Dr Mohin Uddin Raju - ENT Specialist & Head-Neck Surgeon

Dr Mohin Uddin Raju - ENT Specialist  & Head-Neck Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Mohin Uddin Raju - ENT Specialist & Head-Neck Surgeon, Otolaryngologist (ENT), Hospital Road, Companiganj.

Consultant, ENT & Head-Neck Surgery, DMCH

Feni United Medical Centre
(Wednesday & Thursday 4PM-8PM
Friday 9am-3pm)

New Popular hospital & Diagnostic Centre, bashurhat,Noakhali
(Friday 4pm-8pm)

নাক, কান, গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন🩺ডাঃ মহিন উদ্দিন রাজুএম.বি.বি.এস; ডি.এল.ও (ই.এন.টি) বি.এস.এম.এম.ইউ ...
12/11/2024

নাক, কান, গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
🩺ডাঃ মহিন উদ্দিন রাজু
এম.বি.বি.এস; ডি.এল.ও (ই.এন.টি) বি.এস.এম.এম.ইউ
এফ.সি.পি.এস (ই.এন.টি) এফ.পি
(কানের মাইক্রোস্কপিক সার্জারী ও নাকের এন্ডোসকপিক সাইনাস সার্জারীতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত)
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
বিএমডিসি রোজি: নং-এ-৮৭৩২৬

****আধুনিক ভিডিও এন্ডোসকপি ও কম্পিউটারের মাধ্যমে রোগী দেখা হয় এবং নাক, কান, গলা ও শ্বাসনালী পরীক্ষা করা হয়।***

🏥চেম্বার- ১ঃ নিউ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
হাসপাতাল রোড, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

যোগাযোগ -01830-278786

🧭রোগী দেখার সময় : প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

🏥চেম্বার-২ঃ ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টার
বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
সূচনা সেন্টার পয়েন্ট, ৪র্থ তলা (লিফ্ট ৩য়), জহিরিয়া মসজিদের বিপরীতে, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ফেণী।

যোগাযোগ - 01844464111

🧭রোগী দেখার সময় : প্রতি বুধবার ও বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা

সেবা সমূহ
--------------------
০১। নাকের এ্যালার্জি,নাক দিয়ে রক্তপড়া,সাইনাসের ইনফেকশন হলে।
০২। কানে তীব্র ব্যথা হলে।
০১। নাকের হাড় বাঁকা,নাকের পলিপ হলে।
০৪। টনসিলের সমস্যার কারণেও কানে ব্যথা হলে।
০৫। কান থেকে পরিষ্কার বা রক্ত মিশ্রিত পানি বের হলে।
০৬। কানে শোঁ শোঁ শব্দ বা মেশিন চলার মতো শব্দ হলে।
০৭। সাইনুসাইটিসের সমস্যা থাকলে।
০৮। মুখের ভেতরকার নানা রকম ঘা হলে, খাবার গিলতে সমস্যা হলে।
০৯। কানের পর্দা ফেটে গেলে,কানের পর্দা ছিদ্র হয়ে গেলে।
১০। দীর্ঘদিন থেকে সমানে নাক বন্ধ হলে।
১১। কানে প্রদাহের সৃষ্টি হলে।
১২। কানে কম শোনলে।
১৩। কান বন্ধ লাগা ভাব হলে।
১৪। অসময়ে গলা ভেঙে গেলে, এবং তা অনেক দিন ধরে না সারলে ,মাড়ির সমস্যা।
১৫। কানের চামড়ার একজিমার সংক্রমণ হলে।
১৬। কানের জমে থাকা খৈল হলে।
১৭। জিহবায় ক্ষত, আলসার, ফোস্কা, সাদা দাগ, পিণ্ড ও নডিউল দেখা দিলে।
১৮। জিহ্বা ফুলে যাওয়ার সমস্যা,জিহ্বার প্রদাহজনিত সমস্যা,জিহ্বার রঙ ও আকারে পরিবর্তন হলে।
১৯। কান থেকে পুঁজ আসলে ।
২০। কানের পর্দায় বড় ছিদ্র বা ইনফেকশন থাকলে টিমপ্যানোপ্লাস্টি করা।
২১। ইনফেকশন অথবা আঘাতের কারণে যদি কানের হাড়ে পচন বা ক্ষতের সৃষ্টি হয় তাহলে ওসিকুলোপ্লাস্টি করা।
২২। গলা ফোলে যাবার ফলে কণ্ঠস্বর কর্কশ হয়ে গেলে।
২৩। গলায় যেকোন সমস্যা দেখা দিলে।
-----------------------------------------

নাক, কান, গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন🩺ডাঃ মহিন উদ্দিন রাজুএম.বি.বি.এস; ডি.এল.ও (ই.এন.টি) বি.এস.এম.এম.ইউ ...
07/11/2024

নাক, কান, গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
🩺ডাঃ মহিন উদ্দিন রাজু
এম.বি.বি.এস; ডি.এল.ও (ই.এন.টি) বি.এস.এম.এম.ইউ
এফ.সি.পি.এস (ই.এন.টি) এফ.পি
(কানের মাইক্রোস্কপিক সার্জারী ও নাকের এন্ডোসকপিক সাইনাস সার্জারীতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত)
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
বিএমডিসি রোজি: নং-এ-৮৭৩২৬

**আধুনিক ভিডিও এন্ডোসকপি ও কম্পিউটারের মাধ্যমে রোগী দেখা হয় এবং নাক, কান, গলা ও শ্বাসনালী পরীক্ষা করা হয়।

🏥চেম্বার- ১ঃ নিউ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
হাসপাতাল রোড, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। 01830-278786
🧭রোগী দেখার সময় : প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

🏥চেম্বার-২ঃ ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টার
বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
সূচনা সেন্টার পয়েন্ট, ৪র্থ তলা (লিফ্ট ৩য়), জহিরিয়া মসজিদের বিপরীতে, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ফেনী। | যোগাযোগ - 01824-917777
🧭রোগী দেখার সময় : প্রতি বুধবার ও বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা

সেবা সমূহ
√গলা ব্যথা,ফুলে যাওয়া, টনসিল
√ঘনঘন হাঁচি-কাশি,নাক বন্ধ হওয়া
√নাকের হাঁড় বাকা,নাকের পলিপ
√নাকে ঘ্রান না পাওয়া,সাইনোসাইটিস
√কানে পুজ/পানি পড়া,কম শোনা
√কানে শব্দ ও ব্যাথা, কান বন্ধ থাকা
√গলগন্ড/ঘ্যাগ,ফেরিনজাইটিস
√গলায় চাকা,গলা ভেঙ্গে যাওয়া
√গলায় কোনকিছু আটকে থাকা
√মাথা ব্যাথা, ঘোরানো,ঘাড় বাথা
√থাইরয়েড়জনিত সমস্যা সহ

03/11/2024

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।

Shout out to my newest followers! Excited to have you onboard! Nasir Uddin, Nasim Rumi, Shoun Shikder, Suraiya Sultana, ...
22/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Nasir Uddin, Nasim Rumi, Shoun Shikder, Suraiya Sultana, মোঃ আমানত মেম্বার, Rojy Rahman, Ziaur Rahman Pramanik, Shofiqul Alam Bahar, MD Didarul Alam Babu, Khandaker Alamgir, Mirajul Sikdar, Rabiul Hasan Iqbal, Røy Ãmìt, Bellal Hossain, Md Kamal Hasan, Md Shahidul Islam, Rohim Uddin Forazi, MD Rasel Khan, Jamal Meiya, Nahar Moni, يسمين اكتر, আবরার আওসাফ মাঈন, Bijoy Roy, Partha Ctg, Sabina Aktar, Omar Ibn Fasyal, Sabina Yesmin, Md Ebrahim, Arif Hossain, Suman Podder, Shahinur Parvin, Md. Mojibur Rhaman, Tutul Madbor, Hridoy BP Hridoy BP, Amina Chakma, Sahadath Hussein, Dustu Mayer Misti Prem, Nipa Akter, Shimul Bhowmik, Antu Dey, Salma Akter, Abdus Samad Tuton, Raj Joynalabedin, Amniur Rahman Babu, Jishu Nath Jishu Nath, Suj On, Tapos Paul, Mdwadud Biswss, Mili Aktar, Krisna Kanth Nath

ল্যারিনজাইটিস কি?ল্যারিংক্স অর্থাৎ স্বরযন্ত্র ও ভোকাল কর্ড অর্থাৎ স্বরতন্ত্রীর প্রদাহকে ল্যারিনজাইটিস বলে। এতে স্বরতন্ত্...
17/10/2024

ল্যারিনজাইটিস কি?

ল্যারিংক্স অর্থাৎ স্বরযন্ত্র ও ভোকাল কর্ড অর্থাৎ স্বরতন্ত্রীর প্রদাহকে ল্যারিনজাইটিস বলে। এতে স্বরতন্ত্রীর অনুপযুক্ত কম্পনের ফলে কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। বিভিন্ন গবেষণায় গিয়েছে, 30 - 50 বছর বয়সীদের মধ্যে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রতি 1000 জনের মধ্যে 3.5 জন ক্রনিক বা দীর্ঘস্থায়ী ল্যারিনজাইটিসে ভোগেন।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

এই রোগের গুরুতর লক্ষণগুলি হল:

কণ্ঠস্বরে পরিবর্তন বা কর্কশভাব।
গলাব্যথা।
জ্বর।
মাথা যন্ত্রণা।
কাশি।
শ্বাস প্রশ্বাসের সময় সাঁইসাঁই শব্দ।
নাক দিয়ে জল পড়া।
জটিলতা তৈরি হয় যখন অ্যাসিড রিফ্লাক্স (পাকস্থলী থেকে অ্যাসিড উঠে আসা) এর ফলে পেট থেকে অ্যাসিড ল্যারিংক্স বা স্বরযন্ত্র পর্যন্ত পৌঁছনোর কারণে ল্যারিনজাইটিস দেখা দেয়।

এর প্রধান কারণগুলি কি?

ল্যারিনজাইটিসের প্রধান কারণ হল ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ, যদিও ভাইরাল ল্যারিনজাইটিসের ঘটনাই বেশি দেখতে পাওয়া যায়। স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডের উপর অতিরিক্ত চাপ পড়লে এই অবস্থা বাড়িয়ে তুলতে পারে। 3 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকলে, একে ক্রনিক বা দীর্ঘস্থায়ী ল্যারিনজাইটিস বলে। ল্যারিনজাইটিসের অন্যান্য কারণগুলি হল:

ধূমপান।
অতিরিক্ত মদ্যপান।
শ্বাসের মাধ্যমে উদ্বায়ী পদার্থ, নির্দিষ্ট রাসায়নিক এবং ধোঁয়ার মতো অস্বস্তি সৃষ্টিকারী বস্তু ভিতরে যাওয়া।
ভোকাল কর্ডের উপর অত্যধিক চাপ।
এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা হয়?

সাধারণত উপসর্গের মূল্যায়ন এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। চিকিৎসা সংক্রান্ত ইতিহাস থেকে ল্যারিনজাইটিসের কারণ বোঝা যেতে পারে। স্বরযন্ত্র পরীক্ষার জন্য সাধারণত ল্যারিঞ্জোস্কোপ(FOL) নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত এই অসুস্থতা আয়ত্তের মধ্যেই থাকে এবং আপনা থেকেই ঠিক হয়ে যায়। রোগটি কিসের জন্য ঘটেছে তার উপর এর চিকিৎসা নির্ভর করে। ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টি-ভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের ফলে দেখা দিলে অ্যান্টি-অ্যাসিডিটি ওষুধ উপশম দিতে পারে।

নিজে যত্ন নেওয়ার টিপস:

বেশি করে পানি খান, যাতে ক্ষতিকর পদার্থগুলি বেরিয়ে যায়।
যেকোনও রকম ধোঁয়া এড়িয়ে চলুন।
গলাকে যতটা সম্ভব বিশ্রাম দিন, জোরে কথা বলা এড়ান।
বন্ধ নাক খুলতে শ্বাসের সঙ্গে গরম পানির ভাপ নিন।
বন্ধ নাক খোলার ড্রপ (নাসাল ডিকনজেসট্যান্ট) ব্যবহার করবেন না, এগুলি গলাকে শুকনো করে দেয়।
যদি এই পথ্যে কাজ না হয়, তাহলে ই.এন.টি ডাক্তারের পরামর্শ নিন।

ল্যারিনজাইটিস গুরুতর পর্যায়ে পৌঁছলে, তা থেকে শ্বাসকষ্ট হতে পারে, এবং এর জন্য আপৎকালীন চিকিৎসার দরকার পড়ে।

কানের সংক্রমণ বা ইনফেকশন (ওটিটিস মিডিয়া) কি?ওটিটিস মিডিয়া হল কানের মধ্যভাগের ইনফেকশন, যেটা প্রদাহের কারণ হয় ও কর্ণপটহের ...
12/10/2024

কানের সংক্রমণ বা ইনফেকশন (ওটিটিস মিডিয়া) কি?

ওটিটিস মিডিয়া হল কানের মধ্যভাগের ইনফেকশন, যেটা প্রদাহের কারণ হয় ও কর্ণপটহের অন্তরালে তরল তৈরি করে। এটা সাধারণ ঠান্ডা লাগা(নাসোফারিঙ্গাইটিস), গলা ব্যথা, বা শ্বাসের সংক্রমণের কারণে হয়। যদিও সংক্রমণটি বয়সের শাখা জুড়ে বিকাশ হতে পারে, ছয় থেকে পনেরো মাস বয়সী শিশুরা সবচেয়ে বেশি সহজগ্রাহী হয়। প্রায় 75 শতাংশ বাচ্চা তিন বছর বয়সের আগেই বিশেষত একবার কানের ইনফেকশনে ভোগে। নিম্নলিখিত হিসাবে ওটিটিস মিডিয়ার ধরনগুলি হল:

তীব্র ওটিটিস মিডিয়া
ইফিউসন সহ ওটিটিস মিডিয়া
ইফিউসন সহ দীর্ঘকালস্থায়ী ওটিটিস মিডিয়া
এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

সাধারণত, তীব্র ওটিটিস মিডিয়াতে, মধ্য কান ইনফেকশনের উপসর্গগুলি দ্রুত বিকশিত হয় এবং কয়েক দিনের মধ্যে সমাধান হয়। মূল উপসর্গগুলি দেওয়া হল

কানের ব্যথা
জ্বর
অসুস্থতা অনুভব করা
দুর্বলতা
সামান্য শ্রবণ হ্রাস- যদি কানের মধ্যভাগে তরল জমা হয়, শ্রবণশক্তির হ্রাস হতে পারে (আঠালো কান)
মাঝেমধ্যে, একটি সচ্ছিদ্র কর্ণপটহ বেড়ে উঠতে পারে (কর্ণপটহে ছেদ), এবং কান দিয়ে পূঁয বেরোতে পারে। অন্যান্য উপসর্গগুলি যা একটা শিশু কানের সংক্রমণে ভোগ করতে পারে তা হল

কানে টান, হেঁচকা, বা ঘষা লাগা
বিরক্তিভাব, কম খাওয়া, বা রাতে বিশ্রামহীনতা
কাশি বা সর্দি
ডায়রিয়া
মৃদু আওয়াজেতে অনীহা বা শোনার মধ্যে অসুবিধার অন্যান্য লক্ষণ, যেমন অন্যমনস্কতা
ভারসাম্য হারানো
শিশুদের উপসর্গগুলি কাছ থেকে নজর রাখা দরকার, যেহেতু তারা বড় বাচ্চাদের মত কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম নাও হতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

সাধারণ ঠান্ডা লাগা কখনও কখনও মধ্য কানের মিউকাস তৈরি করতে সাহায্য করে, এবং তাই ইউস্ট্যাচিয়ান টিউব ( একটা পাতলা টিউব যেটা মধ্য কানের থেকে নাকের পিছনে চলে যায়) ফুলে যায় বা বন্ধ হয়ে যায়। যেহেতু মিউকাস সঠিকভাবে বেরিয়ে যেতে পারে না তাই সংক্রমণটি সহজেই মধ্য কানে ছড়িয়ে পড়ে। নিম্নলিখিত কারণে মধ্য কানের ইনফেকশনের জন্য ছোট শিশুরা বিশেষভাবে অসুরক্ষিত:

শিশুদের ইউস্ট্যাচিয়ান টিউব বড়দের চেয়ে ছোটো হয়।
একটি শিশুর অ্যাডিনয়েডগুলি প্রাপ্তবয়স্কদের তুলনায় অপেক্ষাকৃত বড় হয়
কিছু অবস্থা যা মধ্য কানের ইনফেকশন বাড়ায়, তা হল
ক্লেফ্ট পেলেট- এক ধরনের জন্মের ত্রুটি যাতে একটি শিশুর মুখের উপরিভাগ বিভক্ত থাকে।
ডাউন'স সিনড্রোম-একটি জেনেটিক অবস্থা যা চরিত্রগতভাবে শেখার অক্ষমতার একটি নির্দিষ্ট স্তর এবং অস্বাভাবিক শারীরিক আকৃতির ব্যাপ্তির কারণ
এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

বেশিরভাগ ওটিটিস মিডিয়ার ক্ষেত্রে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না, যেহেতু এটা কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। তবে, যদি উপসর্গগুলি আরো খারাপ হয় তবে একটি অটোস্কোপ ব্যবহার করে প্রায়ই মধ্য কান ইনফেকশন নির্ণয় করা হয়। ডাক্তার মধ্য কানের তরল উপস্থিতির লক্ষণগুলির জন্য অটোস্কোপ ব্যবহার করে কান পরীক্ষা করেন যা সংক্রমণের নির্দেশ করে। টাইমপ্যানোমেট্রি, অডিওমেট্রি এবং সিটি /এমআরআই স্ক্যানগুলির মতো আরও পরীক্ষাগুলি শুধুমাত্র তখনই প্রয়োজন হয় যখন চিকিৎসা কার্যকর না হয় বা জটিলতাগুলি বিকাশ হয় এবং সাধারণত আপনার কান, নাক এবং গলা (ইএনটি) চিকিৎসক দ্বারা পরিচালিত হয়।

চিকিৎসাগুলি হতে পারে:

ওরাল অ্যান্টিবায়োটিক বা কানের ড্রপ
ওষুধপ্রয়োগ (ব্যথা এবং জ্বরের জন্য)
নির্দিষ্ট সময় অন্তর-অন্তর পর্যবেক্ষণ
গ্রোমেটস- শিশুদের মধ্যে বারবার ঘটা তীব্র মধ্য কানের ইনফেকশন, গ্রোমেট নামক ছোটো টিউব কর্ণপটহের মধ্যে বসানো যেতে পারে যাতে সাধারণ অ্যানাসথেসিয়া (ব্যথা না হওয়া নিশ্চিত করে) তরল বেরোতে সাহায্য করার জন্য করা হয়। প্রক্রিয়াটি সাধারণত প্রায় 15 মিনিট নেয় এবং রোগীকে ঐ দিনই ছেড়ে দেওয়া হয়।
সহজে উপলব্ধ ব্যথার ওষুধ, যেমন প্যারাসিটামল এবং ইবুপ্রফেন ব্যথা ও জ্বর কমাতে দেওয়া হয়।
নিজ যত্ন:

যতদিন না উপসর্গগুলি হ্রাস পাচ্ছে ততদিন প্রভাবিত কানের উপর একটি উষ্ণ ফ্ল্যানেলের স্থাপনও ব্যথা কমতে সাহায্য করে।

টনসিলাইটিস কি?টনসিলাইটিস বলতে টনসিল (গলার পিছনে দুইপাশে অবস্থিত গ্রন্থি)-এর সংক্রমণকে বোঝায়। টনসিল লসিকা প্রণালীর অঙ্গ, ...
08/10/2024

টনসিলাইটিস কি?

টনসিলাইটিস বলতে টনসিল (গলার পিছনে দুইপাশে অবস্থিত গ্রন্থি)-এর সংক্রমণকে বোঝায়। টনসিল লসিকা প্রণালীর অঙ্গ, যা আমাদের শরীরে রোগপ্রতিরোধক ব্যবস্থা বজায় থাকার জন্য দায়ী। এই গ্রন্থির প্রদাহ থেকে টনসিলাইটিসের উপসর্গ দেখা দেয়। শিশুদের মধ্যে এই সংক্রমণ সাধারণ ব্যাপার এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যায়।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

টনসিলাইটের উপসর্গ নিম্নরূপ হতে পারে:

গলায় খসখসেভাব।
গলায় ব্যথা।
খাবার গেলার সময় ব্যথা।
জ্বর।
টনসিল ফুলে ওঠা।
মুখে দুর্গন্ধ।
টনসিলে হলুদ অথবা সাদা স্তর পড়া।
মাথাব্যথা।
উপসর্গগুলি প্রায়শই যন্ত্রণাদায়ক হয় এবং এর ফলে প্রচণ্ড অস্বস্তি হতে পারে। অল্পবয়সী বাচ্চাদের এরসঙ্গে বমি বমি ভাব এবং পেটব্যথা অনুভব হতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

টনসিলাইটিস ভাইরাস অথবা ব্যক্টেরিয়া ঘটিত সংক্রমণ এবং প্রায়শই তারসঙ্গে সর্দি লাগে। সেজন্য, নাক দিয়ে জল পড়া, কাশি ও জ্বরের মতো সামান্য সর্দি লাগার লক্ষণ ধীরে ধীরে টনসিলাইসের উপসর্গে রূপ নিতে পারে, যেহেতু উপসর্গগুলি গুরুতর আকার নেয়।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

টনসিলাইটিসের বিরুদ্ধে টীকাকরণ সম্ভব নয় এবং সেজন্য একে সহজে প্রতিরোধ করা যায় না। কোনও ব্যক্তি হয়তো তার জীবদ্দশায় টনসিলাইটিসে একাধিকবার ভুগতে পারেন।

উপসর্গের পরীক্ষা এবং জীবাণু চিহ্নিত করার জন্য গলার স্রাবের নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে টনসিলাইটিস নির্ণয় করা যেতে পারে।

ব্যাক্টেরিয়ার কারণে যদি টনসিলাইটিস হয়, তাহলে অ্যান্টিবায়টিক গ্রহণ চিকিৎসার সবচেয়ে কার্যকরী উপায়। তবে, ভাইরাসের কারণে টনসিলাইটিস হলে, কারণ নির্মূলে ওষুধ কাজে লাগে না। উপসর্গ কমানে নিম্নলিখিত উপায় অবলম্বন করা যেতে পারে:

জ্বর কমাতে প্যারাসিটামল নেওয়া।
বেশি করে আরাম করা।
প্রচুর পরিমাণে তরল পান।
নরম খাবার খাওয়া।
নুন জল দিয়ে গার্গেল করা।
বেদনানাশক ওষুধ ব্যবহার (কেবলমাত্র ডাক্তারের পরামর্শ নেওয়ার পরই)।
ডা: মহিন উদ্দিন রাজু
এম.বি.বি.এস, ডি.এল.ও(ই.এন.টি)
এফ.সি.পি.এস(ই.এন.টি)-ফাইনাল
কনসালট্যান্ট, ই.এন.টি এন্ড হেড-নেক সার্জারী

Address

Hospital Road
Companiganj
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mohin Uddin Raju - ENT Specialist & Head-Neck Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram