Dr.Suman Dey

Dr.Suman Dey I am Dr.Suman Dey
MBBS,BCS(Health)
M.R.C.P.S(England)
MCPS(Medicine)
MD(Gastroenterology)
Bangabandhu Sheikh Mujib Medical
University,Dhaka.

Consultant

Chamber:
Moon Hospital ,Cumilla

★)হেপাটাইটিস বি/HBsAg কি?হেপাটাইটিস বি ভাইরাস (HBV) একটি ভাইরাস যা লিভার বা যকৃতকে আক্রমণ করে এবং হেপাটাইটিস বি নামক রোগ...
13/09/2025

★)হেপাটাইটিস বি/HBsAg কি?

হেপাটাইটিস বি ভাইরাস (HBV) একটি ভাইরাস যা লিভার বা যকৃতকে আক্রমণ করে এবং হেপাটাইটিস বি নামক রোগ সৃষ্টি করে। এই রোগটি মারাত্মক এবং সম্ভাব্য প্রাণঘাতী হতে পারে, বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী (ক্রনিক) হয়ে লিভারের ক্ষতি করে। সংক্রামিত রক্ত, বীর্য বা যোনি তরলের মতো শারীরিক তরলের সংস্পর্শে এই ভাইরাস ছড়ায় এবং গর্ভাবস্থায় মা থেকে শিশুর মধ্যেও এটি যেতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি, ত্বক ও চোখ হলুদ হওয়া (জন্ডিস), পেটে ব্যথা এবং গাঢ় প্রস্রাব।

★)ভাইরাসটি কীভাবে ছড়ায় ?
* রক্ত ও শারীরিক তরল:�সংক্রামিত রক্ত, বীর্য, বা যোনি তরলের মাধ্যমে এটি ছড়ায়।
* মা থেকে শিশুতে:�গর্ভাবস্থায় মা থেকে নবজাতকের শরীরে ভাইরাসটি সংক্রমিত হতে পারে।
* অন্যান্য কারণ:�একসাথে ড্রাগ ব্যবহারের সময় সংক্রামিত রক্তের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

★)লক্ষন সমুহ
* ক্লান্তি বা অবসাদ
* বমি বমি ভাব
* ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
* পেটে ব্যথা
* গাঢ় প্রস্রাব
* ক্ষুধামন্দা
* জয়েন্টে ব্যথা

★)প্রতিরোধ
হেপাটাইটিস বি প্রতিরোধ করা সম্ভব এবং এর জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া যায়। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের এই টিকা দেওয়া জরুরি।

★)গুরুত্ব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা লিভারের ক্ষতি, সিরোসিস (লিভারের ক্ষত) এবং লিভার ক্যান্সারের কারণ হতে পারে। উপযুক্ত চিকিৎসার অভাবে এটি মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ
ডা:সুমন দে
এমবিবিএস,বিসিএস,সিসিডি(বারডেম)
এমআরসিপিএস(ইংল্যান্ড)
এমসিপিএস(মেডিসিন)
এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। কনসালটেন্ট

প্রথম চেম্বার:
হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের রেসকোর্স,কুমিল্লা। রোগী দেখার সময় : ২টা -৫টা (শুক্রবার ও রবিবার বন্ধ)
সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

দ্বিতীয় চেম্বার
মুন হসপিটাল লি:
শহীদ নেওয়াজ নিজাম উদ্দীন রোড
রুম ন:৬১০ ৬ষ্ঠ তলা
সময়:৫টা-রাত ১০টা পযন্ত(শুক্রবার ও রবিবার বন্ধ)

28/07/2025

26/06/2025

খাদ্যনালীর ক্যান্সার আক্রান্ত রোগীর গলায় আটকে যাওয়া মাংস অপসারণ।মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা:সুমন দে এমবিবিএস,বিসিএস,এমআরসিপিএস(ইংল্যান্ড)এমসিপিএস(মেডিসিন)এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। কনসালটেন্ট হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের রেসকোর্স,কুমিল্লা। রোগী দেখার সময় : ৩টা - ৭টা (শুক্রবার ও রবিবার বন্ধ)সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

15/06/2025

গলায় আটকে যাওয়া মাংস অপসারণ।

মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ
ডা:সুমন দে
এমবিবিএস,বিসিএস,
এমআরসিপি(ইংল্যান্ড)
এমসিপিএস(মেডিসিন)
এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
কনসালটেন্ট
হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের
রেসকোর্স,কুমিল্লা।
রোগী দেখার সময় : ৩টা - ৭টা
(শুক্রবার ও রবিবার বন্ধ)
সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

23/01/2025

জন্ডিস কেন হয়? জন্ডিস হলে করণীয় কি?

মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ
ডা:সুমন দে
এমবিবিএস,বিসিএস,
এমআরসিপি(ইংল্যান্ড)
এমসিপিএস(মেডিসিন)
এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
কনসালটেন্ট
হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের
রেসকোর্স,কুমিল্লা।
রোগী দেখার সময় : ৩টা - ৭টা
(শুক্রবার ও রবিবার বন্ধ)
সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

★)ন্যাশ/ফ্যাটি লিভার কি?আমাদের শরীরের বিভিন্ন স্থানে যেমন মেদ জমে, তেমনি যকৃতের কোষে অতিরিক্ত মেদ জমা কে ফ্যাটি লিভার বল...
12/11/2024

★)ন্যাশ/ফ্যাটি লিভার কি?
আমাদের শরীরের বিভিন্ন স্থানে যেমন মেদ জমে, তেমনি যকৃতের কোষে অতিরিক্ত মেদ জমা কে ফ্যাটি লিভার বলে। আর ন্যাশ (নন-অ্যালকোহলিক স্টিয়্যাটো হেপাটাইটিস) হল লিভারের একটি নীরব ঘাতক ও ফ্যাটি লিভারের পরবর্তী ধাপ। ন্যাশ ভুক্তভোগীদের লিভারে প্রদাহ হয়,লিভারের স্থায়ী ক্ষত বা ফাইব্রোসিস হয় যা পরবর্তীতে সিরোসিসের দিকে ধাবিত করে এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।

ন্যাশ/ফ্যাটি লিভার এর মূল কারন
ঝুঁকিতে আছে যারাঃ
(★)স্থুলতা বা ওবেসিটি
(★)ডায়াবেটিস
(★)ডিজলিপিডেমিয়া বা রক্তে অতিরিক্ত চর্বি
(★)হাইপারটেশন বা অতিরিক্ত রক্তচাপ
(★)থাইরয়েড হরমনের সমস্যা
(★)অতিরিক্ত ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড গ্রহন
(★)অতিরিক্ত কোমল (কার্বোনেটেড) পানীয় পান
(★)অতিরিক্ত ফ্যাট বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহন

(★)আয়েশি জীবন যাপন
(★)কর্টিকোস্টরয়েড,টেমোক্সিফেন ইত্যাদি ঔষধ দীর্ঘদিন সেবন
(★)হেপাটাইটিস সি ভাইরাস অনেক সময় ফ্যাটি লিভার করে থাকে।

ন্যাশ/ফ্যাটি লিভারের প্রাদুর্ভাবঃ
(★)পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ লোক ফ্যাটি লিভারে আক্রান্ত।
(★)দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর প্রাদুর্ভাব ৩০শতাংশের বেশি।
(★)বাংলাদেশের ৩২-৩৫ শতাংশ লোক (সাড়ে চার কোটি) ফ্যাটি লিভারে আক্রান্ত। তাদের মধ্যে শিশু-কিশোর, মধ্যবয়সী ও মহিলাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি। ফ্যাটি লিভার এর মধ্যে আবার ৩৬ থেকে ৫০ শতাংশ হচ্ছে ন্যাশ।
(★) বিশ্বব্যাপি ৫ বছরের নিচে চার কোটি এবং ৫ থেকে ১৮ বছরের নিচে ৩৪ কোটি শিশু স্থুলতার কারনে
ন্যাশ/ফ্যাটি লিভারের ঝুঁকিতে আছে।
(★)বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে লিভার সিরোসিসের প্রধান কারণ হিসেবে আবির্ভূত হচ্ছে এই ন্যাশ।
(★)আগামী ১৫ থেকে ২০ বছরে সারা বিশ্বে লিভার ট্রান্সপ্লান্টের প্রধান কারণই হবে ন্যাশ।

ন্যাশ/ফ্যাটি লিভারের লক্ষণষমূহঃ
অন্যান্য বেশিরভাগ দুরারোগ্য লিভার রোগে আক্রান্ত রোগীদের মতো ফ্যাটি লিভারের রোগীদেরও প্রায়ই কোনো লক্ষণ থাকে না। এদের কারও কারও নিম্নোক্ত উপসর্গগুলো দেখা যায়ঃ
(★)দুর্বলতা কিংবা খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়া
(★)পেটের ডান পাশে উপরের দিকে ব্যাথা, ভার-ভার ভাব বা অস্বস্তি অনুভব হওয়া
(★)গায়ের রং হলুদে ভাব হওয়া

ন্যাশ/ফ্যাটি লিভার জনিত লিভার সিরোসিস এর উপসর্গগুলো (ধীরে ধীরে প্রকাশ পায়):
(★)জন্ডিস
(★)প্রস্রাব গাঢ় রং ধারণ করা
(★)চামড়ার নিচে হালকা লালচে হয়ে যাওয়া
(★)পেট ফুলে যাওয়া

ন্যাশ/ফ্যাটি লিভার নির্ণয়ঃ
আল্টাসনোগ্রাফিকে প্রাথমিক টেস্ট হিসেবে গন্য করা হয়। আরও নিশ্চিত হতে সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করা হয়। ফাইব্রোস্ক্যান কে নিলে লিভারের কোষে কি পরিমাণ ফ্যাট জমেছে এবং তার ফলে লিভারের কোষগুলোতে কতটা ফাইব্রোসিস হয়েছে সেটা সম্বন্ধে ভালো ধারণা করা সম্ভব। তবে ক্ষতির সঠিক অনুমান করতে লিভার বায়োপসি সেরা উপায়। রক্ত পরীক্ষার মাধ্যমে লিভার ফাংশন টেস্ট করলে লিভারের অসঙ্গতি ধরা পড়ে।

ন্যাশ/ফ্যাটি লিভার প্রতিরোধ ও চিকিৎসাঃ
ন্যাশ/ফ্যাটি লিভার প্রতিরোধ বর্জনীয়
(★)অতিরিক্ত শর্করা জাতীয় খাবার (ভাত/রুটি),চিনি যুক্ত খাবার ও পানীয় পরিহার করতে হবে।
(★)ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ও তৈলাক্ত খাবারকে এড়িয়ে যেতে হবে।
(★)কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোন অধিক ব্যাবহার থেকে বিরত রাখতে হবে এবং খাবার সময় এগুলোর ব্যবহার ত্যাগ করতে হবে।

ন্যাশ/ফ্যাটি লিভার প্রতিরোধে করনীয়
(★) ওজন ও স্থুলতাকে নিয়ন্ত্রণ করতে হবে।১০% শরীরের ওজন কমালে গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারের বিরুপ প্রতিক্রিয়া থেকে লিভার রক্ষা পায়।
(★)প্রচুর পরিমাণে আশ আছে এমন শাকসবজি ও তাজা ফলমূল খেতে হবে।
(★)প্রতি সপ্তাহে ২-৩ দিন মাছ খেতে হবে
(★)প্রতিদিন শরীর চর্চার অভ্যাস করতে গড়ে তুলতে হবে।
(★)পর্যাপ্ত পরিমান ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

ন্যাশ/ফ্যাটি লিভার চিকিৎসার মূল লক্ষ্যই হচ্ছে লিভার সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করা। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

সঠিক সময়ে এ রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসক ও রোগী সবারই ব্যাপক সচেতনতার প্রয়োজন। কারন শুরুতেই ব্যবস্থা নিলে এ রোগ অধিকাংশ সময়ই নিরাময় হয়।

মেডিসিন ও গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ
ডা.সুমন দে
এমবিবিএস,বিসিএস,এমআরসিপি,
সিসিডি, এমসিপিএস(মেডিসিন),
এমডি(গ্যাস্টোএন্টারোলজী)
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ঢাকা
কনসালটেন্ট (মেডিসিন ও গ্যাস্ট্রো-লিভার)

চেম্বার,
হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটাল
রেসকোর্স, কুমিল্লা।
প্রতিদিন দুপুর ২.৩০ টা -সন্ধ্যা ৭ টা।
(শুক্রবার ও রবিবার বন্ধ)
সিরিয়াল :০১৬৩৬৮৬১২৫৬

27/10/2024

Endoscopy Procedure

মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ
ডা:সুমন দে
এমবিবিএস,বিসিএস,
এমআরসিপি(ইংল্যান্ড)
এমসিপিএস(মেডিসিন)
এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
কনসালটেন্ট
হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের
রেসকোর্স,কুমিল্লা।
রোগী দেখার সময় : ৩টা - ৭টা
(শুক্রবার ও রবিবার বন্ধ)
সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

17/10/2024

গলা হতে পয়সাসদৃশ বস্তু এন্ডোস্কপির মাধ্যমে অপসারণ।

মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ
ডা:সুমন দে
এমবিবিএস,বিসিএস,
এমআরসিপি(ইংল্যান্ড)
এমসিপিএস(মেডিসিন)
এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
কনসালটেন্ট

হিউম্যান ডায়াগনস্টিক এন্ড হসপিটালের
রেসকোর্স, কুমিল্লা
সিরিয়াল : ০১৬৩৬৮৬১২৫৬

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Suman Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram