M/S Miftah Medico

M/S Miftah Medico দেশী ও বিদেশি পাইকারী ও খুচরা মুল্যে সব ধরনের ঔষুধ পাওয়া যায়।

18/05/2024

প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তোমাদের সকলকে কিয়ামতের দিন (তোমাদের কর্মের) পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তখন যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম। আর এই পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছু নয়

। -সূরা আলে ইমরান (৩) : ১৮৫🥀🖤

18/05/2024

◽ডায়াবেটিস কি?
*ডায়াবেটিস হলো শরীরের এমন একটি অবস্থা, যখন আমাদের শরীর নিজ থেকে ইনসুলিন তৈরি করতে পারেনা,বা তৈরিকৃত ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না,যার ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বেশি থাকে কারণ ইনসুলিন রক্তের শর্করা ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
◽ডায়াবেটিসের ধরণ
@টাইপ-১ডায়াবেটিস
@টাইপ-২ডায়াবেটিস
*সাধারণত টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস বেশি হয়ে থাকে,এছাড়া অন্যান্য ডায়াবেটিস ও হতে পারে যেমন,
@গর্ভকালীন ডায়াবেটিস
@নিওনেটাল ডায়াবেটিস
@জেসটেসানাল ডায়াবেটিস
◽টাইপ ১ডায়াবেটিস
*টাইপ -১ ডায়াবেটিস হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট।এটি সাধারণত ৪০ বছরের নিচে বয়সীদের হয়ে থাকে।টাইপ ১ ডায়াবেটিস এ প্যাংক্রিয়াসের বিটা কোষগুলো অটো ইম্মিউন দ্বারা নষ্ট হয়ে যায়,যার ফলে ইনসুলিন তৈরি হতে পারে না।তাই এদেরকে সারাজীবন ইনসুলিন দিতে হয়
◽টাইপ -১ ডায়াবেটিস এর লক্ষণ
@অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
@দ্রুত ওজন হ্রাস
@তীব্র পানির পিপসা
@প্রচন্ড ক্ষুদা লাগা
@দুর্বলতা বা ক্লান্তি অনুভব
@বমি বমি ভাব
@ঝাপসা দৃষ্টি
@অস্বাভাবিক বিরক্তি
@পেটে ব্যথা
@চুলকানি
@অপ্রীতিকর গন্ধের অনুভূতি
@ঢিলা চামডা,শুকনো জিহ্বা,ফাটা ঠোঁট
@নিম্ন রক্তচাপ
@চোখ বসে যাওয়া
@ঘন ও বড় বড় শ্বাস
@দ্রুত নাড়ির গতি
◽টাইপ ২ ডায়াবেটিস
* এটি নন ইনসুলিন ডিপেন্ডন্ট ডায়াবেটিস।এটা সাধারণত ৪০ বছরের উপরে বয়সীদের হয়ে থাকে।এটা যখন হয় তখন প্যাংক্রিয়াসের বিটা কোষগুলো হতে পর্যাপ্ত পরিমাণে তৈরি হতে পারে না বা ইনসুলিন ঠিক মত তৈরি হয় কিন্তু সঠিক ভাবে কাজ করতে পারে না।এক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ অথবা প্রয়োজনে মুখে খাওয়ার ওষুধ বা ইনসুলিন লাগতে পারে।
◽টাইপ -২ ডায়াবেটিস এর লক্ষণ
@মাথাব্যথা
@মাথা ঘোরা
@পিপাসা লাগা
@ক্ষত শুকাতে বেশি সময় লাগে
@মেজাজ পরিবর্তন
@ওজন কমে যাওয়া
@বগল ও ঘাড়ের কাছে কালচে ছাপ
@মুত্রনালীতে সংক্রমণ
@চুলকানি
@অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
@হাতে এবং পায়ে ঝিন ঝিন করা
◽ডায়াবেটিসের কারণ
* যদিও এখনো সঠিক কোন কারণ নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তাবে কিছু উপদানকে ডায়াবেটিস এর জন্য দায়ী বলে গণ্য করা হয়। যেমন
@অধিক ওজন ও অলস প্রকৃতি
@বংশগত বা পারিবারিক কারণে
@কিছু ভাইরাস,রোটা ভাইরাস,রুবেলা ভাইরাস
@অগ্নাশয়ের রোগ
@গর্ভাবস্থায় প্রদাহ বা ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে
@ইনসুলিন বিরোধী হরমোন তৈরি হলে
@প্যাংক্রিয়াসের

