12/07/2025
বর্তমান ব্রাহ্মণপাড়ায় সবচেয়ে বেশি আতংকের কারন স্ক্যাবিস রোগ। যা প্রবল আকারে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। অত্যন্ত ছোঁয়াচে এই রোগ শিশুদের ক্ষেত্রে বেশু ঝুকিপূর্ণ। স্ক্যাবিস নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা করছেন মধুমতি হসপিটালের চর্ম ও যৌণবিভাগে অভিজ্ঞ ডাক্তার ডা: মো ফরহাদ আবেদীন ভূইয়া।