Story with Sadid

Story with Sadid Warning: May spontaneously start diagnosing people. Versifier || Doctor || traveller

21/07/2025

কুল্লু নাফছিন যা' – ইকাতুল মাউত
Sadid Al Amin

আজও কোথাও কোনো মৃত্যুর সংবাদ শুনলে
আমি মনে মনে থেমে যেতে চাই।
মৃত্যু জন্মলগ্ন থেকে ছুটে তারিখ
নির্ধারণ করে দেয়; ক’দিন বাঁচলো মানুষটা!
তারপর বিদায়বেলার থেকে—
নিজের বর্তমান সময় বিয়োগ করে দেখি,
মৃত্যুর মৃত্যুযাত্রার রশিতে পৌঁছাতে আমার কতটুকু বাকি!

কিছুক্ষণ আগে দূরবস্তু মসজিদের মাইকে
আরও একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে।
হয়তো এমন কেউ— যার মৃত্যুকালের বয়স
আমার বর্তমান বয়সের অর্ধেক, কিংবা তারচেয়েও কম!

আমি তো এখনো ভুলে যাই,
বয়স মানে মানা মৃত্যুর সাথে গড়ে তোলা ভূলেভরা ভাব।
যদি জীবনের সাথে বিচ্ছিন্নই যায় চিনাচিহ্ন স্বভাব।

দিবসের কোনাকাঞ্চি শেষে
রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি;
ভোঁজানো কফিন জুড়ে মুখে আছে তালা,
কখন কোথায় মৃত্যু এসে বলবে;
আহা জীবন— তুমি তো হেরে গেলা!

11/07/2025

স্নেহস্রোতের ছায়া
Sadid Al Amin

প্রেমিকা হবে স্নেহস্রোতের নির্বাসিনী
লজ্জাস্ফীত অন্তরের পরমতৃণা!
নিশব্দ ভালোবাসার শীতল অলিন্দে
সে হবে প্রতীক্ষার অবিনাশী দীপশিখা।

তার চোখে থাকবে না অভিমান,
থাকবে না কোনো শর্তের কর্কশতা।
শুধু নিঃশব্দে সে জড়িয়ে ধরবে
ভাঙাচোরা ক্লান্ত বিকেলগুলোকে।

তার ভালোবাসা হবে বাতাসের মতো—
আলতো, অথচ সর্বত্র উপস্থিত।
সে সঙ্গ দেবে, চাইলেও ছাড়বে না,
তবুও বেঁধে রাখবে না কোনো শৃঙ্খলে।

তার ছায়ায় লুকানো থাকবে আশ্রয়,
যেখানে ভেঙে পড়লেও কেউ দোষ দেবে না।
তাকে পেলে মনে হবে, কিছু চাই না আর—
সে-ই তো আমার “স্নেহস্রোতের ছায়া”।

11/07/2025

ছায়া সপ্নের গ্রন্থি
Sadid Al Amin

তুমি তারে প্রেম দাও,
নরম চোখে হাসির ছায়া দাও,
শীতল ভোরে ভালোবাসার ডাক দাও—
সে যেন বুঝে, তুমি তার আপন আলোতে গড়া আকাশ।

বিরহ অনল দাও,
যেন সে বুঝে, কাছে না থাকলেও
তোমার হৃদয়ে সে জ্বলছে অবিরত—
অভিমানের আগুনে পোড়ে ভালোবাসার অঙ্গার।

উপেক্ষা দিও না,
কারণ উপেক্ষায় মরে যায়
যে প্রেম একদিন আকাশ ছুঁতে চেয়েছিল।
ভালোবাসা যদি দাও, তবে তার অস্তিত্বকেও দিও মর্যাদা।

তুমি তারে প্রেম দাও,
কিন্তু সেই প্রেমে থাকুক বাস্তবতার ছোঁয়া—
যেন সে জানে, প্রেম মানে কেবল স্বপ্ন নয়,
একটি দায়িত্ব, একটি আগুন, একটি আশ্রয়—
একটি ছায়া-স্বপ্নের গ্রন্থি।

Address

Central Medical College
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story with Sadid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram