/04/2023

আলহামদুলিল্লাহ ঈদের লম্বা ছুটির পর কুমিল্লা চেম্বারে।

29/04/2023

আসসালামু আলাইকুম😍

23/03/2023

পবিত্র রমজানে চেম্বারের সময়সূচী:
কুমিল্লা চেম্বার:
রবিবার থেকে বৃহস্পতিবার : সকাল ১১টা-বিকাল ৪:৩০টা

ভাউকসার বাজার টাওয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার: শুক্রবার, শনিবার : সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

26/09/2022

মুখের ক্ষত ও ক্যান্সারঃ

সাধারণ মানুষের মধ্যে মুখের রোগ নিয়ে অবহেলা অনেক। এতে বড় রকম জটিলতা দেখা দেয়। মুখের রোগ নিয়ে অবহেলার কারণে অনেক সময় ক্যান্সারও হতে পারে।

আমাদের মধ্যে অনেকেই দাঁত ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখের মধ্যকার ক্ষত নিয়ে অবহেলা করছে অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া সাময়িক উপশমের জন্য ওষুধের দোকান থেকে ওষুধ সেবন, সর্বশেষে তুলনামূলক কম খরচে যাচাই-বাছাই ছাড়া অনুমোদনবিহীন চিকিৎসাকেন্দ্রের আশ্রয় নিচ্ছে।

অন্যদিকে হার্ট, কিডনি, লিভার, মস্তিষ্ক, চোখ বা হাড়ের কোনো রোগে আমরা অতি সতর্কতার সঙ্গে সাধ্যমতো ভালো চিকিৎসা নিতে সচেষ্ট হই। মুখের রোগে অবহেলার কারণ হিসেবে স্বচ্ছ জ্ঞানের অভাবকেই দায়ী করা যায়। মুখের অবহেলিত রোগ থেকে হতে পারে নানা ধরনের জটিলতা, তাই মুখের সঠিক যত্নের কোনো বিকল্প নেই।

মুখের অবহেলিত রোগ : মুখের রোগ পুষে রাখলে খাবার গ্রহণের সমস্যা থেকে অপুষ্টি, মুখের আকৃতি নষ্ট হওয়া, ব্যক্তিত্বহানি, কাজে অনীহা, স্মৃতিশক্তি হ্রাস, এক দাঁত থেকে অন্য দাঁত সংক্রমণ, দাঁতের গোড়ায় সিস্ট, পুঁজ, টিউমার, দাঁত পড়ে যাওয়া, অসহনীয় ব্যথা, তালু, জিহ্বা, মাড়ি বা চোয়ালের ভেতরের অংশে বিভিন্ন ক্ষত, মুখে বিব্রতকর দুর্গন্ধ, লাডউইগস এনজাইনা থেকে শ্বাস বন্ধে মৃত্যু পর্যন্ত হতে পারে।

মুখ ও শরীরের সম্পর্ক : মুখ গহ্বর হচ্ছে শরীরের প্রবেশদ্বার। চিকিৎসা গবেষকরা নানা গবেষণায় তথ্য দিচ্ছেন যে দীর্ঘমেয়াদি মুখ গহ্বরের রোগ সহজেই রক্তপ্রবাহে মিশে শরীরের যে কোনো অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে হার্টে সংক্রমণ, মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাঁধার মাধ্যমে স্ট্রোক, ডায়াবেটিক রোগীদের ইনসুলিনের কার্যকারিতা হ্রাস করে রক্তে সুগারের মাত্রা বাড়া, হাড় ক্ষয়সহ গর্ভবতী মেয়েদের অপরিণত গর্ভপাত। অন্যদিকে শরীরের অনেক রোগের প্রাথমিক উপসর্গ মুখে দেখা যেতে পারে যেমন বিভিন্ন ভিটামিনের অভাব, রক্ত স্বল্পতা, হরমোনের তারতম্যতা, ব্লাড ক্যান্সার থেকে শুরু করে রক্তের কোনো রোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, লিভার বা কিডনি রোগ, গ্যাস্ট্রিক এসিডিটি, হার্টের ব্যথা চোয়ালে অনুভব থেকে মরণব্যাধি এইডস পর্যন্ত।

ক্যান্সার : মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জর্দা, ধূমপান, মদ্যপান, বিশেষ ধরনের ভাইরাসজনিত সংক্রমণ, অতিরিক্ত রোদে থাকা ইত্যাদির পাশাপাশি ভাঙা বা এলোমেলো দাঁত থেকে মুখে দীর্ঘমেয়াদি ক্ষত বা ঘাঁকে দায়ী করা হয় ক্যান্সারের জন্য। মুখের যে কোনো ঘাঁ, ব্যথা থাকুক আর নাই থাকুক, ১০ দিনের বেশি রয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। গবেষকরা দীর্ঘমেয়াদি মাড়ি রোগের সঙ্গে অগ্নাশয়ে ক্যান্সারের যোগসূত্র খতিয়ে দেখছেন।

করণীয় : নিয়মিত ও সঠিক নিয়মে দাঁত ও মুখগহ্বর পরিষ্কার রাখতে হবে, দাঁতের গঠনানুযায়ী প্রয়োজনে ডেন্টাল চিকিৎসকের পরামর্শে মুখ পরিষ্কারের সঠিক নিয়ম জেনে নিতে হবে।

মিষ্টি জাতীয় খাদ্য থেকে সরে এসে দেশীয় মৌসুমী ফলমূল, শাক সবজি, ছোট মাছ, সামুদ্রিক মাছ, দুধ, দইসহ বেশি করে আঁশ জাতীয় খাদ্য গ্রহণে উৎসাহিত হতে হবে।

09/08/2022
28/07/2022

অনিবার্য কারণবশত আগামীকাল রোজ শুক্রবার(২৯/০৭/২২) টাওয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার বন্ধ থাকবে। শনিবারে চেম্বার খোলা থাকবে ইনশাআল্লাহ।

20/07/2022
20/07/2022

Address

Sardar Menstion(Opposite The Hotel Salahuddin) Laksam Road
Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801612944339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abul Kashem Bahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Abul Kashem Bahar:

Share

Category