Madhumati Hospital- Pvt. Ltd.

Madhumati Hospital- Pvt. Ltd. Hospital

আজকে ব্রাহ্মণপাড়ার সনামধন্য ও অত্যন্ত সুপরিচিত হাসপাতাল মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এ একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।বাড়িতে...
16/08/2025

আজকে ব্রাহ্মণপাড়ার সনামধন্য ও অত্যন্ত সুপরিচিত হাসপাতাল মধুমতি হসপিটাল প্রাঃ লিঃ এ একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
বাড়িতে লম্বা সময় ডেলিভারির চেষ্টা করে খুব বাজে অবস্থায় নিয়ে আসা হয়।
আজ আমরা জানবো নবজাতকের মাথা ফুলে যায় কেনো ও বাসায় ডেলিভারির ঝুকি কেন? এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে নিম্নের আর্টিকেল গুলা পড়তে অনুরোধ জানাচ্ছি।
নবজাতকের মাথায় ক্যাপুট — কেন হয়, ঝুঁকি কী?

অনেক সময় ডেলিভারির পর বাচ্চার মাথায় নরম ফোলা দেখা যায়। এটাকে বলে ক্যাপুট সাকসেডেনিয়াম (Caput Succedaneum)।


কেন হয়?
• প্রসবের সময় বাচ্চার মাথা দীর্ঘসময় ধরে জন্মনালীর সংকীর্ণ পথে চাপে থাকে।
• মায়ের জরায়ুর চাপ + জন্মনালীর দেয়ালের চাপের কারণে মাথার উপরিভাগে রক্ত চলাচল ও লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হয়।
• এর ফলে মাথার ত্বকের নিচে পানি জমে ফোলা (edema) তৈরি হয়।

সহজ ভাষায়: ডেলিভারির সময় বাচ্চার মাথায় অতিরিক্ত চাপ পড়ায় এই ফোলাটা হয়।



সাধারণ বৈশিষ্ট্য
• জন্মের সময় থেকেই মাথায় থাকে।
• নরম ও ফুলে থাকে, হাত দিয়ে চাপ দিলে ঢুকে যায়।
• মাথার মাঝ বরাবর (midline) অতিক্রম করতে পারে।
• সাধারণত ২–৩ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়।



ঝুঁকি কী?

সাধারণ ক্যাপুট খুব গুরুতর নয়। তবে বাড়িতে দীর্ঘসময় ডেলিভারি আটকে থাকলে বা শিশুর মাথায় অতিরিক্ত চাপ পড়লে বড় ক্যাপুট তৈরি হয়, তখন ঝুঁকি হতে পারে—
• শিশুর মাথায় অতিরিক্ত চাপ → মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি
• জন্মের পরপর শিশুর শ্বাস না নেওয়া বা কান্না না করা
• খিঁচুনি হতে পারে
• দীর্ঘমেয়াদে স্নায়বিক ক্ষতি (brain injury) পর্যন্ত হতে পারে
• প্রসবকালীন জটিলতার অন্য ঝুঁকি: মা’য়ের অতিরিক্ত রক্তক্ষরণ, সংক্রমণ ইত্যাদি

প্রসব একটি গুরুতর ব্যাপার — কখনোই বাড়িতে চেষ্টা করবেন না

সম্প্রতি এক মা বাড়িতে ডেলিভারির চেষ্টা করেছিলেন। কিন্তু প্রসব এগোয়নি। পরে হাসপাতালে আনা হয়। নরমাল ডেলিভারি হলেও বাচ্চার মাথায় বিশাল ক্যাপুট (ফোলা) হয়েছিল, জন্মের পর বাচ্চা কান্না করেনি ও খিচুনি হয়েছিল।
সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এই ধরনের জটিলতা বাচ্চার স্থায়ী মস্তিষ্কের ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারত।



বাড়িতে ডেলিভারির ঝুঁকি
• অতিরিক্ত রক্তক্ষরণ (Postpartum hemorrhage) → মায়ের মৃত্যু হতে পারে
• বাচ্চার মাথায় চাপ, অক্সিজেন কম পাওয়া → মস্তিষ্ক ক্ষতি, খিঁচুনি, মৃত্যু
• প্রসব আটকে গেলে (obstructed labour) → মা ও শিশু দুজনের জীবন ঝুঁকিতে
• ইনফেকশন (মা ও নবজাতক উভয়ের মধ্যে)



নিরাপদ প্রসবের করণীয়
✔️ গর্ভাবস্থায় অন্তত ৪ বার চেকআপ
✔️ প্রসবের সময় হাসপাতালে যাওয়া
✔️ প্রশিক্ষিত ডাক্তার/নার্সের তত্ত্বাবধানে ডেলিভারি
✔️ প্রয়োজনে দ্রুত অপারেশন (C-section) করার সুবিধা থাকা
✔️ জরুরি অবস্থা সামলানোর সব ব্যবস্থা কেবল হাসপাতালে থাকে



মনে রাখবেন
"প্রসব ঘরে নয়, নিরাপদ হাসপাতালে হোক।”
মা ও শিশুর জীবনের জন্য এটি সবচেয়ে জরুরি সিদ্ধান্ত।

✨ মধুমতি হাসপাতাল (প্রাঃ) (লিঃ)-এর গর্বিত অর্জন ✨আজ আমাদের জন্য এক বিশেষ দিন 💐একদিনে ৭ জন নবজাতকের নরমাল ডেলিভারি সফলভাব...
16/08/2025

✨ মধুমতি হাসপাতাল (প্রাঃ) (লিঃ)-এর গর্বিত অর্জন ✨

আজ আমাদের জন্য এক বিশেষ দিন 💐
একদিনে ৭ জন নবজাতকের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে! আলহামদুলিল্লাহ! 👶👶👶👶👶👶👶

প্রতিটি নতুন জীবনের আগমনের সাথে আমরা অনুভব করি নতুন আশা, নতুন স্বপ্ন আর অফুরন্ত আনন্দ।
আমাদের দক্ষ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও নিবেদিতপ্রাণ টিমের একনিষ্ঠ প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

🙏 ধন্যবাদ আমাদের প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ — নিরাপদ, মানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করতে।

💚 মধুমতি হাসপাতাল – সুস্থ আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে পাশে আছি সবসময়।

— with Md Musharaf Hussain and 7 others.

05/08/2025

“ভুল চিকিৎসা নয়, শিশুর জন্য চাই সঠিক সিদ্ধান্ত!”বাচ্চাদের ছোটখাটো পড়ে যাওয়া মানেই হাড় ভাঙা নয়।অনেকে ভয় পেয়ে অযথা প্লাস্টার করান—যার ফল ভোগে শিশু।একজন অর্থোপেডিক্স ডাক্তারের গুরুত্বপূর্ণ পরামর্শ জানুন এই ভিডিওতে। #সঠিকচিকিৎসা #শিশুর_সুরক্ষা

চলছে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইন। আপনার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাকে টাইফয়েড এর ভ্যাক্সিন দিন।
28/07/2025

চলছে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইন।
আপনার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বাচ্চাকে টাইফয়েড এর ভ্যাক্সিন দিন।

মধুমতি হসপিটাল (প্রাঃ) লিঃ
24/07/2025

মধুমতি হসপিটাল (প্রাঃ) লিঃ

21/07/2025
12/07/2025

বর্তমান ব্রাহ্মণপাড়ায় সবচেয়ে বেশি আতংকের কারন স্ক্যাবিস রোগ। যা প্রবল আকারে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ শিশুদের ক্ষেত্রে বেশু ঝুকিপূর্ণ। স্ক্যাবিস নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা করছেন মধুমতি হসপিটালের চর্ম ও যৌণবিভাগে অভিজ্ঞ ডাক্তার ডা: মো ফরহাদ আবেদীন ভূইয়া।

ব্রাহ্মনপাড়ার ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কার্ডিওলজিস্ট।প্রতি বৃহস্পতিবার নিয়মিত চেম্বার করবেন স্বনামধন্য মধু...
10/07/2025

ব্রাহ্মনপাড়ার ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কার্ডিওলজিস্ট।
প্রতি বৃহস্পতিবার নিয়মিত চেম্বার করবেন স্বনামধন্য মধুমতী হাসপাতালে।

প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুমআগামীকাল রোজ শুক্রবার রোগী দেখবেন ডাঃ মোঃ নাজমুল হাসান এমবিবিএস, এফসিপি...
03/07/2025

প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুম
আগামীকাল রোজ শুক্রবার রোগী দেখবেন

ডাঃ মোঃ নাজমুল হাসান
এমবিবিএস,
এফসিপিএস -মেডিসিন (পার্ট ২)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

# # #রোগী দেখার সময় :আগামীকাল রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত।

সিরিয়াল পেতে আজই কল করুন,,,,
০১৭০৮৫৭১৪৪৩.

প্রতিনিয়ত  #ডেঙ্গু_জ্বরের রোগী শনাক্ত হচ্ছে।সংক্রমণটিকে মোটেই অবহেলা করা যাবে না, কারণ গুরুতর পর্যায়ে চলে গেলে মৃত্যুর আ...
03/07/2025

প্রতিনিয়ত #ডেঙ্গু_জ্বরের রোগী শনাক্ত হচ্ছে।সংক্রমণটিকে মোটেই অবহেলা করা যাবে না, কারণ গুরুতর পর্যায়ে চলে গেলে মৃত্যুর আশঙ্কা আছে।

জেনে নিন ডেঙ্গুর লক্ষণ ও কখন পরীক্ষা করাবেন-

👉 উচ্চমাত্রার জ্বরঃ

ডেঙ্গুর প্রথম উপসর্গ হলো হঠাৎ করেই #উচ্চমাত্রার_জ্বর। প্রচণ্ড শীত অনুভূত হওয়া, প্রচণ্ড শরীর ব্যথা, অবসাদ ও ক্লান্ত অনুভব করা। জ্বর ১০০ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। তবে দ্রুত চিকিৎসা না পেলে জ্বর তীব্র গতিতে বাড়তে থাকে।

