Niramoy Homeo Hall Bagmara Bazar

Niramoy Homeo Hall Bagmara Bazar অনলাইনে রোগীর তথ্য অনুযায়ী চিকিৎসা,এবং সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

05/06/2025

আলহামদুলিল্লাহ নিরাময় হোমিও হল বাগমারা থেকে চিকিৎসা সেবা নিয়ে গত ২২ বছরে প্রায় তিন হাজারের অধিক গর্ভবতী মা নরমাল ডেলিভারীর জন্য সুস্থ সন্তান প্রসব করতে সক্ষম হয়েছেন।

26/05/2025

মহিলাদের জরায়ু নিচে নেমে যাওয়া ও জরায়ুর টিউমার এর জন্য অপারেশন বিহীন সম্পূর্ণ হোমিও চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

23/05/2025

৭/৮ বছর পুরোনো পাইলস রোগীর রিভিউ।
আলহামদুলিল্লাহ এমন শত শত রোগী সুস্থ হচ্ছে।

অনলাইন রোগীদের জন্য সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

Whatsapp 01717-297729

Location https://maps.app.goo.gl/nc3oZ2vdaSWiSmJS6

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

15/05/2025

রোগীর রিভিউ ❤️👍

আমার এই রোগীটি দীর্ঘদিন ধরেই এলার্জি,দূর্বলতা,মাসিকের সময় পেট ব্যথা(Dysmenorrhora),সহ আরও অনেক রোগে ভুগছেন। অনেক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় অবশেষে আমার চেম্বারে আসে।
আলহামদুলিল্লাহ ১ বারের ঔষধেই মাত্র ১৫ দিনে অনেক পরিবর্তন।

চেম্বার:নিরাময় হোমিও হল।
বাগমারা বাজার, উপজেলা লালমাই, কুমিল্লা।

দূরের রোগীদের জন্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

https://maps.app.goo.gl/kqiEjo17wsz1HBH27


অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য WhatsApp  বাটনে ক্লিক করুন। সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পার্সেল করা হয়।
08/05/2025

অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য WhatsApp বাটনে ক্লিক করুন।
সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পার্সেল করা হয়।

08/05/2025

আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট পেইন সহ বাত রোগীদের সম্পূর্ণ সুস্থতার জন্য হোমিও চিকিৎসা খুবই কার্যকর।
সেবা নিন,সুস্থ থাকুন প্রতিদিন।

স্কাবিস চিকিৎসায় নিরাময় হোমিও হল বাগমারা স্কাবিস (Scabies) হলো একটি ছোঁয়াচে চর্মরোগ যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র...
04/05/2025

স্কাবিস চিকিৎসায় নিরাময় হোমিও হল বাগমারা

স্কাবিস (Scabies) হলো একটি ছোঁয়াচে চর্মরোগ যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র একধরনের পরজীবী মাইটের কারণে হয়। এটি ত্বকে চুলকানি, লাল ফুসকুড়ি এবং রাতের বেলায় বাড়তি চুলকানির জন্য পরিচিত।
হোমিওপ্যাথি চিকিৎসায় স্কাবিস খুবই দ্রুততম সময়ে একবারেই নিরাময় করা সম্ভব।

তবে হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার দ্বারা নির্ধারিত হওয়া উচিত, কারণ রোগীর শরীর, লক্ষণ, মনের অবস্থা এবং অন্যান্য জটিলতা দেখে উপযুক্ত ঔষধ নির্ণয় করে চিকিৎসা করতে হয়।

রোগীর পোষাক ও বিছানার চাদর প্রতিদিন ধুয়ে পরিষ্কার রাখতে হবে।

পরিবারের সকল সদস্যের চেকআপ প্রয়োজন, কারণ স্কাবিস সহজে ছড়ায়।

সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

অনলাইনে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য সারা দেশে ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।
Niramoy Homeo Hall Bagmara Bazar

নিরাময় হোমিও হলের চিকিৎসা কেন অন্যদের থেকে সেরা 🌻দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দিয়ে খুবই যত্ন সহকারে রোগী...
26/04/2025

নিরাময় হোমিও হলের চিকিৎসা কেন অন্যদের থেকে সেরা

🌻দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দিয়ে খুবই যত্ন সহকারে রোগী পর্যবেক্ষণ ও রোগীর রোগ অনুযায়ী নির্ভুল চিকিৎসা পরিকল্পনা করা হয়।

🌺 ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি: প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বুঝে আলাদা আলাদা চিকিৎসা প্রদান করা হয়।

🌼বিশুদ্ধ ও উচ্চমানের ওষুধ ব্যবহার: মূলত আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ব্যবহারের মাধ্যমে চিকিৎসার কার্যকারিতা নিশ্চিত করা হয়।

🌹সহজ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ: রোগীদের সাথে মানবিকতা ও সহানুভূতির সাথে আচরণ করে, যাতে তারা মানসিকভাবে স্বস্তি পায়।

🌲পরিষ্কার ও সুসজ্জিত ক্লিনিক পরিবেশ: রোগীর আরাম এবং স্বাচ্ছন্দ্যের জন্য আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান করা হয়।

🌳বিস্তৃত রোগ নিরাময় পরিধি: চর্মরোগ, হাঁপানি, মাইগ্রেন, হাঁড়-জোড়ের ব্যথা, গ্যাস্ট্রিক,বন্ধ্যাত্ব ও মানসিক সমস্যা সহ নানা কঠিন রোগের জন্য কার্যকর চিকিৎসা প্রদান করা হয়।

🪻অনুসরণ ও পরামর্শ সেবা: চিকিৎসা চলাকালীন নিয়মিত ফলোআপ ও বিনামূল্যে পরামর্শের সুবিধা দেওয়া হয়।

🍁সাশ্রয়ী ব্যয়: তুলনামূলকভাবে কম খরচে দীর্ঘমেয়াদী আরামদায়ক ও নিরাপদ চিকিৎসা সুবিধা পাওয়া যায়।

💐নিরাময় হোমিও হল রোগ নিরাময়ের এক নির্ভর যোগ্য প্রতিষ্ঠান🌿

সেবা নিন, সুস্থ থাকুন প্রতিদিন।

আজীবন নিরোগি থাকার জন্য কি করনীয়:১. খাবার এর পর পানি পান না করে, খাবার গ্রহণ এর ১+১/২ (দের)  ঘন্টা পর পানি পান করা। ২.সক...
13/04/2025

আজীবন নিরোগি থাকার জন্য কি করনীয়:

১. খাবার এর পর পানি পান না করে, খাবার গ্রহণ এর ১+১/২ (দের) ঘন্টা পর পানি পান করা।

২.সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ২-৩ গ্লাস গরম পানি পান করা।

৩.যখনই পানি পান করবেন ছিপ ছিপ করে পানি পান করবেন( মুখে কিছুক্ষন রেখে কুলির মতো করে পান করবেন কম পক্ষে প্রতিটা ঢোক ৩০ সেকেন্ডে)।

৪. ফ্রিজের ঠান্ডা পানি পান, না করা।

এক জন সুস্থ মানুষ এই ৪ টি নিয়ম পালন করলে তার জীবনে রোগ হওয়ার সম্ভাবনা যেমন নেই, তেমনি কোনো রোগের রুগী যদি এই নিয়ম গুলো পালন করা শুরু করে তাহলে সেই দিন থেকেই তার রোগ গুলো ভালো হওয়া শুরু হবে ইনশাআল্লাহ।

Address

Comilla
3570

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Friday 09:00 - 20:30
Saturday 15:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801717297729

Alerts

Be the first to know and let us send you an email when Niramoy Homeo Hall Bagmara Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Niramoy Homeo Hall Bagmara Bazar:

Share

Category