18/05/2024
◽ডায়াবেটিস কি?
*ডায়াবেটিস হলো শরীরের এমন একটি অবস্থা, যখন আমাদের শরীর নিজ থেকে ইনসুলিন তৈরি করতে পারেনা,বা তৈরিকৃত ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না,যার ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বেশি থাকে কারণ ইনসুলিন রক্তের শর্করা ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
◽ডায়াবেটিসের ধরণ
@টাইপ-১ডায়াবেটিস
@টাইপ-২ডায়াবেটিস
*সাধারণত টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস বেশি হয়ে থাকে,এছাড়া অন্যান্য ডায়াবেটিস ও হতে পারে যেমন,
@গর্ভকালীন ডায়াবেটিস
@নিওনেটাল ডায়াবেটিস
@জেসটেসানাল ডায়াবেটিস
◽টাইপ ১ডায়াবেটিস
*টাইপ -১ ডায়াবেটিস হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট।এটি সাধারণত ৪০ বছরের নিচে বয়সীদের হয়ে থাকে।টাইপ ১ ডায়াবেটিস এ প্যাংক্রিয়াসের বিটা কোষগুলো অটো ইম্মিউন দ্বারা নষ্ট হয়ে যায়,যার ফলে ইনসুলিন তৈরি হতে পারে না।তাই এদেরকে সারাজীবন ইনসুলিন দিতে হয়
◽টাইপ -১ ডায়াবেটিস এর লক্ষণ
@অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
@দ্রুত ওজন হ্রাস
@তীব্র পানির পিপসা
@প্রচন্ড ক্ষুদা লাগা
@দুর্বলতা বা ক্লান্তি অনুভব
@বমি বমি ভাব
@ঝাপসা দৃষ্টি
@অস্বাভাবিক বিরক্তি
@পেটে ব্যথা
@চুলকানি
@অপ্রীতিকর গন্ধের অনুভূতি
@ঢিলা চামডা,শুকনো জিহ্বা,ফাটা ঠোঁট
@নিম্ন রক্তচাপ
@চোখ বসে যাওয়া
@ঘন ও বড় বড় শ্বাস
@দ্রুত নাড়ির গতি
◽টাইপ ২ ডায়াবেটিস
* এটি নন ইনসুলিন ডিপেন্ডন্ট ডায়াবেটিস।এটা সাধারণত ৪০ বছরের উপরে বয়সীদের হয়ে থাকে।এটা যখন হয় তখন প্যাংক্রিয়াসের বিটা কোষগুলো হতে পর্যাপ্ত পরিমাণে তৈরি হতে পারে না বা ইনসুলিন ঠিক মত তৈরি হয় কিন্তু সঠিক ভাবে কাজ করতে পারে না।এক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ অথবা প্রয়োজনে মুখে খাওয়ার ওষুধ বা ইনসুলিন লাগতে পারে।
◽টাইপ -২ ডায়াবেটিস এর লক্ষণ
@মাথাব্যথা
@মাথা ঘোরা
@পিপাসা লাগা
@ক্ষত শুকাতে বেশি সময় লাগে
@মেজাজ পরিবর্তন
@ওজন কমে যাওয়া
@বগল ও ঘাড়ের কাছে কালচে ছাপ
@মুত্রনালীতে সংক্রমণ
@চুলকানি
@অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা
@হাতে এবং পায়ে ঝিন ঝিন করা
◽ডায়াবেটিসের কারণ
* যদিও এখনো সঠিক কোন কারণ নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তাবে কিছু উপদানকে ডায়াবেটিস এর জন্য দায়ী বলে গণ্য করা হয়। যেমন
@অধিক ওজন ও অলস প্রকৃতি
@বংশগত বা পারিবারিক কারণে
@কিছু ভাইরাস,রোটা ভাইরাস,রুবেলা ভাইরাস
@অগ্নাশয়ের রোগ
@গর্ভাবস্থায় প্রদাহ বা ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে
@ইনসুলিন বিরোধী হরমোন তৈরি হলে
@প্যাংক্রিয়াসের