👉 চোখের পেছনে ব্যথাঃ

এই রোগের আরেকটি বৈশিষ্ট্য হলো– জ্বরের সঙ্গে চোখের পেছনে ব্যথা। অক্ষিকোটরে বিরামহীন চাপ অনুভূত হয়। তাই জ্বরের সঙ্গে চোখের পেছনে ক্রমাগত ব্যথা হলে দ্রুত ডেঙ্গুর পরীক্ষা করানো উচিত।

👉 মাথাব্যথাঃ

কপাল থেকে শুরু হয়ে ব্যথা মাথা পেছন দিক পর্যন্ত চলে যেতে পারে। মাথাব্যথার এমন আচরণ ডেঙ্গুরই ইঙ্গিত দেয়। আর পেশি ও হাড়ের জোড়ায় ব্যথা হওয়াও ডেঙ্গুর লক্ষণ।

👉 ত্বকের র‍্যাশঃ

ত্বকে চ্যাপ্টা ও লালচে রঙের র‍্যাশ দেখা দেয় এই রোগে। জ্বর শুরু হওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যে এই র‌্যাশ দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই তা চুলকায় ও শরীরের যে কোনো জায়গায় হতে পারে।

👉 বমিভাব ও বমিঃ

এই রোগে আক্রান্ত হলে বমিভাব অনুভূত হতে থাকে। বমি হলে এবং সঙ্গে পেটব্যথা থাকলে বুঝতে হবে রোগের তীব্রতা বাড়ছে।

এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচুর পরিমাণে পানি এবং অন্যান্য তরল পান করতে হবে, যাতে ‘প্লাটিলেট কাউন্ট’ কমতে না পারে।

👉কোন সময়ে পরীক্ষা করবেন-

জ্বরের শুরুতে বা দুই-একদিনের জ্বরে রক্ত পরীক্ষায় কোনও কিছু শনাক্ত নাও হতে পারে এবং তা রোগ নির্ণয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। রোগী এমনকি ডাক্তারও মনে করতে পারেন যে রিপোর্ট ভালো আছে, তাই আর কোনও পরীক্ষার প্রয়োজন নেই।

মনে রাখতে হবে, প্লাটিলেট কাউন্ট ৪ বা ৫ দিন পর থেকে কমতে শুরু করে, তাই জ্বর শুরুর ৫ বা ৬ দিন পর রক্ত পরীক্ষা করা উচিত। এর আগে পরীক্ষা করলে তা স্বাভাবিক থাকে বিধায় রোগ নির্ণয়ে যেমন বিভ্রান্তির সৃষ্টি হয়, তেমনি অপ্রয়োজনে পয়সাও নষ্ট হয়।

অনেকেই দিনে দুই-তিনবার করে প্লাটিলেট কাউন্ট করে থাকেন। আসলে প্লাটিলেট কাউন্ট ঘন ঘন করার প্রয়োজন নেই, দিনে একবার করাই যথেষ্ট, এমনকি মারাত্মক ডেঙ্গু হেমোরেজিক ফিভারেও। তাছাড়া একই সঙ্গে একাধিক ল্যাবরেটরি থেকে প্লাটিলেট কাউন্ট না করানোই ভালো, এতে বিভ্রান্তির সৃষ্টি হয়।

দেখা যায়, বিভিন্ন ল্যাবরেটরি থেকে বিভিন্ন রকমের রিপোর্ট আসছে, এতে কোনও রিপোর্ট সঠিক তা নিয়ে সমস্যা দেখা দেয়। ডাক্তার বা রোগী বিভ্রান্তিতে পড়েন। তাছাড়া এতে অযথা রোগীর অর্থের অপচয় ঘটে। আরও একটি পরীক্ষা অনেকেই করে থাকেন যেমন ডেঙ্গু এন্টিবডি।

এই এন্টিবডি সাধারণত ৪ থেকে ৬ দিন পর তৈরি হয়। তাই এই সময়ের আগে এই পরীক্ষা করলে রক্তে এন্টিবডি পাওয়া যায় না, যা রোগ নির্ণয়ে সমস্যা সৃষ্টি করে। ডেঙ্গু এন্টিবডির পরীক্ষা ৫ বা ৬ দিনের আগে করা উচিত নয়। মনে রাখা দরকার, এই পরীক্ষা রোগ শনাক্তকরণে সাহায্য করলেও রোগের চিকিৎসায় এর কোনো ভূমিকা নেই।

প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুম।প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুম।আগামীকাল রোজ শুক্রবা...
03/07/2025

প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুম।

প্রিয় ব্রাহ্মণপাড়া উপজেলা বাসী আসসালামু আলাইকুম।

আগামীকাল রোজ শুক্রবার রোগী দেখবেন...

ডাঃ মোহাম্মদ সাদেকুল হক তুহিন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)

ডিসিএইচ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)

কনসালটেন্ট( শিশু)

নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ।

# # #রোগী দেখার সময় :প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পযন্ত।

সিরিয়াল পেতে আজই কল করুন,,,,

০১৭০৮৫৭১৪৪৩.

Address

Cumilla
3526

Telephone

+8801708574444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhumati Hospital- Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Madhumati Hospital- Pvt. Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category