09/02/2024

ভালোবাসা দান প্রিয় ভাই এর

06/02/2024

Good Morning 👈

05/02/2024

সেচ্ছাসেবী ও মানবতার সৈনিক প্রিয় Shohel Vai এর বিয়েতে... ❤️

16/01/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় নুরুল ইসলাম ভাই এর লাল ভালোবাসা দান

13/01/2024

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া রোগীর জন্য এ পজিটিভ রক্তদাতা এগিয়ে আসুন,
যোগঃ 01876819360

13/01/2024

রামু স্বাস্থ্য কমপ্লেক্সে এক ছোট বাচ্চার জন্য (A+) রক্তদাতা এগিয়ে আসুন....

👨‍⚕️রোগীর সমস্যাঃ রক্ত স্বল্পতা রোগী
🔴রক্তের গ্রুপঃ (A+)
💉রক্তের পরিমানঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ১৩/০১/২৪
⏰রক্তদানের সময়ঃ দুপুর ১ টার মধ্যে
🏥রক্তদানের স্থানঃ রামু স্বাস্থ্য কমপ্লেক্স
☎যোগাযোগঃ 01876819360

13/01/2024

ইমারজেন্সি ব্লাড লাগবে আমার আন্টির জন্য
২ ব্যাগ বি+
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
হিমোগ্লোবিন -৬
দুপুর ১২ টার মধ্যে কেউ হসপিটালের পাশাপাশি থাকলে যানাবেন ধন্যবাদ।
01872539935

 #যেভাবে_বুঝবেন_শিশুর_নিউমোনিয়া_হয়েছে।শীতকালে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। নিউমোনিয়া শ্বাস-প্রশ্ব...
13/01/2024

#যেভাবে_বুঝবেন_শিশুর_নিউমোনিয়া_হয়েছে।

শীতকালে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।
নিউমোনিয়া শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ ও ফুসফুসের প্রদাহজনিত সমস্যা। নিউমোনিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে হতে পারে। শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
লক্ষণ
১. শিশুর বুকের খাঁচা নিচে দেবে যাওয়া
২. শিশুর দ্রুত শ্বাস নেওয়া
৩. কাশি, শ্বাসকষ্ট হওয়া
৪. শিশুর মাথা সামনের দিকে ঝুঁকে যাওয়া
৫. শিশু খাবার খেতে না চাওয়া

শিশুর ক্ষেত্রে উপরোক্ত লক্ষণগুলো দেখা গেলে, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।
কারা ঝুঁকিপূর্ণ
১. অপুষ্টিতে ভোগা শিশু
২. জন্মগত ত্রুটি, যেমন: জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা, ফুসফুসে সমস্যা ইত্যাদি
৩. শিশুর বিভিন্ন ধরনের প্রদাহজনিত সমস্যা

প্রতিকার
শীতকালে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই এ সময়ে শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। কোনোভাবেই শিশুর সামনে ধূমপান করা যাবে না। যতদূর সম্ভব রান্নাঘর ও শোবার ঘরের জানালা-দরজা খুলে রাখতে হবে। শিশুদের ভিটামিন 'এ' সাপ্লিমেন্ট দিতে হবে।

13/01/2024

📮একটি মানবিক সাহায্যের জন্য আবেদন

💆রোগীর সমস্যাঃ রক্তস্পতা
🔴রক্তের গ্রুপঃO+
💉রক্তের পরিমাণঃ ৬ ব্যাগ
🔬 হিমোগ্লোবিনঃ জানা নেই
🏥রক্তদানের স্থানঃ কক্সবাজার,ডিজিটাল হাসপাতাল।
⌚রক্তদানের সময়ঃ যত দ্রুত সম্ভব
☎যোগাযোগঃ 01851-848306
রোগীর ভাই

সকলের সহযোগিতার কামনা করছি

12/01/2024

আগামীকাল সকালে চকরিয়া সরকারি হাসপাতালে বৃদ্ধ মহিলার জন্য এক ব্যাগ বি পজিটিভ ব্লাড প্রয়োজন।
0130550001

12/01/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় হারুন ভাই এর লাল ভালোবাসা দান

Address

Cox's Bazar

Telephone

+8801886149585

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Miftah Medico posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to M/S Miftah Medico:

Share