হিলফুল ফুযুল ইসলামী সংগঠন

হিলফুল ফুযুল ইসলামী সংগঠন রক্তের প্রয়োজন হলে গ্রুপে পোষ্ট করুন?

বাংলাদেশ রক্তদাতা অনলাইন ফেডারেশন (BROF) একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন।
দেশের জনসভার উদ্দেশ্যে সচেতন প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী ও চাকুরীজীবীদের উদ্যোগে স্বার্থহীন মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরিকৃত সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনই হলো

https://www.facebook.com/groups/739821246838401/

নিজের বোন, কাজিন বা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজ স্বামীকে দূরে রাখবেন। আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজ...
05/09/2025

নিজের বোন, কাজিন বা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজ স্বামীকে দূরে রাখবেন।
আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজনীয় কোনো কথা না বলে এবং বান্ধবীদেরকে তো সে চিনবেই না।
হাসি তামাশা ঠাট্টা মশকরা করা তো বহু দূরের ব্যাপার।

দুলাভাই দেবর ভাসুর একজন মহিলার জন্য ননমাহরাম। এখানে হেসে কুটিকুটি হয়ে কথা বলার কিছু নাই, অর্ধেক ঘরওয়ালী হবারও কিছু নাই।
দেবর কিংবা ভাসুরকে খেদমত করার জন্য কোনো মহিলা বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়না।
তেমনি দুলাভাই বেড়াতে আসলে খেদমতের জন্য তার নিজের স্ত্রীই যথেষ্ট!

কেউ স্বামীর প্রতি অগাধ বিশ্বাস কিংবা দুলাভাইকে, ভাসুরকে বড় ভাই বানিয়ে আমার দিকে তেড়ে আসতে পারেন, বলতে পারেন জাস্ট ভাই বোনের সম্পর্ককে এত বিশ্রীভাবে কেন বলছি!
তবে আমি বলবো একমাত্র রবই তার বান্দার যাবতীয় কিছু জানেন।
হাদিসে স্পষ্টভাবে দেবর ভাসুর দুলাভাই শালী এই সম্পর্কগুলোতে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে এবং এতটাই ভয়ংকর যে সোজা মৃ*ত্যু সমতুল্য বলেছে।
মৃ*ত্যুর কথা শুনলে, মনে করলে আত্মা যেমন কেঁপে ওঠে, আদৌ কি আমরা ততটা দূরত্ব রাখি?

ঘুরতে যাওয়া, একসাথে বদ্ধ ঘরে বসে গল্প করা,
গায়ে হাত দিয়ে কথা বলা, উচ্চস্বরে হাসা এগুলো তো দ্বীনহীন সমাজে একদম সাধারন একটি বিষয়।
কোনো লজ্জা ছাড়াই এটা স্বাভাবিক নিয়ম!
স্ত্রীরাও এটা দেখে, মেনে নেয়, কিছু মনেই করেনা,
ভেবে নেয় যেন এটাই হবার ছিলো!
অথচ কত সংসার ভেঙে যায়, বিচ্ছেদ হয়, কতজনে নীরবে হ্যারাস হয়! কেউ কি জানে!

কিছু জিনিস আছে যা একান্তই আমার।
জরুরী নয় যে বান্ধবীর সাথে আপনার স্বামীর হেসে দুটো কথা বলতে হবে।
তার সাথের সম্পর্ক আপনি পর্যন্তই যথেষ্ট।
এমনও না যে কাজিনদের সাথে ঠাট্টা মশকরা না করলে জাত মান চলে যাবে কিংবা বোনের সাথে দূরত্ব রাখলে আপনাদের সম্মান ডুবে যাবে।
যদি সম্মান, জাত মান চলে যায় তবে যেতে দিন।
লাভ ছাড়া কোনো ক্ষতি ইন-শা-আল্লাহ হবেনা।

স্বামী ব্যাপারটা মানেই হলো নিজের জিনিস।
আপনার এই আপন মানুষটার চরিত্র হেফাজতের দায়িত্ব কিছুটা না হয় আপনিও নিন!

আল্লাহর বিধান আর নবীজি (সাঃ) সুন্নাহর মধ্যেই
রয়েছে কল‍্যান বরকত রহমত শান্তি।
তাই দুনিয়ার কে কি বললো সেসব ভাবার দরকার নেই।
কুরআন সুন্নাহর বিধান মেনেই দাম্পত্য জীবন সুখে ভরিয়ে তুলুন। ইন-শা-আল্লাহ

10/08/2025
10/08/2025
বোন আমার নিজের মর্যাদা নিজের হাতে বিলীন করে দিও না।
03/08/2025

বোন আমার নিজের মর্যাদা নিজের হাতে বিলীন করে দিও না।







02/08/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
যে ব্যক্তি তার অন্তরের পরিবর্তন করে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে।❤️🌼

ধানমন্ডিতে ৪০ বছর দাঁড়িয়ে থাকা গাছ উপড়ে পড়ে এক নারী আহত ______রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়...
01/08/2025

ধানমন্ডিতে ৪০ বছর দাঁড়িয়ে থাকা গাছ উপড়ে পড়ে এক নারী আহত
______
রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বিশাল মেহগনিগাছ টানা বৃষ্টির ফলে গতকাল বৃহস্পতিবার উপড়ে পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের ওপর। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক নারী যাত্রী আহত হয়।

বর্ষাকালে রাজধানীতে বড় গাছ উপড়ে পড়ার ঘটনা প্রায় নিয়মিত। বিশেষ করে সড়কের পাশে গাছগুলোর জন্য প্রয়োজনীয় মাটি না থাকায় ও শিকড় দৃঢ়ভাবে গাঁথতে না পারায় প্রতি বছরই বর্ষায় এমন দুর্ঘটনা ঘটে থাকে।

