স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎»

  • Home
  • Bangladesh
  • Comilla
  • স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎»

স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎» � স্বপ্নপূরণ রক্তদান সংগঠন �

Shwapnopuron Blood Donation Organization (SBDO)

স্থাপিতঃ ০১-০৪-২০১৮ ইং “মানবতার টানে,
ভয় নেই রক্তদানে”

আসসালামু আলাইকুম।একটি মানবিক আবেদন 🥺🤝 মানুষ মানুষের জন্য 🤝-ভুল চিকিৎসা এবং অর্থের অভাব!!প্রচন্ড ভাবে বেঁচে থাকতে চাওয়া ...
24/01/2023

আসসালামু আলাইকুম।
একটি মানবিক আবেদন 🥺
🤝 মানুষ মানুষের জন্য 🤝

-ভুল চিকিৎসা এবং অর্থের অভাব!!
প্রচন্ড ভাবে বেঁচে থাকতে চাওয়া হ্যাপিকে হয়তো আর বেশিদিন বাঁচতে দিবে না🙂

প্রথমে সামান্য পেটে ব্যাথা থেকে পেট হালকা ফুলে যাওয়া তারপর হাই পাওয়ারফুল ভুল এন্টিবায়টিক অতঃপর বাড্ডা উপশম হসপিটালে ডা: ওসমান গনির তত্ত্বাবধানে দীর্ঘ ৯ মাস ভুল চিকিৎসা। অতঃপর ২০২১ সালের মার্চ মাসে হ্যাপির শরীরে সর্বপ্রথম ধরা পরে
মধ্যবিত্ত পরিবারে দিন মজুর বাবার ২ কন্যা সন্তানের মাঝে বড় সন্তান এবং মিরপুর বাংলা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হ্যাপি খানমের ঠিক তখন থেকেই শুরু হয় ক্যান্সার এর বিপরীতে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা।

২০২১ সালের এপ্রিল থেকে পরবর্তী ২ বছর মহাখালী ক্যান্সার হসপিটালে ডা: শাহানা পারভীন (গাইনী বিভাগ) এবং ডা: আসাদুজ্জামান বিদ্যুৎ (অনকোলজি বিভাগ) এর অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় হ্যাপিকে সর্বমোট ১২ টি ক্যামো এবং ২টি মেজর অপারেশন করানো হয়। (১ম অপারেশনে ৩.৫ কেজি ওজনের একটি টিউমার এবং ডান ওভারি ফেলে দেয়া হয় এবং ২য় অপারেশনে ৯ টি বড় টিউমার সহ অসংখ্য ছোট টিউমার ফেলা হয়)
উল্লেখ্য- মরণব্যাধি ক্যান্সার বর্তমানে হ্যাপি খানমের (বাম ওভারি, কিডনি, লিভার এবং খাদ্য নালীতে) ছড়িয়ে পরেছে।

মহাখালী ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখানকার দায়িত্বরত ডাক্তারগন জানান, হ্যাপির পরবর্তী চিকিৎসা (অপারেশন) ভারতের ব্যাঙ্গালোরে (ডক্টর সোমা শেখর) এর অধীনে করতে হবে এবং যার চিকিৎসা ব্যয় প্রায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা।
মধ্যবিত্ত পরিবারে দিন মজুর বাবার বড় সন্তান হ্যাপির চিকিৎসার জন্য এখন অব্দি প্রায় ১৫ লক্ষ টাকা ব্যায় করা হয়। যার পুরোটাই পরিবার, কাছের মানুষ, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেওয়া সামান্য কিছু জমি ছিল সেটি বিক্রি এবং ***(Dss থেকে ৮৪০০০ টাকা)*** সংগ্রহ করা হয়েছিলো)

এই অবস্থায় সৃষ্টিকর্তা যদি হ্যাপির হায়াৎ রাখে এবং আমরা সবাই যদি আরেকবার আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি, আমরা যদি আমাদের ১ দিনের অথবা ১ সপ্তাহের হাত খরচ আমাদের বন্ধুটির চিকিৎসার জন্যে দান করি তাহলে হয়তো আরো একবার প্রমাণিত হবে "আমরা মানুষ আমরা চাইলে সব সম্ভব"

সৃষ্টিকর্তা কোরআন মজিদে উল্লেখ করেছেন
"একজন মানুষের জীবন বাঁঁচানো, সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মত মহৎ কাজ"
সূরা মায়েদা, আয়াত-৩২

সরাসরি রোগীর পরিবারের সাথে যোগাযোগ নাম্বারঃ-
+8801877-014998
(রোগীর বড়ভাই)

সাহায্য পাঠানোর মাধ্যম:-
𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲
+8801794-164666
(বিকাশ,নগদ পারছনাল)

আল ইমরান
+8801977-578771
(বিকাশ,নগদ,রকেট পারছনাল)

(সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি)

মেয়েদের রক্তদানের ক্ষেত্রে বিষয় গুলো জেনে রাখা উচিৎঃ-👇১) পিরিয়ড চলাকালীন এবং কমপ্লিট হবার ৭ দিনের মধ্যে রক্তদান করা যাবে...
22/09/2021

মেয়েদের রক্তদানের ক্ষেত্রে বিষয় গুলো
জেনে রাখা উচিৎঃ-👇

১) পিরিয়ড চলাকালীন এবং কমপ্লিট হবার
৭ দিনের মধ্যে রক্তদান করা যাবে না।
(পিরিয়ড শুরুর প্রথম দিন থেকে ৭ দিন ব্লিডিং
হয় এর পরের ৭ দিন সুস্থ হতে সময় লাগে....
মোট ১৪ কার্য দিবস অব্ধি রক্তদান থেকে
বিরত থাকুন...এই কালে রক্ত পরিশুদ্ধ হয়)

২) সন্তান গর্ভে থাকা অবস্থায় রক্তদান করা যাবে না।

৩) সন্তানের বয়স ২ বছর হওয়ার আগ পর্যন্ত
রক্তদান করা যাবে না।

৪) ছেলেদের তুলনায় মেয়েদের হিমোগ্লোবিন কম
থাকে সুতরাং প্রতিবার মহিলাদের উচিত
হিমোগ্লোবিন টেষ্ট করে রক্তদান করা। হিমোগ্লোবিন
১২.০০ এর নিচে হলে রক্তদান করা যাবে না।

৫) ডায়বেটিস এবং হাই প্রেসার লো প্রেসার যাদের আছে রক্তদান করা যাবে না। (ডক্টর এর পরামর্শ নিবেন)

৬) অতিরিক্ত এলার্জি যাদের আছে উনারা রক্তদান
করতে পারবেন না।

৭) অনিয়মিত পিরিয়ড হলে ডাক্তারের পরামর্শ
নিয়ে রক্তদান করা উচিৎ।
---

বোনদের অনুরোধ - স্বেচ্ছায় রক্তদান নিঃসন্দেহে মহৎ কাজ।
তাই আপনারা অন্তত নিয়ম মেনে রক্তদান
করুন।
এতে নিজেরই ভালো হবে এবং যে রোগীকে
দিচ্ছেন - উনার ও উপকার হবে 🥰

𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲

অনুগ্রহ করে লেখাটি পড়বেন প্লিজ 🙏একটি সাহায্যের জন্য মানবিক আবেদন🤲১৮ মাস বয়সের ছোট্র মেয়ে “মোসাঃ মরিয়ম আক্তার মিনহা”কে বা...
12/06/2021

অনুগ্রহ করে লেখাটি পড়বেন প্লিজ 🙏

একটি সাহায্যের জন্য মানবিক আবেদন🤲

১৮ মাস বয়সের ছোট্র মেয়ে “মোসাঃ মরিয়ম আক্তার মিনহা”কে বাঁচাতে এগিয়ে আসুন।

"প্রতিবন্ধি"অবস্থায় জন্ম গ্রহন করে ১৮ মাস আগে তার পর থেকে মায়ের কোলেই সব কিছু😥
অস্বাভাবিক আচরণ,দাড়াতে পারেনা।
ডাক্তার ক্যামো দেওয়ার কথা বললেও সংসারের আর্থিক সমস্যার কারনে চিকিসৎসা কেন হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে পারছেনা তার মা।
"মা"মোসাঃ রুনা আক্তার " নরসিংদী জেলার বাসিন্ধা।
"প্রাণ RFL" কম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছে।
বর্তমান বাচ্চার জন্য এই চাকরিও ঠিক মত চালাতে পারছেনা।
"স্বামী"বেশ কিছুদিন আগে একটি রোড এক্সেডিন্টের কারনে বিছানায় পরে আছে😭
বাচ্চার চিকিসৎসার জন্য নিজের স্বর্ণ "বন্ধক "রেখেছে এই মা। সংসার চালানো,স্বামীর সেবা করা, বাচ্চার চিকিসৎসা সব কিছু চালাতে অনেক কষ্ট করে যাচ্ছেন রাত দিন সমান করে😓
গতকাল ঢাকা সাভার "CRP " হাসপাতালে বাচ্চাকে ভর্তি করানো হয়।
বাচ্চার মা রুনা আক্তার সবার নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
ডাক্তার প্রাথমিক অবস্থায় চিকিসৎসার জন্য ১৫ হাজারের কথা বললেও মা রুনা আক্তার ৫/৬ হাজারের মত সংগ্রহ করতে পেরেছেন।
আমরা কি পারিনা,আল্লাহর রহমতে এবং আমাদের সহযোগিতার ওসিলায় এই বাচ্চাকে বাঁচাতে এগিয়ে আসতে!
একটু হাসির জন্য,মানুষ হোক মানুষের জন্য।
আমরা যদি মানুষ হয়ে মানুষের বিপদে না পাশে থাকি,তাহলে আমরা আবার কিছের মানুষ😓
আমরা কখনো একটি ফুলের মত শিশুকে চিকিসৎসার অভাবে শেষ হতে দিতে পারিনা।

তাই সবার নিকট আমার আকুল আবেদন যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

আপনারা সাহায্যের জন্য সরাসরি বাচ্চার মা এর সাথে কথা বলে সাহায্য করতে পারেন।

+8801771-086171
পার্সোনাল বিকাশ
( বাচ্চার মা মোসাঃ- রুনা আক্তার )

সকল ধরনের আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।
মোঃ ইসমাইল হোসেন।
+8801743-578129
𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲
+8801794-164666

আসসালামু আলাইকুম।"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তার...
24/04/2021

আসসালামু আলাইকুম।

"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।"

-(সূরা আল ইমরান, আয়াত: ১৮৫)

গতকাল ২৪-০৪-২০২১ ইং করোনা আক্রান্ত হয়ে শশীদল,বি-পাড়া এক ব্যক্তি মারা যাওয়ার,তার দাফন-কাপন দরে যাবতীয় কাজ আমাদের স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - Shwapnopuron Blood Donation Organization (SBDO) এর (💗 আমরা (SBDO) ট্রিম 💗) করে দিয়ে আসে।
গতবছরের মতো বর্তমানেও করোনা আক্রান্ত হওয়া মৃত ব্যক্তির দাফন-কাপনের কাজ করানোর জন্য আমাদের (💗 আমরা (SBDO) ট্রিম 💗) কাজ করতেছে।

আমাদের ট্রিমের জন্য দোয়া করবেন,আল্লাহ যেন তাদের সুস্থ রাখে এবং মৃত ব্যক্তিদের যেন আল্লাহ জান্নাত নসিব দান করে সে দোয়া করবেন।

🤲 আমিন 🤲

পরিচালকবৃন্দঃ-

প্রধান পরিচালকঃ
Md Maskat Shuvo Bhuyian
+8801303-976604

Mohammad Yeasin
+8801643-438291

Noman Ahmad Sobuj Patowary
+8801811-890878

Md Fokrul Islam Tipo
+8801303-006631

সার্বিক তত্ত্বাবধানেঃ-
𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
স্বপ্নপূরণ রক্তদান সংগঠন
+8801794164666

( বি.দ্রঃ কুমিল্লার মধ্যে যেকোনো জায়গায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন-কাপন করাতে সমস্যা হলে আমাদের (💗 আমরা (SBDO) ট্রিম 💗) কে জানাবেন এবং আমাদের (💗 আমরা (SBDO) ট্রিম 💗) এর সাথে যুক্ত হতে পরিচালকবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান করছি)

15/03/2021

👉 সবাইকে ভিডিওটা দেখার আহ্বান করছি 🥰
👉 টাকার বিনিময়ে রক্তদাতা রক্তদান করে না।
👉 তাই টাকার বিনিময়ে রক্তদাতার নামে,দালাল থেকে সবাই সাবধান থাকবেন!
👉 আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি।
👉 প্রস্তুত থাকে যদি ০২ জন রক্তদাতা,তাহলে আল্লাহর রহমতে থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা।
👉 ভিডিওটি ভালো লাগলে লাইক,কমেন্ট,শেয়ার করে পাশে থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
👉 জনসচেতনতায়ঃ- স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐩𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎» পরিবার🥰

26/11/2020

মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে!
আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকি এবং অন্যকে সচেতন রাখার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার বিপদআপদ থেকে রক্ষা করুন।

🤲 আমিন 🤲

স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - Shwapnopuron Blood Donation Organization (SBDO)

স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐩𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎»

𝐌𝐝 𝐋𝐨𝐤𝐦𝐚𝐧 𝐇𝐨𝐬𝐬𝐚𝐢𝐧 - 𝐑𝐨𝐧𝐲

Address

Comilla

Telephone

+8801891151102

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নপূরণ রক্তদান সংগঠন - 𝐒𝐡𝐰𝐚𝐩𝐧𝐨𝐩𝐮𝐫𝐨𝐧 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧«𝐒𝐁𝐃𝐎» posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram