21/07/2025
কুল্লু নাফছিন যা' – ইকাতুল মাউত
Sadid Al Amin
আজও কোথাও কোনো মৃত্যুর সংবাদ শুনলে
আমি মনে মনে থেমে যেতে চাই।
মৃত্যু জন্মলগ্ন থেকে ছুটে তারিখ
নির্ধারণ করে দেয়; ক’দিন বাঁচলো মানুষটা!
তারপর বিদায়বেলার থেকে—
নিজের বর্তমান সময় বিয়োগ করে দেখি,
মৃত্যুর মৃত্যুযাত্রার রশিতে পৌঁছাতে আমার কতটুকু বাকি!
কিছুক্ষণ আগে দূরবস্তু মসজিদের মাইকে
আরও একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে।
হয়তো এমন কেউ— যার মৃত্যুকালের বয়স
আমার বর্তমান বয়সের অর্ধেক, কিংবা তারচেয়েও কম!
আমি তো এখনো ভুলে যাই,
বয়স মানে মানা মৃত্যুর সাথে গড়ে তোলা ভূলেভরা ভাব।
যদি জীবনের সাথে বিচ্ছিন্নই যায় চিনাচিহ্ন স্বভাব।
দিবসের কোনাকাঞ্চি শেষে
রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি;
ভোঁজানো কফিন জুড়ে মুখে আছে তালা,
কখন কোথায় মৃত্যু এসে বলবে;
আহা জীবন— তুমি তো হেরে গেলা!