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাছটির অর্ধেক কেটে ফেলা হলেও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি এবং গাছে বাকি অংশ এখনও সেখানেই পড়ে রয়েছে।

সকল আলিম, HSC ও সমমান পরিক্ষার্থীদের জন্য ভালোবাসা ও শুভ কামনা রইলো🥰BEST OF LUCK..এবং দোয়া রইলো যেনো সুস্থ শরীর ও ভালো ম...
26/06/2025

সকল আলিম, HSC ও সমমান পরিক্ষার্থীদের জন্য ভালোবাসা ও শুভ কামনা রইলো🥰
BEST OF LUCK..
এবং দোয়া রইলো যেনো সুস্থ শরীর ও ভালো মন মানসিকতা নিয়ে সব গুলো পরীক্ষা ভালো করে সম্পুর্ণ করো এবং ভালো রেজাল্ট করে শিক্ষকদের ও পরিবারের মুখ উজ্জ্বল করার গৌরব অর্জন করো
আমিন 🤲🤲
ফি আমানিল্লাহ 🥰🤲🤲

ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে প্রশ্ন করলো: আচ্ছা এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন...
23/06/2025

ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে প্রশ্ন করলো: আচ্ছা এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে কত সময় লাগবে?

ব্যাংকার: ১ দিন।

গ্রাহক: কেন? ব্যাংক দুটো তো খুব কাছাকাছি, রাস্তার এপার আর ওপার, তাহলে এত সময় লাগবে কেন?

ব্যাংকার: ক্লিয়ারেন্স-এর কিছু প্রক্রিয়া আছে, তাই।

গ্রাহক: ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাংক হওয়া সত্ত্বেও...

ব্যাংকার: বুঝলেন না! তাহলে শোনেন। ধরেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গোরস্থানের কাছে মারা গেলেন, তাহলে কি লোকজন আপনাকে সঙ্গে সঙ্গে ওই গোরস্থানে নিয়ে কবর দিয়ে দিবে?

নাকি প্রথমে হাসপাতালে নিয়ে যাবে, মারা গেছেন কি না ডাক্তার তা পরীক্ষা করে দেখবে, পুলিশ রিপোর্ট হবে, পোস্ট মর্টেম হবে, আপনার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে, পরিবার আর আত্মীয়-স্বজন-বন্ধুরা মিলে কান্নাকাটি হবে, জানাজা হবে, ওদিকে কবর খোড়া হবে, তারপর গোরস্থানে নিয়ে লাশ দাফন করা হবে, তাই না?

গ্রাহক: আপনি ব্যাংক কর্মকর্তা না আজরাইলের লাইভ বিজ্ঞাপন?

ব্যাংকার: কেন কেন?

গ্রাহক : যে ভয়াবহ উদাহরণ দিলেন, চোখের সামনে তো হাশরের ময়দান দেখতে পাচ্ছি। আমি সাত দিনেও টাকা নিতে আসব না!
©

কোকা কোলার স্বাদের ধারেকাছেও নেই মোজোর স্বাদ। বছর দুয়েক আগেও মোজো কে কেও গুনতো না। অথচ কিছুদিন আগেও যেই মোজোর দাম ৬০ টাক...
14/04/2025

কোকা কোলার স্বাদের ধারেকাছেও নেই মোজোর স্বাদ। বছর দুয়েক আগেও মোজো কে কেও গুনতো না। অথচ কিছুদিন আগেও যেই মোজোর দাম ৬০ টাকা ছিলো, সেই মোজো এখন কয়েক ধাপে দাম বাড়িয়ে ১১০ টাকা করলো।

কোল্ড ড্রিংকস খেতে মন চাইসে? আর কেও সেধে সেধে মোজো খেয়েছে? এমন কখনো ই হতো না।

বিশ্বব্যাপী বয়কট চলছে তাই সবাই নিজ দেশের পণ্য প্রমোট করতে মোজো খাওয়া শুরু করলো আর এতেই তারা গা'দ্দা'রি করে দাম বাড়াই দিলো, একইসাথে বোতলের গায়ে পতাকা লাগিয়ে আবেগী মার্কেটিং তো আছেই।

নিজ দেশে বানানোর পরেও অযথা দাম বাড়ানো অফ না করা অব্দি এই মোজো কেও বয়কট করেন। তৃষ্ণা পাচ্ছে? পানি খান। দরকার হলে সাথে একটা ৬ টাকা দামের স্যালাইন মিশিয়ে নেন! হাজার গুণ ভালো।

হারানো বিজ্ঞপ্তি
11/04/2025

হারানো বিজ্ঞপ্তি

Ya Allah save Rafa And Gaza..😭😭🤲🤲🤲Boycott all Israeli product and who supporting them.
07/04/2025

Ya Allah save Rafa And Gaza..😭😭🤲🤲🤲
Boycott all Israeli product and who supporting them.

হিলফুল ফুযুল ইসলামী সংগঠন এর পক্ষ থেকে সকল দেশি/প্রবাসী ভাইদের জানাই মাহে রমাদানের শুভেচ্ছা।رماضان مبارك
01/03/2025

হিলফুল ফুযুল ইসলামী সংগঠন এর পক্ষ থেকে সকল দেশি/প্রবাসী ভাইদের জানাই মাহে রমাদানের শুভেচ্ছা।
رماضان مبارك

Address

Chandina
Comilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুযুল ইসলামী সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হিলফুল ফুযুল ইসলামী সংগঠন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category